Daily-Amardesh

Daily-Amardesh Your Choice, Your Budget, Your Satisfaction
(13)

বুধ ও বৃহস্পতিবার অবরোধের ঘোষণা বিএনপিরদুই দফায় পাঁচ দিনের অবরোধ শেষে আবারও সারা দেশে দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর...
06/11/2023

বুধ ও বৃহস্পতিবার অবরোধের ঘোষণা বিএনপির

দুই দফায় পাঁচ দিনের অবরোধ শেষে আবারও সারা দেশে দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার এই অবরোধ হবে। অর্থাৎ আগামী বুধবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে।

সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা ও পণ্ড করা, হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধের কর্মসূচি দেওয়া হয়।

২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার অভিযানের মুখে আত্মগোপনে আছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা।

এই পরিস্থিতির মধ্যে বিএনপি এবার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে কোনো কর্মসূচি পালন করছে না।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে রুহুল কবির রিজভী জানান, দলীয় কার্যালয় তালাবদ্ধ, নেতা-কর্মীদের অব্যাহতভাবে গ্রেপ্তারসহ উদ্ভূত পরিস্থিতির কারণে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রতিবছর এই দিবসে দলের নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি দলের পক্ষ থেকে আলোচনাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি ঘোষণা করে রিজভী নেতা-কর্মী ও দেশবাসীকে সর্বাত্মকভাবে তা পালন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি এত গ্রেপ্তার, হামলার মধ্যেও ‘সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করায়’ দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে বিএনপি দুই দফায় তিন ও দুই দিনের অবরোধ কর্মসূচি দেয়। সর্বশেষ গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ছিল। কাল ভোরের আগেই নতুন করে দুই দিনের কর্মসূচির ঘোষণা দিল বিএনপি। বিএনপির পাশাপাশি, গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপিসহ অন্যান্য দল ও জোটও একই কর্মসূচি ঘোষণা করেছে।

সূত্র: প্রথম আলো

রাজধানীতে তিনটি বাসে আগুনগুলিস্তানে আজ সোমবার দুপুরের দিকে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা...
06/11/2023

রাজধানীতে তিনটি বাসে আগুন

গুলিস্তানে আজ সোমবার দুপুরের দিকে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
গুলিস্তানে আজ সোমবার দুপুরের দিকে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরাছবি: সাজিদ হোসেন
রাজধানীতে আজ সোমবার তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সর্বশেষ রাত সাড়ে আটটার দিকে খিলক্ষেত এলাকায় উড়ালসেতুর পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের একটি দোতলা বিআরটিসি বাসে এবং বেলা দুইটার দিকে গুলিস্তানে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খিলক্ষেতের ঘটনাটি ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তা দিয়ে জানিয়েছে। তারা জানায়, কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে পুলিশের সহযোগিতায় কাজ করছে।

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের দোতলা বিআরটিসি বাসটি মিরপুর ১০ নম্বর এলাকা থেকে পল্লবী যাওয়ার পথে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের দ্বিতীয় তলার দুটি আসন পুড়ে গেছে। এতে কেউ হতাহত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আর বেলা দুইটার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে আগুনের খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পুলিশের সহযোগিতায় আগুন পুরোপুরি নেভায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটিতে যাত্রী ছিলেন। এতে আগুন দেওয়া হলে যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
সূত্র : প্রথম আলো

اِنَّا لِلّٰہِ وَ  اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ.   ❝হে প্রশান্ত আত্মা! ফিরে যাও তোমার পালনকর্তার নিকট সন্তুষ্ট ও সন্তোষভা...
14/08/2023

اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ.

❝হে প্রশান্ত আত্মা! ফিরে যাও তোমার পালনকর্তার নিকট সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভূক্ত হয়ে যাও এবং প্রবেশ করো আমার জান্নাতে।❞

(موت العالم موت العالم)
"একজন আলেমের মৃত্যু মানে একটি জগতের মৃত্যু"।

اللهم اغفر له وارحمه، وعافه، واعف عنه، وأكرم نُزُله، ووسع مُدخلهُ، واغسله بالماء والثلج والبرد، ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وأبدله داراً خيراً من داره، وأهلاً خيراً من أهله وزوجاً خيراً من زوجه، وأدخله الجنة، وأعذه من عذاب القبر (ومن عذاب النار)

লোকজন দিয়ে ছিনতাই করিয়ে তাঁদেরই গ্রেপ্তারের দাবিতে ফেইসবুক পোস্ট একরামুল আলম ছবি: সংগৃহীতকীভাবে ছিনতাই করতে হবে, সে কৌশল...
11/07/2023

লোকজন দিয়ে ছিনতাই করিয়ে তাঁদেরই গ্রেপ্তারের দাবিতে ফেইসবুক পোস্ট
একরামুল আলম ছবি: সংগৃহীত

কীভাবে ছিনতাই করতে হবে, সে কৌশল শিখিয়ে দিয়েছিলেন তিনি। সেভাবেই দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেন তাঁর সহযোগীরা। পরে তিনিই আবার ফেসবুকে গিয়ে ছিনতাইয়ের ঘটনার নিন্দা জানান, গ্রেপ্তারের দাবি করেন জড়িত ব্যক্তিদের। ওই ব্যক্তির নাম একরামুল আলম। তাঁকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগরের ব্যস্ততম রিয়াজ উদ্দিন বাজার এলাকায় গত রোববার ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার রাতে ছিনতাইয়ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে নগরের সদরঘাট এলাকা থেকে একরামুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, একরামুল রিয়াজ উদ্দিন বাজারে পলিথিন বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। তবে ফেসবুকে নিজেকে চট্টগ্রাম নগর যুবলীগের যুব সংগঠক হিসেবে পরিচয় দিয়েছেন একরামুল। নিজেকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের রিয়াজ উদ্দিন বাজার শাখার সাধারণ সম্পাদক হিসেবেও উল্লেখ করেছেন। গত ঈদে ফেসবুকে সরকারদলীয় কয়েকজন নেতাকে শুভেচ্ছাও জানান তিনি।

রোববার দুপুরে এক ব্যবসায়ীর দুই কর্মচারী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। রিয়াজ উদ্দিন বাজার এলাকায় পৌঁছালে তাঁদের ঘিরে ছয়–সাতজন যুবক ইচ্ছাকৃতভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় কৌশলে দুজনের কাছে থাকা ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। আশপাশে লোকজন বুঝতেও পারেননি ছিনতাই হচ্ছে। সেদিন রাতে এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা করা হয়।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেছেন, ছিনতাইয়ের ঘটনায় একরামুল আলম, সাহেদ হোসেন, মো. ইয়াছিন ও ইকবাল হোসেন নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। বড় ব্যবসায়ীদের ব্যাংক লেনদেনের খোঁজখবর রাখতেন তাঁরা। পরে পরিকল্পনা অনুযায়ী হাতাহাতির ছলে টাকা ছিনিয়ে নিতেন। একরামুলের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি, সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির সাতটি এবং ইয়াছিনের বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা রয়েছে।

চট্টগ্রাম নগরে একটি ছিনতাইয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের ৭ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়
চট্টগ্রাম নগরে একটি ছিনতাইয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের ৭ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়ছবি: সংগৃহীত
গ্রেপ্তার চারজনকে আজ মঙ্গলবার আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামীকাল বুধবার শুনানির দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে সাহেদকে নগরের বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে ছিনতাইয়ের ৪০ হাজার টাকা পাওয়া যায়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে ইয়াছিন ও ইকবালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাহেদ, ইয়াসিন ও ইকবাল জানান, একরামুলের পরিকল্পনা অনুযায়ী রোববার তাঁরা ছিনতাই করেছিলেন। ছিনতাই করা ৯ লাখ ৮০ হাজার টাকা তাঁরা একরামুলের কাছে জমা দেন। সেখান থেকে কিছু টাকা তাঁদের দিয়ে বাকিটা নিজের কাছে রেখে দেন একরামুল। ওসি জাহিদুল বলেন, ছিনতাইয়ে ৮ থেকে ১০ জন অংশ নিয়েছিলেন। তাঁদের সবাইকে গ্রেপ্তার করতে এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।

এদিকে ছিনতাইয়ের পর নিজের ওপর মানুষের সন্দেহ এড়াতে একরামুল নানা পরিকল্পনা করেছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাহেদ। তিনি বলেন, ছিনতাইয়ের পর একরামুল ওই ঘটনার নিন্দা জানিয়ে তাঁর ফেসবুকে পোস্ট করেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান। এমনকি রিয়াজ উদ্দিন বাজারে ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধনেরও পরিকল্পনা করেন।

সূত্র প্রথম আলো

আওয়ামী লীগ ও বিএনপিকে ২৩ শর্তে আগামীকাল সমাবেশের অনুমতি দিল পুলিশআগামীকাল বুধবার ঢাকার  বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমা...
11/07/2023

আওয়ামী লীগ ও বিএনপিকে ২৩ শর্তে আগামীকাল সমাবেশের অনুমতি দিল পুলিশ

আগামীকাল বুধবার ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ আর নয়াপল্টনে বিএনপি
আগামীকাল বুধবার ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ আর নয়াপল্টনে বিএনপি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৩ শর্তে আগামীকাল বুধবার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সমাবেশের সময় বেধে দেওয়া হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

একইসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। আওয়ামী লীগকে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। অন্যান্য শর্তগুলো দুই দলের জন্য একই।

আজ মঙ্গলবার ডিএমপি বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে আলাদাভাবে চিঠি দিয়ে এই অনুমতির কথা জানিয়েছে।

বুধবার ঢাকায় সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। এজন্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল দলটি। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণায় তাঁদের নতুন কর্মসূচিও থাকবে।

এদিকে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিএনপির সমাবেশের দিন বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি।

যেসব শর্তে আওয়ামী লীগ–বিএনপিকে সমাবেশের অনুমতি
১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে;

২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে;

৩. অনুমোদিত স্থানেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে;

৪. নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে;

৫. স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলের চারদিকে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে;

৬. নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে (ভদ্রোচিতভাবে) চেকিংয়ের ব্যবস্থা করতে হবে ;

৭. নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে;

৮. শব্দ দূষণ প্রতিরোধে সীমিত আকারে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করতে হবে, কোনক্রমেই অনুমোদিত স্থানের বাইরে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না;

৯. অনুমোদিত স্থানের বাইরে প্রজেক্টর স্থাপন করা যাবে না;

১০. অনুমোদিত স্থানের বাইরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না;

১১. আযান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না;

১২. ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আসতে পারে এমন কোন বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শণ বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না;

১৩. সমাবেশের কার্যক্রম ব্যতিত মঞ্চকে অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না;

১৪. সমাবেশ শুরুর ২ (দুই) ঘন্টা পূর্বে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে;

১৫. অনুমোদিত সময়ের মধ্যে (১৪.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা) সমাবেশের সার্বিক কার্যক্রম শেষ করতে হবে;

১৬. কোনো অবস্থাতেই মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না;

১৭. আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না;

১৮. রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না;

১৯. উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না;

২০. কোনো ধরনের লাঠি-সোঁটা/ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না;

২১. আইন-শৃংখলার অবনতি ও কোন বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;

২২. উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে এবং ২৩. জনস্বার্থে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
সূত্র প্রথম আলো

কোরবানির ঈদের আগে নখ, চুল কাটা যাবে?মুফতি ইমরানুল বারী সিরাজীকোরবানির ঈদের আগে নখ, চুল কাটা যাবে?প্রশ্ন: অনেকেই বলেন কোর...
27/06/2023

কোরবানির ঈদের আগে নখ, চুল কাটা যাবে?
মুফতি ইমরানুল বারী সিরাজী

কোরবানির ঈদের আগে নখ, চুল কাটা যাবে?

প্রশ্ন: অনেকেই বলেন কোরবানির ঈদের আগে নখ, চুল কাটা যাবে না। এটা কি ঠিক?

উত্তর: হাদিস শরিফে এসেছে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কাছে কোরবানির পশু আছে, সে ওটা কোরবানি দিতে চায় এবং জিলহজ মাসের চাঁদও দেখা গেছে; সেক্ষেত্রে ওই ব্যক্তি যেন কোরবানি করার আগে চুল ও নখ না কাটে।


এই হাদিসের আলোকে হানাফি মাজহাবের স্কলাররা বলেন, যে ব্যক্তি কোরবানি দেবেন তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে নখ, চুল ও শরীরের যেকোনও পশম না কাটা মুস্তাহাব। অর্থাৎ এটি পালন করলে সওয়াব আছে, তবে না করলে গুনাহ হবে না।

উল্লেখ্য, নখ ও নাভির নিচের পশম ৪০ দিনের অতিরিক্ত যেন না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

তথ্যসূত্র: মুসলিম শরিফ, হাদিস নং-১৯৭৭। আবু দাউদ শরিফ, হাদিস নং-২৭৯১। তিরমিজি শরিফ, হাদিস নং-১৫২৩। নাসায়ি শরিফ, হাদিস নং-৪৩৬১। ইবনে মাজাহ শরিফ, হাদিস নং-৩১৫০। মুসনাদে আহমদ, হাদিস নং-২৬৬৫৪। ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-১৮১।

মুফতি ইমরানুল বারী সিরাজী- খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।

৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, ছয়টি ভেন্যুতে ম্যাচক্রীড়া প্রতিবেদক৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ৭ অক...
27/06/2023

৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, ছয়টি ভেন্যুতে ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক

৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ
৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপফাইল ছবি
৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ সালের বিশ্বকাপ। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি—ভারতে এ ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।

ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। এ ছাড়া পুনে ও কলকাতাতেও আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচে এ মাঠেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে দিনে, শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০-৩০ মিনিটে। বাকি ম্যাচগুলো দিবা-রাত্রির, যেগুলো শুরু হবে বেলা ২-৩০ মিনিটে।

কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়েতে এখন হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। কলকাতায় বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষেও।

বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দলের সঙ্গে বাংলাদেশ খেলবে দিল্লিতে। এ ছাড়া চেন্নাই, মুম্বাইয়েও একটি করে ম্যাচ আছে বাংলাদেশের। তিনে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করা বাংলাদেশ ভারত বিশ্বকাপে খেলছে সরাসরি।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর ভারত পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর বাছাইপর্ব ১ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর বাছাইপর্ব ২ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে

পুতিনের দুর্বলতা ফাঁস করে দিয়েছে ভাগনারলেখা: কির জাইলসরুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন...
27/06/2023

পুতিনের দুর্বলতা ফাঁস করে দিয়েছে ভাগনার
লেখা: কির জাইলস

রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিনরুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ও ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন
ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ আবারও এমন এক মোড় নিয়েছে, যা তাঁর কল্পনাতেও ছিল না। ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন ও তাঁর গুরুত্ববাহী ২৪ ঘণ্টার বিদ্রোহকে নিন্দা জানিয়ে পুতিন যে ভাষণ দিয়েছেন, তা থেকে পরিষ্কার হয়েছে, পুতিন বুঝতে পারছেন, উদ্ভূত পরিস্থিতি তাঁর জন্য কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। যদি এই অবস্থা মোকাবিলা করার মতো তাঁর হাতে সত্যিই কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা থাকত, তাহলে তিনি নিঃসন্দেহে এ বিষয়ে কাউকে কিছুই বলতেন না। সরাসরি ব্যবস্থা গ্রহণ করতেন।

প্রিগোশিনের এই বিদ্রোহকে পুতিন অতীতের সেই ‘চক্রান্তের’ সঙ্গে তুলনা করেছেন, যা ১৯১৭ সালে রাশিয়ার সেনাবাহিনীকে দুর্বল করেছিল এবং একপর্যায়ে তা রাষ্ট্রব্যবস্থাকেই ভেঙে ফেলেছিল। প্রিগোশিনের অনুগত বাহিনী ও রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর সপ্তাহ দুয়েক চুপ থেকেছিলেন পুতিন। তবে পরিস্থিতি গুরুতর দিকে মোড় নেওয়ায় তিনি প্রিগোশিনের এই বিশ্বাসঘাতকতাকে দৃঢ়ভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দিতে বাধ্য হন।

আন্দোলন করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী পড়তে যাচ্ছেন অক্সফোর্ডেভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভা...
27/06/2023

আন্দোলন করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী পড়তে যাচ্ছেন অক্সফোর্ডে

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) পিএইচডি শিক্ষার্থী ছিলেন ভীমরাজ। তামিলনাড়ুর কাঞ্চিপুরামের দলিত সম্প্রদায়ের এই শিক্ষার্থী গত বছর নভেম্বর মাসে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীদের ভাতা ও শিক্ষাবৃত্তি বাড়ানোর আন্দোলনে। আন্দোলনে যুক্ত থাকার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকেসহ পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করে। অভিযোগ আনে শৃঙ্খলাভঙ্গের। বহিষ্কৃত সেই শিক্ষার্থী ভীমরাজ এখন পিএইচডি করতে যাচ্ছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং অনুযায়ী, অক্সফোর্ডই বিশ্বের সেরা বা ১ নম্বর বিশ্ববিদ্যালয়।

চেন্নাইয়ের দলিত সম্প্রদায়ের মধ্যবিত্ত পরিবারের সন্তান ভীমরাজ। বাবা ছিলেন পোস্টমাস্টার, আর মা গৃহিণী। চার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চেন্নাই থেকে কাঞ্চিপুরাম চলে আসেন ভীমরাজের মা–বাবা। ২০১৭ সালে তামিলনাড়ুর ড. আমবেদকার ল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন ভীমরাজ। এরপর সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক আইনে করেন স্নাতকোত্তর। স্নাতকোত্তর চলাকালীনই উত্তীর্ণ হন ভারতের ইউজিসি-এনইটি আয়োজিত জুনিয়র রিসার্চ ফেলোশিপ পরীক্ষায়। ড. আমবেদকার ল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি।

বহিষ্কৃত হওয়ার পর নানা আলোচনা শেষে কোনো উপায় না দেখে ভীমরাজ ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টের (এনসিএসসি) কাছে এসএইউর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক হয়রানির অভিযোগ জানান। এ ছাড়া দিল্লি হাইকোর্টেও বিশ্ববিদ্যালয়ের বিধিবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলার শুনানি শুরু হবে আগামী ২ আগস্ট।

তবে এরই মধ্যে অক্সফোর্ড ইন্ডিয়া সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের দেওয়া রতনশা বোমানজি জাইওয়ালা বৃত্তি পান ভীমরাজ। এই বৃত্তির মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের এমফিল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন তিনি। বৃত্তির আওতায় তাঁর বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ২৬ হাজার ৪৫০ পাউন্ড (প্রায় ৩৭ লাখ বাংলাদেশি টাকা) মওকুফ হলেও ভিসা, স্বাস্থ্যবিমা, বিমানভাড়াসহ অন্যান্য খরচের জন্য ভীমরাজের প্রয়োজন ছিল আরও ২০ হাজার পাউন্ড (প্রায় ২৭ লাখ বাংলাদেশি টাকা)।

উপায়ান্তর না দেখে, সাধারণ মানুষের কাছে অর্থায়নের সাহায্য চাইতে শুরু করেন ভীমরাজ। তাতে কারও কারও কাছে হাসির পাত্রে পরিণত হলেও অনেকেই এগিয়ে আসেন তাঁকে সহযোগিতা করার জন্য। যার ফল জানে এখন সবাই। গোটা ভারতের ৬০০ দাতার কাছ থেকে ভীমরাজের থলিতে জমা হয়েছে প্রায় ১৫ লাখ রুপি। তামিলনাড়ুর অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আদাভ আর্জুন একাই দিয়েছেন ৫ লাখ রুপি।

শুরু থেকেই ভীমরাজের পড়াশোনার মুখ্য বিষয় ছিল ভারতীয় আইন ও দলিত সম্প্রদায় প্রথার নানা দিক নিয়ে। সম্প্রদায়ভিত্তিক বৈষম্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকারের নানা বিষয় নিয়ে গবেষণা আছে তাঁর। অক্সফোর্ডের এমফিল প্রোগ্রামে ভীমরাজ কাজ করবেন ভারতের আইনে পরিবেশ বিপর্যয় কীভাবে দলিত সম্প্রদায়ের জীবনব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে, তা নিয়ে। মূলত বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কীভাবে দলিত সম্প্রদায় বৈষম্যের শিকার হচ্ছে এবং তার সমাধান বিষয়ে গুরুত্ব দেবেন তিনি।

সূত্র: দ্য নিউজ মিনিট, ইন্ডিয়ান এক্সপ্রেস

 ামে_i7_ল্যাপটপ_বুঝে_নিন  সাশ্রয়ী মূল্যে স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এলো ডেল ব্র্যান্ডের vostro 14 3400 মডেলের ল্যাপটপ...
23/05/2023

ামে_i7_ল্যাপটপ_বুঝে_নিন
সাশ্রয়ী মূল্যে স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এলো ডেল ব্র্যান্ডের vostro 14 3400 মডেলের ল্যাপটপ। ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ১১ প্রজন্মের কোরাই আই ৭ প্রসেসর। ৮জিবি ডিডিআর-ফোর র‍্যাম, ৫১২ জিবি এসএসডি, এমএক্স৩৩০ ২জিবি ডিডিআর-৫ গ্রাফিক্স এবং ব্যাকলিট কীবোর্ড। ল্যাপটপটির মূল্যঃ ৮৮,৯৯৯/- টাকা মাত্র।

বিস্তারিত জনাতে ফোন করুনঃ 01831-313401, 01839979423

Proceed towards success with clarity! IdeaPad 3i has 720p camera that makes you stand apart and shine brighter than the ...
22/05/2023

Proceed towards success with clarity! IdeaPad 3i has 720p camera that makes you stand apart and shine brighter than the rest!

To streamline your creative workflows, your laptop needs to be an extension of yourself. ProArt Studiobook 16 OLED (H560...
22/05/2023

To streamline your creative workflows, your laptop needs to be an extension of yourself. ProArt Studiobook 16 OLED (H5600, AMD Ryzen 5000 series) incorporates several hardware features specially crafted for creators, to give you intuitive, precise control over every action.
✔️3-button touchpad
✔️Customized keys
✔️Touchpad stylus support

💡Learn more here: https://cutt.ly/2BkAxA1
🛒Get it from a Nearby shop: New Dimension

There's no need to panic if power outlets are in short supply: Zenbook 14 OLED (UM3402)'s long-lasting 75 Wh battery can...
20/05/2023

There's no need to panic if power outlets are in short supply: Zenbook 14 OLED (UM3402)'s long-lasting 75 Wh battery can keep you productive for up to 19 hours.
✔️AMD Ryzen 5000 series processors
✔️AMD Radeon™ Graphics
✔️14.0-inch, 2.8K (2880 x 1800) OLED display
✔️16GB LPDDR4X on board
✔️512GB M.2 NVMe™ PCIe® 3.0 SSD

MRP-
AMD R5 variant: BDT 129,500
AMD R7 variant: BDT 139,500

Forget ordinary, embrace Vivobook Pro 15 (M3500, AMD Ryzen 5000 Series). The unique 3D ASUS logo, with its anodized chev...
20/05/2023

Forget ordinary, embrace Vivobook Pro 15 (M3500, AMD Ryzen 5000 Series). The unique 3D ASUS logo, with its anodized chevron pattern and tactile texture, adds excitement even before you open the lid.
✔️Up to AMD Ryzen 9 5900HX Processor
✔️Up to NVIDIA GeForce RTX 3050 GPU
✔️Up to 16 GB DDR4 RAM (ON BOARD)
✔️512GB M.2 NVMe PCIE G3.0 SSD
✔️15.6” FHD (1920X1080) Display

অনলাইনে রিভিউ দেখে সুদূর লক্ষীপুর থেকে এসে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন সম্মানিত ক্রেতা মোহাম্মদ আল-আমিন। ধন্যবাদ আপ...
20/05/2023

অনলাইনে রিভিউ দেখে সুদূর লক্ষীপুর থেকে এসে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন সম্মানিত ক্রেতা মোহাম্মদ আল-আমিন। ধন্যবাদ আপনাকে ডাইমেনশনের উপর আস্তা রাখার জন্য।

19/05/2023
Xtreme Maxim 2:0 Multimedia Speaker with Remote & Mic➡️Model: MAXIM➡️Output Power: 70W*2W (140 RMS)➡️Power Supply: AC230...
19/05/2023

Xtreme Maxim 2:0 Multimedia Speaker with Remote & Mic

➡️Model: MAXIM
➡️Output Power: 70W*2W (140 RMS)
➡️Power Supply: AC230V, 50Hz
➡️Bluetooth, USB, Remote, Fm Radio, SD Card, Display, Microphone
➡️Karaoke Function - Yes
➡️Remote Control - Yes
➡️Connectivity Mode - Bluetooth & Wired
➡️Frequency: 20Hz-20KHz
➡️Warrenty: 1 year

Next-generation design. The virtually borderless display's striking aesthetic is enhanced by a fabric-textured backside ...
18/05/2023

Next-generation design. The virtually borderless display's striking aesthetic is enhanced by a fabric-textured backside and premium-quality slim metal stand.

✳️ Model: C27T550FDW
✳️ Type: Curved Borderless
✳️ Resolution: Full HD (1,920 x 1,080)
✳️ Refresh Rate: 75 Hz
✳️ Free Sync & Game Mode: Yes
✳️ Internal Input: VGA, HDMI & DP
✳️ Audio In: Speaker- Stereo

 #রাত_কিংবা_দিন   #সিকিউরিটি_সীমাহীন  বাসা-বাড়ি, অফিস-আদালত, ব্যাংক-বিমা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান এর ...
18/05/2023

#রাত_কিংবা_দিন
#সিকিউরিটি_সীমাহীন

বাসা-বাড়ি, অফিস-আদালত, ব্যাংক-বিমা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে ব্যবহার করুন হিকভিশন ব্যান্ডের সিসিটিভি ক্যামেরা।

: 01831313401

 ামে_i7_ল্যাপটপ_বুঝে_নিন  সাশ্রয়ী মূল্যে স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এলো ডেল ব্র্যান্ডের vostro 14 3400 মডেলের ল্যাপটপ...
18/05/2023

ামে_i7_ল্যাপটপ_বুঝে_নিন
সাশ্রয়ী মূল্যে স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এলো ডেল ব্র্যান্ডের vostro 14 3400 মডেলের ল্যাপটপ। ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ১১ প্রজন্মের কোরাই আই ৭ প্রসেসর। ৮জিবি ডিডিআর-ফোর র‍্যাম, ৫১২ জিবি এসএসডি, এমএক্স৩৩০ ২জিবি ডিডিআর-৫ গ্রাফিক্স এবং ব্যাকলিট কীবোর্ড। ল্যাপটপটির মূল্যঃ ৮৮,৯৯৯/- টাকা মাত্র।

বিস্তারিত জনাতে ফোন করুনঃ 01831313401, 01839979423,

Dell Vostro 3910 MT (DOLPHINMTADL22057585) Desktop,Intel i3 12th Gen 12100 3.3 GHz to 4.3 GHz,8GB DDR4 Ram,1TB HDD,Intel...
18/05/2023

Dell Vostro 3910 MT (DOLPHINMTADL22057585) Desktop,Intel i3 12th Gen 12100 3.3 GHz to 4.3 GHz,8GB DDR4 Ram,1TB HDD,Intel B660 Chipset,Free DOS,USB KB & Mouse,WiFi BT,McAfee,3yrs

Address

Main Road, Maijdee Court
Noakhali Sadar Upazila
3800

Opening Hours

Monday 09:30 - 21:00
Tuesday 09:30 - 21:00
Wednesday 09:30 - 21:00
Thursday 09:30 - 21:00
Sunday 09:30 - 21:00

Telephone

+8801714922228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily-Amardesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily-Amardesh:

Videos

Share



You may also like