Hm Neamatullah Numane ايس ايم نعمة الله نعماني

Hm Neamatullah Numane ايس ايم نعمة الله نعماني মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়।
এ?

আমার দাদি মাদারবুনিয়া ইউনিয়নের 7 8 9 নং ওয়ার্ডের (সংরক্ষিত আসনের) মহিলা মেম্বার তানিয়া আক্তারের মা খুব অসুস্থ তাকে প...
13/10/2023

আমার দাদি মাদারবুনিয়া ইউনিয়নের 7 8 9 নং ওয়ার্ডের (সংরক্ষিত আসনের) মহিলা মেম্বার তানিয়া আক্তারের মা খুব অসুস্থ তাকে পটুয়াখালী সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আনুমানিক গতকাল বিকেল তিনটার দিকে এবং গতকালকে রাত্রে তাকে হসপিটাল ভর্তি করা হয়েছে আল্লাহতালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমিন

27/10/2022
18/10/2022

শিশুদের তাহাজ্জুদ,,,,,

এক.
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাহাজ্জুদ পড়েছেন,

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ‏.‏
ইব্‌নু 'আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, একদা আমি আমার খালা মায়মুনা (রাঃ) এর নিকট রাত্রি যাপন করলাম। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতের সালাতে দাঁড়ালেন, আমিও তাঁর সাথে সালাত আদায় করতে দাঁড়ালাম। আমি তাঁর বামপাশে দাড়িয়ে ছিলাম, তিনি আমার মাথা ধরে তাঁর ডানপাশে দাঁড় করালেন।
সহিহ বুখারী, হাদিস নং ৬৯৯

দুই .
তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল দশ বছর,
صلَّيتُ مع النَّبيِّ ﷺ، فقمتُ إلى جَنبِه عن يَسارِه، فأخَذَني فأَقامَني عن يَمينِه. قال: وقال ابنُ عبّاسٍ: وأنا يَومَئذٍ ابنُ عَشْرِ سِنينَ.
আমি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতে দাঁড়ালাম। আমি তাঁর বামপাশে দাড়িয়ে ছিলাম, তিনি আমার মাথা ধরে তাঁর ডানপাশে দাঁড় করালেন।তখন দশ বছরের বালক।
মুসনাদে আহমদ-৩৪৩৭

তিন.
অর্ধেক রাতেই তাহাজ্জুদ পড়তে উঠেছিলেন,
حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، .‏
‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ.....
এমনিভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জাগলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমন্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন।
সহিহ বুখারী, হাদিস নং ১৮৩

চার.
শিশু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অজু থেকে নিয়ে তাহাজ্জুদ সবকিছু শিখে ফেললেন।
ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى، يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَ

18/10/2022

صلي الله عليه وسلم
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

14/10/2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

নুর বললেই কি নুরের তৈরী হয়ে যায়?

মুহাব্বতের সাথে নিরপেক্ষভাবে লেখাটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

এক
আল্লাহ কি নুরের তৈরী? (নাউযুবিল্লাহ! জানিনা)
আল্লাহ তাআলা নূর একথা স্পষ্ট ভাষায় পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে। ইরশাদ হচ্ছে-

উদাহরণ-১

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের নূর তথা জ্যোতি। [সূরা নূর-৩৫]

উদাহরণ-২
يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ
তিনি তার নুর দ্বারা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন,
[সূরা নূর-৩৫]

দুই
ইসলাম কি নুরের তৈরী?
یُرِیۡدُوۡنَ اَنۡ یُّطۡفِـُٔوۡا نُوۡرَ اللّٰہِ بِاَفۡوَاہِہِمۡ وَ یَاۡبَی اللّٰہُ اِلَّاۤ اَنۡ یُّتِمَّ نُوۡرَہٗ وَ لَوۡ کَرِہَ الۡکٰفِرُوۡنَ
তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় তাদের মুখের (ফুঁক) দ্বারা, কিন্তু আল্লাহ তো তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। আয়াতে নুর দ্বারা ইসলাম উদ্দেশ্যে।
তাওবা-৩২


তিন
ঈমান কি নুরের তৈরী

اَللّٰہُ وَلِیُّ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۙ یُخۡرِجُہُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ۬ؕ وَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَوۡلِیٰٓـُٔہُمُ الطَّاغُوۡتُ ۙ یُخۡرِجُوۡنَہُمۡ مِّنَ النُّوۡرِ اِلَی الظُّلُمٰتِ ؕ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ

যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী করে, তাদের অভিভাবক হল তাগূত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
আয়াতে নুর দ্বারা ঈমান উদ্দেশ্য
বাকারা-২৫৭

চার
কুরআন কি নূরের তৈরী?

উদাহরণ-১
وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে।
[সূরা আরাফ-১৫৭]

উদাহরণ-২
یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمۡ بُرۡہَانٌ مِّنۡ رَّبِّکُمۡ وَ اَنۡزَلۡن

06/10/2022

এই বাক্য বলে এটাকে হাদীস বলা যাবেনা।

স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত,
الجنة تحت أقدام الأزواج

স্ত্রীর প্রতি স্বামীর হক বা স্বামীর আনুগত্য বিষয়ে অনেকে নিচের কথাকে হাদীস হিসেবে পেশ করে থাকে। যার আরবী হল,
الجنة تحت أقدام الأزواج
কিন্তু এ শব্দ-বাক্যে কোনো হাদীস পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদীস হিসেবে বলা যাবে না। তবে কিছু বর্ণনায় এর মর্মার্থ পাওয়া যায়।

মাসিক আল কাউসার
( আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ)

অমুসলিমদের দেয়া প্রসাদ খাওয়া জায়েজ নয়।কারণ, মূর্তি ইত্যাদি কুফরি ধর্মের বিশেষ এক প্রকার খাদ্যকে তারা প্রসাদ বলে। তাদের এ...
03/10/2022

অমুসলিমদের দেয়া প্রসাদ খাওয়া জায়েজ নয়।

কারণ, মূর্তি ইত্যাদি কুফরি ধর্মের বিশেষ এক প্রকার খাদ্যকে তারা প্রসাদ বলে। তাদের এ বিশেষ প্রসাদ দেয়া-নেয়ার ব্যপারে মহান আল্লাহ্ তায়ালা পবিত্র কোরআনের মোট চার জায়গায় উল্লেখ করেছেন।

আমরা এখানে একটি আয়াত উল্লেখ করছি,

সূরাহ বাকারার ১৭৩ নং আয়াতে আছে- إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ اللَّهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

অর্থ: তিনি তোমাদের উপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শুকর মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যাতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। সুরা বাকারা-১৭৩

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরাহ মায়িদাহ’র ৩ নং আয়াতে ও সূরাহ আনআমের ১৪৫ নং আয়াতে এবং সূরাহ নাহলের ১১৫ নং আয়াতে আল্লাহ তায়ালা ব্যতিত মূর্তি ও অন্যান্য দেবতাদের নামে উৎসর্গকৃত খাদ্য খেতে নিষেধ করেছেন।

আল্লাহ তায়ালা আমাদের সকল কোরআন ও হাদিসের বিধান মেনে চলার তাওফিক দান করুন। ( আমিন 🤲)

02/10/2022

শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।"

বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা।

28/09/2022

এক.
এটা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য নয়,,,
مَنْ تَكَلَّمَ عِنْدَ الأَذَانِ خِيفَ عَلَيْهِ زَوَالُ الإِيمَانِ.

যে ব্যক্তি আযানের সময় কথা বলবে তার ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে।

আল্লামা সাগানী রাহ. একে জাল বলেছেন। -রিসালাতুল মাউযূআত ১২; কাশফুল খাফা ২/২২৬, ২৪০

দুই.
কোথাও কোথাও এই কথাটি হাদীস হিসেবে প্রচলিত আছে-

‘যে ব্যক্তি মসজিদ থেকে একটি চুল ফেলে দিল সে যেন একটি মৃত গাধা ফেলে দিল বা সে একটি মরা গাধা সরানোর সওয়াব লাভ করল।’

মসজিদে কোনো ময়লা দেখলে তা পরিষ্কার করা অনেক সওয়াব ও ফযীলতের কাজ। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোনো ময়লা দেখলে নিজ হাতে তা পরিষ্কার করতেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালে ময়লা দেখতে পেলেন। তখন তিনি একটি পাথরের টুকরা নিলেন এবং নিজ হাতে তা পরিষ্কার করলেন। -সহীহ বুখারী, হাদীস ৪০৮

28/09/2022

আমাদের দেশে মৃত ব্যক্তির নামে তিন দিনের দিন কুলখানী নামে এবং চল্লিশ দিনের দিন চল্লিশা নামে যে খানার আয়োজন করা হয়,তা পরিত্যাগ করা সকল মুসলমানের উপর কর্তব্য।

হ্যাঁ, মৃত ব্যক্তির কবরে ঈসালে সওয়াবের নিয়তে গরীবকে খাওয়ানো বৈধ আছে।

কিন্তু আমাদের দেশে যেভাবে রুসুম বানিয়ে মৃত ব্যক্তির বাড়িতে খানার আয়োজন করা হয়, ধনী দারিদ্র সবাইকে আমন্ত্রণ করে এক বিশাল হুলস্থুল করা হয়। এ পদ্ধতি গলদ এবং গর্হিত। খাইরুল কুরুন থেকে তা প্রমাণিত নয়।

সাধারণতঃ লোক দেখানোর জন্য প্রতিযোগিতামূলক তা আয়োজন করা হয়ে থাকে। এরকম খানা খেতে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে।

كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ طَعَامِ الْمُتَبَارِيَيْنِ أَنْ يُؤْكَلَ

ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ প্রতিদ্বন্দ্বি অহংকারীর খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৭৫৪]

আমার প্রিয় ওস্তাদের মুক্তারামহযরতকে অনেক মিস করতেছি💔💔💔
25/09/2022

আমার প্রিয় ওস্তাদের মুক্তারাম
হযরতকে অনেক মিস করতেছি💔💔💔

15/09/2022

এক ভাইকে নিয়ে মজা করলাম😁😁

13/09/2022

মাদ্রাসায় ২৪ঘন্টা অবস্থানের শর্ত করা

#প্রশ্নঃ মাদরাসায় চব্বিশ ঘন্টাই অবস্থান করতে হবে, অন্য কোনও কাজ করা যাবে না- এ ধরনের শর্ত করার ক্ষেত্রে শরঈ দৃষ্টিভঙ্গি কী?

#উত্তরঃ এক্ষেত্রে বিশ্ববিখ্যাত আলেম দ্বীন ও বিশিষ্ট ইসলামী স্কলার #আল্লামা_তাকী_উসমানী ফতোয়া দিয়েছেন।

ফতোয়ার ভাষ্য হলো—
শিক্ষককে (মুদাররিস) পড়ানোর সময় ছাড়া অন্য সময় থাকতে বাধ্য করা শর্তে ফাসেদ। এমনিভাবে ছয় বা আট ঘন্টার পরিবর্তে চব্বিশ ঘণ্টা নির্ধারণ করে শিক্ষককে দিন-রাত থাকতে বাধ্য করা শর্তে ফাসেদ বা অবান্তর শর্ত। কারণ এতে কয়েকটি খারাপ দিক সামনে আসে।

১. শিক্ষক ও গোলামের কাজ ও সময় নির্ধারণ করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। চব্বিশ ঘণ্টা অবস্থান করা ইজারা তথা ভাড়ার শর্ত। বর্তমানে মাদরাসা সমূহে ইজারা পদ্ধতি প্রচলিত।

২. এটা এমন একটা শর্ত যার উপর আমল করা কঠিনই নয় বরং অসম্ভবও বটে। এজন্য এ শর্ত করা ও তা মানতে বাধ্য করা গুনাহে লিপ্ত হওয়ার নামান্তর।

৩. এ ধরনের শর্তারোপ করা সালাফে সালেহীনের রীতির বিরুদ্ধ। দারুল উলূম দেওবন্দ, মাযাহেরুল উলূম এবং থানাভবনে এ শর্তের বিপরীত প্রচলন রয়েছে। এবং মুদাররিস তথা শিক্ষকগণ অবসর সময়ে নিজের ব্যস্ততা এমনকি ব্যবসায়িক কাজেও ব্যস্ত থাকতেন। আকাবিরদের ঘটনা এর জ্বলন্ত প্রমাণ।
তবে জীবিকা নির্বাহের ক্ষেত্রে শিক্ষকের ইজারার সময় এবং কাজের মধ্যে কোনও ধরণের ত্রুটি হতে পারবে না।

ইজারার সময় ব্যতিত অন্য সময়ে শিক্ষক জীবিকা নির্বাহের কোনও কাজ করতে পারবে না— এ ধরণের শর্ত করা শর্তে ফাসেদ। তবে এ কারণে বেতন কমিয়ে দেওয়া ইজারাদাতা বা মালিকের অধিকার আছে।

(ফাতাওয়ায়ে উসমানী, ৩/৩৭৯-৩৭৪, ফতোয়া নম্বর,৩/৩০)

আওয়ার ইসলাম

সংগৃহীত

13/09/2022

সাবধানতা অবলম্বন করা জরুরী!

দুজনের একজন নিশ্চিত কাফের,,,,

উদাহরণ-১
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

إِذَا كَفَّرَ الرَّجُلُ أَخَاهُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا
কোন ব্যক্তি তার ভাইকে ‘কাফির’ বলে আখ্যায়িত করলে সে কুফরী তাদের উভয়ের কোন একজনের উপর অবশ্যই ফিরে আসবে।
সহিহ মুসলিম, হাদিস নং ১১৮
(৬০ মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে)

উদাহরণ-২

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

أَيُّمَا امْرِئٍ قَالَ لأَخِيهِ يَا كَافِرُ ‏.‏ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلاَّ رَجَعَتْ عَلَيْهِ
কেউ তার ভাইকে ‘কাফির’ বলে সম্বোধন করলে উভয়ের একজনের উপর তা ফিরে আসবে। যাকে ‘কাফির’ বলা হয়েছে সে কাফির হলো তো হলোই, নতুবা কথাটি বক্তার উপরই ফিরে আসবে।
সহিহ মুসলিম, হাদিস নং ১১৯
(৬০ মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে)

-ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা--আল্লামা মুফতী দেলাওয়ার হুসাইন দাঃ বাঃ(১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ থেকে পনেরো টা...
09/09/2022

-ঝিনুক থেকে কয়েকটি শিক্ষা
--আল্লামা মুফতী দেলাওয়ার হুসাইন দাঃ বাঃ

(১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ থেকে পনেরো টাকা। কিন্ত ডিম দিয়েই 'খকখক' আওয়াজ করে সারা বাড়ির লোকদের জানিয়ে দেয় সে 'ডিম' প্রসব করেছে।অথচ ঝিনুক। লক্ষ টাকার মুক্তো প্রসব করে।
নিরবে,নিভৃতে থাকে ।তুমি ঝিনুকের মত
দামি হতে চাও? ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে দেয়ার ঘৃণ্য মানসিকতা পরিহার কর।

(২) বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয় মুক্তো। আর এই পানি গ্রহনের জন্য সে সময় বাছাই করে অমাবস্যার রজনী।
যখন চারিদিকে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার। তুমি মালিকের নৈকট্য চাও?ওঠে যাও শেষ রাতে। যখন দুনিয়ার তামাম মাখলুকাত ঘুমের ঘরে আচ্ছন্ন। লুটে পড়ে যাও সিজদায়।

(৩) ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে বিরক্ত হয়না। ধৈর্য হারাহয় না। তুমি জীবনে উন্নতি করতে চাও?'সবর' কে গলার মালা হিসেবে গ্রহণ কর।
কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব যেন তোমার চেহারায় ফোটে না ওঠে।

(৪)ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই
সে তৃপ্ত থাকে। তার হাজার ফোঁটার দরকার হয়না। তুমি জীবনে সুখী হতে চাও? 'কানাআত' তথা অল্পে তুষ্ট থাকো।কখনও হা-হুতাশ কর না।
যে কোন অবস্থায় থাকনা কেন, সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলো।
শান্তির জিন্দেগী লাভ করবে।ইনশা আল্লাহ্
আল্লাহ তা'য়ালা সকলকে উপদেশগুলো মেনে চলার তাওফীক দান করুন।
ীন_ইয়া_রব্বি!

08/09/2022

সবাইকে জুমা মোবারক আগামীকালকে শুক্রবারের জন্য অগ্রিম জুম্মা মোবারক

03/09/2022

আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত ,,,
পাপ হবে বলে,,❌❌
এখন মানুষ সত্যি বলতে ভয় পায়,,
বিপদ হবে বলে,,😡😡

25/08/2022

বন্ধুর বিয়েতে মজা করে গান গাইলাম
সকলে মিলে আনন্দ করলাম
দিনটি স্মরণীয় হয়ে থেকে যাবে

শুভ হোক তোমার বিবাহিত জীবনের পথ চলা🌹❤️❤️

ইতিহাসে সবচে মাজলুম সাহাবী হযরত মুয়াবিয়া রা.।  সকল ইসলাম বিদ্বেষীরা সবচে বেশি তাঁকে নিয়েই সমালোচনা করে জর্জরিত করেছে। আম...
25/08/2022

ইতিহাসে সবচে মাজলুম সাহাবী হযরত মুয়াবিয়া রা.। সকল ইসলাম বিদ্বেষীরা সবচে বেশি তাঁকে নিয়েই সমালোচনা করে জর্জরিত করেছে। আমীরে মুয়াবিয়ার রা. মর্যাদা যারা জানে না, ইসলামী ইতিহাস যারা পড়েনি, শিয়াদের মাধ্যমে যারা প্রভাবিত, সাবাঈ চক্রের দালাল রাফেজীরাই তাঁকে সমালোচনা করে। সাহবা বিদ্বেষীরা কনফার্ম জাহান্নামী। رضي الله عنهم ورضوا عنه....

24/08/2022

সুরা হাশরের শেষ তিন আয়াত
মাশাআল্লাহ কত মধুর বাণী❤️❤️

22/08/2022

এই ভাইয়ের মাঝে আবার খুঁজে পেলাম সেই পুরনো হারানো আব্বাসীকে♥️♥️

20/08/2022

মাশাআল্লাহ কতইনা মধুর বাণী।

কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়।

20/08/2022

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে একটি তারানা

একত্রে দীর্ঘদিন চলার সাথী
18/08/2022

একত্রে দীর্ঘদিন চলার সাথী

আমার গাছের প্রথম ফলআল্লাহ রাব্বুল আলামীনের দেয়া নেয়ামত
17/08/2022

আমার গাছের প্রথম ফল
আল্লাহ রাব্বুল আলামীনের দেয়া নেয়ামত

দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাততাই মুমিনরা যদি দুনিয়াতে কষ্ট করে সুখ শান্তি না পায় তাহলে...
17/08/2022

দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত
তাই মুমিনরা যদি দুনিয়াতে কষ্ট করে সুখ শান্তি না পায় তাহলে কষ্ট পাওয়া বা আফসোস করার কোন বিষয় না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা হলো মমিনদের জন্য কারাগার কারাগারে যেমন মানুষ থাকতে চায় না প্রকৃত মুমিন কখনো দুনিয়াতে ঐরকম ভাবে থাকতে চাইবে না

আর কাফেররা দুনিয়াকে ছাড়তে চাইবে না কেননা কাফেরদের জন্য হলো তার জান্নাত সমতুল্য জান্নাতের যেমন মানুষ একবার গেলে দ্বিতীয় বার আর বের হতে চাইবে না তদ্রূপ কাফের রাও দুনিয়াতে আসলে আর দ্বিতীয়বার দুনিয়া থেকে বের হতে চাইবে না।

মুসলমান আল্লাহ তায়ালাকে ভুলে নয় আল্লাহ তাআলাকে স্মরণ রেখে দুনিয়াতে চল দুনিয়া তোমার কদমবুচি করতে শুরু করবে এবং আখিরাত...
14/08/2022

মুসলমান আল্লাহ তায়ালাকে ভুলে নয় আল্লাহ তাআলাকে স্মরণ রেখে দুনিয়াতে চল দুনিয়া তোমার কদমবুচি করতে শুরু করবে এবং আখিরাতো তুমি পেয়ে যাবে তুমি হয়ে যাবে আখেরাতের বাদশা আর দুনিয়া হবে তোমার গোলাম।

Address

মাদার বুনিয়া
Patuakhali
HM2580F

Alerts

Be the first to know and let us send you an email when Hm Neamatullah Numane ايس ايم نعمة الله نعماني posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm Neamatullah Numane ايس ايم نعمة الله نعماني:

Share

Category