Health Network - হেলথ নেটওয়ার্ক

Health Network - হেলথ নেটওয়ার্ক Health Network is a platform of spreading accurate knowledge of medical science as well as creating health awareness.

Health Network is a platform of spreading accurate knowledge of medical science. It efforts to remove misguidance, maltreatment, unauthentic health info from society as well as tries to create health awareness. Here multidisciplinary personality gives their valuable time like some MBBS doctors, softwere & online experts, advisors & so on.

26/03/2024

আমরা আসছি লাইভে...

22/03/2024
আমার অত্যন্ত প্রিয় ম্যাডাম Afroza Nazneen Asha ম্যাডামকে নিয়ে প্রচারিত হবে এবারের ক্লিনিক্যাল লাইভ।প্লাস্টিক সার্জারীর আ...
10/03/2024

আমার অত্যন্ত প্রিয় ম্যাডাম Afroza Nazneen Asha ম্যাডামকে নিয়ে প্রচারিত হবে এবারের ক্লিনিক্যাল লাইভ।
প্লাস্টিক সার্জারীর আদ্যোপান্ত নিয়ে এই পর্ব--

বিষয়: প্লাস্টিক সার্জারী- শুধুই কি সৌন্দর্য বৃদ্ধি, নাকি আরো কিছু?

প্রচারিত হবে আগামি মঙ্গলবার রাত ৯ টায় only on Health Network - হেলথ নেটওয়ার্ক

আগামি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় আমাদের ক্লিনিক্যাল লাইভে থাকবেন বিশিষ্ট হাড়-জোড় বিশেষজ্ঞ সার্জন ও ইলিজারোভ বিশে...
24/02/2024

আগামি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় আমাদের ক্লিনিক্যাল লাইভে থাকবেন বিশিষ্ট হাড়-জোড় বিশেষজ্ঞ সার্জন ও ইলিজারোভ বিশেষজ্ঞ ডা. এ এস এম আব্দুল্লাহ
কথা হবে- হাড়-জোড়ের আধুনিক চিকিৎসা- ইলিজারোভ পদ্ধতি নিয়ে।

20/02/2024

অনিবার্য কারণ বসত আমাদের আজকের লাইভটি হচ্ছে না।

দু:খিত

পরের সপ্তাহে দেখার আমন্ত্রণ রইল

13/02/2024

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"
আজকের বিষয়ঃ "চুলের বিভিন্ন সমস্যা এবং চুলের চিকিৎসায় পি. আর. পি.(P.R.P) থেরাপির ভূমিকা।
আমাদের প্রিয় চিকিৎসক, বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডা. মাহাফুজুর রহমান হিমেল।

এমবিবিএস, ডিডিভি (বিএসএমএমইউ/ পিজি হাসপাতাল) ফেলোশিপ ট্রেনিং ইন ডার্মাটো সার্জারি।

চেম্বারঃ রাজশাহী ডায়াবেটিস হাসপাতাল, লক্ষিপুর ঝাউতলা, রাজশাহী এবং খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী।

সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

আগামি 13/02/24 মঙ্গলবার রাত ৯ টায় ক্লিনিকাল লাইভে আসছেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মাহাফুজুর রহমান হিমেল। বিষয়ঃ...
11/02/2024

আগামি 13/02/24 মঙ্গলবার রাত ৯ টায় ক্লিনিকাল লাইভে আসছেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মাহাফুজুর রহমান হিমেল।
বিষয়ঃ
"চুলের বিভিন্ন সমস্যা এবং চুলের চিকিৎসায় পি. আর. পি.(P.R.P) থেরাপির ভূমিকা

06/02/2024

আজকের অতিথি বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল-যোবায়ের।
বিষয়ঃ থায়রয়েড এর রোগ

06/02/2024

আজকের অতিথি বিশিষ্ট নাক কান গলা বিশেযশজ্ঞ: ডা. আব্দুল্লাহ আল-যোবায়ের

বাংলাদেশে থায়রয়েডের সমস্যা খুবই কমন। এবং তা দিনে দিনে বাড়ছে।চিকিৎসকদের মত- বেশিরভাগ থায়রয়েড সমস্যাই থাকে উপসর্গ মুক্ত বা...
04/02/2024

বাংলাদেশে থায়রয়েডের সমস্যা খুবই কমন। এবং তা দিনে দিনে বাড়ছে।
চিকিৎসকদের মত- বেশিরভাগ থায়রয়েড সমস্যাই থাকে উপসর্গ মুক্ত বা নিরবে।
কিন্তু তা বললে তো সবাই ই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। যে আমার নাই তো?
তাই নিশ্চয় কিছু না কিছু ক্লু তো আছেই। সেগুলো নিয়েই আমরা এই মঙ্গলবার হাজির হচ্ছি ক্লিনিকাল লাইভে।
চোখ রাখুন মঙ্গলবার (০৬/০২/২৪) রাত ৯ টায়
Health Network - হেলথ নেটওয়ার্ক এর পাতায়..

30/01/2024

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1 এখন বাংলাদেশে, সবাই সচেতন হবেন।

আগামিকাল রাত ৯ টায়
29/01/2024

আগামিকাল রাত ৯ টায়

23/01/2024

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"

আজকের বিষয়ঃ শীতকালে নাক-কান-গলার পরিচিত অসুখ সমূহ এবং তার সমাধান।

ডা. মোঃ আব্দুল্লাহ আল-যোবায়ের

এমবিবিএস, এফসিপিএস (ইএনটি) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগ বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী। চেম্বারঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী।

সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

আগামি মঙ্গলবার (২২/০১/২৪) রাত ৯ টায় দেখুন Clinical Live || with Rupam চোখ রাখুন Health Network - হেলথ নেটওয়ার্ক  powered...
20/01/2024

আগামি মঙ্গলবার (২২/০১/২৪) রাত ৯ টায় দেখুন Clinical Live || with Rupam
চোখ রাখুন Health Network - হেলথ নেটওয়ার্ক
powered by "We Care"(MBBS & BDS ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরামর্শ)

19/01/2024

হাড় ভাঙার ৩-৪ মাস পর যখন আসেন...

16/01/2024

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"
আজকের বিষয়ঃ শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা।
আমাদের প্রিয় চিকিৎসক, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম কটন।
সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

15/01/2024

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সম্পর্কিত কিছু তথ্য:

১। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে এবং আউটডোর খোলা থাকে আড়াইটা পর্যন্ত।

২। একটি টিকেটের ক্রয়মূল্য ১০ টাকা এবং তা নির্ধারিত টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

৩। একটি টিকেটে একবার চিকিৎসা সেবা নিতে পারবেন।

৪। আউটডোরে নিয়মিত মেডিসিন, যৌন ও চর্ম, গাইনী, ফিজিক্যাল মেডিসিন, দন্ত, সার্জিক্যাল, চক্ষু, মনোরোগ, অর্থোপেডিক, ইএনটি (নাক, কান, গলা) ও শিশু বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৫। নিয়মিত বিভাগগুলো ছাড়াও আউটডোরের ৩১ নম্বর কক্ষে রবিবার ও বুধবার শিশু সার্জারি, সোমবার নিউরো সার্জারি, মঙ্গলবার ইউরোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়াও আউটডোরের ৭৮ নম্বর কক্ষে শনিবার হেপাটোলজি, রবিবার বক্ষব্যাধি, সোমবার এন্ডোক্রাইনোলজি, মঙ্গলবার নিউরো মেডিসিন, বুধবার গ্যাস্ট্রোএ্যান্টারোলজি ও কার্ডিওলজি এবং বৃহস্পতিবার রিউমাটোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন।

৬। আউটডোরে রোগী দেখানোর পর রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক বিভিন্ন পরীক্ষা দিলে সেসব পরীক্ষার বেশীর ভাগই আউটডোর প্যাথলজি ও রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগ থেকে নির্ধারিত ফি দিয়ে করাতে পারবেন।

৭। আউটডোরে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে চাইলে অবশ্যই তা আউটডোরে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ীই করতে হবে।

৮। পরীক্ষার ফি প্রদানের সময় অবশ্যই জমা স্লীপ বুঝে নিবেন।

৯। আউটডোরে চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের নির্দেশিত ওষুধের সরকারি সরবরাহ থাকলে তা আউটডোর ডিসপেনসারি হতে সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, আউটডোরে চিকিৎসা নিতে হলে অবশ্যই রোগীকে সাথে আনতে হবে। হাসপাতালে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলবেন। অপরিচিত কোনো ব্যক্তির সাথে বাইরে চিকিৎসা নিতে যাবেন না। কোনোকিছু বুঝতে না পারলে হেল্প ডেস্কের সহায়তা নিবেন।

09/01/2024

প্রিয় দর্শক,
অনিবার্য কারনে আজকের ক্লিনিকাল লাইভ টি অনুষ্ঠিত হচ্ছে না।

আগামি মঙ্গলবার দেখা হচ্ছে।
আপনার এই ধৈর্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ...!!!

02/01/2024

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"
আজকের বিষয়ঃ দেহের বিভিন্ন ধরণের ব্যাথার কারন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি।
আমাদের প্রিয় চিকিৎসক,
ডাঃ ইন্দ্রাশীষ সান্যাল অংকুর।
এমবিবিএস ,বিসিএস ,ডিএ ,এফআইপিএম
ইন্টারভেনশন পেইন মেডিসিন স্পেশালিস্ট এন্ড এনেসথেসিওলজিস্ট।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।

সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।
আপনার মতামত জানাতে ভিজিট করুন:
www.facebook.com/healthnetwork.rj

এই মঙ্গলবার
31/12/2023

এই মঙ্গলবার

26/12/2023

Extro

26/12/2023

Our Promo

26/12/2023

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"
আজকের বিষয়ঃ গর্ভাবস্থায় রক্তক্ষরণ- এর কারন ও প্রতিকার।
আমাদের প্রিয় চিকিৎসক, বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. মনিরা আখতার।
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিজিও, এফসিপিএস।
স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন।
বন্ধ্যাত্ব বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত
চেম্বারঃ সেফ লাইফ ডায়াগ্নস্টিক সেন্টার, কাজিহাটা, লক্ষীপুর, রাজশাহী।
সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

গর্ভাবস্থায় রক্ত ক্ষরণ পরিচিত একটা সমস্যা। আমাদের দেশে বহু নারী মাতৃত্বকালীন এই সমস্যার সম্মুখীন হোন। আর এরকম হলে তখন দি...
24/12/2023

গর্ভাবস্থায় রক্ত ক্ষরণ পরিচিত একটা সমস্যা। আমাদের দেশে বহু নারী মাতৃত্বকালীন এই সমস্যার সম্মুখীন হোন। আর এরকম হলে তখন দিশেহারা হয়ে পড়েন।
এরকম হলে কি করবেন? কি হবে আপনার পরবর্তী পদক্ষেপ?

এ নিয়েই বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. মনিরা আখতার ম্যাডামকে আমরা থাকছি এই মঙ্গলবার রাত ৯ঃ০০ টায়।
চোখ রাখুন
Health Network - হেলথ নেটওয়ার্ক

পাবনার ১৮ বছরের একজন তরুণ পাঁচ দিন আগে খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটু...
22/12/2023

পাবনার ১৮ বছরের একজন তরুণ পাঁচ দিন আগে খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটু আগে ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ডে এই মুহূর্তে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, নিপাহ ভাইরাসের জন্য ৩০ নম্বর ওয়ার্ডকে নিপাহ ডেডিকেটেড ওয়ার্ড ঘোষণা করে রোগীকে এই ওয়ার্ডে ভর্তি করে সেবা দেওয়া হবে।
চিকিৎসকদের পর্যাপ্ত পিপিই ও প্রটেকশন আছে।

আপনারা ভুলেও এখন খেজুরের রস কাঁচা পান করবেন না।

21/12/2023

Clinical Live Intro

19/12/2023

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"
আজকের বিষয়ঃ শীতে বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়।
আমাদের প্রিয় চিকিৎসক,স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডা. মো: ফরিদ হোসেন,
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (পেডি), সিনিয়র কনসালটেন্ট, নওগা সদর হাসপাতাল। চেম্বারঃ মোন্নাফের মোড়, রাজশাহী।
সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী।

আগামি মঙ্গলবার রাত ৯ টায় দেখবেন  #ক্লিনিক্যাল_লাইভ এর বিশেষ এপিসোড শিশুদের স্বাস্থ্য সুরক্ষা।থাকবেন বিশিষ্ট শিশুরোগ বিশে...
15/12/2023

আগামি মঙ্গলবার রাত ৯ টায় দেখবেন #ক্লিনিক্যাল_লাইভ এর বিশেষ এপিসোড শিশুদের স্বাস্থ্য সুরক্ষা।
থাকবেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদ হোসেন স্যার।

12/12/2023

"ক্লিনিক্যাল লাইভ উইদ রুপম পাওয়ার্ড বাই উই কেয়ার"
আজকের বিষয়ঃ হার্ট এটাক ও অন্যান্য পরিচিত হৃদরোগ।
আমাদের প্রিয় চিকিৎসক, উত্তর বঙ্গের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ‌:
ডা. আইয়ুব আলী
এমবিবিএস, এমডি (কার্ডিওলজি), এমসিপিএস (মেডিসিন)
হৃদরোগ বিশেষজ্ঞ, প্রাক্তন ইউনিট প্রধান, হৃদরোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। চেম্বারঃ বায়োপ্যাথ ডায়াগ্নস্টিক সেন্টার সিপাই পাড়া, মেডিকেল কলেজ রোড, রাজশাহী।
সঞ্চালনায় ডা. আশিকুর রহমান রুপম।
লাইভটির অনলাইন মিডিয়া পার্টনার: ইচ্ছে ফোরাম, দ্যা রাজশাহী, বায়তুল্লাহ ডক্টর চেম্বার, বিনোদপুর, রাজশাহী। ।

আগামি মঙ্গলবার রাত ৯ টায় সাথে থাকুন... থাকবেন উত্তর বঙ্গের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. আইয়ুব আলী স্যার।
09/12/2023

আগামি মঙ্গলবার রাত ৯ টায় সাথে থাকুন...
থাকবেন উত্তর বঙ্গের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. আইয়ুব আলী স্যার।

Address

Binodpur
Rajshahi
6206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Network - হেলথ নেটওয়ার্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Network - হেলথ নেটওয়ার্ক:

Videos

Share

Category

Nearby media companies