জেগে উঠেই কপালের ভাজে ছাইপাশ
বস্তাবন্দি চিন্তার পাহাড়,
ক্ষনিকের তরে নিমজ্জিত প্রশান্তির
অতলে
যেন ছত্রভঙ জনতার ভিরে বেওয়ারিশ
লাশ!
অতঃপর,
চটি পায়ে জীবন ছুটে জীবন রথে
দুর্বিসহ যাতনায়!
উঠোন আড়াল করে সিঁড়ি ডিঙিয়ে
ধেয়ে আসে দৈনন্দিন জঞ্জাট;
পাশেই পরে থাকে অবলীলায় বেড়ে
উঠা ভালবাসা
আরশোলার মত কিলবিল করে এদিক
ওদিক ঘুরে যায় জৈবিক ক্ষুদা !
গোপন কুঠুরীতে বাক্সবন্দি বিষাদ; কিছু
তিক্ততা ভ্যাবসা গরমে আ
ধোসিদ্ব
ঘুরে ফিরে পথের বাঁকে সেই চিরচেনা
দ্বায়বদ্বতা
আস্তিনের ভাজে ঘর্মাক্ত দুর্গন্দ্ব;
নাভিমুলে চিনচিনে ব্যাথা
বিছায় শুয়ে আধোবোজা চোখে
পাহাড়ের ভার
এক পাশে বালিশের গায়ে পরে থাকে
পিছুটান!
ঝাপসা চশমার ফাঁকে প্রিয় পিতার
করুন চাহনী
মায়ের বুক চাপা আক্ষেপ জমিন ভেদ
করে পৌছে যায় শত শত মাইল গহীনে
আহ! কি নিষ্ঠুর তুমি পৃথিবী !
হাতের রেখার মতই ভাগ্য লিখা হয়ে
যায় কপালে
নতুন প্রভাত; বিহঙের নৃত্য; পরে রয়
নিস্প্রান সীমানায়
সিগারেটের শেষ টানে জ্বলে উঠে
অনিশ্চিত ভবিষ্যত,
দু'বাহু সটান করে অতপর আরো একটি
দিনের শুরু.......
বিছানায় ছড়ানো ছিটানো ঘুম
জোছনার আলপনার মাঝেও ঝুলে আছে
টুকরো টুকরো অন্ধকার।
চাঁদ বুঝি ভুলে গেছে আমায়!
একাকীত্ব গাঢ় হলেই টুপটাপ ঝরতে
থাকে অতীত,
নির্জনতার আদরে আঁকড়ে ধরে।
জানলার কাঁচে ক্রমশ স্পষ্ট-
স্মৃতির ঝরা পাতা, বিন্দু বিন্দু
অভিমান..
চায়ের কাপে বিষন্নতার ধোঁয়া,
দেয়াল জুড়ে ফিসফাস, চেনা সেইসব
কথোপকথন।
বাতাসে পুরনো গন্ধ..
আয়নায় ঘুরপাক খায় স্মৃতি!
ইশারায় ডাকে..
জানি, একবার তাকে ছুঁয়ে দিলেই
হারিয়ে যাবো!
ভয় পেয়ে পালিয়ে আসি।
এক ফুঁয়ে নিভিয়ে দেই স্মৃতির
মোমবাতি।........!!!
পৃথিবীর দুঃখ বুঝতে গিয়ে পৃথিবীর
গভীর থেকে গভীরে ডুবে যাই !
যখন তখন নষ্ট গলিতে ঢুকে পরি !
মনে হয় এইতো জীবন ; এইতো দুঃখ;
এইতো জীবনের রুপ !
পরক্ষনেই দেখি আংগুলের ডগা থেকে
পৃথিবী ছুটে যায়!
জীবনের খুঁজে গভীর থেকে গভীরে
অধৈর্য্য অকেজু মগজ,,,
অনুভুতি তলিয়ে যায় অনুধাবনের
আড়ালে!
অতঃপর টের পাই,
টের পাই মাঝ রাতে বুকের গভিরে
ঠকঠক হাতুরীর শব্দ !
বাম পাশের ফুটো দিয়ে হাওয়া ঢুকে
পরে বুকের গভীরে।
স্নায়ুতন্ত্র নড়ে উঠে জানান দেয়,,আরো
পথ বাকি!!!!! " ,,,,,
উদ্দেশ্যহীন, বেপড়োয়া, ভাবে
পথচলা স্বার্থপর এই পৃথিবীর বুকে,,,,,
জানিনা হয়তো কখন শেষ হয়ে যায় এই
পথচলা,,,,
অনেকটা অন্ধকার ঝড়ো রাতের শেষ
সম্বল একটুকরে জলন্ত মমের মতো,,,,
যেখানে একটা দমকা হাওয়াতেইও
সবকিছুর সমাপ্তি ।।।