26/09/2023
প্রিয় নবী মুহাম্মদ মোস্তফা সা.
আধার পৃথিবীকে আলোকিত করতে যার আগমন, যার জন্য সকল আয়োজন।
,
যাকে দেখিনি,স্পর্শ করিনি,শুনিনি, যার সাথে পথ চলিনি,যার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়নি,যার সামনে বসে দুটো কথা শুনার ফুরসত মিলেনি,কিন্তু তাকে আমরা ভালোবাসি,সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি,তাইতো আমরা তাকে অনুসরণ করি,প্রতিটি কদমে কদমে তার আমল খুজি,তার নামে দুরুদ পড়ি,তার জন্য উৎসর্গ হওয়াকে পরম পাওয়া মনে করি।
আমরা তাকে খুজি সিরাতে, যেখান থেকে মন প্রফুল্লতা অনুভব করে, তাকে পাই হাদিসের প্রতিটি ইবরাতে,যেখান থেকে আমরা তাকে অনূভবকরি, এই শব্দ বুঝি আমার নবী বলেছেন,এভাবেই তিনি উচ্চারণ করেছেন,তার কথাই আমার মত নগন্যের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে ।
তাও একদিন পর নয়,এক বছর পর নয়,সাড়ে চৌদ্দশ বছর পর,সাধারণ কোন কথা নয় কয়জনের কথা এতো বছর পরও সংরক্ষিত থাকে, কয়জনের পুরো জীবন এভাবে হিফাজত করা হয় পরম যত্নের সাথে, এযে এক মহামানব,
যার জীবনে কোন ভূল নেই,যিনি কখনো কাউকে কষ্ট দেননি,কারো দুঃখের কারণ হননি, সবার উপকার করেছেন।
তিনি রাহমাতুল্লিল আলামিন,সাইয়্যেদুল মুরসালীন,শাফিউল মুজ নবীন,সরদারে দুজাহা,
হাউজে কাউসার যার হাতে থাকবে, মাক্বামে মাহমুদ হবে যার স্হান, যার সুপারিশ ব্যতিত কোন নবীও কথা বলার সাহস করবেননা,তিনি সেই মহামানব,আরবের মরুর বুকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশে অন্ধকার পৃথিবীকে আলোকিত করতে হেদায়েতের আলোর মশাল নিয়ে রবিউল আউওয়ালের পবিত্র এই মাসেই যার আগমন,আবার তিনি এই মাসেই যার রবের সাক্ষাতে পরলোকগমন ।
হে প্রিয় নবী,
সকল সম্মান আপনার,ভালোবাসা আপনার জন্য, আমাদের জীবন আপনার তরে উৎসর্গিত হোক।
একবার হলেও আপনার যিয়ারত যেন নসিব হয়, স্বপ্নে হলেও একবার দেখা দাও।