Bangla Bhai Review-BBR

Bangla Bhai Review-BBR কথা বলে সমসাময়িক বিষয় নিয়ে... Medical & Health Information Service

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন!...
17/04/2024

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 😍
কপি পেস্ট,,,,,,,,🤲🤲🤲🤲🤲

08/04/2024

সৌদি আরব তাকিয়ে আছে আকাশের দিকে, চাঁদপুর তাকিয়ে আছে সৌদি আরবের দিকে, বাংলাদেশ তাকিয়ে আছে চাঁদপুরের দিকে, আর আমি তাকিয়ে আছি ফেবু নিউজফিডের দিকে🙂 লে ঈদ মুবারক ২০২৪

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল  রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দি...
29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

কেয়ামতের ৭২ আলামত:বর্তমান বিশ্বের প্রখ্যাত স্কলার জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানি তার একটি লেকচারে বিভিন্ন হাদিসের আলো...
21/03/2024

কেয়ামতের ৭২ আলামত:

বর্তমান বিশ্বের প্রখ্যাত স্কলার জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানি তার একটি লেকচারে বিভিন্ন হাদিসের আলোকে ফিতনার (কেয়ামতের আলামত) ৭২টি নিদর্শন উল্লেখ করেন। এতে তিনি হজরত হুজায়ফা (রা.) এর সূত্র তুলে ধরেছেন।

নিচে সেগুলো তুলো ধরা হলো-

১. লোকেরা নামাজে ডাকাতি করবে। অর্থাৎ নামাজের প্রতি মানুষের একদম গুরুত্ব থাকবে না। এ কথাটি আজকের যুগে এতটা আশ্চর্যের নয়। কারণ এ যুগে বেশির ভাগ মুসলমানের মাঝেই নামাজের গুরুত্ব নেই।

২. আমানতের খেয়ানত করবে। অর্থাৎ তাদের কাছে আমানতরূপে যা কিছু রাখা হবে তা তারা আত্মসাৎ করবে।

৩. সুদের লেনদেন করাও কেয়ামতে আলামত।

৪. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে। অর্থাৎ মিথ্যা বলতে পারাকে একটি দক্ষতা ও যোগ্যতা মনে করা হবে।

৫. সামান্য বিষয়ে রক্তপাত করবে এবং অন্যের প্রাণ সংহার করবে।

৬. উঁচু উঁচু ভবন নির্মাণ করবে।

৭. দ্বীন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে।

৮. আত্মীয়দের সঙ্গে বাজে আচরণ করবে।

৯. ইনসাফ উঠে যাবে।

১০. মিথ্যা সত্যতে পরিণত হওয়াও কেয়ামতের আলামত।

১১. রেশমি পোশাক পরিধান করা হবে।

১২. জুলুম-অত্যাচার ব্যাপকরূপ লাভ করবে।

১৩. তালাকের আধিক্য হবে।

১৪. আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে।

১৫. দুর্নীতিপরায়ণ লোকদের সেলাক মনে করা হবে।

১৬. সেলাকদের দুর্নীতিপরায়ণ মনে করা হবে।

১৭. মিথ্যাকে সত্য মনে করা হবে।

১৮. সত্যকে মিথ্যা বলা হবে।

১৯. অপবাদ আরোপের পরিমাণ বৃদ্ধি পাবে।

২০. বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উষ্ণ থাকাও কেয়ামতের আলামত।

২১. লোকেরা সন্তান লাভের পরিবর্তে সন্তান নেয়াকে অপছন্দ করবে। অর্থাৎ সন্তান লাভের জন্য মানুষ যেভাবে দোয়া করে তার পরিবর্তে সন্তান না হওয়ার জন্য দোয়া করবে এবং বিভিন্ন পদ্ধতি গ্রহণ করবে।

২২. নীচ লোকেরা সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসী জীবনযাপন করবে।

২৩. ভদ্রলোকেরা নিগৃহীত হবে।

২৪. রাষ্ট্রপ্রধান, শাসকবর্গ ও মন্ত্রিপরিষদ এবং তাদের সমর্থক ও সহযোগীরা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল-বিকেল মিথ্যা কথা বলবে।

২৫. আমানতদার ব্যক্তি খেয়ানত করবে।

২৬. নেতৃবর্গ জালেম ও অত্যাচারী হওয়াও কেয়ামতের আলামত।

২৭. আলেম এবং কারি বদকার হবে। অর্থাৎ আলেম এবং পবিত্র কোরআন তিলাওয়াতকারী লোকজনও বদকার ও ফাসেক হবে।

২৮. লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা তৈরি উন্নতমানের পোশাক পরবে।

২৯. কিন্তু তাদের দিলগুলো মৃত জন্তুর চেয়ে বেশি দুর্গন্ধময় হবে।

৩০. এবং পাথরের চেয়ে বেশি কঠিন হবে।

৩১. স্বর্ণ সুলভ হবে।

৩২. রুপার মূল্য বেড়ে যাবে।

৩৩. গুনাহর পরিমাণ বেড়ে যাবে।

৩৪. জানমালের নিরাপত্তা কমে যাবে।

৩৫. কোরআন শরিফকে সজ্জিত করা হবে।

৩৬. মসজিদকে কারুকার্যময় করা হবে।

৩৭. উঁচু উঁচু সৌধ নির্মিত হবে।

৩৮. হৃদয়গুলো উজাড় হবে।

৩৯. ব্যাপকভাবে মদ পান করা হবে।

৪০. শরিয়তের দণ্ডবিধিকে অকার্যকর করা হবে।

৪১. দাসী স্বীয় মুনিবকে জন্ম দিবে। অর্থাৎ মেয়ে মায়ের ওপর কর্তৃত্ব করবে এবং এরূপ ব্যবহার করবে, যেরূপ মুনিব দাসীর সঙ্গে ব্যবহার করে।

৪২. একসময় যারা খালি পায়ে ও উন্মুক্ত দেহে চলাফেরা করতো, এমন মানুষরা দেশের শাসক বনে যাবে।

৪৩. পুরুষ ও মহিলা যৌথভাবে ব্যবসা করবে। মহিলারা জীবনের সকল ক্ষেত্রে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

৪৪. পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করবে।

৪৫. মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করবে। দূর থেকে দেখে বোঝা যাবে না, এটা পুরুষ না মহিলা।

৪৬. গায়রুল্লাহর নামে শপথ করা হবে। শপথ শুধু আল্লাহর নামে এবং কোরআনের ওপর বৈধ, অন্য কোনো কিছুর নামে শপথ করা হারাম। কিন্তু ফিতনার যুগে মানুষ আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের নামেও শপথ করবে।

৪৭. মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে।

৪৮. শুধু পরিচিত লোকদের সালাম দেওয়া হবে। অথচ রাসুল (সা.)-এর শিক্ষা হলো, তুমি যাকে চেন তাকেও সালাম কর এবং যাকে তুমি চেন না তাকেও সালাম কর (বুখারি, হাদিস : ১২)।

৪৯. দুনিয়া লাভের উদ্দেশ্যে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হবে। শিক্ষা অর্জনকারীদের উদ্দেশ্য হবে এর মাধ্যমে আমাদের ডিগ্রি লাভ করা, চাকরি পাওয়া, পয়সা উপার্জন করা এবং সম্মান ও খ্যাতি অর্জিত হওয়া।

৫০. আখেরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জন করা হবে।

৫১. জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে।

৫২. আমানতের মালকে লুটের মাল মনে করা হবে।

৫৩. জাকাতকে জরিমানা মনে করা হবে।

৫৪. সমাজের সবচেয়ে নীচ ও নিকৃষ্ট ব্যক্তিকে লোকেরা নিজেদের নেতা বানাবে।

৫৫. মানুষ নিজের পিতার অবাধ্যতা করবে।

৫৬. এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে।

৫৭. বন্ধুদের ক্ষতি করতে দ্বিধা করবে না।

৫৮. স্ত্রীর আনুগত্য করবে।

৫৯. বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে।

৬০. গায়িকা মহিলাদের সম্মান করা হবে। অর্থাৎ যে মহিলারা গানবাজনার পেশায় থাকবে তাদের সম্মানের চোখে দেখা হবে।

৬১. বাদ্যযন্ত্র এবং বাজনার বিভিন্ন উপকরণকে বিশেষ যত্ন করা হবে।

৬২. মদের দোকান বেড়ে যাবে।

৬৩. জুলুম-অত্যাচার করাকে গর্বের বিষয় মনে করা হবে।

৬৪. আদালতে ন্যায়বিচার বিক্রি হবে। অর্থাৎ বিচারপ্রার্থী ন্যায়ের ওপর হলেও পয়সা দিয়ে রায় নিজের পক্ষে নিতে হবে।

৬৫. পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে।

৬৬. পবিত্র কোরআন গানের সুরে তিলাওয়াত করা হবে। কোরআনকে বোঝার জন্য অথবা সাওয়াব লাভের উদ্দেশ্যে কিংবা দাওয়াতের উদ্দেশ্যে তিলাওয়াত করা হবে না।

৬৭. হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে।

৬৮. উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের ওপর বিভিন্ন অপবাদ আরোপ করবে। তাদের সমালোচনা করবে এবং বলবে, তারা এই এই কথা ভুল বলেছে।

৬৯. হয়তো তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে লালবর্ণের তুফান আসবে।

৭০. অথবা ভূমিকম্প আসবে।

৭১. অথবা লোকদের চেহারা বিকৃত হবে।

৭২. অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে। কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো আজাব আসবে।

এসব আলামত নিয়ে একটু চিন্তা করলে দেখা যাবে আমাদের সমাজে প্রতিটি আলামত বিদ্যমান এবং সমাজে বর্তমানে যে অশান্তি বিরাজ করছে তা মূলত ওপরে বর্ণিত বদআমলগুলোরই ফল। আর এ কারণেই আমাদের ওপর বিপদাপদের পাহাড় ভেঙে পড়ছে।

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। ...
19/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়

#এতিমখানা #এতিমখানা_মাদ্রাসা #মাদ্রাসা #বাংলাদেশ
#রমজানমোবারক২০২৪ #রমজান #রমজান_ঈদ #রমাদান #রমাদান_ঈদ #সংগৃহীত #হাইলেট #ভাইরাল #আল্লাহ #রাসুল #ইয়াতিম #গরীব

ইউনিভার্সিটিতে কনসার্ট হতে পারবে, ইউনিভার্সিটিতে বৈশাখ উদযাপন করা যাবে, ইউনিভার্সিটিতে পূজা মন্ডপ বানানো যাবে, কিন্তু ইউ...
11/03/2024

ইউনিভার্সিটিতে কনসার্ট হতে পারবে, ইউনিভার্সিটিতে বৈশাখ উদযাপন করা যাবে, ইউনিভার্সিটিতে পূজা মন্ডপ বানানো যাবে, কিন্তু ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল করা যাবেনন😥 জয় বাংলা!!!

#রমাদান #রমজান #রমাদান২০২৪ #রমজান২০২৪
#রমজানমোবারক২০২৪ #শাবিপ্রবি #শাবিপ্রবিআপডেট২০২৪ #শাহজালাল_বিশ্ববিদ্যালয়
#ইফতার #ইফতার_মাহফিল_২০২৪ #সংগৃহীত


ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!..........................….........................................৭০% উচ্চ শি...
11/03/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!..........................….........................................
৭০% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। তথাকথিত পশ্চিমাদের বস্তা পঁচা ক্যারিয়ার গড়তে গিয়ে তারা এমন এক সংকট তৈরী করেছে যে, আগামী ৫-১০ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷ ইতিমধ্যেই এই আশংকা ব্যাপকভাবে দৃশ্যমান হয়ে ওঠছে। পশ্চিমা ধাচে গড়ে ওঠা এই নারী প্রজন্ম আপাদমস্তক স্বামী, সংসার ও পরিবারের প্রতি বিতৃষ্ণা ও ঘৃণা নিয়ে বেড়ে ওঠবে।

তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা নি:শেষ হওয়ার ফলে, স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলতা, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ইতিমধ্যে ৩০ টা বছর পুরুষের স্বভাবের সাথে টেক্কা দিয়ে নিজের অজান্তেই দৈহিক ভাবে সে নারী হলেও পুরুষালী স্বভাবে বিবর্তিত হয়ে গেছে।

তার আস্ত দেহটাই শুধু নারী, বৈশিষ্টের দিক থেকে সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টালি পুরুষ। পরিস্থিতি পর্যবেক্ষণে মোটামুটি হলফ করেই বলা যায়, অদূর ভবিষ্যতে এমন একটা দিন আসতে যাচ্ছে, মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে, তদ্রূপ বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতমুখি জীবন ও উভয় জগতের সার্বজনীন সফলতা থেকেও।

স্বামী স্ত্রীর কোমলতা আর সন্তান মায়ের মনের স্নিগ্ধতা ও কোলের উষ্ণতা থেকে বঞ্চিত হবে। এর ক্ষতি শুধু নারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা জাতিকেই গ্রাস করে ছাড়বে। নারী, পুরুষ, শিশু সবার মধ্যে অশান্তি আর খিটখিটে মেজাজ পরিলক্ষিত হবে। আল্লাহর বিধান ছেড়ে মানব রচিত বিধানকে প্রাধান্য দেয়ার পরিণতি ও খেসারত প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়াতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।

#মানুষ #নারী #যৌবন #পশ্চিমা #সভ্যতা #চাহিদা
#ভাইরাল #সমাজ #সংসার #স্বামী #স্ত্রী #সন্তান #আধুনিক #সংগৃহীত #আস্থা #অনাস্থা #বিমুখ

অনন্ত আম্বানি, ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে। বলা হচ্ছে অনন্ত'র বিয়ে পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল বিয়ে। অনন্ত যে বাড়িতে থা...
07/03/2024

অনন্ত আম্বানি, ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে। বলা হচ্ছে অনন্ত'র বিয়ে পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল বিয়ে। অনন্ত যে বাড়িতে থাকেন সেটা ২৪ তলা, সেখানে কাজের লোকই হাজারের উপর। যে ঘড়িটা হাতে দেন তার দাম ১৮ কোটি টাকা। খাবার যে পানি আফ্রিকার গহীন জঙ্গল থেকে নিয়ে আসে তার প্রতি গ্লাসের দাম লাখ টাকা। এরকম প্রচুর বলা যায়। তার প্রাক বিবাহের খরচই হাজার কোটি টাকার উপর। জীবন যাপন রুপকথার মত।

কিন্তু...

অনন্ত আম্বানি ছোট বেলা থেকেই একিউট হাপানির রোগী। শ্বাসকষ্টের জন্য তাকে প্রায় প্রতিদিনই হাই ডোজের স্টেরয়েড নিতে হয়। স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসাবে নতুন রোগ হিসাবে জন্ম নেয় ওবেসিটি, মুটিয়ে যাওয়া। তার ওজন এখন ২০০ কেজির উপর, দিন দিন সেটা বাড়ছেই। সে স্বাভাবিক কাজকর্ম করতে পারেনা। অল্পতেই হাঁপিয়ে যায়। হরমোনের আধিক্যের কারনে যে মুটিয়ে যাওয়া রোগ হয়, তার চিকিৎসা এখনো আবিস্কৃত হয়নি। অবস্থা এমন, স্টেরয়েড না নিলে হাঁপানি রোগে মৃত্যু, নিলে মৃত্যু অধিক ওজনের কারনে। কঠিন এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার জীবন। তার সারাদিনের খাদ্যতালিকায় আছে সামান্য কিছু শাক সবজি আর এক ধরনের শ্যাওলা। তারপরও তার ওজন বৃদ্ধি কমানো যাচ্ছে না। প্রাক বিবাহের অনুষ্ঠানে তার অসুস্থতার কথা যখন সে বলছিল তখন তার বাবা মা'র চোখ ছিল অশ্রুসজল। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েও কি দুর্বিসহ জীবন।

আর আমরা যারা এখনো ইচ্ছেমতো খেতে পারছি, চলতে পারছি, সুস্থ আছি তারা যে কত সৌভাগ্যবান সেটা ভেবে দেখেছেন কখনো। সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত।
..সংগৃহীত

#সুস্থতা #অসুস্থতা #আল্লাহর_নেয়ামত
#মুকেশ_আম্বানি #অনন্ত_আম্বানি
#রোগ #হাপাঁনী #মোটা #ভাইরাল
#সংগৃহীত #উদাহরণ #ইন্ডিয়া #বাংলাদেশ
#বিয়ে #আম্বানি_পরিবার_ইন্ডিয়া
#স্টেরয়ড #ওবিসিটি #হরমোন
#ভাইরাল_পোস্ট

......যে সব বেডিরা বিয়ের পর কুটনামি শুরু করে তাদের জন্য উচিৎ জবাব এবং শিক্ষা এটা😡🖤------------++++++++++++--------------...
07/03/2024

......যে সব বেডিরা বিয়ের পর কুটনামি শুরু করে তাদের জন্য উচিৎ জবাব এবং শিক্ষা এটা😡🖤
------------++++++++++++-----------------------
সত্যি কি জীবন টা এমন হয়ে পরে।
ভাবতে গেলেই শরীরের লোম দাঁড়িয়ে পড়ে।
এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন
কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________
বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা-মা
গড়ে উঠুক প্রতি ঘরে এরকম আদর্শ।

#বাবার #বাবাছেলে #বাবাকে
#আব্বা #আব্বু


২৯-০২-২০৪২৪ ঘন্টা আগেও উনারা এই ভূবণে ছিলেন, হয়তোবা আনন্দে আত্ত্বহারা হয়ে কাচ্চি খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন...কে জানতো মৃত...
01/03/2024

২৯-০২-২০৪
২৪ ঘন্টা আগেও উনারা এই ভূবণে ছিলেন, হয়তোবা আনন্দে আত্ত্বহারা হয়ে কাচ্চি খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন...

কে জানতো মৃত্যূর জন্য আজরাইল উনাদের হাতছানি দিয়ে ডাকছেন...একই পরিবারের ৫ জন একসাথে ওপারে।

মৃত্যু কতো কাছে, আর আমরা কত্ত্বো দূরে.....



#বেইলী_রোড_কাচ্চি_ভাই #কাচ্চি_ভাই_অগ্নি_দুর্ঘটনা
#মানুষের_মৃত্যু #মানুষ_মরনশীল #অগ্নি #আগুন
#মৃত্যু #মানুষ

মেট্রোরেল এর ভাড়ার তালিকা: 🚉মতিঝিল থেকে বাংলাদেশ সচিবালয়/ঢাকা বিশ্ববিদ্যালয়/শাহবাগ এর ভাড়া ২০ টাকা মাত্র 🚉মতিঝিল থেক...
01/03/2024

মেট্রোরেল এর ভাড়ার তালিকা:

🚉মতিঝিল থেকে
বাংলাদেশ সচিবালয়/ঢাকা বিশ্ববিদ্যালয়/শাহবাগ এর ভাড়া ২০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে কারওয়ান বাজার/ফার্মগেট
এর ভাড়া ৩০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে বিজয় সরণি
এর ভাড়া ৪০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে আগারগাঁও/শেওড়াপাড়া
এর ভাড়া ৫০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে কাজীপাড়া/মিরপুর ১০
এর ভাড়া ৬০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে মিরপুর ১১
এর ভাড়া ৭০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে পল্লবী
এর ভাড়া ৮০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে উত্তরা দক্ষিণ/উত্তরা সেন্টার
এর ভাড়া ৯০ টাকা মাত্র

🚉মতিঝিল থেকে উত্তরা উত্তর
এর ভাড়া ১০০ টাকা মাত্র

🔑Rapid Pass ক্রয় করলে,
১০% ছাড়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।








29/02/2024

এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন।
সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশী শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!

ল্যাও ঠেলা! 🤭🫣

Bangla Bhai Review-BBR

‼️শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক ১২টি খাবার সম্পর্কে জানুন‼️✔️ বুকের দুধ৬ মাসের কম বয়সী শিশুদের জন্য একমাত্র সুষম খাদ্য হচ্...
16/11/2023

‼️শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক ১২টি খাবার সম্পর্কে জানুন‼️

✔️ বুকের দুধ
৬ মাসের কম বয়সী শিশুদের জন্য একমাত্র সুষম খাদ্য হচ্ছে মায়ের দুধ। ২ বছর পর্যন্ত অন্য খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়া চলতে থাকবে।

✔️ কলা
কলা পটাশিয়ামে ভরপুর যা সবচেয়ে নিরাপদ উৎস হিসাবে কাজ করে শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য।

✔️ লাউ ও কুমড়া
লাউ বা কুমড়া জাতীয় সবজি, ঝিঙা, চিচিংগাতে আছে আয়রন, ভিটামিন সি, এ যা মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য খুব ভালো

✔️ শাক
লালশাক, মুলাশাক পালংশাক, ডাটাশাক, সরিষাশাক, হেলেঞ্চাশাক, পুদিনাপাতা, থানকুনি পাতা, থানকুনি এগুলোতে রয়েছে প্রচুর পরিমানে আয়রন, আঁশ আর নানারকম ঔষধি গুন যা শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ভালো

✔️ ডিম
ডিম প্রোটিনের ভালো উৎস, এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড ও লুটেইন। আরও রয়েছে কোলিন যা ফুসফুসের জন্য ভালো, স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক।

✔️ ছোলা
ছোলা আঁশ ও আয়রন সমৃদ্ধ।

✔️ দানাদার শস্য
তিল, কালিজিরা, ওটস, আটা, ভুট্টা এইসব দানাদার শস্য শিশুর মনোযোগ বাড়াতে সাহায্য করে।

✔️ ওটস
ওটসে আছে জিঙ্ক, ভিটামিন বি-কমপ্লেক্স আর ভিটামিন ই, প্রচুর পরিমানে আঁশ। ওটস স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকর।

✔️ মাছ ও মাংস
মাংসে প্রচুর জিঙ্ক, আয়রন, প্রোটিন আছে যা শিশুর মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করে। মাছ আর মাছের তেলে আছে প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড যা শিশুকে মানসিকভাবে চটপটে হতে সাহায্য করে

✔️ ডাল
নানা প্রকার ডাল, যেমন- মসুর, মুগ, কলাই, সিমের বীজ এগুলোতে আছে প্রচুর পরিমান ফাইবার আর প্রোটিন।

✔️ বাদাম
বাদামের ভিটামিন ই আর তেল মস্তিষ্ক ও ত্বকের জন্য উপকারী।

✔️ দই
মস্তিস্কের টিস্যুর বিকাশ ও নিউরোট্রান্সমিশন এর জন্য উপকারী হচ্ছে দই।

22/12/2022

Hello everyone how are you all ?
Hope you all good

Saty good
Saty safe

Nice
18/11/2022

Nice

11/11/2022

একবার চাকরীর ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় ২০০ জন মানুষ চুপ হয়ে যায়!

প্রশ্নটা এমন ছিল, মনে করুন- এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ী ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরোনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ্য দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব।

এমতবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে ? কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দু-জনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান।

প্রায় ২০০ জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরীটা দেওয়া হয়েছিল। জানেন, সেই ব্যতিক্রমী উত্তরটি কি ছিল? তিনি খুব সহজে বলেছিলে, “এ রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরোনো বন্ধুর হাতে দিয়ে বলতাম, বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষন না পরবর্তী বাস আসে।”

এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গী পালটে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে, "ব্যতীক্রমী কিছু ভাবো" প্রত্যেকেই সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রবৃতি নিয়ে জন্মায়। কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম।

নেগেটিভ চিন্তা "মানুষকে" অমানুষ হতে সাহায্য করে।
ভারসাম্য ধরে রাখার চেষ্টা করুন হোক সেটা কাজের অথবা কথার।
সংগৃহীত।

Address

24/A Skylark Point, Lift-9, Room J3, Bijoy Nagar Dhaka (Near Hotel 71)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Bhai Review-BBR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category