Rabiul Ahmed

Rabiul Ahmed Always online

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবা (রাঃ)এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নব...
15/03/2024

নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবা (রাঃ)এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না...

আমাদের মাফ করুন ইয়া রব!

Miss you everyone..✌️✌️💞💞!!
03/03/2024

Miss you everyone..✌️✌️💞💞!!

সিলেট বনাম খুলনা, ঢাকা বনাম কুমিল্লা  এই দুইটা খেলা এক সঙ্গে কলিগরা মিলে উপভোগ করলাম।
09/02/2024

সিলেট বনাম খুলনা, ঢাকা বনাম কুমিল্লা এই দুইটা খেলা এক সঙ্গে কলিগরা মিলে উপভোগ করলাম।

02/01/2024
অক্সিজেন🕳️🕳💦🕳🕳️🍫💥!!
16/12/2023

অক্সিজেন🕳️🕳💦🕳🕳️🍫💥!!

কিছু  কিছু শুন্যতা কখনো পূর্নতা পায় না...!!
17/11/2023

কিছু কিছু শুন্যতা কখনো পূর্নতা পায় না...!!

17/10/2023
15/10/2023

অথচ আমাদের জীবন নিয়ে কত অভিযোগ।

15/10/2023
বাধা উপেক্ষা করে খুলনার সমাবেশের পথে বিএনপি নেতাকর্মীরা-আগামীকাল ২২ অক্টোবর, ২০২২ খুলনা বিভাগীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, ...
21/10/2022

বাধা উপেক্ষা করে খুলনার সমাবেশের পথে বিএনপি নেতাকর্মীরা-

আগামীকাল ২২ অক্টোবর, ২০২২ খুলনা বিভাগীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, এ উপলক্ষে সরকার গণ পরিবহন, নৌ পরিবহন সহ সকল প্রকার যান বাহন বন্ধ করে দিচ্ছে। পরিবহন সংগঠনকে বাধ্য করে অহেতুক, অযোক্তিক ইস্যু তৈরি করে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
তারপরও সাধারণ জনতা ও নেতাকর্মীদের আগমন বন্ধ করতে পারছে না সরকার, ইতিমধ্য সকল বাধা বিপত্তি পেরিয়ে খুলনা শহরে এসে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ।

12/03/2021
বদলে যাওয়া এক বাংলাদেশ। কিন্তু বদলায়নি বদলে দেয়া সৈনিকদের আত্মবলিদানের মিছিল। হ্যা বলছি জীবন যুদ্ধে হেরে যাওয়া সেই সৈনিক...
12/03/2021

বদলে যাওয়া এক বাংলাদেশ।
কিন্তু বদলায়নি বদলে দেয়া সৈনিকদের আত্মবলিদানের মিছিল।
হ্যা বলছি জীবন যুদ্ধে হেরে যাওয়া সেই সৈনিকদের কথা যাদের হাত ধরে আজ আলোকিত পুরো বাংলাদেশ।
যাদের আত্মত্যাগ আর অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে দেশের হাজার হাজার কিঃ মিঃ লাইন। বাংলাদেশ তো আলোকিত হয়েছে কিন্তু গত ১০ বছরে নিভে গেছে লাইনম্যান নামক ১৩৬ (বেশি হতে পারে) জন সৈনিকের তাজা প্রাণ। নিভে গেছে তার বুকের শত স্বপ্ন,নিভে গেছে কোন মায়ের একমাএ আশার আলো।

সাতক্ষীরা পবিসের LT ফারুক মোড়ল,ঠাকুরগাও এর LM-1 শাকিবুল হাসান,শরীয়তপুরের LT মোঃ নাছির উদ্দিন, ঢাকা -১ এর LM-1ইব্রাহিম হাওলাদার,দিনাজপুর-১ এর LT আনোয়ার হোসেন,কক্সবাজারের লেভেল-১ জীবন চাকমা,উসালা মারমা,রবিন চাকমা,শাহজাদপুরের শাকিব,গাজীপুরের ফারুক সর্বশেষ কুষ্টিয়ার দিলু মিয়া সহ আরও নাম না জানা শত শত বিদ্যুৎ কর্মী দেশকে আলোকিত করতে গিয়ে নিভিয়ে ফেলেছে নিজের জীবনের আলো।
যারা দেশের জন্য জীবন দিলো তারা কি পেয়েছে এই দেশ থেকে? অবঙ্গা,অবহেলা আর নিষ্ঠুরতম আচরন।
দেশের সরকার বিভিন্ন নিরাপত্তা খাতে কোটি টাকা বাজেট করলেও সব থেকে বড় ঝুকিপূর্ন কাজ যারা করে এদের নিরাপত্তার কোন উদ্যোগ নিতে দেখলাম না,হায়রে মানবতা।
আর কত মায়ের কোল খালি হলে আপনাদের চোখ খুলবে??
শেষ কি হবেনা এই অস্বাভাবিক মিত্যুর মিছিল?

পল্লী বিদ্যুতের লাইনম্যান দূর্ঘটনায় নিহত হচ্ছে তার কারন .....
@ #আর‌ইবি: কাগজের মাধ্যমে বলছে গ্রাউন্ডিং সহ নিরাপত্তা নিয়ে কাজ করতে কিন্তু বাস্তবে দশজনের কাজ একজনকে মৌখিকভাবে প্রেশার দিয়ে নিরাপত্তাহীন ভাবে কাজ করিয়ে নিচ্ছে।
আর নিম্নমানের মালামাল সহ মালামালের ঘাটতির কথা না হয় নাই বললাম ।
@ #পবিস: জুনিয়র ইন্জিনিয়ার বলবে আমিতো তাকে বলিনি সে কেন গেল ?? কিছু বললে বলছে আর‌ইবি লোক না দিলে আমরা কি করবো ???। অথচ পা চাটার গোষ্ঠী আর‌ইবিকে বলছে না যে তাদের আরো লোকবল এবং মালামাল লাগবে ??
@ #লাইনম্যান: কিছু কিছু লাইনম্যান মনে করছে চাকরি যেহেতু আল্লাহ্ একটা দিছে এখন করাই লাগবে ?একজন যেহেতু মরছে আমরা একটু শোক প্রকাশ, হা-হুতাশ আর সমবেদনা জানান দেই এর বেশি আর কি করার আছে ??/,😭😭

আসলে কিছু কথা বলতে হয় যা বাস্তব সত্য ।
যে ,
#লাইনম্যান শুধু কাজ করবে,রেষ্ট পাবে না।
#লাইনম্যান গাড়ি পাবে, কিন্তু ভাঙ্গা ছোঁড়া।
#লাইনম্যানের মা-বাবা আছে, কিন্তু তাদের সেবা দিতে পারবেনা।
#লাইনম্যান ব‌উ আছে, কিন্তু ঠিক সময় দিতে পারবে না।
#লাইনম্যান মিটার লাগাবে অফিস থেকে স্ক্রু দিবে না!!
#লাইনম্যান ড্রেস পাবে কিন্তু গায়ে লাগবে না!!
#লাইনম্যান রেইনকোট পাবে তাতে পানিও ঢুকবে ।
#লাইনম্যানের অফিস টাইম নাই আর সবার অফিস টাইম আছে।

এত কিছুর পরেও লাইনম্যান এই প্রতিষ্ঠানে চাকরি করে তার আসল উদ্দেশ্য আর চিন্তাধারা একটাই যে বাংলাদেশে চাকরির বাজার খুবই খারাপ ।
আর আর‌ইবি এই সুযোগ গুলো কোনমতেই হাতছাড়া করছে না ।

ঊর্ধ্বতন মহলের গাফিলতি দুর্ঘটনার কারণ বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে এসব ঘটনায় কারও বিরুদ্ধে মামলা হয়নি, কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। দিনের পর দিন কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় এদের উপর। এটাই দুর্ঘটনার মূল কারণ। প্রতি মাসে নিরাপত্তাসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে হাতে–কলমে নিরাপত্তা প্রশিক্ষণ হয় না। নিরাপত্তার কথা মুখে বললেও নাই কোন নিরাপত্তা সরঞ্জাম।

28/02/2021
26/02/2021

ইসরে পাকা....!!!

26/02/2021

যাদের জীবনে হারার কোন গল্প নেই
তাদের জীবনে সাফল্যের কোন গল্প নেই।
সত্তিকারের যোদ্ধা তারাই যারা হারতে হারতে যুদ্ধ করতে শেখে।
কারন একমাত্র তারাই কখনো জিততে জিততে হেরে যান না।

Address

Pabna

Telephone

+8801710279792

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabiul Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabiul Ahmed:

Videos

Share


Other Digital creator in Pabna

Show All

You may also like