Porovasi mon

Porovasi mon কাউকে
হাসতে
দেখতে
ভালো
লাগে..... angoo kolija 3 haat lomba hatuth giya pore

19/04/2024

কারো চরিত্র পরীক্ষা করতে চাইলে তাকে সম্মান দিন। তার চরিত্র ভালো থাকলে সে তোমাকে বেশি সম্মান করবে, যদি তার চরিত্র খারাপ থাকে তবে সে নিজেকে সবার সেরা মনে করবে।

☆ইমাম আলী ইবনে আবি তালিব☆

12/04/2024

মহিলাদের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস জেনে রাখুনঃ-

১. দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সর্তকতা অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে।

২. কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হয় শয়তান।

৩. তোমারা সেই মহিলাদের নিকট গমন করো না, যাদের স্বামীরা বিদেশ আছে কারণ শয়তান তোমাদের রক্তে শিরায় প্রবাহিত হয়।

৪. কোনো অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো।

৫. নারী গোপন জিনিস, সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমনীয় করে দেখায়।

৬. রাসূল (সা:) আমাদেরকে নিষেধ করেছেন যে, আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি।

৭. কোনো নারীর ওপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি দ্বিতীয়বার বারবার দৃষ্টিপাত করো না বরং নজর অতিসওর ফিরিয়ে নিও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়।

আমি ছাড়া অন্য কেউ তোমাকে দেখবে!সেটা তো দূরের কথা আয়না তোমাকে দেখলেও আমার হিংসা হয়।
05/04/2024

আমি ছাড়া অন্য কেউ তোমাকে দেখবে!

সেটা তো দূরের কথা আয়না তোমাকে দেখলেও আমার হিংসা হয়।

স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই, স্বামীর কথা শুনুন, পর্দা করুণ, একটু ধৈর্য ধরুন, আর ভাল ব্যবহার এইটুকুই যথেষ্ট...
16/03/2024

স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই, স্বামীর কথা শুনুন, পর্দা করুণ, একটু ধৈর্য ধরুন, আর ভাল ব্যবহার এইটুকুই যথেষ্ট।

☆নারীদের ধ্বংসের ৮টি কারণ☆☆"ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম (ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।" -সহ...
10/03/2024

☆নারীদের ধ্বংসের ৮টি কারণ☆

☆"ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম (ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।" -সহিহ বুখারী: ৪৮৮৬)

☆☆"ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।" (বুখারী, মিশকাত শরীফ: ৪৪২৯)

☆☆☆"ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেলো, ঐ নারী ব্যাভিচারিণী।"- (সহিহুল জামে: ৪৫৪০)

☆☆☆☆"ধ্বংস হোক ঐসব নারী, যারা শরীরে উল্কি (টাটু) আকেঁ এবং অন্যকেও এঁকে দেয়।" -(সহিহ মুসলিম: ২১২৫)

☆☆☆☆☆ "অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে।" (সহিহ বুখারী: ৪৮৮৬)

☆☆☆☆☆☆"ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে।" - (সহিহ বুখারী: ৬৬৫৭)

☆☆☆☆☆☆☆"ঐসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়।" - (সহিহ মুসলিম:

২৫৬৩)

☆☆☆☆☆☆☆☆"ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গিবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে।" -(সুনানে আবু দাউদ: ৪৮৭৪)

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুক আমিন।

20/02/2024
10/10/2023

কোন একদিন বুড়িগঙ্গা তে

☆কিছু কথা☆ এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মু...
23/08/2023

☆কিছু কথা☆
এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।
☆ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।
রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।
☆ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
◇ প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
◇ লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
◇ চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
◇ পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
◇ এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
◇ শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
◇ বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
◇ রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
◇ পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
◇ বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
◇ চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
◇ এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
◇ মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।
Porovasi mon
#বাংলাদেশী সোনা

Bazar Gorom বাজার গরমPorovasi mon
18/08/2023

Bazar Gorom বাজার গরম
Porovasi mon

Song : Bazar Gorom (বাজার গরম)Singer : Aly Hasan, Siam Hawlader, Mr. Rizan, Sadi Vai, Uday, Manam, Aamin Ale, Rakib Hasan, Maruf Akan, Ahmad Shuvo, Alim Khan...

https://youtu.be/jBQpGiubj0c
11/08/2023

https://youtu.be/jBQpGiubj0c

Dekhte Dekhte Song with Lyrics | Latest Bollywood Song | Atif Aslam New Song Presenting the second video song "Dekhte Dekhte" with Lyrics from the upcoming H...

জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃবদ নজর মানুষকে কবর পর্যন...
09/08/2023

জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে ।
(সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)
Porovasi mon

শরীরে একটা তাবিজ বেধে আপনি নামায পড়ছেন, সিয়াম পালন করছেন, তাহাজ্জুদ পড়ছেন‼️ এই তাবিজের উপর আপনার যদি কানাকড়িও আস্থা ...
09/08/2023

শরীরে একটা তাবিজ বেধে আপনি নামায পড়ছেন, সিয়াম পালন করছেন, তাহাজ্জুদ পড়ছেন‼️
এই তাবিজের উপর আপনার যদি কানাকড়িও আস্থা বিশ্বাস থেকে থাকে আপনি আপনার মরা পর্যন্ত রাত জেগে তাহাজ্জুদ পড়লেও তার কিছুই কবুল হবে না।
তাবিজ ব্যবহার স্পষ্টভাবে শির্ক।
রাসুল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ
''যে ব্যক্তি তাবিজ লটকালো, সে শির্ক করলো''
📚 মুসনাদে আহমাদ - ১৬৭৭১
সনদ সহীহ

ঈসা ইবনু আবদুর রাহমান ইবনু আবূ লাইলা (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উকাইম আবূ মা’বাদ আল-জুহানীর অসুস্থ অবস্থায় তাকে দেখতে গেলাম। তিনি বিষাক্তি ফোঁড়ায় আক্রান্ত ছিলেন। আমি বললাম, কিছু তাবিজ-তুমার ঝুলিয়ে রাখছেন কেন? তিনি বললেন, মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক কোনকিছু ঝুলিয়ে রাখে (তাবিজ-তুমার) তাকে তাঁর উপরই সোপর্দ করা হয়।

সহীহ, গাইয়াতুল মারাম (২৯৭)।

📚 জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০৭২
হাদিসের মান: সহিহ হাদিস

আর শির্কের ফল কি, সে ব্যপারে মহান আল্লাহ বলেনঃ ''যদি তারা শির্ক করে তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।''
[সূরাহ আন'আমঃ ৬/৮৮]
তিনি আরও বলেনঃ ''নিশ্চয়ই যে আল্লাহ'র সঙ্গে শির্কে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন।''
[সূরাহ মায়েদাহঃ ৫/৭২]
-
তাবিজ ব্যবহার করলে আল্লাহ'র উপর আর ভরসা থাকে না। আপনি যখনই আচমকা কোন বিপদে পতিত হবেন, সাথে সাথে আপনার খেয়াল তখন তাবিজের দিকে যাবে। এই উদ্দেশ্যে যে, তাবিজ থাকতেও কেন বিপদ আসলো? আপনার এই ২-৩ সেকেন্ডের খেয়ালই যথেষ্ট আপনার সমস্ত আমল বরবাদ করে দেয়ার জন্য। তাই আপনাকে উপদেশ দিচ্ছি এখুনি তাবিজ খুলে ফেলুন। কোন বিপদ এলে শুধু আল্লাহ'র কাছেই সাহায্য চান এবং তার উপরই ভরসা রাখুন। অন্তত এটুকু তো মানেন যে, আল্লাহই আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী। তাহলে শুধু আল্লাহ'র উপর ভরসা করতে আপনার সমস্যা কোথায়?

Porovasi mon

05/08/2023

☆জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারনা☆
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
জেনে নিন
খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

Porovasi mon

26/07/2023

খুবই গুরুত্বপূর্ণ বিষয়
#পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থ
↔️দলিলে লিখিত অনেক শব্দ আছে,যার সংক্ষিপ্ত রুপ ব্যবহার করা হয়ে থাকে। এমনও কিছু শব্দ আছে যা খুব কম ব্যবহার হয়। যারা পুরাতন দলিলের ব্যবহৃত শব্দের অর্থ বোঝেন না,তাদের জন্য বিস্তারিত আলোচনা করা হলো।
১) মৌজা ➡️ গ্রাম।
২) জে.এল নং ➡️ মৌজা নং/গ্রাম নম্বর।
৩) ফর্দ ➡️দলিলের পাতা।
৪) খং ➡️ খতিয়ান।
৫) সাবেক➡️ আগের/পূর্বের বুজায়
৬) হাল ➡️বর্তমান।
৭) বং ➡️বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৮) নিং ➡️নিরক্ষর।
৯) গং ➡️আরো অংশীদার আছে।
১০) সাং ➡️সাকিন/গ্রাম।
১১) তঞ্চকতা ➡️ প্রতারণা।
১২) সনাক্তকারী ➡️যিনি বিক্রেতাকে চিনে।
১৩) এজমালী ➡️যৌথ।
১৪) মুসাবিদা ➡️দলিল লেখক।
১৫) পর্চা ➡️বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে।
১৬) বাস্তু ➡️বসত ভিটা।
১৭) বাটোয়ারা ➡️বন্টন।
১৮) বায়া ➡️বিক্রেতা।
১৯) মং ➡️ মবলগ/মোট
২০) মবলক ➡️মোট।
২১) এওয়াজ ➡️ সমপরিমাণ কোন কিছু বদলে সমপরিমাণ কোন কিছু বদল করাকে এওয়াজ বলে।
২২) হিস্যা ➡️অংশ।
২৩) একুনে ➡️যোগফল।
২৪) জরিপ ➡️পরিমাণ।
২৫) এজমালী ➡️কোনো ভূমি বা জোতের একাধিক শরীক থাকিলে তাহাকে এজমালী সম্পত্তি বা এজমালী জোত বলে।
২৬) চৌহদ্দি ➡️সীমানা।
২৭) সিট ➡️নকশার অংশ বা মৌজার অংশের নকশাকে সিট বলে।
২৮) দাখিলা ➡️খাজনার রশিদ।
২৯) নক্সা ➡️ম্যাপ।
৩০) নল ➡️ জমি পরিমাপের নিমিত্তে তৈরী অংশ দণ্ড।
৩১) নাল ➡️ চাষাবাদের উপযোগী ভূমি।
৩২) পিং ➡️ পিতা।
৩৩) জং ➡️ স্বামী।
৩৪) দাগ নং ➡️ জমির নম্বর।
৩৫) এতদ্বার্থে ➡️ এতকিছুর পর।
৩৬) স্বজ্ঞানে ➡️ নিজের বুঝ মতে।
৩৭) সমূদয় ➡️ সব কিছু।
৩৮) ইয়াদিকৃত ➡️ পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম।
৩৯) পত্র মিদং ➡️ পত্রের মাধ্যমে।
৪০) বিং ➡️ বিস্তারিত।
৪১) দং ➡️ দখলকার।
৪২) পত্তন ➡️ সাময়িক বন্দোবস্ত।
৪৩) বদল সূত্র ➡️ এক জমি দিয়া অন্য জমি গ্রহণ করা।
৪৪) মৌকুফ ➡️ মাপ।
৪৫) দিশারী রেখা ➡️ দিকনির্দেশনা।
৪৬) হেবা বিল এওয়াজ ➡️ কোন জিনিসের পরিবর্তে ভূমি/জমি দান করাকে হেবা বিল এওয়াজ বলে।
৪৭) বাটা দাগ ➡️ কাটা দাগ এটি ভগ্নাংশ আকারে থাকে, যার উপরের সংখ্যা আগের দাগ এবং নিচের সংখ্যা এই দাগের বাটা।
৪৮) অধুনা ➡️ বর্তমান।
৪৯) রোক ➡️ নগদ।
৫০) ভায়া ➡️ বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৫১) দান সূত্র ➡️ কোনো ভূমি দলিল মূলে দান করিলে দান গ্রহণকারী দান সূত্রে ভূমির মালিক বলিয়া গন্য হয়।
৫২) দাখিল খারিজ ➡️ কোনো জোতের ভূমি ও জমা হইতে কতেকাংশ ভূমির খরিদ্দার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যাক্তিকে পৃথকভাবে নাম জারি করিয়া দিলে তাহাকে দাখিল খারিজ বলে।
৫৩) তফসিল ➡️ তালিকা, কোনো দলিলের নিম্নভাগে লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে।
৫৪) খারিজ ➡️ যখন কোনো সরকার বা জমিদার কোনো প্রজাকে তাহার অংশীদারের জমা হইতে পৃথকভাবে খাজনা দিবার অনুমতি দেন তখন তাহাকে খারিজ বলে।
৫৫) খতিয়ান ➡️ প্রত্যেক মৌজার এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয় তাহাকে খাতিয়ান বলা হয়। খতিয়ানে তৌজি নম্বর, পরগনার নাম, জে.এল বা গ্রামের নাম, খতিয়ান নম্বর, স্বত্ত্বের বিবরণ মালিকের নাম, তাহার পিতা ও গ্রামের নাম, দাগ নম্বর, প্রত্যেক দাগের উত্তর সীমানা, ভূমির প্রকার অর্থাৎ (ডাঙ্গা, ধানী, ডোবা, পতিত, গর্ত, হালট, ইত্যাদি) দখলকারের নাম, ভূমির ষোল আনা পরিমাণ, হিস্যা ও হিস্যা মত পরিমাণ একর লিখিত থাকে।
৫৬) জরিপ ➡️ সাধারণত কর নির্ধারণ ভিত্তিতেই এই সার্ভে করা হইয়া থাকে।
৫৭) এওয়াজ সূত্র ➡️সমপরিমাণ কোনো ভূমি বা জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা জিনিস প্রাপ্ত হইলে তাহাকে এওয়াজ সূত্রে প্রাপ্ত বলা হয় ইহাকে বদল সূত্রও বলে।
৫৮) অছিয়তনামা ➡️ যদি কোনো ব্যাক্তি মৃত্যুর পূর্বে তাহার ওয়ারিশ বা আত্বীয় স্বজনকে তার স্থাবর- অস্থাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো নির্দেশ দিয়া যান তবে তাহাকে অছিয়তনামা বলে। মৃত্যুর পর উক্ত অছিয়ত প্রবলের জন্য জেলা জজ সাহেব হইতে অনুমতি লইতে হয় হিন্দু ধর্মে উহাকে উইল বলে।
৫৯) তফসিল ➡️ বিক্রিত জমির তালিকা।
৬০) নামজারী ➡️ অন্যান্য অংশীদার থেকে নিজের নাম খতিয়ানে খোলাকে নামজারী বলে।
৬১) অধীনস্থ স্বত্ত্ব ➡️ উপরিস্থিত স্বত্ব বা জমিদারী স্বত্বের অধীনে কোনো স্বত্ত্ব সৃষ্টি করিলে তাহাকে অধীনস্থ স্বত্ত্ব বা নীচস্থ স্বত্ত্ব বলে।
৬২) আলামত ➡️ ম্যাপের মধ্যে গাছপালা, বাড়ীঘর, মন্দির, মসজিদ, গোরস্থান, জলভূমি, ইত্যাদি বুঝাইবার জন্য ব্যবহৃত চিহ্নকে আলামত বলে।
৬৩) আমলনামা ➡️ কোনো ব্যক্তি অন্যের নিকট হইতে কোনো ভূমি নিলাম বা খোস – খরিদ করিয়া ভূমিতে দখল লওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাহাকে আমনামা বলে।
৬৪) আসলি ➡️ মূল ভূমি।
৬৫) আধি ➡️ উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক, অর্ধেক প্রজায় রাখিলে তাহাকে আধি বা বর্গ বলে।
৬৬) ইজারা ➡️ ঠিকা। নির্দিষ্ট খাজনায় নির্দিষ্ট সময়ের জন্য তালুক বা মহলাদির বন্দোবস্ত দেওয়া বা নেওয়া।
৬৭) ইয়াদদন্ত ➡️ স্মারকলিপি।
৬৮) ইন্তেহার ➡️ ঘোষণাপত্র।
৬৯) এস্টেট ➡️১৭৯৩ সালে সরকার বাহাদুর যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়াছেন তাহাদিগকে জমিদারী বা এস্টেট বলে।
৭০) ওয়াকফ ➡️ ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি।
৭১) কিত্তা ➡️ চারিটি আইন দ্বারা বেষ্টিত ভূমি খন্ডকে এক একটি কিত্তা বা পট বলে।
৭২) কিস্তোয়ার জরিপ ➡️ গ্রামের অন্তর্গত জমিগুলো কিত্তা কিত্তা করে জরিপ করার নাম কিস্তোয়ার
৭৩) কিস্তি ➡️ নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দিবার অঙ্গীকার বা ব্যবস্থা।
৭৪) কায়েম স্বত্ত্ব ➡️ চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েম স্বত্ত্ব বলে।
৭৫) কবুলিয়ত ➡️ মালিকের বরাবরে স্বীকারোক্তি করিয়া কোনো দলিল দিলে তাহাকে বকুলিয়ত বলে। কবুলিয়াত নানা প্রকার। যথা- রায়তি, দর রায়তি, কোর্ফা ও আদি বর্গা কবুলিয়াত।
৭৬) কটকোবালা ➡️ সুদের পরিবর্তে মহাজনের দখলে জমি দিয়া টাকা কর্জ করত: যে দলিল দেওয়া হয় তাহাকে কটকোবালা বল।
৭৭) কান্দা ➡️ উচ্চ ভূমি। গোবামের সন্নিকটস্থ ভূমিকেও কান্দা বলে।
৭৮) কিসমত ➡️ মৌজার অংশকে কিসমত বলে।
৭৯) কোলা ভূমি ➡️ বসত বাড়ীর সংলগ্ন নাল জমিকে কোলা ভূমি বলে।
৮০) কোল ➡️ নদীর কোনো ছোট অংশ তাহার প্রধান স্রোতের সহিত বা হইতে সংযুক্ত হইয়া গেলে তাহাকে কোল বলে।
৮১) খানাপুরী ➡️ প্রাথমিক স্বত্ত্ব লিপি। ইহা রেকর্ড অব রাইটস তৈরির ধাপ। খসড়া ও খতিয়ানের কলাম বা ঘর পূরণ করাই ইহার কাজ।
৮২) খামার ➡️ ভূম্যধিকারী খাস দখলীয় ভূমিকে খামার, খাস-খামার, নিজ জোত বা কমত বলে।
৮৩) খাইখন্দক ➡️ ডোবগর্ত, খাল, নালা ইত্যাদি চাষের অযোগ্য ভূমিকে খাইখন্দক বলে।
৮৪) খিরাজ ➡️ কর, খাজনা।
৮৫) খানে খোদাঃ মসজিদ।
৮৬) খসড়াঃ জমির মোটামুটি বর্ণনা।
৮৭) গর বন্দোবস্তিঃ যে জমির কোনো বন্দোবস্ত দেওয়া হয় নাই।
৮৮) গরলায়েক পতিতঃ খাল, নালা, তীরচর, ঝাড়, জঙ্গল ইত্যাদি অনাবাদি ভূমিকে গরলায়েক পতিত বলে।
৮৯) গির্বিঃ ➡️বন্ধক।
৯০) চক ➡️ থক বসত ম্যাপের এক একটি পটকে চক বলে।
৯১) জমা বন্দী ➡️ খাজনার তালিকা।
৯২) চাকরাণ ➡️ জমিদার বাড়ীর কাজ-কর্ম নির্বাহ করণার্থে ভোগ-দখল করিবার নিমিত্তে যে জমি দেওয়া হয় তাহাকে চাকরাণ বলে।
৯৩) চাঁদা ➡️ জরিপ কার্যে নির্দিষ্ট করা স্টেশনকে চাঁদা বলে।
৯৪) চটান ➡️ বাড়ীর সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে চটান বলে।
৯৫) চালা ➡️ উচ্চ আবাদি ভূমি (পুকুরের পাড় ইত্যাদি)
৯৬) চর ➡️ পলিমাটি গঠিত ভূমি।
৯৭) জবর-দখল ➡️ জোরপূর্বক দখল।
৯৮) জমা ➡️ এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে খাজনা দেওয়া হয় তাহাকে এক একটি জমা বলে।
৯৯) জোত ➡️ এক প্রকার প্রজাস্বত্ত্ব।
১০০) জজিরা ➡️ নাব্য নদীতে যে দ্বীপ গঠিত হয় তাহাকে জজিরা বলে।
১০১) জায়সুদী ➡️ হস্তান্তরকরণ ক্ষমতা ব্যতীত কিয়ং কালের জন্য বন্ধক। অর্থাৎ মহাজনের নিকট বন্ধক দিয়া যদি এই মর্মে টাকা কর্জ করা যায়, যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে ততদিন পর্যন্ত মহাজন উক্ত জমি ভোগ-দখল করিতে থাকিবেন, তবে তাহাকে জায়সুরি বলে।
১০২) জালি ➡️ এক প্রকার ধান যাহা জলাভূমিতে জন্মে।
১০৩) টেক ➡️ নদী ভগ্নস্থান ভরাট হইয়া যে পয়স্তি উৎপন্ন হয় তাহাকে টেক বলে।
১০৪) টাভার্স ➡️ ঘের জরিপ।
১০৫) ঠিকা রায়ত ➡️ নির্দিষ্ট মেয়াদে সাময়িকভাবে দখলকারকে ঠিক রায়ত বলে অথবা যে রায়তের কোনো দখলি স্বত্ত্ব নেই।
১০৬) ঢোল সহরত ➡️ কোনো ক্রোক, নিলাম ইস্তেহার বা দখলি পরওয়ানা সরজমিনে ঢোল পিটাইয়া জারি করাকে ঢোল সহরত বলে।
১০৭) তামিল ➡️ আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা।
১০৮) তামাদি ➡️ খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হইলে তাহাকে তামাদি বলে।
১০৯) তুদাবন্দী ➡️ সীমানা নির্দেশ।
১১০) তহশিল ➡️ খাজনাদি আয়ের নিমিত্ত নির্দিষ্ট এলাকাকে তহশিল বলে।
১১১) তলবানা ➡️ সমন জারির সময় পিয়নকে প্রদত্ত ফিস।
১১২) তলববাকী ➡️ বকেয়া খাজনা আদায়ের কিস্তি।
১১৩) তালুক ➡️ নিম্নস্থ স্বত্ত্ব।
১১৪) তরমিমঃ শুদ্ধকরণ।
১১৫) তরতিব ➡️ শৃংখলা।
১১৬) তৌজি ➡️ ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তীয় ভূমির জন্য কালেক্টরীতে যে রেজিষ্ট্রী বই থাকে তাহাকে তৌজি বলে। প্রত্যেক তৌজির ক্রমিক নম্বর থাকে। জমিদারের অধীন প্রজার জোতকেও তৌজি বলা হয়।
🔸১১৭) দিয়ারা ➡️পলিমাটি দ্বারা গঠিত চর।
১১৮) দর পত্তনী ➡️ পত্তনীর অধীন।
১১৯) দখলী স্বত্ত্ব বিশিষ্ট প্রজা ➡️ দখলদার হিসেবে যে প্রজার স্বত্ত্ব আছে।
১২০) দশসালা বন্দোবস্ত ➡️ দশ বৎসরের মেয়াদে বন্দোবস্ত দেওয়াকে দশসালা বন্দোবস্ত বলে।
১২১) দিয়ারা ➡️ পলিমাটি দ্বারা গঠিত চর।
১২২) দাগ নম্বর ➡️মৌজা নকশায় প্রত্যেক প্লটের যে সিরিয়াল নম্বর বসান হয়,তাহাকে দাগ নম্বর বলে।
১২৩) দরবস্ত ➡️ সমুদয়।
১২৪) নথি ➡️ রেকর্ড।
১২৫) দেবোত্তর ➡️ দেবতাদিগকে প্রদত্ত নিষ্কর ভূমি।
১২৬) দেবিচর ➡️ যে সকল বালুচর সাধারণ জোয়ারের পানিতে ডুবিয়া যায় তাহাদিগকে দেবিচর বলে।
১২৭) দিঘলি ➡️ নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায়কারী একপ্রকার প্রজা।
১২৮) নক্সা ভাওড়ন ➡️ পূর্ব জরিপ অনুসারে গ্রামের সীমাগুলো এখন আর ঠিক মতো পাওয়া যায় না। ফলে সীমানা লইয়া প্রায়ই জমিদারের মধ্যে ঝগড়া বাঁধে। পূর্বের ফিল্ডবুক অনুসারে প্রত্যেক লাইনের মাপ ও বিয়ারিং লইয়া, লাইনটি প্রথমে যেখানে যেভাবে ছিল, তা চিহ্নিত করিয়া, কোন জমি কোন মৌজার অন্তর্গত,তাহা ঠিক করার নামই,নক্সা ভাওড়ান বা রিলেইং বাউন্ডারীজ।
১২৯) নামজারী ➡️ ভূম্যধিকারী সরকারের সাবেক নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তির নাম রেজিস্ট্রী করাকে নামজারী বলে।
🔸১৩০) নাম খারিজ বা জমা খারিজ ➡️ ১৬ আনা জোতার মোট জমা হইতে নামজারীকৃত ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমির জমা ১৬ আনা জোতার জমার হার অনুসারে জাম ভাগ করিয়া দিয়া পৃথক জমা সৃষ্টি করাকে নাম খারিজ বা জাম খারিজ।

Porovasi mon

26/07/2023

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার =
২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর
জেনে নিন
খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।


Porovasi mon

18/07/2023

“যে সহজ সরল জীবনযাপন করে

সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য॥

Porovasi mon

16/07/2023

“ আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥

Porovasi mon

16/07/2023

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন .. #রবীন্দ্রনাথ ঠাকুর ...
Porovasi mon

14/07/2023

Love means to reach for the sky
and with every breath to tear a
hundred veils. Love means to step
away from the ego, to open the
eyes of inner vision and not to take
this world so seriously
" "
Porovasi mon

24/06/2023

মেয়েদের আবাসিক পড়া শরিয়তে নেই, সেটা ইডেন হোক বা মহিলা মাদ্রাসা।
এটা এতো আহাম যে একটি মেয়ের ফরয হজ্বও মাহরাম ছাড়া করার অনুমতি নেই

Porovasi mon

সাইয়্যিদুনা জুনায়েদ আল বাগদাদীর একজন ছাত্র ছিল যাকে তিনি তার প্রিয় মনে করতেন এবং শায়খ লক্ষ্য করেছিলেন যে অন্যান্য ছা...
28/03/2023

সাইয়্যিদুনা জুনায়েদ আল বাগদাদীর একজন ছাত্র ছিল যাকে তিনি তার প্রিয় মনে করতেন এবং শায়খ লক্ষ্য করেছিলেন যে অন্যান্য ছাত্ররা সেই ছাত্রের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে।

কিছু দিন পর, তিনি তার সমস্ত ছাত্রদের একত্রিত করলেন এবং তাদের প্রত্যেককে একটি করে মুরগি এবং একটি ছুরি দিলেন এবং তাদের বললেন: "যাও এবং এটি (মুরগি) এমন জায়গায় জবাই কর যেখানে কেউ তোমাকে দেখছে না।"

তারা সবাই গিয়ে তাদের মুরগি জবাই করল কিন্তু আশ্চর্যজনকভাবে তার প্রিয় শিষ্য মুরগিটিকে জীবিত ফিরিয়ে আনল। তখন তাকে জিজ্ঞেস করা হলো, "তুমি তোমার মুরগি জবাই করলে না কেন?"

তিনি সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন: "আমি এমন একটি জায়গা খুঁজে পাইনি যেখানে কেউ আমাকে দেখছে না। আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ আমাকে দেখতে পারেন।

তিনি যা বললেন তা শোনার পর, শায়খ অন্যান্য সাহাবীদের বললেন: “তার যে প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি রয়েছে, তা তোমাদের কারও কাছে নেই। এটা আমি তার সম্পর্কে পছন্দ করি।"

08/03/2023

বসে ভাবি নিরালায়
আগে তো বুঝি নাই বন্ধের পিরিতের জ্বালা
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়ারে বন্ধে মায়া লাগাইছে!
Porovasi mon

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উৎপাদিত পণ্য গুলি1) তামার বৃহত্তম উৎপাদক - জাম্বিয়া 🇿🇲 2) কয়লার বৃহত্তম উৎপাদক - দক্ষিণ আফ্র...
06/03/2023

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উৎপাদিত পণ্য গুলি
1) তামার বৃহত্তম উৎপাদক - জাম্বিয়া 🇿🇲
2) কয়লার বৃহত্তম উৎপাদক - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
3) হীরার বৃহত্তম উৎপাদক - বতসোয়ানা 🇧🇼
4) সোনার বৃহত্তম উৎপাদক - ঘানা 🇬🇭
5) সিমেন্টের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
6) সবচেয়ে বড় সার উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
7) জাহাজ, নৌকার বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
😎 গাড়ির বৃহত্তম উৎপাদক - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
9) ধানের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
10) কোকোর বৃহত্তম উত্পাদক এবং বিশ্বের বৃহত্তম - আইভরি কোস্ট 🇮🇪
11) সবচেয়ে বড় ইস্পাত উৎপাদক - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
12) চিনির বৃহত্তম উৎপাদক - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
13) সবজি পাতার বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
14) তুলা উৎপাদনকারী বৃহত্তম দেশ - বেনিন প্রজাতন্ত্র 🇧🇯
15) বৃহত্তম চা উৎপাদনকারী - কেনিয়া 🇰🇪
16) বৃহত্তম ইয়াম উৎপাদনকারী এবং বিশ্বের বৃহত্তম- নাইজেরিয়া 🇳🇬
17) বৃহত্তম কাসাভা উৎপাদনকারী এবং বিশ্বের বৃহত্তম- নাইজেরিয়া 🇳🇬
18) বৃহত্তম সঙ্গীত প্রযোজক - নাইজেরিয়া 🇳🇬
19) বৃহত্তম চলচ্চিত্র প্রযোজক - নাইজেরিয়া 🇳🇬
20) বৃহত্তম ফুল উৎপাদনকারী - কেনিয়া 🇰🇪
21) বৃহত্তম কফি উৎপাদনকারী - ইথিওপিয়া 🇪🇹
22) বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী - নাইজেরিয়া 🇳🇬
23) মুরগির বৃহত্তম উৎপাদক - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
24) ডিমের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
25) বৃহত্তম দুধ উৎপাদনকারী - কেনিয়া 🇰🇪
26) প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
27) প্লাটিনামের বৃহত্তম উৎপাদক এবং বিশ্বের বৃহত্তম - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
28) বৃহত্তম গরু উৎপাদক - ইথিওপিয়া 🇪🇹
29) পাম তেলের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
30) লবণের বৃহত্তম উৎপাদক - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
31) সবচেয়ে বড় ওয়াইন উৎপাদক - দক্ষিণ আফ্রিকা 🇿🇦
32) আফ্রিকা এবং বিশ্বে আফ্রিকান ক্যাটফিশের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
33) মাছের বৃহত্তম উৎপাদক - মিশর 🇪🇬
34) বৃহত্তম মধু উৎপাদক - ইথিওপিয়া 🇪🇹
35) চিনাবাদামের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
36) চিনাবাদাম মাখনের বৃহত্তম উৎপাদক - নাইজেরিয়া 🇳🇬
37) সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ - তানজানিয়া 🇹🇿
38) কাজুবাদামের বৃহত্তম উৎপাদক - আইভরি কোস্ট 🇮🇪
Porovasi mon

Porovasi mon
05/03/2023

Porovasi mon

কাজী নজরুল ইসলাম মেহেদি পাতার সবুজ বুকে যে কত ‘খুন’ লুকানো থাকে, কে তার খবর নেয়!.....Porovasi mon
25/09/2022

কাজী নজরুল ইসলাম

মেহেদি পাতার সবুজ বুকে যে কত ‘খুন’ লুকানো থাকে, কে তার খবর নেয়!.....
Porovasi mon

Address

Bazra Bazar
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Porovasi mon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Porovasi mon:

Videos

Share