বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Explore a different BRUR !! The journey toward glory,excellence & success.
[N.B This page is not official page of BRUR]

10/06/2022

আমরা ধর্ষণের গল্পে স্যাড রিয়েক্ট দেই,কোথাও উত্যক্তকরণের নিউজ শুনলে গালি দিয়ে পোস্ট দেই,
অথচ আমরা ভিসি রোড,বিজয় সড়ক,দেবদারু সড়কে সন্ধ্যার পর একা কোনো মেয়ে মানুষকে দেখলে একটু মজা নেই🙂
সর্বোচ্চ গতিসীমা ১০ কিমি বিধিবদ্ধ সতর্কীকরণ না দিয়ে সর্বোচ্চ কয়টা মেয়েকে রোজ উৎকট কথা বলে হেনস্তা করা যাবে, তার একটা তালিকা করে দেওয়া উচিত।
আমরা যারা হলে থাকি,সন্ধ্যার পর তাড়াতাড়ি করে আসতে গিয়ে বকুল রোড দিয়ে আসার সময় খুবই অশ্লীল কথা শুনতে হয়।
বিকেলবেলা বা সন্ধ্যায় একা বের হলে পেছন থেকে অশ্লীল কটুক্তি করা হয়।আগে অনেকেই বলতো,হলের আপুদের কাছে শুনতাম,সেদিন আমি নিজে প্রমাণ পেলাম।
দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া একজন শিক্ষার্থীর কাছে এইরকম কথা আশা করি না আমরা।
কিছুদিন আগে একটা আপুকে ভয়েস তুলতে দেখলাম তার এক সিনিয়রের বিরুদ্ধে, খুঁজলে বা সব মেয়ে ভয়েস তুললে এরকম অনেক সিনিয়র বের হয়ে আসবে।অনেকেই তো বিশ্ববিদ্যালয়ও ছাড়তে চায়।
আরেকটা ইস্যু হচ্ছে এই বহিরাগতরা।শুক্রবার বিকেলে ক্যাম্পাসে ঘুরতে এসে যা নয় তাই কমেন্ট করে মেয়ে দেখলে,এলাকার গরম দেখানো ভাইয়ারা কাউকে তোয়াক্কা করে না,গেইটে বাইকের গতি ঠিক রাখলেও ভেতরে মেয়ে দেখলেই বাইকের গতি বেড়ে যায় ওদের।
প্রশাসনের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আকুল আবেদন আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।আমরা যতক্ষণ বিশ্ববিদ্যালয় এরিয়ায় থাকি ততক্ষণ আমাদের সব দায়ভার আপনাদের অবশ্যই।
এতদূর পড়তে এসে আপনাদের কাছে সামান্য নিরাপত্তা আশা করতে পারি না আমরা?

Taskia

কবি হেয়াত মামুদ ভবন ❤️
07/06/2022

কবি হেয়াত মামুদ ভবন ❤️

১৪ মে ২০২১ সালের এইদিনে আমার থেকে চিরদিনের জন্য বিদায় নেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব  বিভাগের সহকারী অধ্যাপক মো. আকতারুল ইসলা...
14/05/2022

১৪ মে ২০২১ সালের এইদিনে আমার থেকে চিরদিনের জন্য বিদায় নেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. আকতারুল ইসলাম।

আল্লাহতালা স্যারকে জান্নাত নসিব করুন। আপনারা স্যারের জন্য এবং স্যারের পরিবারের জন্য সকলে দোয়া করবেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনিই প্রথম শিক্ষক। যার অকাল মৃত্যু হয়।

13/05/2022

হঠাৎ অচেনা হয়ে গেল চিরচেনা পার্কের মোড়! 😪😪😪

ভিডিও ক্রেডিট- Hudai Express

সবুজে আচ্ছন্ন বেরোবি ক্যাম্পাস।ছবিঃ মাসুদুর রহমান
10/05/2022

সবুজে আচ্ছন্ন বেরোবি ক্যাম্পাস।

ছবিঃ মাসুদুর রহমান

আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-1. Title2. Abstract3. Introduction4. Literature Re...
27/04/2022

আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-

1. Title
2. Abstract
3. Introduction
4. Literature Review
5. Conceptual and Theoretical framework
6. Methodology
7. Results/Findings & Discussion
8. Conclusion
9. Reference

টাইটেল,অ্যাবস্ট্রাক্ট, মেথডোলজি এবং কনক্লিউশন; এগুলো মোটামুটি ছোট অংশ। এগুলো লেখার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন নেই । আপনার হাতে যদি সিমিলার কয়েকটি থিসিস থাকে,তাহলে সে নমুনাগুলো অনুসরণ করলে খুব সহজেই এই অংশগুলো লিখে ফেলতে পারবেন।

তবে এই অংশগুলোসহ গবেষণায় প্রত্যেকটি অংশে , কিছু টুলসের প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে লিখছি।

▪️𝟭. 𝗚𝗿𝗮𝗺𝗺𝗮𝗿 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-

(Grammarly*/Ginger)

ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না । তাই আমাদের লেখার মধ্যে ব্যাকরণগত এবং ভাষাগত অনেক ভুল থাকতে পারে । আপনি চাইলে সহজেই এখান থেকে ঠিক করে নিতে পারেন । সর্বোচ্চ আউটপুট পেতে চাইলে প্রিমিয়াম ভার্শন কিনতে পারেন ।

▪️𝟮. 𝗣𝗮𝗿𝗮𝗽𝗵𝗿𝗮𝘀𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴 𝘁𝗼𝗼𝗹𝘀-

(Quillbot*/Word Ai/Ref-n-Write/Pro Writing Aid)

ব্যক্তিগতভাবে আমি মনে করি Quilbot,Word Ai খুবই ভালো । তবে Ref-n-Write/Pro Writing Aid খুবই অ্যাডভান্স।Quilbot এর বিনামূল্য ভার্শন আপনাকে যথেষ্ট সাহায্য করবে। অন্য টুলসগুলো আপনাকে নামমাত্র মূল্যে কিনে নিতে হবে ।

▪️𝟯. 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 𝗧𝗲𝘅𝘁 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲-

(Word*, OpenOffice, LaTeX*), Scrivener...)

মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ খুব ভালোমতো জানা থাকলে বাকি সফটওয়ারগুলো না শিখলেও হবে । তবে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ল্যাটেক্স শেখা যেতে পারে । আমি গবেষণার দুটি সফটওয়্যার শিখে সবচেয়ে বেশি আনন্দলাভ করেছিলাম , তার মধ্যে একটি হলো লাটেক্স । জার্নাল অনুযায়ী লেখা সাজানো , অটোমেটিক সূচিপত্র বানানো, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে ।

▪️𝟰. 𝗖𝗼𝗻𝗰𝗲𝗽𝘁𝘂𝗮𝗹 𝗮𝗻𝗱 𝗧𝗵𝗲𝗼𝗿𝗲𝘁𝗶𝗰𝗮𝗹 𝗙𝗿𝗮𝗺𝗲𝘄𝗼𝗿𝗸-

(Diagram.net*, creatly*, Canva)

এই অংশগুলোতে অনেক সময় ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় । মাইক্রোসফ্ট ওয়ার্ডে যদিও চিত্র অঙ্কন করা যায় , তবে সেটি সুন্দর হয়না । আপনারা চাইলে Diagram.net, creatly, Canva এই ওয়েবসাইট গুলো থেকে মুহূর্তেই কাঙ্খিত ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন ।

▪️𝟱. 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁𝘀/𝗙𝗶𝗻𝗱𝗶𝗻𝗴𝘀 & 𝗗𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻

এই অংশকে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ দুটি ভাগে ভাগ করে বোঝালে সহজ হবে ।

🔸Quantative Analysis

(SPSS*, STATA, R, ...)

SPSS এর কাজ ভালোমতো জানলে সোশ্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের বাকি সফটওয়ারগুলো না শিখলেও মোটামুটি চলে । R শিখতে পারেন , অ্যাডভান্স এনালাইসিস করতে পারবেন । পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফিগার বের করতে পারবেন ।

🔸Qualitative research software

(Atlas.ti,NVivo,Quirkos*,MAXQDA...Excel*)

এতগুলা সফটওয়্যার দেখে মোটেও ঘাবড়ে যাবেন না । গুণগত গবেষণা করার ক্ষেত্রে সাধারণতঃ সফটওয়্যার না হলেও চলে বা এক্সেল ব্যবহার করেই থিমেটিক এনালাইসিস করে ফেলা যায় । ব্যক্তিগতভাবে আমি এই দুটি সফট্ওয়ারে Quirkos,MAXQDA এর কথা বলবো । আপনারা চাইলে দেখে নিতে পারেন শিখে নিতে পারেন ।

▪️𝟲. 𝗤𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝗻𝗮𝗶𝗿𝗲 𝗦𝘂𝗿𝘃𝗲𝘆-

(Kobo toolbox*,Google form*)

Kobo toolbox খুবই স্মার্ট একটি টুলস । রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ পেতে হলে এই টুলস এর কাজ জানা আবশ্যক ।

▪️𝟳. 𝗣𝗹𝗮𝗴𝗶𝗮𝗿𝗶𝘀𝗺 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-

(Turnitin*, Viper,I-thenticate, Checker X*)

DupliChecker, Paperrater, Plagiarisma, Search Engine Reports, PlagTracker, Plagium, CopyLeaks, Ephorus, Quetext অনেকেই এসব সোর্স থেকে প্লেজারিজম চেক করে তৃপ্তির ঢেকুর তোলেন । কিন্তু একাডেমিক লেখায় এই টুলসগুলো গ্রহণযোগ্য নয়। অনলি Turnitin ইজ বস ।

▪️𝟴. 𝗕𝗶𝗯𝗹𝗶𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿-

(Zotero*, Mendeley*,EndNote, ...)

রেফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তের মধ্যেই রেফারেন্সিং করে ফেলা যায় । Zotero সফটওয়ারটি শেখা আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলে আমি মনে করি । এমনকি আমার চলমান ব্যাচের শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি খুব পছন্দ করেছে ।
গবেষণা প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে এই সফটওয়্যার গুলো শেখা অত্যন্ত দরকার । Zotero এবং Mendeley আমি রেগুলার ব্যবহার করি।

- লিখেছেনঃ Morshed Alam

DIAGRAM SOFTWARE Ver soluciones Ver soluciones OFRECE SOLUCIONES COMPLETAS PARA ASESORÍAS Y EMPRESAS CONCILIACIÓN BANCARIA REDUCE TIEMPOS, accede a las entidades bancarias y realiza la descarga de los movimientos en cuenta, permitiendo incorporar dichos movimientos a la contabilidad facilitando: L...

ইফতারের পূর্ব মুহুর্ত১ নং খেলার মাঠবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরছবিঃMd.Mostafizur Rahman Ripon
15/04/2022

ইফতারের পূর্ব মুহুর্ত
১ নং খেলার মাঠ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
ছবিঃMd.Mostafizur Rahman Ripon

জাতীয় টেলিভিশন বিতর্কের প্রথম পর্বে বিজয়ী বেরোবির শহীদ মুখতার ইলাহী হল
12/04/2022

জাতীয় টেলিভিশন বিতর্কের প্রথম পর্বে বিজয়ী বেরোবির শহীদ মুখতার ইলাহী হল

নাজমুল হুদা নিমু:

জাতীয় টেলিভিশন বিতর্কে বিজয়ী বেরোবির বঙ্গবন্ধু হল
10/04/2022

জাতীয় টেলিভিশন বিতর্কে বিজয়ী বেরোবির বঙ্গবন্ধু হল

নাজমুল হুদা নিমু;

21/03/2022

আপনারা আমন্ত্রিত ❤️💝

আমাদের বেরোবির জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাসনিয়া। সম্প্রতি সে সালামের মোড়...
14/03/2022

আমাদের বেরোবির জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাসনিয়া।
সম্প্রতি সে সালামের মোড়ের পাশে "Food Island" নামে একটি উন্মুক্ত রেস্তোরাঁ চালু করেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। যেখানে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরণের আকর্ষণীয় খাবার। এবং প্রথম সপ্তাহজুড়েই রয়েছে ১০% মূল্যছাড়।
যোগাযোগ:
স্থানঃ পার্কের মোড় সংলগ্ন (সালামের মোড়), আর.কে. রোড, রংপুর।
সময়ঃ বিকাল ৩ টা থেকে
মোবাঃ 01737119386, 01719897612
ফেসবুক পেইজঃ fb/foodisland.anikatasnia
বি.দ্রঃ উপার্জনের ৫% এতিমখানা, গরিব অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

07/03/2022

বেরোবিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

বেরোবিতে নবনির্মিত পরীক্ষা হলের উদ্বোধন
06/03/2022

বেরোবিতে নবনির্মিত পরীক্ষা হলের উদ্বোধন

নাজমুল হুদা নিমু:

বেরোবিতে লালমনিরহাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন নেতৃত্ব
01/03/2022

বেরোবিতে লালমনিরহাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন নেতৃত্ব

মঙ্গলবার (০১ লা মার্চ) উপদেষ্টা প্রফেসর ড. মোর্শেদ হোসেন এবং সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডলের স্বাক্ষরিত এক ব.....

28/02/2022

বেরোবিতে সশরীরে ওরিয়েন্টেশন ক্লাস আগামী বুধবার (২ মার্চ)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী বুধবার (২ মার্চ ২০২২) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২২ বিভাগে বিভাগীয় ব্যবস্থাপনায় ওরিয়েন্টেশন ক্লাস আয়োজন করা হয়েছে। নবীন শিক্ষার্থীরা ক্লাস সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনে নিতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

20/02/2022

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

20/02/2022

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল বর্ষের ক্লাস-পরীক্ষা আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি, ২০২২) থেকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সশরীরে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে গত ২১ জানুয়ারি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালু থাকলেও সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়। বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় সরকারি নির্দেশনা অনুসারে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু থাকবে। তবে সশরীরে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনে অনলাইনেও ক্লাস-পরীক্ষা নেওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

নিজের বিশ্ববিদ্যালয়ের ছবি দেখতে বা বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে সবারই ভালো লাগে। আর যদি আপনি নিজেই তা সবার সামনে তুলে ধরেন...
20/02/2022

নিজের বিশ্ববিদ্যালয়ের ছবি দেখতে বা বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে সবারই ভালো লাগে। আর যদি আপনি নিজেই তা সবার সামনে তুলে ধরেন তবে কেমন হবে?

হ্যাঁ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার, রংপুর পেজের এডমিন হতে চাইলে ইনবক্সে নিজের ব্যাচ ও বিভাগ লিখে ম্যাসেজ দিন।

নিজের ক্যাম্পাসের ব্র‍্যান্ডিং করুণ মনের মত ❤️

ডোন্ট ফায়ার! আই সেইড, ডোন্ট ফায়ার!!!"কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেনআমার গায়ে গুলি লাগে।"১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি এ...
18/02/2022

ডোন্ট ফায়ার! আই সেইড, ডোন্ট ফায়ার!!!

"কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন
আমার গায়ে গুলি লাগে।"
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি এভাবেই ছাত্রদের
বাঁচাতে শিনা টান করে নিজে পাকিস্তানি সেনাদের
নিশানা হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন
প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. সৈয়দ মুহম্মদ
শামসুজ্জোহা । যাদের ত্যাগে দেশ ও জাতি ঋণী-
ড. শামসুজ্জোহা এমনি একজন আজন্ম দ্রোহী।
উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা
সংগ্রামের ভিত রচিত করেছিল। আর যাদের
আত্মত্যাগে এ সংগ্রাম গণআন্দোলনে রূপ
নিয়েছিল, তাদের অন্যতম একজন ড. শামসুজ্জোহা,
বাংলার প্রথম শহীদ বুদ্ধিজীবী। যিনি
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জীবনের
নিরাপত্তা দিয়েছেন নিজের জীবন দিয়ে। বাঙালির
বীরত্বময় গৌরবগাথার ইতিহাসে অমর হয়ে আছেন
তিনি ।
স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️❤️
সংগৃহীত

16/02/2022

নাজমুল হুদা নিমু:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন পালিতবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি...
16/02/2022

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন পালিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি, ২০২২) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং কর্মচারী ইউনিয়ন ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.টি.জি.এম. গোলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

15/02/2022
বেরোবির মেধাবী শিক্ষার্থী বীনা রানী বাঁচতে চায়https://khoborowala.com/campus/brur-bina-rani/
10/02/2022

বেরোবির মেধাবী শিক্ষার্থী বীনা রানী বাঁচতে চায়

https://khoborowala.com/campus/brur-bina-rani/

নাজমুল হুদা নিমু:

10/02/2022

বেরোবি প্রতিনিধিঃ

বেরোবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ২ মার্চ
07/02/2022

বেরোবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ২ মার্চ

নাজমুল হুদা নিমু:

07/02/2022

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছে.....

বেরোবির জিডিএস বিভাগের নতুন বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন
06/02/2022

বেরোবির জিডিএস বিভাগের নতুন বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন

নাজমুল হুদা নিমু:

বেরোবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরী
06/02/2022

বেরোবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরী

নাজমুল হুদা নিমু:

বেরোবিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে হবে সকল কার্যক্রম
06/02/2022

বেরোবিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে হবে সকল কার্যক্রম

নাজমুল হুদা নিমু:

বেরোবিতে সরস্বতী পূজার পৌরোহিত্য করলেন অনামিকা চক্রবর্তী
06/02/2022

বেরোবিতে সরস্বতী পূজার পৌরোহিত্য করলেন অনামিকা চক্রবর্তী

নাজমুল হুদা নিমু:

05/02/2022
রাবি ক্যাম্পাসে ট্রাক চাপায় ছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন-সড়ক অবরোধ
01/02/2022

রাবি ক্যাম্পাসে ট্রাক চাপায় ছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন-সড়ক অবরোধ

খবরওয়ালা ডেস্ক:

ব্রুডা’র দায়িত্ব হস্তান্তর: সভাপতি আমরিন, সাধারণ সম্পাদক আশরাফী
31/01/2022

ব্রুডা’র দায়িত্ব হস্তান্তর: সভাপতি আমরিন, সাধারণ সম্পাদক আশরাফী

নাজমুল হুদা নিমু:

বেরোবিতে ফরিদপুর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি
28/01/2022

বেরোবিতে ফরিদপুর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি

নাজমুল হুদা নিমু:

বেরোবিতে সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন চালু, পরিচালক ড. মোঃ মিজানুর রহমান
26/01/2022

বেরোবিতে সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন চালু, পরিচালক ড. মোঃ মিজানুর রহমান

নাজমুল হুদা নিমু:

বেরোবি শারীরিক বিভাগের নতুন পরিচালক খন্দকার জাহাঙ্গীর নীরব
24/01/2022

বেরোবি শারীরিক বিভাগের নতুন পরিচালক খন্দকার জাহাঙ্গীর নীরব

বেরোবি প্রতিনিধিঃ

বেরোবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল কার্যক্রম অনলাইনে
22/01/2022

বেরোবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল কার্যক্রম অনলাইনে

নাজমুল হুদা নিমু:

অনলাইনে চলবে বেরোবির সম্মান ১ম বর্ষের ভর্তি
22/01/2022

অনলাইনে চলবে বেরোবির সম্মান ১ম বর্ষের ভর্তি

বেরোবি প্রতিনিধিঃ

বেরোবির শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব
20/01/2022

বেরোবির শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব

নাজমুল হুদা নিমু:

বেরোবির অফিসার্স এসোসিয়েশনের নেতৃত্বে ফিরোজ-মোহাম্মদ আলী
20/01/2022

বেরোবির অফিসার্স এসোসিয়েশনের নেতৃত্বে ফিরোজ-মোহাম্মদ আলী

নাজমুল হুদা নিমু:

Address

Rangpur
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় :

Videos

Share



You may also like