29/09/2023
একটি মানবিক আবেদন!
টিসিবি পণ্যর মধ্য একটি ছোট সাইজের হলেও "ইলিশ" মাছ যুক্ত করার অনুরোধ রইল। দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ইলিশের স্বাদ ও গন্ধ দুটোয় ভুলতে বসেছে। যদি বছরে অন্তত দুইবার খেতে পারত। তাহলে সেই ছোট্ট রিফাত জাতীয় মাছ পাঙ্গাশ না বলে চিৎকার করে বলত "বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ"।
শুধু বই এর পাতায় নয় খাবার পাতেও উঠুক ইলিশ!
কি বলেন আপনারা?
ছবি:সংগৃহীত।