Fun TV

Fun TV Masti Fun, মজা
(2)

04/04/2024

করোনার টিকা যারা ফুল ডোজ দিয়েছেন তাদের মধ্যে চর্ম ও এলার্জি জনিত রোগ বেশী আকারে দেখা যাচ্ছে। পরিস্থিতি এক প্রকার ভয়াবহ!!

আরো দাও উল্টাইয়া পাল্টাইয়া বুষ্টার ওভার বুষ্টার।

উসমানী সাম্রাজ্যের সর্বশেষ সমুদ্রের সিংহ।আলেজিয়ার্সের সেজায়িরলি গাজী হাসান পাশা । (১৭১৩ - ১৯ মার্চ ১৭৯০) ছিলেন উসমানীয...
08/02/2024

উসমানী সাম্রাজ্যের সর্বশেষ সমুদ্রের সিংহ।

আলেজিয়ার্সের সেজায়িরলি গাজী হাসান পাশা । (১৭১৩ - ১৯ মার্চ ১৭৯০) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড অ্যাডমিরাল বা কাপুদন পাশা (১৭৭০-৯০), গ্র্যান্ড ভিজিয়ার (১৭৯০) তিনি "সিংহ পাশা" হিসেবেও ততোধিক পরিচিত।

একজন তরুণ জানিসারি অবস্থায় তিনি একটি স্প্যানিশ যুদ্ধজাহাজ আটক করেন। জাহাজটির মালিকানা তিনি নিয়ে নেন আর তখন থেকেই তার জীবনের কিংবদন্তীতুল্য ঘটনাগুলোর সূত্রপাত ঘটে। আলজেয়ার্সে তিনি একটি সিংহ পোষ মানিয়ে নেন এবং শত্রু জাহাজ আটকের পর পোষা সিংহ নিয়ে তিনি গ্রেফতারকৃত জাহাজ পরিদর্শনে যেতেন।

যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী সাম্রাজ্যকে ট্যাক্স দিতে বাধ্য ছিলো। ১৭০০ সালের মধ্যবর্তি সময়ের কথা।

আমেরিকা সবে মাত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । তখন উসমানী সাম্রাজ্যের নৌ বাহিনীর প্রধান ছিলেন এডমিরাল গাজি হাসান পাশা। যার নাম শুনামাত্র বিভিন্ন দেশের নৌ বাহিনীর অন্তরাত্মা কেঁপে উঠতো। তিনি সব সময় সাথে সিংহ নিয়ে চলাফেরা করতেন। তার দক্ষ নেতৃত্বে তখনও উসমানী সাম্রাজ্যের নৌ বাহিনী বিপুল বিক্রমে রাজত্ব করতো আটলান্টিক মহাসাগর, কৃষ্ণ সাগর, এবং ভূমধ্যসাগরে। এই তিনটি সাগল ছিলো উসমানীদের বাড়ীর পুকুর। সাম্রাজ্যের অনুমতি ছাড়া কোনো রাষ্ট্রের জাহাজ প্রবেশ করতে পারতোনা।

সেই সময় আমেরিকা মস্তানি করে তাদের পাঁচটি জাহাজ সৈন্য সহ ভূমধ্যসাগরে প্রবেশ করে। সাথে সাথে সাম্রাজ্যের নৌ বাহিনীর প্রধান গাজি হাসান পাশা তাদের দাওয়া করতে এবং আটক করতে নির্দেশ দেন। টানা পাঁচ ঘন্টা যুদ্ধের পর আমেরিকা নৌ বাহিনী পরাজয় বরন করে এবং উসমানী সাম্রাজ্যের নৌ বাহিনীর হাতে বন্দী হয়।

গাজি হাসান পাশা আটককৃত আমেরিকার সৈনিক এবং যুদ্ধ জাহাজ আলজেরিয়ার উপকূলে বেধে রাখেন। তখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন উসমানী সুলতানের কাছে তাদের সৈন্য এবং জাহাজ ফেরত চান।

তখন সুলতান জর্জ ওয়াশিংটনের কাছে বিশাল মুক্তিপণ দাবী করেন। এবং জর্জ ওয়াশিংটনকে সরাসরি নিজে এসে একটা চুক্তিপত্রে সাক্ষর করতে বলেন। বাধ্য হয়ে জর্জ ওয়াশিংটন নিজে এসে খলিফার সাথে চুক্তিপত্রে সাক্ষর করেন।

তিনি ভূমধ্যসাগরে অসংখ্য আমেরিকান যুদ্ধজাহাজ আটক এবং ধ্বংস করেন। আমেরিকার উপর কর আরোপ করেন।আমেরিকার স্বাধীনতার উসমানীয়রাই একমাত্র সাম্রাজ্য যারা আমেরিকাকে কর প্রয়োগে বাধ্য করে। তুর্কি ভাষায় আমেরিকার সাথে "ত্রিপলি চুক্তি"র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমেরিকার ইতিহাসে এটিও প্রথম এবং একমাত্র চুক্তি যা কোন বিদেশী ভাষায় লিপিবদ্ধ হয়েছিল। আমেরিকা উসমানী সাম্রাজ্যকে এককালীন ৬,৪২,০০০টি উসমানী স্বর্ণখন্ড প্রদান করে এবং বছরে ১২,০০০টি স্বর্ণখন্ড প্রদানে বাধ্য ছিল। এই চুক্তি অনুযায়ী আমেরিকা উসমানী সাম্রাজ্যকে টানা আঠারো বছর ট্যাক্স দেয়।

আজকের তুরষ্কের ন্যাভাল একাডেমীগুলোর ভিত্তিপ্রস্তর তিনিই স্থাপন করে গেছেন। নিজের আয়কৃত অর্থ দিয়েই ৩ বছরের মধ্যে একটি নতুন এবং আধুনিক অটোমান নৌবহর তৈরি করেন। অসংখ্য মসজিদ এবং বিদ্যালয় স্থাপন করেছেন। নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন এবং কোন পরিবারও রেখে যাননি। অসুস্থতা বা সম্ভবত বিষক্রমে আক্রান্ত হয়ে তিনি ১৭৯৯ সালের ১৯ মার্চ মারা যান। মহান আল্লাহ তা'য়ালা তাকে তার ইসলামের খেদমত স্বরুপ জান্নাত দান করুক (আমিন)

চিতাবাঘটি  একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ স...
13/01/2024

চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা

21/11/2023

বীরের জাতি।
ফিলিস্তিন।

14/11/2023
পল্টন ময়দানষাটের দশকে
29/10/2023

পল্টন ময়দান
ষাটের দশকে

23/10/2023


বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিশাল আকারের ডিজেল ইঞ্জিনটি কোন দেশ তৈরি করে, তা জানতে চাইলে অনেকে হয়ত বলবেন যে, এটি...
21/10/2023

বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিশাল আকারের ডিজেল ইঞ্জিনটি কোন দেশ তৈরি করে, তা জানতে চাইলে অনেকে হয়ত বলবেন যে, এটি নিশ্চিত আমেরিকা কিংবা রাশিয়ার কাজ। তবে মজার বিষয় হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিজেল ইঞ্জিনটি তৈরি করেছে ইউরোপের নোকিয়া কোম্পানির দেশ ফিনল্যান্ড। তাদের তৈরি (Wärtsilä-Sulzer RTA96-C) সিরিজের ডিজেল ইঞ্জিনের পাওয়ার আউটপুট ক্যাপাবিলিটি অবিশ্বাস্যভাবে ১,০৭,৩৮৯ হর্স পাওয়ার এবং এটি ৮০.০৮ মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে সক্ষম। এটি হচ্ছে মূলত একটি ১৪ সিলিন্ডারের টু-স্টোক টার্বোচার্জড লো-স্পীড ডিজেল ইঞ্জিন। এই জাতীয় ডিজেল ইঞ্জিন মূলত বিশাল আকারের কন্টেইনার জাহাজে ব্যবহার করা হয়। ১৪ সিলিন্ডারের এই সুপার জায়ান্টের উচ্চতা ১৩.৫ মিটার ও দৈর্ঘ্য ২৬.৫৯ মিটার এবং খালি অবস্থায় (ফুয়েল ব্যাতিত) এর ওজন ২,৩০০ টন। এই ইঞ্জিনের পিস্টনের ওজন ৫.৫ টন এবং ক্রাংকসেফটের ওজন ৩০০ টন। এই ইঞ্জিন চালাতে প্রতিদিন প্রায় ২৫০ টন (ডিজেল) ফুয়েল লাগে। ফনল্যান্ড এই সিরিজের ডিজেল ইঞ্জিন প্রথম সার্ভিসে আনে ২০০৬ সালে.

আপনাদের কাছে যদি একটি বন্দুকও থাকে, তবে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। ট্রাক, গাড়ি, কুড়াল নিয়ে মাঠে নামুন। আজ থেকে এক নতুন দিগন্ত...
09/10/2023

আপনাদের কাছে যদি একটি বন্দুকও থাকে, তবে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। ট্রাক, গাড়ি, কুড়াল নিয়ে মাঠে নামুন। আজ থেকে এক নতুন দিগন্তের সূচনা হবে।

~ মোহাম্মদ দেইফ, সাময়িক কমান্ডার, হামাস।

কে এই "ভিকারুন নেসা নুন" ?"ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ"চিনিনা এমন কেউ নেই, কিন্তু এই "ভিকারুণ নিসা নুন" কে ছিলেন? ক...
14/09/2023

কে এই "ভিকারুন নেসা নুন" ?

"ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ"

চিনিনা এমন কেউ নেই, কিন্তু এই "ভিকারুণ নিসা নুন" কে ছিলেন? কেমন ছিলেন? তা অনেকেই জানিনা। "ভিকারুণ নিসা নুন" ছিলেন ফিরোজ খান নুনের স্ত্রী।

"ফিরোজ খান নুন" ছিলেন ১৯৫৭-৫৮ এর সময় পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী। এর আগে তিনি ১৯৫০ থেকে ১৯৫৩ বছর পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন। তারপর পরের তিন বছর (১৯৫৩-১৯৫৬) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। ফিরোজ খান নুন বিয়ে করেন ভিক্টোরিয়াকে (ভিকারুণ নিসার পূর্ব নাম)। জন্মগত দিক দিয়ে ভিক্টোরিয়া অস্ট্রিয়ান ছিলেন। বিয়ের পর ভিক্টোরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে 'ভিকার-উন-নিসা' (ایک مسجد ہے) নাম পরিবর্তন করেন।

ফিরোজ খানের এর রাজনৈতিক জীবনেরও সক্রিয় সঙ্গী ছিলেন ভিকারুণ নিসা। ফিরোজ খানের সাথে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছিলেন। ইন্ডিয়ার ভাইসরয়ের মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে স্ত্রীকে নিয়ে লাহোর চলে আসেন ফিরোজ খান নুন। তারপর ফিরোজ খানের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ভিকারুণ নিসা। পাঞ্জাবে যখন Civil Disobedience Movement চলছিল, সে সময় লেডি নুন তিনবার গ্রেফতার হওয়ার পরেও দমে যাননি। ব্রিটিশ সমর্থিত খিজরের মন্ত্রীসভার বিরুদ্ধে পুণরায় আন্দোলনকে সংগঠিত করতে সহযোগিতা করেন।

স্বামীর মৃত্যুর পরেও ভিকারুণ নিসা বিভিন্ন সামাজিক সেবা মূলক কাজে জড়িত থাকেন। পূর্ব বাংলার মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এই দেশ থেকে যেন মেয়েরা অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ এর মতো উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে, সেজন্য চেষ্টা করে যান ভিকারুণ নিসা নুন।

সেই ছোট পরিসরের ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। প্রত্যেকটা মহৎ কাজের পেছনে কারা ছিলেন সেসব জানার জন্যে আমাদের ইতিহাস পাঠ খুবই জরুরি। (ছবিতে ভিকারুণ নিসা নুন)

Rashel Abdullah

শিখে নিন।কাজে লাগবে
13/09/2023

শিখে নিন।
কাজে লাগবে

Address

Dhaka
Patuakhali
8600

Telephone

+8801957794020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fun TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category