Pekua24.net

Pekua24.net পেকুয়ার খবর চব্বিশ ঘণ্টা
(2)

পেকুয়ায় ইউপি সদস্যের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কার শুরু পেকুয়া প্রতিনিধি : পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পয়েন্ট...
14/11/2024

পেকুয়ায় ইউপি সদস্যের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কার শুরু

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম।
সরজমিনে গিয়ে দেখা যায় পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা সাকুরপাড় এলাকা থেকে মাতামুহুরি বেড়িবাঁধ সংস্কারের জন্যে প্লাট সলিনের ইট গুলো প্রায় নষ্ট হয়ে গেছে। বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। প্রতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় মেহেরনামাসহ পেকুয়া সদর ইউনিয়ন৷ অবশেষে বেড়িবাঁধটি সংস্কার কাজ শুরু হওয়ায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, বেড়িবাঁধটি মাটি দ্বারা সংস্কার করার জন্যে পানি উন্নয়ন বোর্ড বরাদ্ধ দিলেও এখনো কাজ শুরু হয়নি।
মাটি দ্বারা বেড়িবাঁধ সংস্কার করা হলেও ইট বসানো না হলে জনসাধারণের চলাচলে অসুবিধা হবে তাই ইট গুলো নিজ উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় তুলে নিচ্ছি।

ইউনিয়ন পরিষদের বরাদ্ধ থেকে আগেও ইট বসানো হয়েছিল কিন্ত এই ইটগুলো নস্ট হলে নতুন বরাদ্দ পাওয়া সময় সাপেক্ষ হবে। তাই ইটগুলো যেন নস্ট না হয় আমি স্থানীয়দের সহয়তায় এগুলো নিরাপদে সংরক্ষণ করছি।

মেহের নামা সাকুরপাড় এলাকার বাসিন্দা
সাহাবউদ্দিন, আজিজুল হক, গুরামিয়া সহ শতাধিক লোক স্থানীয় সাংবাদিকদের বলেন, পেকুয়া সদরের পূর্ব মেহেরনামা পয়েন্টে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্যে ও দখল হওয়া খাল উদ্ধারের জন্যে ইউপি সদস্য তাদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা ইউপি সদস্যকে ধন্যবাদ জানান।

এদিকে সম্প্রতি একটি মহল ইউপি সদস্য শাহেদুল ইসলামকে একটি মিথ্যা মামলায় জড়িয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা।এসময় তারা এটির নিন্দা জানান এবং অবিলম্বে তাকে মামলা থেকে অব্যহতি দেয়ার দাবি জানান।

11/11/2024

পেকুয়া উজানটিয়ায় সরকারি স্লুইসগেট দখল করে চাদাবাজী!

রাজাখালী বারবাকিয়ার নোয়াখালী পাড়ার ব্রীজ নির্মাণের নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় লোহার রডসহ একটি গাড়ি স্থানীয়...
27/10/2024

রাজাখালী বারবাকিয়ার নোয়াখালী পাড়ার ব্রীজ নির্মাণের নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় লোহার রডসহ একটি গাড়ি স্থানীয়দের সহায়তায় পুলিশে দিয়েছে উপজেলা ছাত্রদলের আহবায়ক ও ছাত্রদল নেতারা। অভিযোগ রয়েছে ঠিকাদারের অনুপস্থিতিতে লোহার রডসহ নানান নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে স্থানীয় একটি সিন্ডিকেট। রডগুলো পেকুয়া থানায় জব্দ রয়েছে বলে জানান পেকুয়া থানা পুলিশ।

এভাবেই শেষ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো
18/09/2024

এভাবেই শেষ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো

28/08/2024

সুদীর্ঘ ১০ বছর দুই মাস ১৪ দিন পর তিনি ফিরে আসছেন নিজের জন্মভূমি কক্সবাজারে। ২৮ আগষ্ট বেলা সাড়ে ১১টায় পা রাখবেন

পেকুয়ায় উপজেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাছির ও তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ!  বিচার দাবি
26/08/2024

পেকুয়ায় উপজেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাছির ও তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ! বিচার দাবি

পেকুয়ায় খতিয়ানভুক্ত জায়গা ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছেন চকরিয়া পহরচাদা এ...
12/08/2024

পেকুয়ায় খতিয়ানভুক্ত জায়গা ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছেন চকরিয়া পহরচাদা এলাকার ভুক্তভোগীরা৷ মানববন্ধনে তারা বলেন গত ১৬ বছর ধরে মেহেরনামা মৌজার ১৫ একর জায়গা জবরদখলে রেখেছেন স্থানীয় একটি সিন্ডিকেট। তারা এই জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

07/08/2024

বিএনপির সমাবেশ থেকে সরাসরি

পেকুয়া বাজারে বিনা টেন্ডারে সরকারি মার্কেট বিক্রি: জড়িত বাজার সমিতির কতিপয় নেতাবিনা টেন্ডারে পেকুয়া বাজারের মাছ কেনা বেচ...
14/07/2024

পেকুয়া বাজারে বিনা টেন্ডারে সরকারি মার্কেট বিক্রি: জড়িত বাজার সমিতির কতিপয় নেতা

বিনা টেন্ডারে পেকুয়া বাজারের মাছ কেনা বেচার জন্য সরকারী অর্থায়নে ১২/১৫ বছর পূর্বে নির্মিত শেড বিক্রি করে ৭/৮ লাখ টাকা হাতিয়ে নিলো বাজার সমিতির কতিপয় নেতা। সরকারী মালামাল বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা খুবই জঘন্য। বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে সরকারী সম্পদ লুটপাটের অভিযোগে ফৌজদারি আইনে মামলা দায়ের করার জন্য ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।

13/07/2024

পেকুয়া পিআইও অফিসের চরম দূর্নীতি ও অবহেলার কারণে টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের বরাদ্দ লুটপাটের কবলে

অভিনন্দন
07/07/2024

অভিনন্দন

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মগকাটা গ্রামের বাসিন্দা ওমর ফারুক ভাই মোবাইলের দোকান করতো।৬ মাস আগে ক্যান্স...
26/06/2024

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মগকাটা গ্রামের বাসিন্দা ওমর ফারুক ভাই মোবাইলের দোকান করতো।৬ মাস আগে ক্যান্সার ধরা পরে, বাবা দিন মজুর। অপর ভাই কলেজে পড়ে।

অর্থাভাবে ঠিক মতো চিকিৎসা চালিয়ে যেতে পারছেনা, কেমোথেরাপি ১০টা দেয়ার কথা থাকলেও ৪টা শেষ করে বাকিটা করতে পারেনি অর্থের সংকুলান না হওয়ায় ,পাশাপাশি রেডিও থেরাপির কথা বলছে ডাক্তার।

দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত।

কোন সুহৃদয়বান ভাই,বন্ধু, প্রবাসী চাইলে এগিয়ে আসতে পারেন, আপনার আমার ৫০০/১০০০/২০০০ টাকায় হয়তো আরেকটা জীবনে আশার প্রদীপ জ্বলতে পারে।

ব্যক্তিগত নাম্বারঃ বিকাশ/নগদ-01606709231

ব্যাংক একাউন্টঃ 019212400002622
Name: Omor Faruk
First security Islami bank Ltd.
Branch: Pekua
Routing No. 105220822

24/06/2024

জোর পূর্বক ব্যক্তিমালিকানাধীন জমিতে খান খনন!

16/06/2024

পেকুয়ায় ভাইয়ের বাসায় নিয়ে গিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ - ধর্ষক লাপাত্তা!

12/06/2024

পেকুয়া উজানটিয়ায় অনলাইনে ক্যাসিনো মোবাইল জুয়ার অন্যতম দুই এজেন্ট উজানটিয়া সোনালি বাজার এলাকার মুজিব ও সাকিল নামের দুই ব্যক্তি। তারাই অনলাইনে মোবাইল জুয়ার নিয়ন্ত্রক। তাদের মাধ্যমে পাচার হচ্ছে লাখ লাখ টাকা আর যুবকেরা অতি লাভের আশায় হচ্ছে ফকির! তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। র‍্যাবের অভিযান দাবি করেছে ভুক্তভোগীরা।

আমরা গভীর শোকাহত... মহান আল্লাহ যেন তোমাকে বেহেস্ত নসীব করে এই দোয়া রইলো।
12/06/2024

আমরা গভীর শোকাহত... মহান আল্লাহ যেন তোমাকে বেহেস্ত নসীব করে এই দোয়া রইলো।

নিখোঁজের পরিবারের প্রতিটি দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়... কেউ দেখে থাকলে নিম্মের নাম্বারে যোগাযোগ করুন।
11/05/2024

নিখোঁজের পরিবারের প্রতিটি দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়... কেউ দেখে থাকলে নিম্মের নাম্বারে যোগাযোগ করুন।

Address

Pekua 24
Pekua
4670

Alerts

Be the first to know and let us send you an email when Pekua24.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share