Abdul Kader Azhari

Abdul Kader Azhari This is my official page

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!!
19/09/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!!

05/08/2024

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

07/07/2024

হিজরি সন ( আরবি: السَنة الهِجْريّة ) হল ইসলামি চন্দ্র পঞ্জিকায় ব্যবহৃত পঞ্জিকা সাল, যার প্রথম বছর শুরু হয় ৬২২ খ্রিস্টাব্দের ইসলামি নববর্ষের দিন থেকে। যার প্রবর্তক ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রা.।
যা গননা করা হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. মক্কা নগরী থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে গমন করার দিন থেকে। আর এই হিজরতের নামেই নাম করণ করা হয় হিজরি সাল।

ইসলামের সকল বিধিবিধান পালিত হয় এই হিজরি মাস অনুযায়ী,যার শুরু হয় মুহাররম দিয়ে এবং শেষ হয় জিলহজ্জ দিয়ে।

ইসলামি চন্দ্র পঞ্জিকায় শুধু ৩৫৪ বা ৩৫৫ দিন থাকার কারণে হিজরি বছর খুব ধীরে ঈসায়ী বর্ষপঞ্জিতে দশ দিন করে পেছাতে থাকে।

সকলের জেনে রাখার সুবিধার্থে নিম্নে
হিজরি মাসের নাম সমূহ দেওয়া হলো=
১. মুহাররম
(Moharram)

২.সফর
(Safar)

৩.রবিউল আউয়াল
(Robiul Awal)

৪.রবিউস সানি
(Rabius Sani)

৫.জমাদিউল আউয়াল
(Jamadiul Awal)

৬.জমাদিউস সানি
(Jamadius Sani)

৭.রজব
(Rajab)

৮.শাবান
(Shaban)

৯.রমজান
(Ramjan)

১০. শাওয়াল
(Shawal)

১১.জিলক্বদ
(Jelkad)

১২.জিলহজ্জ
(Jilhaj)

নতুন বছর হোক তওবা,ইসতেগফার আর রবের তরে নিজেকে বিলিয়ে দেওয়ার উদ্যমতা নিয়ে।

عيد مبارك سعيد وكل عام وأنتم بخير.أعاده الله عليكم باليمن والبركات و رزقكم الصحة و العافية ❤️🤲🏼
09/04/2024

عيد مبارك سعيد وكل عام وأنتم بخير.
أعاده الله عليكم باليمن والبركات و رزقكم الصحة و العافية ❤️🤲🏼

27/03/2024

মসজিদে আমর ইবনুল আস রা.

21/03/2024

ইফতারির পূর্ব মূহুর্তে আজহার জামে মসজিদ প্রাঙ্গণ।মনোমুগ্ধকর দৃশ্য।

10/03/2024

🥀রমযানুল মুবারক🌱 রহমত,মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আগমন করেছে।
🌿🌷🥀

28/01/2024

বৃষ্টির সময় দোয়া কবুল হয়। কষ্টের সাগরে দাঁড়িয়ে দোয়া করছেন গাজা উপত্যকার এই মা। ইয়া রব রহম করো।

Abdul Kader Sayed

পবিত্র ভূমির জন্য তোমাদের এই ত্যাগ ইতিহাস হয়ে থাকবে!!! আল্লাহ তোমাদের উপর রহম করুন, গায়েবী সাহায্য করুন।
28/01/2024

পবিত্র ভূমির জন্য তোমাদের এই ত্যাগ ইতিহাস হয়ে থাকবে!!!
আল্লাহ তোমাদের উপর রহম করুন, গায়েবী সাহায্য করুন।

13/01/2024

‎اَللّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب وَشَعْبَان وَبَلِّغْنَا رَمَضَانَ

হে আল্লাহ!
আমাদের রজব ও শাবানে তুমি বরকত দান কর। এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও।

আমিন।

11/10/2023

বিষয়টা কতো সুন্দর না!! তারা রবের দরবারে বলবে আমরাতো আকসাকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছি, রব'ও বিনা হিসেবে তাদের জান্নাতে পাঠিয়ে দিবেন।

আর আমরা দাড়িয়ে থাকবো হিসেবের কাঠ গড়ায়।
সেদিন তারা শুধুই হাসবে।

08/10/2023

অচিরেই আমরা দেখবো নতুন এক পৃথিবী ইনশাআল্লাহ।
অবসান হোক জুলুমের, মাজলুমরা আবার প্রাণ ফিরে পাক।

26/09/2023

প্রিয় নবী মুহাম্মদ মোস্তফা সা.
আধার পৃথিবীকে আলোকিত করতে যার আগমন, যার জন্য সকল আয়োজন।
,
যাকে দেখিনি,স্পর্শ করিনি,শুনিনি, যার সাথে পথ চলিনি,যার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়নি,যার সামনে বসে দুটো কথা শুনার ফুরসত মিলেনি,কিন্তু তাকে আমরা ভালোবাসি,সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি,তাইতো আমরা তাকে অনুসরণ করি,প্রতিটি কদমে কদমে তার আমল খুজি,তার নামে দুরুদ পড়ি,তার জন্য উৎসর্গ হওয়াকে পরম পাওয়া মনে করি।

আমরা তাকে খুজি সিরাতে, যেখান থেকে মন প্রফুল্লতা অনুভব করে, তাকে পাই হাদিসের প্রতিটি ইবরাতে,যেখান থেকে আমরা তাকে অনূভবকরি, এই শব্দ বুঝি আমার নবী বলেছেন,এভাবেই তিনি উচ্চারণ করেছেন,তার কথাই আমার মত নগন্যের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে ।

তাও একদিন পর নয়,এক বছর পর নয়,সাড়ে চৌদ্দশ বছর পর,সাধারণ কোন কথা নয় কয়জনের কথা এতো বছর পরও সংরক্ষিত থাকে, কয়জনের পুরো জীবন এভাবে হিফাজত করা হয় পরম যত্নের সাথে, এযে এক মহামানব,
যার জীবনে কোন ভূল নেই,যিনি কখনো কাউকে কষ্ট দেননি,কারো দুঃখের কারণ হননি, সবার উপকার করেছেন।

তিনি রাহমাতুল্লিল আলামিন,সাইয়্যেদুল মুরসালীন,শাফিউল মুজ নবীন,সরদারে দুজাহা,
হাউজে কাউসার যার হাতে থাকবে, মাক্বামে মাহমুদ হবে যার স্হান, যার সুপারিশ ব্যতিত কোন নবীও কথা বলার সাহস করবেননা,তিনি সেই মহামানব,আরবের মরুর বুকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশে অন্ধকার পৃথিবীকে আলোকিত করতে হেদায়েতের আলোর মশাল নিয়ে রবিউল আউওয়ালের পবিত্র এই মাসেই যার আগমন,আবার তিনি এই মাসেই যার রবের সাক্ষাতে পরলোকগমন ।

হে প্রিয় নবী,
সকল সম্মান আপনার,ভালোবাসা আপনার জন্য, আমাদের জীবন আপনার তরে উৎসর্গিত হোক।
একবার হলেও আপনার যিয়ারত যেন নসিব হয়, স্বপ্নে হলেও একবার দেখা দাও।

22/09/2023

#বিতর্ক আর বিতর্ক,
#সমালোচনা আর সমালোচনা। #কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজিনা।

এর শেষ কোথায়?ফলাফল কি?কোন চিন্তা নেই,উম্মাহের কি উপকার হচ্ছে আর কি ক্ষতি হচ্ছে,কোন ভাবনা নেই কারো।
সবাই জিততে চায়। 🥲🥲🥲
হায় এ জাতি যদি বুঝতো

12/08/2023

রবের নিকট সম্মানিত ব্যক্তি যারা।

28/06/2023

গভীর রাত থেকে ঈদের জামাতের অপেক্ষারত মুসুল্লিরা
Md. Abdul Kader

26/05/2023

......নীলনদ.....
হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী, শত সভ্যতার প্রত্যক্ষদর্শী।
রছূল বীর,দিময়াত,মিশর।
Md. Abdul Kader

16/05/2023

জীবনযুদ্ধে বিজয়ী হওয়ার গোপন রহস্য

বুক ফেটে কান্না আসছে, জায়নামাজে চোখের পানি ফেলুন। মনের দমবন্ধ কথা কাউকে বলতে চাচ্ছেন, বিগলিত প্রার্থনায় মালিককে বলুন। বৃথা যাবে না।

১.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- আল্লাহ ভরসা করে চুপ হয়ে যান।

২.কেউ অনেক ত্যাগ ও শ্রমের পরও প্রাপ্যটা দেয়নি?
- আল্লাহ ভরসা করে চুপ হয়ে যান।

৩.কোন মানুষ অনেক অপমান করেছে?
-আল্লাহর নাম স্মরণ করে চুপ হয়ে যান।

৪.কেউ ঠকিয়ে গেছে?
- আল্লাহর নাম স্মরণ করে চুপ হয়ে যান।

৫.কেউ আপনাকে মিথ্যা দোষারোপ করেছে?
- আল্লাহর দিকে চেয়ে চুপ হয়ে যান।

৬. কেউ আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে ভুলে যাওয়া পুরোনো কোন স্মৃতি টেনে আঘাত করেছে?
- আল্লাহর কথা ভেবে চুপ হয়ে যান।

৭. কেউ চরম বিশ্বাসঘাতকতা করেছে?
- আল্লাহর কথা ভেবে চুপ হয়ে যান।

এই চুপ থাকা আপনার জন্য সুরক্ষার পর্বত হয়ে দাঁড়াবে। এই ধৈর্য আপনাকে আল্লাহর সান্নিধ্য পাইয়ে দেবে।

এমন নিরব হয়ে যান যে সে মানুষগুলো যেনো আর কখনোই আপনার শব্দ না শোনে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ফিরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই নিরবতা আপনাকে কষ্টকর অনুভূতি দিবে কিন্তু অপর পক্ষকে দিবে চরম শিক্ষা ও চির আফসোস।

আসলে আমরা ঠকবার কিংবা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি কি জানেন, যে মানুষগুলো আপনাকে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, যুক্তি দিয়ে বললেও অথবা দুনিয়ার সমস্ত ত্যাগ ও কোরবানি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না।

তাই নিজের স্বার্থে বাঁচুন।
নিজেকে ভালোবাসুন।
যেসব মানুষ থেকে কিছু আশা করেন না, আল্লাহর জন্য তাদের ভালোবাসুন।
দুনিয়ায় যে সময়টুকু থাকবেন, এর জন্য ততটুকুই মেহনত করুন।
আখিরাতে যতদিন থাকবেন, এর জন্য সে পরিমাণ মনযোগী হয়ে মেহনত করুন।
তওবা জিকির সাদকা ও উত্তম আচরণের মাধ্যমে পরকালের প্রস্তুতি নিন।
দেহ মন প্রাণ দিয়ে আল্লাহর ইবাদত করুন।

আপনার একজন 'রব' আছেন।
সেজদায় গিয়ে সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা 'রব'কে বলুন। তিনি আপনাকে ভালোবেসে গ্রহণ করে আপনার অস্তিত্বকে শীতল ও প্রশান্ত করে সব কিছুর সমাধান করবেন। আপনি ঈমান আমলের ফলে তার ক্ষমা, রহমত ও অতুলনীয় মায়া মমতা লাভ করবেন। তারই তত্ত্বাবধানে ইহ ও পরকালে বিজয়ী জীবন যাপন করবেন ইনশাআল্লাহ।

,মাওলানা ওবায়দুর রহমান খান নদভী

19/04/2023

ব্যক্তিত্বকে আকর্ষণীয় ও সুন্দর করতে -

১। আগে সালাম দিন।
২। হাসিমুখে কথা বলুন।
৩। শুনুন বেশি, বলুন কম।
৪। তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।
৫। ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়ে দুঃখ প্রকাশ করুন।
৬। অকারণে বেশি হাসবেন না।
৭। ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন।
৮। আগে অন্যের কথা শুনুন,তারপর নিজে বলুন।
৯। কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। মনে রাখবেন, তর্কে জিতা নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।
১০। কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবেন না।
১১। ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণে রাখুন।
১২। কেও ভুল করলে ক্ষমা করুন।
১৩। ছোট বড়ো সবাইকে সম্মান করুন।
১৪। কথা দিয়ে কথা রাখবেন।
১৫। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন।
১৬। পারলে খাওয়ান, জোর করে খাবেন না।
১৭। খাবার সামনে এলে আগে অন্যকে দিন।
১৮। মুখ ও শরীর দুর্গন্ধমুক্ত রাখুন।
১৯। চরিত্র ও নৈতিকতা উন্নত রাখুন।
২০। আচার ব্যবহারে নম্রতা বজায় রাখুন।
ইনশাআল্লাহ, ব্যক্তিত্ববান বলে গণ্য হবেন।

-সুচয়ন

17/04/2023

যাকাতের ফাজায়েল ও মাসায়েল।
>>_________________________

16/04/2023

যাকাতের ফাজায়েল ও মাসায়েল
>>___________________________

15/04/2023

যাকাতের ফাজায়েল ও মাসায়েল।
>>___________________________

28/09/2021

রবের ঘর,পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর,
প্রশান্তির ঘর।❣️❣️❣️❣️

25/09/2021

জামিয়া ইবরাহীমিয়া উজানি মাদরাসা
কচুয়া, চাঁদপুর।

24/09/2021

নোয়াখালী'র স্বর্ণদ্বীপ কে বাংলাদেশের সিংগাপুর হিসাবে গড়ে তোলা হচ্ছে।

Address

Dhala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kader Azhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Kader Azhari:

Videos

Share

Nearby media companies