Daily Swadesh Kotha - দৈনিক স্বদেশ কথা

Daily Swadesh Kotha - দৈনিক স্বদেশ কথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Swadesh Kotha - দৈনিক স্বদেশ কথা, News & Media Website, Chittagong, Noakhali Sadar Upazila.
(1)

16/04/2024
16/04/2024

অহংকার তোমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে,
বিনয়ী হও সফলতা নিজে থেকেই ধরা দিবে।

ছুটে চলেছি দূর থেকে বহুদূর গন্তব্য আজও অজানা।
16/04/2024

ছুটে চলেছি দূর থেকে বহুদূর
গন্তব্য আজও অজানা।

শুভ জন্মদিন মানবিক শওকত প্রতিষ্ঠাতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন।
01/10/2023

শুভ জন্মদিন মানবিক শওকত
প্রতিষ্ঠাতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন।

কবিতা - ঋণকলমে - মোঃ মাসুদ রানা রঙ তামাশার এই দুনিয়ায় যাচ্ছে চলে দিন,আসুন একটু হিসেব মিলাইকে কার কাছে ঋণ।বানালো যিনি প্র...
01/10/2023

কবিতা - ঋণ
কলমে - মোঃ মাসুদ রানা

রঙ তামাশার এই দুনিয়ায়
যাচ্ছে চলে দিন,
আসুন একটু হিসেব মিলাই
কে কার কাছে ঋণ।

বানালো যিনি প্রথমে ঋণী
হয়েছি তাহার কাছে,
এখনো অনেক ঋণের কথা
বাকী যে পড়ে আছে।

জন্মসূত্রে হলাম ঋণী
মা-বাবার-ই কাছে
শিক্ষাগুরু করেছে ঋণী
ডাকিয়া নিয়া পাশে।

ধর্মগুরু দিলো যে দীক্ষা
শোনালো ধর্মের বাণী,
জনমের তরে তাহার কাছে
হয়েছি আমি ঋণী।

কর্মগুরু শেখালো কর্ম
হাতে তুলে দিয়া কাজ,
তাহার ঋণ কি পারিতে ভুলে
যদি থাকে মোর লাজ।

বন্ধুবান্ধব করেছে ঋণী
সৎ উপদেশ দিয়ে,
বউয়ের কাছে হলাম ঋণী
করিয়া তাকে বিয়ে।

ভাই বোনেদের ঋণের কথা
কি বলিবো আর,
তাদের কাঁধে ছড়িয়া আমি
সাগর হয়েছি পার।

দাদা-দাদি নানা-নানি
চুমো তে ভরেছে বদনখানি
আদরে রেখেছে রাতদিন,
কেমন করে ভুলিবো আমি
তাহাদের দেওয়া ঋণ।

আরও অনেক ঋণের হিসেব
রয়ে গেছে আজ বাকী
মায়ায় ভরা জীবনটা যে
ষোল আনাই ফাঁকি।

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুমোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস...
07/04/2023

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম আহছান উল্যাহ সুমন (২৬)। তিনি উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমিন উল্যাহ মেম্বারের ছোট ভাই। এবং একই ওয়ার্ডের অজি উল্যাহ কেরানী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ফেনীর দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে বের হন। যাত্রা পথে মোটরসাইকেলটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট-ফেনী সড়কের মহাজন দীঘি এলাকায় পৌঁছলে বসুরহাট গামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে মুর্মূর্ষ অস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরএলাহী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.ইউসুফ স্বপন। তিনি বলেন, নিহতের মরদেহ দাফন শেষে নিহতের পরিবার এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নিবেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গণেশ চ্যংচুংগা বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবার এ বিষয়ে স্থানীয় পুলিশকে এখনো অবহিত করেনি।

কবিতা - আগুনের শহর ঢাকা লেখক - মোঃ মাসুদ রানাআগুনের শহর ঢাকা, বছর বছর আগুন লাগেসব হয়ে যায় ফাঁকা।মার্কেটে তে লাগে আগুন লা...
04/04/2023

কবিতা - আগুনের শহর ঢাকা
লেখক - মোঃ মাসুদ রানা

আগুনের শহর ঢাকা,
বছর বছর আগুন লাগে
সব হয়ে যায় ফাঁকা।

মার্কেটে তে লাগে আগুন
লাগে বস্তি বাড়ী,
কথায় কথায় আগুন লেগে
জ্বলে শখের গাড়ি।

অগ্নিকাণ্ডে হয় যে কাবাব
মানুষের শত দেহ,
এত আগুন লাগার পর ও
মাথা ঘামায় না কেহ।

আজ লেগেছে বঙ্গবাজার
পুড়েছে হাজার ঘর,
কোটি টাকা জ্বলেছে যাদের
কাঁপছে তারা থরথর।

এই কাঁপুনি জনম জনম
চলছে ঢাকার বুকে,
তবুও মোদের কর্তা মশাই
থাকে অনেক সুখে।

নিমতলী তে লেগেছে আগুন
জ্বলেছে শত ঘর,
চকবাজারে লেগে আগুন
জ্বলেছে আপন পর।

তাজরীনে তে জ্বলেছে আমার
শ্রমিক ভাইয়ের দেহ,
শান্তনার ওই বাণী খানা
দেয়নি আমায় কেহ।

দেশটা মোদের হয় ডিজিটাল
পোড়া গন্ধ নিয়ে,
আর কতকাল জ্বলবে ঢাকা
ধিক্কার মোদের দিয়ে!

নিয়মনীতির বালাই বুজি
নাই যে ঢাকার বুকে,
অগ্নিকাণ্ডের পোড়া স্মৃতি
থাকতে দেয় না সুখে।

ডিজিটাল দেশে স্মার্টনেসের
নাই যে কোন অভাব,
কাজের বেলায় ঠনঠন মোরা,
কথায় বড় হওয়া টাই স্বভাব।

26/02/2023

চরএলাহী ইউনিয়নে সাগরিকা কর্তৃক প্রবীণদের বিনোদন

26/02/2023
একটি হারানো বিজ্ঞপ্তি অদ্য ২৬/০১/২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার LX R9 মডেলের মটরসাইকেল এর ডিজিটাল নাম্বার প্লেট হারানো গিয়েছ...
26/01/2023

একটি হারানো বিজ্ঞপ্তি

অদ্য ২৬/০১/২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার LX R9 মডেলের মটরসাইকেল এর ডিজিটাল নাম্বার প্লেট হারানো গিয়েছে। (নাম্বার প্লেটে যা লেখা আছে) ঢাকা মেট্রো হ ৪৮-৪৯২৮ যদি কোন হৃদয়বান ব্যাক্তি নাম্বার প্লেট টি পেয়ে থাকেন তাহলে নিন্মে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য - যিনি বা যে ব্যাক্তি নাম্বার প্লেট টি পৌঁছে দিবেন তাকে যথাযথ সম্মান করা হবে।

যোগাযোগ
মোঃ সুজন মোবাঃ 01688254400

কবিতা- স্বার্থের দুনিয়া লেখক - মোঃ মাসুদ রানা স্বার্থের প্যাঁচে দুনিয়া নাচে,নাচে আপনপর, স্বার্থ ছাড়া দেয় না থাকতে মা বাব...
12/12/2022

কবিতা- স্বার্থের দুনিয়া
লেখক - মোঃ মাসুদ রানা

স্বার্থের প্যাঁচে দুনিয়া নাচে,
নাচে আপনপর,
স্বার্থ ছাড়া দেয় না থাকতে
মা বাবার ঐ ঘর।

স্বার্থের খেলায় অবহেলায়
নিভে যায় কত বাতি,
অন্ধকারে আলো খোঁজে
মানুষ নামের হাতি।

স্বার্থ যেথায় বড় বিষয়,
সততার নেই দাম,
যোগ্যতা আর মেধাশক্তির
সেখানে কি আর কাম!

স্বার্থের কাছে দেশটা আজি
জিম্মি প্রতি দিন-ই
তবুও বলি মা গো আমি,
তোমার কাছে ঋণী।

জন্ম যদি না দিতে মা
দেখতাম কেমন করে,
স্বার্থের কাছে প্রতি ক্ষণে
মানুষ কেন হারে।

ভাই বলি আর বন্ধু বলি
আপন কেহু নয়,
দুনিয়াতে স্বার্থপরের
হবে শুধু জয়।

সকাল দুপুর সাজে গো মা
ভাবি মনে মনে,
স্বার্থ বিহীন দুনিয়াটা
খুঁজে পাবো কণে!

যেথায় থাকবে স্নেহ মায়া,
ভালোবাসার ঘর,
স্বার্থরা সব পালিয়ে যাবে,
হবে না কেউ পর।

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় দুই চেয়ারম্যানের হট্টগোলমোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি। নোয়াখালীর কোম্পানীগঞ্জে...
31/07/2022

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় দুই চেয়ারম্যানের হট্টগোল

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে বাগবিতণ্ডার জেরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এদের একজন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন ও অন্যজন মেয়র কাদের মির্জার অনুসারী মুছাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী।

রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা চলাকালে এ হট্টগোলের ঘটনা ঘটে।

এসময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ সব ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা সভাকক্ষে উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একাধিক ব্যক্তি জানান, মুছাপুরের চেয়ারম্যান মো. আইয়ুব আলী কর্তৃক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেসবুকে ‘কটূক্তি’ এবং ছোটফেনী নদী থেকে বালু উত্তোলন নিয়ে প্রতিবাদ করেন রামপুরের চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন। এসময় উভয়ের মধ্যে কথা বাগবিতণ্ডার একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়। পরে উপজেলা চেয়ারম্যান নিজ আসন থেকে উঠে গিয়ে তাদের গণ্ডগোল থামান।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন বলেন, আমি কারও নাম উচ্চারণ না করে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার একপর্যায়ে মুছাপুরের চেয়ারম্যান উচ্চবাচ্য করলে আমি সেটার কাউন্টার দিয়েছি।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, আমাদের মধ্যে যে ভুলবোঝাবুঝি হয়েছে তা উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যারের মধ্যস্থতায় মীমাংসা করে দেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে দেখা যায়, মুছাপুরের চেয়ারম্যান মো. আইয়ুব আলীর সঙ্গে অন্য ইউপি চেয়ারম্যানরা তর্কে জড়িয়ে কথা কাটাকাটি করছেন। এসময় রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন বারবার তার দিকে তেড়ে যেতে থাকেন। থানার কনস্টেবল সিফাত তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন উঠে এসে দুইজনকে দুইদিকে সরিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, মুছাপুরে বালু উত্তোলন নিয়ে দুই চেয়ারম্যানের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। পরে আমি উপস্থিত হয়ে তা মীমাংসা করে দিয়েছি এবং আমার কার্যালয়ে ডেকে দুইজনকে মিলমিশ করে দিয়েছি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম চৌধুরী বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে দুই চেয়ারম্যান উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ আমরা তা সমাধান করে দিয়েছি।

সভা শেষে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন উপজেলার আট ইউপি চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে তার কার্যালয়ে সমঝোতা বৈঠক করে ওই দুজনের মধ্যে ভুলবোঝাবুঝির মীমাংসা করে দেন। পরে তিনি সবাইকে মিষ্টি মুখ করান।

মোবাইল ফোনে সম্পর্ক স্থাপন করে অন্তরঙ্গতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল! চক্রের দুই নারী আটক মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রত...
29/07/2022

মোবাইল ফোনে সম্পর্ক স্থাপন করে অন্তরঙ্গতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল! চক্রের দুই নারী আটক

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।

সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিরাই ছিল তাদের মূল লক্ষ্য। প্রথমে প্রেমের অভিনয়, তারপর দেখা করা, একপর্যায়ে জোর করে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিত লাখ লাখ টাকা।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এমন চক্রের দুই নারী সদস্যকে আদালতে সোপর্দ করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এর আগে খবর পেয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালী মাইজদী শহরে দীর্ঘদিন ধরে একটি চক্র সমাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। আবার অনেক সময় নির্জন কক্ষে ডেকে নিয়ে জোর করে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে বা পরিবারের সদস্যদের কাছে পাঠাবে হুমকি দিয়ে টাকা দাবি করত চক্রের সদস্যরা।

পুলিশ আরও জানায়, এমন প্রতারণা শিকার এক ভুক্তভোগী প্রতিকার চেয়ে পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বরাবর অভিযোগ জমা দিলে তিনি বিষয়টি সুধারাম মডেল থানাকে অনুসন্ধানের নির্দেশ দেন। সুধারাম মডেল থানা অনুসন্ধান করে সত্যতা পেলে পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করেন, এমন বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচ-ছয় বছর ধরে তারা কয়েকজন মিলে মানুষের সঙ্গে প্রথমে সম্পর্ক স্থাপন করে আসছে। এ সময় অন্তরঙ্গ হওয়ার মুহূর্তের ভিডিও ধারণ করে নেয় মোবাইল ফোন বা বিশেষ ক্যামেরায়। তারপর ভয় দেখিয়ে টাকা আদায় করে নেয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এ অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনে ধারণ করা বিভিন্ন অশ্লীল ভিডিও উদ্ধার করি। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী শহরে নীরব চাঁদাবাজি চলছেএমপি একরাম নোয়াখালী প্রতিনিধি। নোয়াখালী শহরে নীরব চাঁদাবাজি চলছে' বলে জেলা প্রশাসক ও প...
28/07/2022

নোয়াখালী শহরে নীরব চাঁদাবাজি চলছে
এমপি একরাম

নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালী শহরে নীরব চাঁদাবাজি চলছে' বলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে প্রকাশ্য মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

একরামুল করিম চৌধুরী বলেন, কেউ ঘর উঠাতে পারে না। কেউ বাড়ি ঘর উঠাতে গেলে....। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। নো বোডি টাচ ইউ।

এসময় সুধারাম থানার ওসিকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনি ধরেন। কে কোন দলের হল এটা আমার ব্যাপার না। কিন্তু চাঁদাবাজি হতে পারবে না। এই যে বাজিকর বাড়ি (মাইজদী বাজার), এখানে দুনিয়ার আকাম (খারাপ কাজ) হয়। এখানে ২০-২৫ জন ছেলে আছে যারা সারাক্ষণ মাদক ব্যবসার সাথে জড়িত থাকে। আপনারা কঠোর হন। মেয়েরা সন্ধ্যার পর চলাচল করতে পারে না। এসব রিপোর্ট আমার কাছে আসলে আমি এমপি হিসেবে লজ্জাবোধ করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামসহ জেলায় কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ।

সংসদ সদস্যের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, 'স্যার (এমপি একরামুল করিম চৌধুরী) আমাকে গতকাল বলছে। তবে আমরা চাঁদাবাজির কোনো নির্দিষ্ট অভিযোগ পাইনি। আর যারা মাদকের সাথে জড়িত তাদের প্রতিনিয়তই গ্রেফতার করা হচ্ছে। তবে কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

নির্বাচনী সহিংসতা ঠেকাতে ‘পুলিশের গুলি’, মায়ের কোলে থাকা শিশু নিহত ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশে...
27/07/2022

নির্বাচনী সহিংসতা ঠেকাতে ‘পুলিশের গুলি’, মায়ের কোলে থাকা শিশু নিহত

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ২ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৭) জুলাই রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩নং ভাংবাড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে।

নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানীশংকৈল বাচোর ইউনিয়নে ৩নং ভাংবাড়ি কেন্দ্রে আসেন নিহত শিশুর মা। সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ আটক-১।কুমিল্লা সদর আমতলী এলাকায় র‍্যাবের অভিযানে ১৯৫ বোতল ...
27/07/2022

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ আটক-১।

কুমিল্লা সদর আমতলী এলাকায় র‍্যাবের অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মো: আব্দুল জলিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পশ্চিম বেহাকুর গ্রামের মৃত. আজিমুদ্দিনের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার আমতলী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৯৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে র‍্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

ওসি প্রদীপের ২৮ ও স্ত্রী চুমকির ২৯ বছর সশ্রম কারাদণ্ড।
27/07/2022

ওসি প্রদীপের ২৮ ও স্ত্রী চুমকির ২৯ বছর সশ্রম কারাদণ্ড।

নোয়াখালীর হাতিয়ায় এক নৌকায় এল ৯৯ মণ ইলিশ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরে ঘাটে ফিরেছে ‘মা-বাবার দোয়া-৩’ নামের একটি...
26/07/2022

নোয়াখালীর হাতিয়ায় এক নৌকায় এল ৯৯ মণ ইলিশ

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরে ঘাটে ফিরেছে ‘মা-বাবার দোয়া-৩’ নামের একটি মাছ ধরার নৌকা। এক নৌকায় করে ঘাটে এসেছে ৯৯ মণ ইলিশ। পরে নিলামে এসব ইলিশ বিক্রি করা হয়েছে ২৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকায়।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এতগুলো মাছ এক বোটে আগে কখনো পাওয়া যায়নি। বোটটি আমাদের ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে সবাই ভিড় জমিয়েছে। নিলামে দাম তুলতে তুলতে শেষ পর্যন্ত ৯৯ মণ ইলিশের দাম হয়েছে ২৩ লাখ টাকায়।

বোটটির সারেং মো. রশিদ বলেন, আমাদের মালিকের বাড়ি চট্টগ্রাম। এই এলাকার সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেব বলেছেন আমাদের হাতিয়া ঘাটে আসার জন্য। আমরা এক মণ ইলিশ ২৩ হাজার ৫০০ টাকা করে দাম পেয়েছি।

চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা মো. আরিফ হোসেন বলেন, ইলিশগুলো যথেষ্ট বড় ছিল। তাজা ইলিশগুলো দেখে আমার ভালো লেগেছে। আজ চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা আমার সার্থক হয়েছে।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আখতার হোসেন বলেন, নিষেধাজ্ঞার পর এত মাছ একসঙ্গে পেয়ে জেলেরা যেমন খুশি, আমরা ব্যবসায়ীরাও খুশি। আশা করি এবার ভালো ইলিশ পাওয়া যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বর্তমানে সাগরের মোহনা থেকে ইলিশ শিকার করে জেলেরা ফিরতে শুরু করেছেন। প্রতিদিন ট্রলার-ভর্তি ইলিশ নিয়ে জেলেরা ফিরছেন। ধারণা করা হচ্ছে, সাগরে প্রচুর ইলিশ রয়েছে।

অভিনব পদ্ধতিতে ডাক্তারকে দিয়ে ঔষধ প্রেসক্রাইব করতে বাধ্য করেন ওষুধ কোম্পানির এম.আর তারেকনিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম:রাঙ...
26/07/2022

অভিনব পদ্ধতিতে ডাক্তারকে দিয়ে ঔষধ প্রেসক্রাইব করতে বাধ্য করেন ওষুধ কোম্পানির এম.আর তারেক

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম:
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিনব পদ্ধতিতে ওষুধ কোম্পানির এম.আর তারেকের বিরুদ্ধে ডাক্তারকে দিয়ে তার ঔষধ প্রেসক্রাইব করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের গোপন তথ্যের ভিত্তিতে সরজমিনে দেখা যায়, গত ২৭ জুলাই (বুধবার) ২০২২ ইং তারিখে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলার্জি, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মহাজনের চেম্বারে তারিকুল ইসলাম নামের একজন সহকারীর দেখা মিলে।

এই প্রতিবেদক, তারেককে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন পোস্টে কর্মতরত আছেন জিজ্ঞেস করলে, প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানাই।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার প্রশিক্ষণ নিচ্ছেন এমন উদ্ভট উত্তরে, ডাক্তার বিশ্বজিৎ মহাজন'কে স্বাস্থ্য কমপ্লেক্সে কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি আজকালের সংবাদকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রশিক্ষণ দেওয়ার কোন সুযোগ নেই তবে ঊর্ধ্বতম কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দেওয়া যায়।

এ প্রসঙ্গে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব প্রসাদ চক্রবর্তী'র কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে আজকালের সংবাদকে জানান, এরকম কাউকে প্রশিক্ষণ দেওয়ার কোন নিয়ম নেই কারণ এটি কোন কলেজ নই যে, প্রশিক্ষণ দেওয়া হবে এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে প্রশিক্ষণ দেওয়ার কোন অভিযোগ থেকে থাকলে আমাকে জানান আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা বেশ কিছু রোগী সাথে কথা বলে জানা যায়, বিনামূল্য সরকারি ওষুধ দেওয়ার নিয়ম থাকলেও বিভিন্ন কোম্পানির অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হয়।

অন্যদিকে, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশেপাশে কিছু ফার্মেসিতে কথা বলে জানা যায়, তারিকুল ইসলাম" আল মদিনা ফার্মাসিক্যাল কোম্পানির একজন এম. আর।

অনুসন্ধানে উঠে আসে, তারেকুল ইসলাম" এর আগে স্কেপ ফার্মাসিটিক্যাল লি: কোম্পানিতে এম.আর ছিলেন, ঐখানে চাকরি চলে যাওয়াতে আল মদিনা ফার্মাসিক্যাল কোম্পানিতে এম. আর হিসেবে রাঙ্গুনিয়াতে কর্মরত। তিনি রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ডাক্তারদের রোগীর প্রেসক্রিপশনে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করেন, না হয় ট্রান্সফার সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকেন।

এ প্রসঙ্গে তারেকুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, " আমি বিশিষ্ট নেতার ভাগিনা, এছাড়াও আমাকে মেয়র অনুমতি দিয়েছেন, আমি প্রশিক্ষণের জন্য সুপারিশ প্রাপ্ত। পরে পকেট থেকে চিরাপাটা একটা দরখাস্ত বের করেন।

১৭/১১/২০২১ তারিখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবাউল ইসলাম বরাবর একটি দরখাস্তে ঐ কর্মকর্তার স্বাক্ষরে "অনুমতি দেওয়া গেল" দেখা যায়।

বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:বরিশালের বাবুগঞ্জে...
26/07/2022

বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

বরিশালের বাবুগঞ্জে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের মাদ্রাসা ভবন নির্মাণ কাজে প্রকৌশলীদের যোগসাজশে ছাদের পুরুত্ব ৫ ইঞ্চির পরিবর্তে ঢালাই করা হয়েছে ৩ ইঞ্চি! দেয়াল এবং ফ্লোরে ব্যবহার করা হয়েছে ৪ নম্বর পঁচা ইট! সিলেটের মোটা বালুর পরিবর্তে ঢালাইতে দেওয়া হয়েছে লোকাল বালু! অভিযোগের এখানেই শেষ নয়। এসব গুরুতর অনিয়মের পরে এবার খোয়ার সাথে মাদ্রাসার মাঠ গর্ত করে মাটি তুলে নিয়ে ভবনের ফ্লোর ঢালাই করার অভিযোগে ঠিকাদারকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এসময় ওই ভবন নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা দুই প্রকৌশলীকেও ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখা হয়।গতকাল সোমবার (২৫ জুলাই) বাবুগঞ্জ উপজেলা সদরে অবস্থিত খানপুরা আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে খানপুরা আলীম মাদ্রাসার নতুন ভবন নির্মাণের কাজ পায় মেসার্স বুশরা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই নির্মাণ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে নেন আবদুল মজিদ ও হারুন নামের দুই ঠিকাদার। সিডিউল নির্ধারিত সময় শেষ হওয়ার পরে তারা অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজটি শুরু করলে স্থানীয়রা আপত্তি জানায়। পরে স্থানীয়দের চাঁদাবাজি মামলার ভয় দেখিয়ে কিছুদিন কাজ বন্ধ রাখেন ঠিকাদাররা। পরবর্তীতে নিম্নমানের রড,বালু সিমেন্ট এবং খোয়া দিয়েই তারা ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় খানপুরা গ্রামের বাসিন্দা ও জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ বলেন, নির্মাণ কাজের সিডিউলে ভবনের ছাদ ৫ ইঞ্চি ঢালাই করার কথা থাকলেও ঠিকাদার আবদুল মজিদ ও তার পার্টনার হারুন ৫ ইঞ্চির পরিবর্তে মাত্র ৩ ইঞ্চি ছাদ ঢালাই করেন। এছাড়াও অত্যন্ত নিম্নমানের ৪ নম্বর পঁচা ইট দিয়ে দেয়ালের গাঁথুনি এবং ফ্লোরের সলিং করেন। নামমাত্র সিমেন্ট দেওয়ায় হাত দিয়ে ধাক্কা দিলেই দেয়াল ধসে পড়ে। তাদের এসব পুকুর চুরি যাতে কেউ দেখতে না পারে সেজন্য তারা সবসময় রাতের আঁধারে ঢালাই করেন। এ নিয়ে প্রতিবাদ করলে ক্ষমতার দাপটে উল্টো চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন তারা।

ছাত্রসমাজের রহমতপুর ইউনিয়ন শাখার সভাপতি রাকিবুল হাসান রাকিব জানান, ইঞ্জিনিয়ারদের সাথে চুক্তি করে ঠিকাদাররা রাতের আঁধারে ৩ ইঞ্চি ছাদ ঢালাই দিয়েছেন। এরপরে গত শনিবার রাতে খোয়ার সাথে মাদ্রাসার মাঠ গর্ত করে মাটি কেটে নিয়ে একটি রুমের ফ্লোর ও বারান্দা ঢালাই করেন। সোমবার সকালে আরেকটা রুমের ফ্লোরে খোয়ার সাথে মাটি, গাছের শিকড় এবং সিলেট বালুর পরিবর্তে লোকাল বালু মিশিয়ে ঢালাই করার সময় ঠিকাদার আবদুল মজিদকে হাতেনাতে ধরে আটকে রাখা হয়। ঢালাইতে ব্যবহারের জন্য মাটি কেটে মাদ্রাসার মাঠকে একটা পুকুর বানিয়ে ফেলেছেন ঠিকাদাররা। খবর পেয়ে সাইটের দায়িত্ব প্রাপ্ত দুই ইঞ্জিনিয়ার আসলে উত্তেজিত এলাকাবাসী তাদেরকেও প্রিন্সিপালের রুমে অবরুদ্ধ করে রাখে।

ঘটনার সত্যতা স্বীকার করে খানপুরা আলীম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আ.জ.ম শামসুল আলম আক্ষেপ করে বলেন, ঠিকাদাররা শুরু থেকেই ক্ষমতা দেখিয়ে সিডিউল বহির্ভূত ভাবে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারা একাধিকবার অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। তাদের এসব ঔদ্ধত্যের ঘটনা ইঞ্জিনিয়ারদের জানিয়েও কোন লাভ হয়নি। উল্টো আরও বেপরোয়া হয়ে গালি দিয়েছেন ঠিকাদার মজিদ। রাজনৈতিক শেল্টার এবং ইঞ্জিনিয়ারদের যোগসাজশেই ঠিকাদাররা প্রকাশ্যে এসব অপকর্ম করে যাচ্ছেন বলে জানান মাদ্রাসার অধ্যক্ষ।

অভিযোগ প্রসঙ্গে নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান বলেন, ‘খানপুরা আলীম মাদ্রাসা ভবনের ছাদ ঢালাইসহ অধিকাংশ নির্মাণ কাজ আগের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী নেপাল চন্দ্র ভুঁইয়া করে গেছেন। ঠিকাদারকে তিনি ৩৫ লাখ টাকার বিলও দিয়েছেন। তিনি বদলি হওয়ার পরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি এই কাজটি তদারকি করছি। ঠিকাদার আমাকে না জানিয়েই ফ্লোর ঢালাই দিচ্ছিলেন। তিনি একদিন আগেও নাকি রাতে একটা রুমের ফ্লোর ঢালাই দিয়েছেন। আমি আজ ফোনে ঘটনা জানতে পেরে সহকারী প্রকৌশলী স্যারকে নিয়ে ঘটনা স্থলে আসি। তবে এলাকাবাসী ভুল বুঝে আমাদের ওপরেও চড়াও হয়।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল কবির জানান, ঠিকাদাররা ফ্লোর ঢালাইসহ যেসব কাজ অফিসকে না জানিয়ে করেছেন সেসব কাজ ভেঙে আবার নতুন করে করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢালাইয়ের খোয়ার সাথে মাটি মিশ্রিত দেখা গেছে। তাই খোয়া, ইট এবং বালুসহ সকল নিম্নমানের নির্মাণ সামগ্রী কাজের সাইট থেকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে চিঠি ইস্যু করা হবে। এই মাদ্রাসা ভবনে আর কোনো নিম্নমানের কাজ করার সুযোগ পাবেন না ঠিকাদার।

তবে প্রকৌশলীদের এসব আশ্বাসে আর বিশ্বাস করছেন না স্থানীয়রা। প্রায় একঘন্টা অবরুদ্ধ করে রাখার পরে ঠিকাদার আবদুল মজিদ এবং দুই প্রকৌশলীকে মুক্তি দিলেও তাদের বিচার দাবি করেছেন তারা। খানপুরা আলীম মাদ্রাসা নির্মাণকাজ বরিশাল জেলার মধ্যে সবচেয়ে জঘন্য নিম্নমানের কাজ দাবি করে দুর্নীতি দমন কমিশনকে এই ঘটনা তদন্ত করে ঠিকাদার এবং প্রকৌশলীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত ঠিকাদার আবদুল মজিদ বলেন, ‘কাজটি করতে গিয়ে আমাদের অনেক লস হয়েছে। তাই কাজটা ৩-৪ বছর ধরে ফেলে রেখেছিলাম। সিডিউল মতো কাজ বাংলাদেশের কেউই করে না। অফিসে আমাদের পার্সেন্টেজের টাকা দেওয়া লাগে। তাই এর চেয়ে ভালো কাজ করা সম্ভব নয়।

হাতিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আবারো ১  স্কুল ছাত্রীর স্টাফ রিপোর্টারনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক দূূর্ঘটনায় এক...
26/07/2022

হাতিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আবারো ১ স্কুল ছাত্রীর

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক দূূর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে, হাতিয়া পৌরসভার গুল্লাখালি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নিহা আক্তার (৭)। নিহত নিহা গুল্লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিলো।

জানা যায়, দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুঁটির পর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা-নলচিরা সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিল স্কুলছাত্রী নিহা আক্তার। বিদ্যালয় থেকে কিছু দূর যাওয়ার পর পিছন থেকে একটি দ্রুত গতির নসিমন গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ড্রাইভারসহ গাড়িটি আটক করেছে। নিহতের মৃতদেহ হাসপাতালে রয়েছে, পরবর্তীতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কোম্পানীগঞ্জ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক মর্মান্ত...
04/07/2022

কোম্পানীগঞ্জ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন।
আজ ৪ জুলাই উপজেলার চর ফকিরা ইউনিয়নের বিজয়নগর নামক স্থানে চর এলাহী টু চাপরাশিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩ টার দিকে চাপরাশিরহাট থেকে অটোরিকশাযোগে চর এলাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন অটো চালক খোকনসহ ৩ যাত্রী। পথিমধ্যে অটোরিকশাটি চাপরাশিরহাট সড়ক থেকে সোনাপুর টু জোরালগঞ্জ সড়কে উঠার সময়ে পূর্বদিক থেকে আসা দ্রুতগামী একটি পিকাপ রং সাইডে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন নামের এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। নিহত মিলন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মন্নানের ছেলে।

এ ঘটনায় নিহত আরেক যাত্রী উপজেলার চর এলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী সওদাগরের স্ত্রী পেয়ারা বেগম (৫০)

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক খোকন মিয়া। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
আহত অপর যাত্রী আলী সওদাগরকে (৭০) প্রাথমিক চিকিৎসা শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পিকাপসহ ড্রাইভারকে আটক করেছি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। তিনি আরও বলেন, এ বিষয়ে পিকাপ চালকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ঢেউটিন দান করলো সামাজিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃন...
06/05/2022

কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ঢেউটিন দান করলো সামাজিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন একটি নূরানী মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করেছে সামাজিক ও মানবিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার। শুক্রবার (৬ মে) উপজেলার চর এলাহী ইউনিয়নের দক্ষিণ পশ্চিম গাঙচিল মডেল ইসলামিয়া নূরানী মাদ্রাসায় দানকৃত ঢেউটিন গুলো হস্তান্তর করা হয়। ঢেউটিন গুলো স্পন্সর করেন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার চর এলাহী শাখার সদস্য কন্টাক্টর মোঃ নুর হোসেন।

ঢেউটিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাৎ হোসেন, চর এলাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মিডিয়া বিষয়ক সম্পাদক ওসমান গনি, চর এলাহী শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার শুভ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক ময়ূরী আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আজাদ শিকদার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।

ঢেউটিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ আমিন বলেন, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার একটি সামাজিক ও মানবিক সংগঠন। এ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশের অসহায় ও নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানো। এর পাশাপাশি আমরা দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় প্রতিষ্ঠান গুলোয় আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ এ নূরানী মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করা হয়েছে।

ঢেউটিন স্পন্সর করা মোঃ নুর হোসেন বলেন, আমি এ গাঙচিলের সন্তান, আমি চাই আমার এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলো তাদের কার্যক্রমকে আরও প্রসারিত করুক। এলাকার ছোটছোট কোমলমতি শিশুরা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, সেজন্য আমি আমার সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের মাধ্যমে নির্মাণাধীন এ মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করেছি। আমি আশা করবো সমাজের বিত্তবান ব্যক্তিরা নিজ উদ্যোগে অথবা আমাদের সংগঠনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোয় এভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা আমাদের মাদ্রাসার জন্য যে সহযোগিতা করেছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সেটার প্রতিদান দিবেন। আমরা এ সংগঠনের সফলতা কামনা করি।

বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ এখন হাসে- ওবায়দুল কাদের মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃবিএনপির আন্দোলনের কথা শুনলে...
05/05/2022

বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ এখন হাসে- ওবায়দুল কাদের

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ এখন হাসে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ (৫ মে) তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী ৫ আসনের (কবিরহাট - কোম্পানীগঞ্জ) নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরে বিএনপি ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে, তবে কাজের কাজ কিছুই হয়নি, তাই মানুষ এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে। তিনি বলেন, এই বছর নয় ও-ই বছর আন্দোলন হবে কোন বছর। এরকম করে করেই তাদের সময় চলে যাবে।

এর আগে সকাল ১১ টায় ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছেন। সেখানে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

ওবায়দুল কাদের তার বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত আজ।
নোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি নোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি অনেকটাই গুছিয়ে ফেলেছি। বাকিটুকু ও করে ফেলবো। পদ্মাসেতু কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জুন মাসের মধ্যেই পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করবেন।

বাড়ি থেকে বের হয়ে তিনি উপজেলা আওয়ামীলীগের একাংশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সবাইকে নিয়ে বসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল সমস্যা সমাধান করবো। আপনাদেরকে ডেকে পাঠালে আপনারা যাবেন। সবাইকে নিয়ে বসে এ সমস্যা সমাধান করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠান থেকে বের হয়ে তিনি কবিরহাটের উদ্দেশ্যে যাত্রা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী ৬ আসনের সাংসদ সদস্য আয়েশা ফেরদৌস, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারি এমপি, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ্ খান সোহেল, বসুরহাট পৌরমেয়র আব্দুল কাদের মির্জা সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

03/05/2022

সবাইকে জানাই ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

নোয়াখালীতে বিজিএফ এর চাল বিতরণ নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত ১৫মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।নোয়াখালীর সুবর্ণচ...
01/05/2022

নোয়াখালীতে বিজিএফ এর চাল বিতরণ নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত ১৫

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর সুবর্ণচরে ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে এবং দশটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সমর্থকদের মধ্যে চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের তোতার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্রদের মাঝে সরকারি বিজিএফ এর চাউল বিতরণকে কেন্দ্র করে চরবাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব এবং সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সমর্থকদের মধ্যে গত দুই দিন আগে থেকে উত্তেজনা দেখা দেয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিরোধের জের ধরে তোতার বাজার এলাকায় বিবাদমান দুই গ্রুপের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

দু'পক্ষের সংঘর্ষে চরবাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের অনুসারী আলাউদ্দিন মেম্বার (৫৫) রাসেল আহমেদ হেলাল (২৬) শিবলু (৩৫) আজাদ (২৭) জামাল (৫৫) সহ সাতজন আহত হন। অপরদিকে সাবেক চেয়রম্যান মোজাম্মেল হোসেনের সমর্থক ফখরুল ইসলাম (৩৪) মিয়া হাজী (৫৫) মধু বেপারী (৩৫) সিরাজুল ইসলাম (৩৮) হেলাল উদ্দিন রাজা (৫০)সহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ২নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির সামনে চরবাটা ইউনিয়ন পরিষদের কার্যালয় হওয়ায় তাঁর অনুসারীরা বর্তমান চেয়ারম্যানের লোকজনের ওপর একাধিকবার তুচ্ছ ঘটনার জের ধরে হামলা চালায়। গুদাম না থাকায় তিনি তোতার বাজারের উত্তর পাশে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম পরিচালনা করে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, সংঘর্ষের বিষয়ে তিনি কিছু জানেননা।

তবে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব বলেন, পূর্বশক্রতার জের ধরে সাবেক চেয়ারম্যানের ভাই দেলোয়ার,ভাগনে জিসান, ফখরুল বাহিনীর প্রধান ফখরুলের নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালানো হয় ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হেলালের ওপর। পরে আমি পুলিশের উপস্থিতিতে আমার অনুসারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে চলে আসি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ সংঘর্ষে কতজন আহত হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান আহতের সঠিক সংখ্যা তাদের জানা নেই।

Address

Chittagong
Noakhali Sadar Upazila

Telephone

+966571756295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Swadesh Kotha - দৈনিক স্বদেশ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Swadesh Kotha - দৈনিক স্বদেশ কথা:

Videos

Share



You may also like