ঘিয়ের বাড়ি

ঘিয়ের বাড়ি পাবনার ঐতিহ্য তুলে ধরতে এখানের সেরা ঘি,প্যারা সন্দেশ ও গ্রামীণ খাবারগুলো তুলে দিতে আমাদের চেষ্টা💚❤️
(4)

Protein mixed shake🤤🥤
29/10/2023

Protein mixed shake🤤🥤

হোমমেইড খাবারের কোন তুলনা হয় না, আর তাই আমাদের এই প্রোটিন মিক্সড শেকটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস😋🌿 পুষ্টি গুণে ভরপু...
28/10/2023

হোমমেইড খাবারের কোন তুলনা হয় না, আর তাই আমাদের এই প্রোটিন মিক্সড শেকটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস😋

🌿 পুষ্টি গুণে ভরপুর, স্বাস্থ্যকর ও মজাদার আমাদের এই প্রোটিন মিক্সড শেক পাউডার তৈরি করতে অনেক ধরনের এ-গ্রেট প্রিমিয়াম কোয়ালিটির উপাদান ব্যবহার করা হয়েছে। যেমন কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চিনা বাদাম,উটস, জাফরান ও ফুল ক্রীম গুঁড়াদুধ সহ আরও অনেক সিক্রেট উপাদান।🌿

👉 এতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ফাইবার, আয়রন, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি এক্সিডেন্টের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান। যা আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকর।

👉 শিশু থেকে বয়স্ক, নারী ও পুরুষ সবাই খেতে পারবে।

👉 আলহামদুলিল্লাহ, প্রোটিন মিক্সড শেকের কোন সাইড এফেক্ট নেই।

🟪 প্রোটিন মিক্সড শেক মিশ্রণটির গুণাবলীসমূহঃ

✅ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

✅ আপনার শিশুর মেধা বিকাশে ও সুস্বাস্থ্য পেতে সাহায্য করে।

✅ ইন শা আল্লাহ, আপনার শিশু ও আপনার পরিবারের যে কারোও ওজন বাড়াতে সাহায্য করে।

✅ মুখের ব্রন দূর করে ও ত্বককে মসৃণ রাখে।

✅ রাতে খুব ভালো ঘুম হয়।

এছাড়াও আরোও অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ।

আজকাল মানুষ ফিট থাকার জন্য কত কিছুই না করে। রোজ জিমে যায়, পুষ্টিকর খাবার খায়, বাজার থেকে কেনা বিভিন্ন প্রোটিন শেক খায়,
তবে চাইলেই বাড়িতে বানানো যাবে স্বাস্থ্যকর এই প্রোটিন মিক্সড শেক।

শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে এখনই অর্ডার করুণ হোমমেইড প্রোটিন মিক্সড শেক পাউডার।

26/10/2023

আপনি কি অনুষ্ঠানে বা কোন মজাদার রান্নায় খাঁটি ঘি নিয়ে খুব চিন্তিত?? 😥

কিনেই তো সব কিছু আনতে হয়,তাহলে খাঁটিটা কোথা থেকে কিনবো ভাবতে ভাবতে রাত দিন এক করে ফেলছেন??🤔

আমরা আছি আপনাকে খাঁটি মানের নিশ্চয়তা দিতে পাবনার নিজস্ব কারখানায় তৈরী খাঁটি ঘি নিয়ে।🙋‍♀️

পাবনার ঘি সবাই এক নামে চিনি,তাহলে কেনো আমরা মেশিনজাত খাবার খাবো🤔

দক্ষ রাধুনির নিপুন হাতে তৈরী আমাদের ঘি কেনো আপনার বা আপনার শিশুর খাবার বা দাদু নানুর খাবার তালিকায় রাখবেন??🤷‍♀️

🔸 আমাদের ঘি পাবনার দেশীয় গরুর দুধ থেকে ক্রিম তৈরী করে প্রস্তুত করা হয়।

🔸যেহেতু ঘি খুব সেনসিটিভ খাবার,তাই এটি প্রস্তুত করতে প্রয়োজন দক্ষ রাধুনি। যার নিশ্চয়তা আমরাই দিচ্ছি।

🔸নিজস্ব কারখানায় প্রস্তুত তাই ভাল মানের নিশ্চয়তা আমরাই দেই।

25/10/2023

ঘি জ্বাল হচ্ছে 🤤

23/10/2023

প্যারা সন্দেশ প্রসেসিং পারফেক্ট হলে আর খাঁটি দুধ হলে এমন ঘি ছেড়ে দেয়🥞🍯

✨পাবনার প্যারা সন্দেশ নিতে ইনবক্স করুণ

✨খুচরা এবং পাইকারী নিতে পারবেন বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে👍

21/10/2023

🤤পাবনার ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ নিতে যোগাযোগ করুন-

📲01302-855541
✨এই নম্বরে অথবা ইনবক্সে নক করুন 💛

Send a message to learn more

ঘি সম্পর্কে :* আমাদের ঘি পাবনা তে বানানো হয় ।* নিজেস্ব কারখানায় দক্ষ প্রস্তুতকারক দিয়ে ঘি বানানো হয় ।* আমাদের লক্ষ্য ক...
29/09/2023

ঘি সম্পর্কে :
* আমাদের ঘি পাবনা তে বানানো হয় ।
* নিজেস্ব কারখানায় দক্ষ প্রস্তুতকারক দিয়ে ঘি বানানো হয় ।
* আমাদের লক্ষ্য ক্রেতাদের ১০০% নির্ভেজাল পন্য প্রদান করা ।
* আমরা আপনাকে দিব ১০০% ভেজালমুক্ত ঘি এর নিশ্চয়তা ।
* সুম্পূর্ণ হাতে বানানো ।
*কড়াজালের ঘি হওয়ায় স্বাদ ও ঘ্রাণে অটুট।

ঘি এর ৫ টি বিস্ময়কর গুণঃ

১. ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

২. ঘি তে রয়েছে প্রচুর ভিটামিন এ, তাই এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা রোগীদের জন্য অনেক উপকারী।

৩. নিয়মিত ঘি খেলে যে হরমোন নিঃসরণ হয়, এতে শরীরের সন্ধিগুলো ভালো থাকে।

৪. ঘি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার তাই অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৫. পোড়া ক্ষত সারাতে কাজ পুরোনো ঘি ম্যাজিকের মত কাজ করে। আয়ুর্বেদ শাস্ত্রে মতে ঘি খেলে মস্তিষ্কের ধার বৃদ্ধিপায় ও স্মৃতিশক্তি বাড়ে।

কীভাবে বুঝবেন খাঁটি ঘি খাচ্ছেন কি না?

১। খাঁটি ঘি কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো প্যানে গরম করা। এক চামচ ঘি দিন গরম প্যানে। যদি ঘি তাৎক্ষণিকভাবে গলে যায় এবং গাঢ় বাদামি রঙে পরিণত হয়, তবে এটি খাঁটি ঘি। যদি ঘি গলতে সময় নেয় এবং হলদে হয়ে যায়, তবে বুঝবেন আপনি ঠকেছেন ।

২। ১ চা চামচ ঘি নিন হাতের তালুতে। ঘি যদি ত্বকের সংস্পর্শে আপনাতেই গলে যায় তবে বুঝবেন সেটা খাঁটি ঘি ।

প্যারা সন্দেশ🤤🤤পাবনার মত প্যারা মিষ্টি দেশের অন্য কোনো জেলায় পাওয়া যায় না। অনেকেই তাদের প্যারা সুস্বাদু বলেই কিনে নিয...
28/09/2023

প্যারা সন্দেশ🤤🤤
পাবনার মত প্যারা মিষ্টি দেশের অন্য কোনো জেলায় পাওয়া যায় না। অনেকেই তাদের প্যারা সুস্বাদু বলেই কিনে নিয়ে যান। বিভিন্ন উৎসবের আগে পাবনার প্যারার চাহিদা বেড়ে যায়।

অর্ডারের জন্য ইনবক্সে নক করুন 🤍

27/09/2023

পাবনার ঐতিহ্য বহন করে পাবনার খাঁটি ঘি🍯





ঘি ছাড়া আমার চলেই না🤤🍯
26/09/2023

ঘি ছাড়া আমার চলেই না🤤🍯

পাবনার ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ।মিষ্টি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ তো আমরা...
23/09/2023

পাবনার ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ।
মিষ্টি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ তো আমরা খেয়েই থাকি, কিন্তু পাবনার প্যারা মিষ্টিটা যেন একটু বেশিই মজা। প্যারা মিষ্টি সম্পর্কে এক কারিগর বলেন প্যারা মিষ্টিটা তৈরি হয় সম্পূর্ণ দুধ দিয়ে। ১ চারে (এক কড়াই) ২০ লিটার দুধের সঙ্গে ৫ কেজি চিনি দিয়ে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা জ্বাল দিয়ে ক্ষীর বানাতে হয়। তারপর ওই হালকা নরম ক্ষীর দিয়ে প্যারা তৈরি করা হয়। ১ চারে ৭ কেজি প্যারা বানানো সম্ভব। প্যারা মিষ্টি তৈরিতে দুধ চিনি ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না। খাঁটি দুধ দিয়ে তৈরি হয় বলেই প্যারার স্বাদ অন্য মিষ্টির চেয়ে একটু আলাদা ও সুস্বাদু।

পাবনার মত প্যারা মিষ্টি দেশের অন্য কোনো জেলায় পাওয়া যায় না। অনেকেই তাদের প্যারা সুস্বাদু বলেই কিনে নিয়ে যান। বিভিন্ন উৎসবের আগে পাবনার প্যারার চাহিদা বেড়ে যায়।

20/09/2023

গরম ভাতের সাথে ঘি
আহা, কি স্বাদ।
আর তা যদি পাবনার ঘি হয় তাহলে তো কোন কথায় নেই।🤤🍯

#ঘি


পাবনার খাঁটি গাওয়া ঘি কেনো খাবেন🤷‍♀️শক্তি বৃদ্ধি করে: ঘি’তে মধ্যম চেইন ফ্যাটি এসিড বিদ্যামান। যা, লিভার সরাসরি শোষণ করতে...
19/09/2023

পাবনার খাঁটি গাওয়া ঘি কেনো খাবেন🤷‍♀️

শক্তি বৃদ্ধি করে: ঘি’তে মধ্যম চেইন ফ্যাটি এসিড বিদ্যামান। যা, লিভার সরাসরি শোষণ করতে পারে এবং দ্রুত বার্ন করতে পারে। আমরা যে সকল কার্বযুক্ত খাবার গ্রহণ করি, তার মধ্যে এটি শক্তির একটি স্বাস্থ্যসম্মত উৎস

পাবনার প্যারা সন্দেশ যে একবার খায় সে সারা জীবন খাবে ইনশাআল্লাহ 🤤🍩
17/09/2023

পাবনার প্যারা সন্দেশ যে একবার খায় সে সারা জীবন খাবে ইনশাআল্লাহ 🤤🍩

17/09/2023

পাবনায় থেকে দক্ষ কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় ঘি নিয়ে কাজ করছি।💜

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই।অর্ডার করতে ইনবক্সে নক করুন 💚

সুস্থ থাকতে সুস্থতাকে ধরে রাখতে পুষ্টিকর খাবার খান। মনে রাখবেন, নিজের দেহ নিজেই ডাক্তার ও ঔষধটি হবে প্রাকৃতিক খাবার।    ...
17/09/2023

সুস্থ থাকতে সুস্থতাকে ধরে রাখতে পুষ্টিকর খাবার খান। মনে রাখবেন, নিজের দেহ নিজেই ডাক্তার ও ঔষধটি হবে প্রাকৃতিক খাবার।

#ঘি #ঘি

16/09/2023

ঘি এর কঠিন মূহুর্ত।এই সময়ের উপর ভিত্তি করে ঘি এর রং,ঘ্রাণ।
পাবনার ঘি সম্পর্কেতো সবাই জানেন।আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পাবনায় থেকে এখানের খাঁটি ঘি আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা।🍯

অর্ডারের জন্য অবশ্যই ইনবক্স করুন🤤

কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কী? বাংলায় এই প্রাচীন প্রবাদ  সবারই জানা আছে। আসলে ঘি (Desi Ghee) বস্তুটিই খুব দুর্মূল্য ...
16/09/2023

কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কী? বাংলায় এই প্রাচীন প্রবাদ

সবারই জানা আছে। আসলে ঘি (Desi Ghee) বস্তুটিই খুব দুর্মূল্য এবং

কাজের। এখন যদিও অনেকেই মোটা হয়ে যাওয়ার আশঙ্কায় এবং

কোলেস্টরল বেড়ে যাওয়ার চিন্তায় ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। তবু

ঘিয়ের উপকারিতা অস্বীকার করা যায় না। আর ঘি বলতে এখানে অবশ্যই

গাওয়া বা গব্য ঘৃতর কথা বলা হচ্ছে। গাওয়া ঘি শব্দটি এসেছে গব্য ঘৃত

কথাটি থেকে। গোরুর দুধ থেকে যে ঘি তৈরি হয় তাকেই গাওয়া ঘি বলা

হয়। প্রাচীন ভারতে বৈদিক যুগে ব্রাহ্মণদের দুপুরের খাওয়া হত ভাত,

গাওয়া ঘি, মধু আর তিল দিয়ে। তাই ঘি শুধু স্বাস্থ্যরক্ষা বা চুল ও ত্বকের

যত্নের সঙ্গে জড়িত নয়। ঘি হল সুখ আর সমৃদ্ধির প্রতীক (Benefits of

Ghee for Health)। ঋষি চার্বাক সেই কারণেই বলে গেছেন,--

" ঘি খেতে হলে প্রয়োজনে ধার করবে তবুও ঘি খাওয়া ছাড়বে না"


#ঘি

👉ঘি তো ঘিই🤔অনেকেই জানে না আসলে সরের ঘি আর গাওয়া বা ক্রিমের ঘি কি❓❓👉গাওয়া ঘি ও সরের ঘি এর প্রসেসিং একদমই ভিন্ন। তাই গুনগত...
15/09/2023

👉ঘি তো ঘিই🤔
অনেকেই জানে না আসলে সরের ঘি আর গাওয়া বা ক্রিমের ঘি কি❓❓

👉গাওয়া ঘি ও সরের ঘি এর প্রসেসিং একদমই ভিন্ন। তাই গুনগত মানের পাশাপাশি স্বাদেরও পার্থক্য আছে। সরের ঘি আর গাওয়া ঘি এর মধ্যে পার্থক্যঃ

👉সরের ঘি হয় দুধ জ্বাল দিয়ে সর তুলে। আর গাওয়া ঘি হয় কাঁচা দুধের ক্রিম বা ননী তুলে জ্বাল দিয়ে।

👉সরের ঘি বানানোর জন্য অনেক দুধের প্রয়োজন হয়। গাওয়া ঘি এর জন্য কম দুধই যথেষ্ট।

👉সরের ঘি তে তৈলাক্ত ভাব কম থাকে। আর খাঁটি গাওয়া ঘি তে তৈলাক্ত ভাব বেশি থাকে। ঘি এর উপরের অংশে তেল জমে থাকে। এজন্য খাঁটি গাওয়া ঘি এর চেয়ে সরের ঘি এর দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।

💜স্বাস্থ্যের জন্য দুটোই উপকারী।

পাবনার খাঁটি গরুর দুধের তৈরী খাঁটি ঘি নিতে যোগাযোগ করুন-
01302855541
01923797950 এই নম্বরে

Address

পাবনা
Pabna

Telephone

+8801302855541

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘিয়ের বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘিয়ের বাড়ি:

Videos

Share


Other Digital creator in Pabna

Show All