Galachipa Barta - গলাচিপা বার্তা

Galachipa Barta - গলাচিপা বার্তা গলাচিপার প্রতিচ্ছবি
(1)

23/12/2024

বৃষ্টি এবং কুয়াশায় ভেজা শীতের সকাল গলাচিপা- পটুয়াখালী সড়ক সড়ক ।

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে,সুহুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজা মিয়া সভাপতি ও  উদয়ন ...
22/12/2024

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে,সুহুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজা মিয়া সভাপতি ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মোঃ মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

21/12/2024

অনুমোদনের দুই বছরেও শুরু হয়নি গলাচিপা সেতুর নির্মাণ.... বিস্তারিত কমেন্টে..

19/12/2024

১৭ বছর পরে অবরুদ্ধ থেকে মুক্তি

18/12/2024

কচ্ছপসহ নারী পাচারকারী আটক, অতঃপর বিস্তারিত কমেন্টে...

প্রিয় শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন ও বন্ধুরা,শোয়েবের অপারেশনটা অতিরিক্ত ঝুঁকি থাকার কারনে করা সম্ভব হয়নাই। ওটি থেকে ফেরত দ...
17/12/2024

প্রিয় শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন ও বন্ধুরা,
শোয়েবের অপারেশনটা অতিরিক্ত ঝুঁকি থাকার কারনে করা সম্ভব হয়নাই। ওটি থেকে ফেরত দিয়েছে।পরবর্তী করনীয় সম্পর্কে জানানো হবে।সকলের কাছে দোয়া চাই।আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন।আমিন।

শামীম

16/12/2024

সাংস্কৃবিজয় দিবস উপলক্ষে তিক অনুষ্ঠান

আসসালামু আলাইকুম ১০% মৃত্যু ঝুঁকি নিয়ে লিভার টিউমার অপারেশন হবে আগামীকাল  সকালে সকলের কাছে দোয়া চাচ্ছি,  দীর্ঘ দিন আপনাদ...
16/12/2024

আসসালামু আলাইকুম
১০% মৃত্যু ঝুঁকি নিয়ে লিভার টিউমার অপারেশন হবে আগামীকাল সকালে সকলের কাছে দোয়া চাচ্ছি, দীর্ঘ দিন আপনাদের সাথে পথচলা চলারপথে আমার কথা ও আচরণ কোন প্রকার কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাচ্ছি
বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।

এম এম শোয়েব

15/12/2024

ধান কাটা কে কেন্দ্র করে তশীলদেরকে মা*রধর করায় দুইজনকে জেল

15/12/2024
আলহামদুলিল্লাহ, এই ছেলেটিকে পাওয়া গেছে,নাম বলে কাইয়ুম, বাবার নাম কাদের, মায়ের নাম কুরছি, ঠিকানা বলে মহিপুর, কলাপাড়া, আর ...
15/12/2024

আলহামদুলিল্লাহ,
এই ছেলেটিকে পাওয়া গেছে,
নাম বলে কাইয়ুম, বাবার নাম কাদের, মায়ের নাম কুরছি, ঠিকানা বলে মহিপুর, কলাপাড়া, আর কিছু বলতে পারেনা,
কেউ যদি চিনেন তাহলে যোগাযোগ করার অনুরোধ রইল,
যোগাযোগঃ 01720567854

14/12/2024

সাহায্য চাইঃ
ডাকুয়ার এক ভাই নওমুসলিম হয়েছে ২০১৯ সালে । ভাই জীবিকা নির্বাহের জন্য একটি রিস্কা ক্রয় করতে চায় । তার জন্য আর্থিক সাহায্য প্রয়োজন ।

13/12/2024

তাফসীরুল কুরআন মাহফিলে তিন অমুসলিম যুবক ইসলাম ধর্ম গ্রহণ

প্রিয় গলাচিপা বাসি, আসসালামু আলাইকুম। এই মাত্র কয়েক ব্যাক্তি ফোন করে অভিযোগ জানালেন যে,  আমার নাম ব্যবহার করে কে বা কারা...
13/12/2024

প্রিয় গলাচিপা বাসি,

আসসালামু আলাইকুম। এই মাত্র কয়েক ব্যাক্তি ফোন করে অভিযোগ জানালেন যে, আমার নাম ব্যবহার করে কে বা কারা গলাচিপা থানায় বহু মানুষকে আসামি করে একটি মামলা দায়েরের চেষ্টা করছে ।

আপনারা জানেন যে, ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় গলাচিপা প্যাদা বাড়ির সামনে কতিপয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মী আমার নির্বাচনী গাড়ি ভাঙচুর করে, আমার স্ত্রী এবং তার সঙ্গে থাকা কয়েকজন মহিলাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় এবং বিএনপির নেতা কর্মীদেরকে বেধড়ক মারপিট করে ।

ঘটনার দিন আমি উলানিয়ার বাড়িতে অবরুদ্ধ ছিলাম। আমার স্ত্রী প্রাণ বাঁচানোর জন্য থানায় আশ্রয় নেয় । থানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানা আক্রমনের মামলা দেয় যার বাদী ছিলেন জুয়েল নামক এক আওয়ামী লীগ নেতা। মামলাটি আইসিটি অ্যাক্ট এর অধীন হয়েছিল। আমি, আমার প্রয়াত মামা শশুর জনাব শাহ জাহান খান, শ্যালক শিপলু খান, মকবুল খান এবং ছোট ভাই গোলাম সরোয়ারকে আসামি করা হয়েছিল ।

উল্লেখিত মামলায় হাজিরা, জামিন নেয়া এবং চলমান বিচার কার্যে সীমাহীন হয়রানি, অর্থ ব্যয় ছাড়াও শারীরিক ও মানসিক কষ্টভোগ এখনো চলমান । এতো কিছু সত্যেও আমি প্রতিশোধ নেয়া কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার কথা চিন্তাও করিনি। বরং দোয়া করেছি - আল্লাহ সুদিন দিলে সবাইকে ক্ষমা করে দিবো ।

আমি আমার প্রতিজ্ঞার প্রতি এখনো অবিচল । আমি এবং আমার পরিবার কারো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমার চেষ্টা করছি না । কাউকে মামলা করার জন্য প্ররোচিতও করছি না ।

আমি বা আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো নিরীহ মানুষকে হয়রানীর চেষ্টা করে তবে দয়া করে গলাচিপা থানার ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করুন ।

গলাচিপা ব্রীজের ভূমি অধিগ্রহণের সম্ভাব্যতা যাচাই। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),পটুয়াখালী। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ১ ও ...
12/12/2024

গলাচিপা ব্রীজের ভূমি অধিগ্রহণের সম্ভাব্যতা যাচাই। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),পটুয়াখালী। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ১ ও ২ পটুয়াখালী, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এসডিও, উপসহকারী প্রকৌশলী(পুর), সড়ক বিভাগ পটুয়াখালী,এল. এ শাখা পটুয়াখালীর কানুনগো, সার্ভেয়ার বৃন্দ।

Address

Patuakhali
8640

Telephone

+8801719966299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Galachipa Barta - গলাচিপা বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Galachipa Barta - গলাচিপা বার্তা:

Share

Category