24/08/2023
পাকিস্তানের পেস অ্যাটাক আসলেই দুর্দান্ত! আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যারিস রউফ (5-18) এবং শাহীন শাহ আফ্রিদি (2-9) আলাদাই বোলিং করলেন! সঙ্গে নাশিম শাহও কম যান না!
এই পাকিস্তানের সঙ্গেই ক'দিন পর এশিয়া কাপের ম্যাচ খেলতে নামবে ভারত। এই পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় শুরুর দিকের ওভারগুলো একটু দেখে খেললে বা পাওয়ারপ্লে-তে উইকেট না হারালে বড় রান তুলতে খুব একটা সমস্যা হবে না আশা করি। 2017 চ্যাম্পিয়নস ট্রফি এবং 2019 বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের মধ্যে যে প্রধান পার্থক্য ছিল, তা হল ভারতের পাওয়ারপ্লে-র ব্যাটিং। 2017 চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে প্রথম 10 ওভারের মধ্যে 3 টে উইকেট পড়ে গেছিল ভারতের, এবং দল আর ঘুরে দাঁড়াতে পারেনি! অপরদিকে 2019 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রোহিত-রাহুলের মধ্যে 136 রানের একটা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ হল, এবং ভারতও বিশাল রান তুলতে সক্ষম হল।
অর্থাৎ, পাকিস্তানের বিপক্ষে প্রথম 10 ওভারে 30-35 রান এলেও কোনও সমস্যা নেই, কিন্তু উইকেট যেন না পড়ে! এক্ষেত্রে রোহিত-গিলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাকিস্তানের পেসাররা কিন্তু নতুন বলে ভয়ংকর! এবং একবার ছন্দ পেয়ে গেলে তারা যে কী করতে পারেন, তা আজ আফগানদের 59 রানে অল আউটই বুঝিয়ে দিচ্ছে! 😅