29/08/2024
জেনে নিন; ব্যাটালিয়ন আনসার সদস্যরা কি কি প্রশিক্ষণ নিয়ে এই বাহিনীতে শপথ গ্রহণ করে ; ভারি মেশিনগান এইচএমজি, মর্টার, রকেট লাঞ্চার, এলএমজি, এসএমজি, রাইফেল, শটগান, পিস্তল, আর্জেস গ্রেনেড ফায়ারসহ, স্পেশাল ট্যাক্টিস ট্রেনিং STT, কুইক রেসপন্স টিম QRT, ম্যাপরিডিং, কম্পিউটার, ড্রাইভিং এবং ঢাকা ক্যান্টনমেন্ট সামরিক হাসপাতাল CMH থেকে দুই বছর মেয়াদি প্রাথমিক স্বাস্থ্য, ল্যাব টেকনিশিয়ান, প্যাথোলোজি, রেডিওগ্রাফি, আল্ট্রাসাউন্ড, ফার্মাসিস্টসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের রয়েছে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ। তারা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় সেনাবাহিনীর সাথে, সমতলে RAB এর সাথে, জাতীয় গোয়েন্দা সংস্থা NSI, DGFI ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনায় কাজ করে। ব্যাটালিয়নের সদস্যরা সর্বনিম্ন এসএসসি থেকে মাস্টার্স পাশ, ব্যাটালিয়নের অফিসারগন বিসিএস BCS কর্মকর্তা ও বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে উচ্চতর ডিগ্রী সম্পন্ন।
আনসার ব্যাটালিয়নের অফিসারদের পদবীসমূহ :
অধিনায়ক,
উপ-অধিনায়ক,
কোম্পানি অধিনায়ক,
কোয়াটার মাস্টার,
অ্যাডজুট্যান্ট,
সহকারি কোয়াটার মাস্টার,
কোম্পানি উপ-অধিনায়ক।
আনসার ব্যাটালিয়ন সদস্যদের পদবীসমূহ:
সুবেদার,
নায়েব সবেদার,
হাবিলদার,
নায়েক,
ল্যান্স নায়েক,
সিপাহী।
সংবাদ মাধ্যমসহ সকল জনসাধারণের অবগতির জন্য এই পোষ্টটি সবাইকে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি