30/09/2022
From: তোমার চেনা সবার থেকে ব্যতিক্রম রুপ
To: সীমা ইসলাম (গলুমলু ) -- শ্রেণী একাদশ, নবাবগঞ্জ সরকারি কলেজ .! .!
টানা দুই ইয়ার লস দিয়ে যখন মরিচীকা রুপি অবকাশ এর ছায়া কেটে গেলো কলেজ এ নতুন করে এডমিশন শুরু হলো , বসন্ত বাতাসে যখন গাছে গাছে নতুন পাতার বাহার দেখা দিলো আর চারিদিকে তখন কোকিল এর কুহু কুহু ডাক শেষে শীত ঘনিয়ে এসেছে ঠিক তখনই কুয়াশা ভরা চাঁদনী রাতে তোমার সাথে অনলাইন এ পরিচয়...................
প্রথমে ভাইয়া বলে সম্বোধন করেছিলে,,,,,,,, তারপর হঠাৎ করেই কথা বলতে কেমন একটা টান টান উত্তেজনা সৃষ্টি হলো ,, তুমি বুঝতে পেরেছিলে তোমাকে আমার ভালো লেগেছে তার জন্য তুমি খুব গর্ব নিয়ে বলছিলে তোমার নাকি খুব ভালো একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে " নাম না বলি " সব সময় পাশে থেকে ফ্রেন্ড এর মতো বিহেব করে , কোন সমস্যা হলে সে সবার আগে হেল্প করার জন্য এগিয়ে আসে ,,কেউ থাকুক বা না থাকুক সেই সব সময় তোমার পাশে থাকে, সেই নাকি তোমার সব এই রকমি বিবরণ দিলে ।
আমি তোমার বিবৃতিতে শুধু হা হু যোগান দিয়ে এগিয়ে গেলাম,,,,এরই মাঝে তুমি আবার জিজ্ঞেস করে বসলে আমাকে " বন্ধু তোমার জি এবং আছে" তখন যেনো মৃদু শীতের রাতে ঠান্ডা বাতাস এ কেমন জানি সব কিছু কেঁপে উঠলো,.সমস্ত মন প্রাণ যেনো তোমার পানে ছুটে যাচ্ছিলো...........
কলেজ এ প্রথম দিন দেখা হলে আমি তো ভ্যাবাচ্যাকা খেয়ে চুপচাপ ছিলাম, তুমি আমাকে চিনতে পারো নি প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পর সবাই কলেজ এর হল রুম থেকে বের হচ্ছে এমন সময় মনের মধ্যে সন্দেহ নিয়ে ডাক দিলাম ওই সীমা তারপর দেখি সবাই নিজ নিজ গতিতে সামনে এগিয়ে গেলেও একজন পিছু ফিরে চেয়ে আছে বুঝলাম এটাই সেই অজানা অচেনা রুপ ,,, জীবন প্রথম এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না ......... প্রথম দেখাই খুব কিউট লাগছিলো
এক সময় তুমি আমার ও খুব ভালো বন্ধু হয়ে..... আমি ও ভয় পেলাম তোমাকে যদি ভালো লাগার কথা বলে ফেলি তখন যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়.......
থাক না সব পাওয়া
তুমি ও না হয় আমার কাছে চাঁদনী রাতের ধুঁয়া হয়েই রয়ে গেলা........................
বন্ধু হিসেবে,
আমি ও অপরিচিতার পানে ছুটে গিয়ে বলে ফেললাম এই তো জাইগা পেয়েছি ....!