adarshanari.com

adarshanari.com জনপ্রিয় পত্রিকা মাসিক আদর্শ নারীর অফ?
(1)

08/01/2024

সরাসরি ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব - পর্ব ১৩২
জনপ্রিয় ইসলামী পত্রিকা 'মাসিক আদর্শ নারী' ও জামিয়া মারকাযুদ দুরুসের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব । পর্ব ১৩২।

উত্তর প্রদানে, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী
https://www.facebook.com/mahasan.shamsabadi

সঞ্চালনায় মাসিক আদর্শ নারী সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান।
https://www.facebook.com/said.al.hasan

প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৯টায়।
মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে - https://www.facebook.com/Adarsha.Nari/

যোগ দিন মাসিক আদর্শ নারী টেলিগ্রাম গ্রুপে https://t.me/adarsha_nari

মারকাযুদ দুরুসের ওয়েবসাইট durus.us

আমাদের মত লাইভ করতে চাইলে স্ট্রিমইয়ার্ডের মাসিক প্যাকেজ কিনে ফেলুন

Want to create live streams like this? Check out StreamYard: https://streamyard.com/pal/d/6298021252300800

06/11/2023

সরাসরি ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব - পর্ব ১২৫
জনপ্রিয় ইসলামী পত্রিকা 'মাসিক আদর্শ নারী' ও জামিয়া মারকাযুদ দুরুসের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব । পর্ব ১২৫।

উত্তর প্রদানে, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী
https://www.facebook.com/mahasan.shamsabadi

সঞ্চালনায় মাসিক আদর্শ নারী সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান।
https://www.facebook.com/said.al.hasan

প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৯.৩০টায়।
মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে - মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে- https://www.facebook.com/Adarsha.Nari/

ভিজিট করুন মারকাযুদ দুরুসের ওয়েবসাইট durus.us

আমাদের মত লাইভ করতে চাইলে স্ট্রিমইয়ার্ডের মাসিক প্যাকেজ কিনে ফেলুন

Want to create live streams like this? Check out StreamYard: https://streamyard.com/pal/d/6298021252300800

30/10/2023

সরাসরি ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব - পর্ব ১২৪
জনপ্রিয় ইসলামী পত্রিকা 'মাসিক আদর্শ নারী' ও জামিয়া মারকাযুদ দুরুসের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব । পর্ব ১২৪।

উত্তর প্রদানে, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী
https://www.facebook.com/mahasan.shamsabadi

সঞ্চালনায় মাসিক আদর্শ নারী সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান।
https://www.facebook.com/said.al.hasan

প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৯.৩০টায়।
মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে - মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে- https://www.facebook.com/Adarsha.Nari/

ভিজিট করুন মারকাযুদ দুরুসের ওয়েবসাইট durus.us

আমাদের মত লাইভ করতে চাইলে স্ট্রিমইয়ার্ডের মাসিক প্যাকেজ কিনে ফেলুন

Want to create live streams like this? Check out StreamYard: https://streamyard.com/pal/d/6298021252300800

23/10/2023

সরাসরি ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব - পর্ব ১২৩
জনপ্রিয় ইসলামী পত্রিকা 'মাসিক আদর্শ নারী' ও জামিয়া মারকাযুদ দুরুসের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব । পর্ব ১২৩।

উত্তর প্রদানে, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী
https://www.facebook.com/mahasan.shamsabadi

সঞ্চালনায় মাসিক আদর্শ নারী সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান।
https://www.facebook.com/said.al.hasan

প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৯.৩০টায়।
মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে - মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে- https://www.facebook.com/Adarsha.Nari/

ভিজিট করুন মারকাযুদ দুরুসের ওয়েবসাইট durus.us

আমাদের মত লাইভ করতে চাইলে স্ট্রিমইয়ার্ডের মাসিক প্যাকেজ কিনে ফেলুন

Want to create live streams like this? Check out StreamYard: https://streamyard.com/pal/d/6298021252300800

01/09/2023

সেল্ফ বিজনেস এটা সম্পূর্ণ হারাম।

বিস্তারিত :-
সেল্ফ বিজনেস ভয়ংকর এক হারাম ফাদ !!!

এখানে যারা কাজ করে তাদের বেশির ভাগই হচ্ছে মাদ্রাসা পড়ুয়া ছাত্র আর কিছু মুফতি ট্যাগ লাগানো লোকও আছে যার ফলে নতুন যখন কেউ যুক্ত হতে যায় তারা জিজ্ঞেসা করে এইটা কি হালাল? তারা বলে হ্যাঁ হালাল। হালাল না হলে কি এতো হুজুর মানুষেরা এই কাজ করতো? ব্যাস এতেই হয়ে গেলো আর কোন খোজ খবর না নিয়েই অনেকে সেল্ফে যুক্ত হয়ে যাচ্ছে।

১ম পয়েন্ট:

সেল্ফ' নামক একটি অনলাইন বিজনেসের ব্যাপারে গত কিছু মাস যাবত অনেক ভাইয়েরা মেসেজ করছেন। আমি এটি দেখেও এ বিষয়ে কিছু বলার মনে করেনি। কিন্তু কয়েকদিন যাবত আমার টাইমলাইনের অনেক ভাই পোষ্ট করছে "ঘরে বসে বসে কি ইনকাম করতে চান? আজ আমার ইনকাম ২ হাজার টাকা। যুক্ত হতে চাইলে ইনবক্সে আসুন। সবচেয়ে কষ্ট লাগে মাদ্রাসার আলেম হাফেজ ভাইয়েরা দ্বীনের বুঝ আছে এমন ভাইয়েরাও এসবে যুক্ত হয়ে পড়েছেন। (আল্লাহ আমাদেরকে মাফ করুক)

লেখাটি অনেক বড় হতে যাচ্ছে 'আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন। আমি কারো বিরুদ্ধে, বা কোন কোম্পানীর বিরুদ্ধে টার্গেট করে লেখছিনা। সেল্ফে আমার দ্বীনি ভাই যারা অজানায় নাবুঝে হারামে লিপ্ত হয়েছেন তাদেরকে হালাল হারামটা জানিয়ে দিচ্ছি। কেউ যদি আমার এ লেখার পড়ার পরেও জেনে বুঝে স্বজ্ঞানে হারামে লিপ্ত থাকে তাহলে এটির জবাব সে নিজে আল্লাহর কাছে দিবে। হারাম জানার পরেও যদি হারামে লিপ্ত থাকে তাহলে আমাদের কিছু করার নেই। আমাদের উদ্দেশ্য শুধু জানিয়ে দেওয়া।

২য় পয়েন্ট:

১/ সূরত- সেল্ফ তথা এমএলএম এই কোম্পানীটির প্রথম যে শর্তটি 'সেটি হচ্ছে ৫০ টাকা দিয়ে সেখানে কেউ ডুকলো। পরবর্তিতে কাজ করতে চাইলে ২০০০ হাজার টাকা দিয়ে কাজ শুরু করবে। একজন লোক যতজনকে তাদের কোম্পানীতে ঢুকাতে তার বিনিময়ে সে ৩৫০ টাকা করে কমিশন পাবে। এটাই মূল ব্যাবসার কাজ। তাছাড়া তাদের রেসেলিং কিছু প্রডাক্ট রয়েছে যেগুলি ক্রয় বিক্রয় করতে পারলে সেখান থেকেও কমিশন পাবে উক্ত ব্যাক্তি।

এবার আসুন...!
শরিয়তে তাদের এই ব্যাবসার সূরত কোন ভাবে জায়েজ কিনা আমরা জানি। নাকি এ সূরত হারাম।
প্রথমত-শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম: মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি শরী‘আতের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ার অন্যতম একটি কারণ হলো এতে ‘শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম’ রয়েছে যা ইসলামি আইন সমর্থন করে না।

৩য় পয়েন্ট:

বিনিময়বিহীন শ্রমের বিষয়টি ফুটে উঠে তাদের প্রচলিত সে নীতিতে যাতে রয়েছে, একজন ডিস্ট্রিবিউটর (পরিবেশক) এর ডান ও বাম উভয় দিকের নেট না চললে সে কমিশন পাবে না। অর্থাৎ কেউ যদি নির্ধারিত পয়েন্টের একজন ক্রেতা জোগাড় করে কিন্তু আরেকজন জোগাড় করতে অক্ষম হয়, তবে লোকটি কমিশন থেকে পুরোপুরি বঞ্চিত হবে। এমনিভাবে কেউ যদি দু’জন ক্রেতাও কোম্পানিকে এনে দেয়, কিন্তু তারা কোম্পানির নির্ধারিত পয়েন্ট থেকে কম পয়েন্টের মালামাল ক্রয় করে তবে এর জন্যও ঐ ব্যক্তি কমিশন পায় না। ফলে এটি বিনিময়বিহীন শ্রমে পরিণত হয় যা ইসলামি আইনে নিষিদ্ধ। হাদীসে কুদসীতে রয়েছে, আল্লাহ্‌ তা‘আলা বলেন: ‘‘কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির সাথে ঝগড়া করবো। (এক) যে ব্যক্তি আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে। (দুই) যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভোগ করে এবং (তিন) যে ব্যক্তি কোনো শ্রমিককে কাজে নিযুক্ত করে তার কাছ থেকে কাজ আদায় করার পর মজুরী পরিশোধ করে না’’ [সহীহ বুখারী : ২২২৭]

৪র্থ পয়েন্ট:

ইসলামি শরী‘আতে 'একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করতে না পারলে পারিশ্রমিক পাবে না’ এ ধরনের শর্ত দিয়ে কোনো চুক্তি করা বৈধ নয়। আল্লামা ইবন রুশদ তার ‘আল-মুকাদ্দামাত’ গ্রন্থে বলেছেন: ‘‘কাপড়ের নির্দিষ্ট সংখ্যার ওপর এ চুক্তি করে লোক নিয়োগ দেয়া যে, ‘কাপড়ের এত সংখ্যক বিক্রয় করতে না পারলে সে কোনো পারিশ্রমিক পাবে না’ তাহলে চুক্তিটি বৈধ হবে না। কারণ এরূপ ক্ষেত্রে নিয়োগদাতা কর্মচারীর অল্প সংখ্যক বিক্রয় দ্বারা যে উপকৃত হচ্ছে তা তার জন্য বৈধ হবে না।’’

আর শ্রমবিহীন বিনিময়টি সুন্দরভাবে ফুটে উঠে তাদের ভিত্তিগত দিকে যা ইতোপূর্বে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। সংক্ষেপে বলা যায়, তাদের নীতিমালা রয়েছে, কোনো ব্যক্তি নির্ধারিত পরিমাণ পণ্য খরিদান্তে ডিস্ট্রিবিউটর (পরিবেশেক) হওয়ার পর যদি সে দু’জন ক্রেতা নিয়ে আসে এবং তারা প্রত্যেকে আরও দু’জনকে এবং সে চার জন আরও আটজনকে কোম্পানির সাথে যুক্ত করে, তবে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় লেভেলের দু’ব্যক্তি নিম্ন লেভেলের আট ব্যক্তি ক্রেতা-পরিবেশকের সুবাদেও কোম্পানি থেকে কমিশন পেয়ে থাকে। অথচ এ আটজনের কাউকেই প্রথম ব্যক্তি ও দ্বিতীয় লেভেলের দু’ব্যক্তি কোম্পনির সাথে যুক্ত করে নি; বরং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নীতি অনুযায়ী এরা কোম্পানির সাথে যুক্ত হয়েছে তাদের সরাসরি ওপরের ব্যক্তির রেফারেন্সে এবং এর জন্য ঐ ব্যক্তি নির্ধারিত হারে কমিশনও পাবে। এটি সুস্পষ্টই শ্রমবিহীন বিনিময় যা ইসলামে নিষিদ্ধ।

৫ম পয়েন্ট:

উপর্যুক্ত আলোচনা থেকে সুস্পষ্ট যে, তাদের এ কারবারে বিনিময়বিহীন শ্রম ও শ্রমবিহীন বিনিময় দু’টিই পুরোপুরিভাবে বিদ্যমান রয়েছে যা শরী‘আতের দৃষ্টিতে বৈধ নয়। এমএলএম কারবারগুলোতে ডাউনলেভেল থেকে আপ লেভেলে যে কমিশন আসে তা বিনিময়বিহীন হাসিল হয়। কারণ ১ম স্তরের সরাসরি জোগাড় করা ক্রেতারা ছাড়া ২য় স্তরের পরবর্তী স্তরগুলোতে যে সকল ব্যক্তি যুক্ত হয় তারা কোম্পানিতে যোগ হয়েছে অন্যান্য লোকজন কর্তৃক এবং তাদের স্বাক্ষরে।

সুতরাং যে কমিশন বা পারিশ্রমিক নিম্নস্তর থেকে আসছে তা বিনিময়হীন হওয়ার কারণে ‘আকলু মালিল গায়র বিল (বাতিল)’ তথা (অন্যের সম্পদ বাতিল পন্থায় আহরণ) এর অন্তর্ভুক্ত। সে হিসাবে এটি হারাম।

উপরন্ত আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে গেলো এরকম সূরতে বাংলাদেশে অগনিত প্লাটফর্ম রয়েছে তার সবগুলিই হারামের সূরতে নাজায়েজ।

বিস্তারিত এ লেখা পড়ার পরেও কোন ভাই যদি এটিতে যুক্ত থাকেন তাহলে সেটি হিসাব আপনি নিজেই বিবেচিত হবেন। আমাদের জিম্মাদারি ছিল আপনাকে হালাল হারাম জানিয়ে দেওয়া। এখন আপনি মানবে কি মানবেননা এটি একমাত্র আপনার ইচ্ছে।

24/07/2023

ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব - পর্ব ১১১
জনপ্রিয় ইসলামী পত্রিকা 'মাসিক আদর্শ নারী' আয়োজনে সাপ্তাহিক ইসলামী লাইভ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সুওয়াল জাওয়াব । পর্ব ১১১।
আলোচনা করছেন মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী
https://www.facebook.com/mahasan.shamsabadi

সঞ্চালনায় মাসিক আদর্শ নারী সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান।
https://www.facebook.com/said.al.hasan

প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৯.৩০টায়।

05/07/2023

এলাকার সব যুবকরা আপনার বাসায় এসে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত একজন একজন করে আপনার বোনের দুই গালে, হাতে স্পর্শ করে যাচ্ছে। আপনি তাদের আপ্যায়নের জন্য মিষ্টি, বিরিয়ানি খাওয়াচ্ছেন, আনন্দে বড় স্পিকারে গান বাজাচ্ছেন!
অবাক হবেন না, বিয়ের আগের দিনে গায়ে হলুদের অনুষ্ঠানের কথা বলছিলাম।
নিশ্চই গায়ে হলুদ একটি নির্লজ্জ নোংরা সংস্কৃতি!

— লেখকের নাম জানা যায়নি।

26/06/2023

কোরবানি সংক্রান্ত মাসআলা মাসায়েল নিয়ে সুওয়াল জওয়াব অনুষ্ঠানের বিশেষ পর্ব দেখুন আজ রাত ৯.৩০ এ ইনশাআল্লাহ।
এলার্ম দিয়ে রাখুন।

শুধুমাত্র মাসিক আদর্শ নারীর ফেসবুক পেইজে
https://www.facebook.com/Adarsha.Nari

ফিকহী মুহাযারা ৩ | কুরবানী ও অর্থনীতি, সমসাময়িক মাসায়েল
22/06/2023

ফিকহী মুহাযারা ৩ | কুরবানী ও অর্থনীতি, সমসাময়িক মাসায়েল

জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়ার ইফতা বিভাগ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মুহাযারা তথা বিষয়ভিত্তিক ইসলামী মাসআলা ম...

21/04/2023

চাঁদ দেখা গেছে, আগামীকাল (শনিবার) ঈদুল ফিতর।
ঈদ মুবারাক ❤️❤️❤️

🔥 ইফতা বিভাগে ভর্তি চলছে! মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী (দা. বা.) পরিচালিতজামিয়া মারকাযুদ দুরূস আ...
30/03/2023

🔥 ইফতা বিভাগে ভর্তি চলছে!

মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী (দা. বা.) পরিচালিত
জামিয়া মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া-ঢাকা-এর উদ্যোগে

📚 ১ বছর মেয়াদী ইফতা বিভাগ (আবাসিক/অনাবাসিক/ অনলাইন ইফতা ) 📚

কর্মব্যস্ত, চাকুরীজীবী বা প্রবাসী যাদের পক্ষে মাদরাসায় গিয়ে সশরীরে দারস গ্রহণ করা সম্ভব নয় কিন্তু ইলম অর্জনের অদম্য বাসনা, তাদের জন্যেই বিশেষায়িত অনলাইন ইফতা কোর্সের আয়োজন করা হয়েছে।

আলহামদুলিল্লাহ, সাফল্যের সাথে ৩টি শিক্ষাবর্ষ অতিক্রমের পর ৪র্থ বর্ষে ভর্তি চলছে তাখাসসুস ফিল ইফতা কোর্সের।

আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইফতা বিভাগে ভর্তি ফরম লিংক https://forms.gle/tQzg96k3RMSPBsTj9

অসচ্ছল মেধাবীদের জন্যে বিশেষ ছাড় রয়েছে। ইনবক্স বা ওয়াটস্‌অ্যাপ করুন।
ওয়াটস্‌অ্যাপ https://wa.me/+8801301401036

ইফতেতাহী দারস ---- (সম্ভাব্য) ১১ মে শনিবার ২০২৩ ইং।

কোর্সের বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন
https://cutt.ly/ifta23-24
অথবা
https://adarshanari.com/ifta/12760/

শিক্ষাসচিব - facebook.com/said.al.hasan
ওয়াটস্‌অ্যাপ https://wa.me/+8801301401036

কিছু বৈশিষ্ট্য
» ১ বছর মেয়াদি। ২য় বছর ঐচ্ছিক।
» ৫ জন আসাতিযায়ে কিরামের সার্বক্ষণিক নেগরানী ও মেহনত।
» ছুটির দিনগুলো ছাড়া পূর্ণ বছর সবকের ইহতিমাম।
» সারা বছর তামরীনে ফাতাওয়ার মেহনত ও গুগলশিট স্কোর।
» হাতে কলমে ফারায়েজ শিক্ষাদানের জন্যে পৃথক উস্তায।
» গবেষক ওলামায়ে কিরামের মাধ্যমে ফিকহী মুহাযারা।
» সাপ্তাহিক বাংলা সাহিত্য এবং ইংরেজি স্পোকেন ক্লাস।
» পূর্ণাঙ্গ নিজস্ব ওয়েবসাইটে সকল বিষয় আপ-টু-ডেট।
» নিজস্ব রেজাল্ট সফটওয়্যারে ব্যক্তিগত ও জামাতওয়ারী রেজাল্ট পাবলিশ।
» দারসী ও গায়রে দারসী কিতাবের সুবিশাল ই-লাইব্রেরী।
সহ আরও অনেক কিছু ....

দারস বিবরণ :
‣ সপ্তাহে ৫ দিন দারস। সোমবার ও শুক্রবার বন্ধ।
‣ প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দারস।
‣ দারস অনুষ্ঠিত হবে Zoom প্রো অ্যাপসের মাধ্যমে।
‣ সারা বছর সকল ক্লাসের ভিডিও প্লেলিস্ট।
‣ নিয়মিত হাজিরা এবং ক্লাসে উপস্থিতি ও ভালো রেজাল্টের পুরস্কার।
‣ সমস্ত পরীক্ষা অনলাইনে। তবে সশরীরে পরীক্ষা দেয়ারও সুযোগ রয়েছে।
‣ বছর শেষে সমাপনি অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কিরামের মাধ্যমে সনদ, মার্কশিট, পাগড়ি ও পুরস্কার প্রদান।

ঠিকানা:
৭৮/৫-এ, মিয়াজান লেন, মানিকনগর, বিশ্বরোড স্টারলাইন বাস কাউন্টার, ঢাকা-১২০৩।
মোবাইল: 01710-709598 (imo, whatsapp, telegram)

19/12/2022

জীবনঘনিষ্ঠ সব প্রশ্ন ও উত্তর নিয়ে সাপ্তাহিক ইসলামী লাইভ অনুষ্ঠান সুওয়াল জাওয়াব।

সবাই শেয়ার করি প্লিজ

https://www.facebook.com/Adarsha.Nari/videos/1759790001063185/

প্রতি সোমবার, রাত ৯টা। শুধুমাত্র মাসিক আদর্শ নারীর ফেসবুক পেইজে।

16/10/2022

দেশে প্রায় সাড়ে ১১ কোটি মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে। সম্পদ বিক্রি করছে। ঋণ নিচ্ছে। সামনে সঙ্কট আরো বাড়তে পারে।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when adarshanari.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to adarshanari.com:

Share

Category

Nearby media companies


Other Rajarbag media companies

Show All