Faysal Ahmed

Faysal Ahmed Hi! I am a professional Digital Marketer and Freelancer. I will Provide a Highly satisfying service..

 #চাকরি_খুঁজে__বেকারত্বের_হতাশায়_না_ভুগে।💁‍♂️ ডিজিটাল যুগে স্মার্ট ইনকাম করুন ঘরে বসে অনলাইনের মাধ্যমে।ডিজিটাল মার্কেটিং...
15/12/2023

#চাকরি_খুঁজে__বেকারত্বের_হতাশায়_না_ভুগে।

💁‍♂️ ডিজিটাল যুগে স্মার্ট ইনকাম করুন ঘরে বসে অনলাইনের মাধ্যমে।ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনি নিজেকে দক্ষ করুন।

💁‍♂️ চাকরি থেকে আপনাকে অবসর গ্রহণ করতে হবে।চাকরি কোন কারনে চলে যেতে পারে।
কিন্তু দক্ষতা অর্জন করলে দক্ষতা কখনো চলে যাবে না!!! এবং দক্ষতা কাজে লাগিয়ে আপনি সারাজীবন #ইনকাম করতে পারবেন।

💁‍♂️ তাহলে আর দেরী না করে এখনিই
ফ্রিল্যান্সিং শিখা শুরু করতে পারেন, ঘরে বসে ইনকাম লক্ষ্যে।
ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানতে অংশগ্রহণ করতে পারেন, এই অনলাইন সেমিনারে....👇👇👇

বিস্তারিত জানতে ইনবক্স করুন।👇


সময়ের মূল্য...!!!💯* এক গ্রামে দুই বন্ধু ছিল সায়েম এবং জিসান। দুজনে ছােটবেলা থেকে খুব ভালাে বন্ধু এবং পড়াশােনায়ও খুব ভ...
10/12/2023

সময়ের মূল্য...!!!💯

* এক গ্রামে দুই বন্ধু ছিল সায়েম এবং জিসান। দুজনে ছােটবেলা থেকে খুব ভালাে বন্ধু এবং পড়াশােনায়ও খুব ভালাে। দুইজনেরই স্বপ্ন বিশ্ব ভ্রমণ করার আর লাইফে একজন সাকসেসফুল মানুষ হওয়ার।‌❤☺️

* তারা প্রতিদিনই এই নিয়ে আলােচনা করত কবে তাদের এমন দিন আসবে যবে যখন তারাসাকসেসফুল হয়ে সুখী জীবন-যাপন করবে। এইভাবে সায়েম ও জিসান বড় হতে লাগল। কিছুকাল পর দুজনই একি ভার্সিটিতে ভর্তি হল। এতদিন দুজনের জীবনে একই ভাবে চলছিল কিন্তু ভার্সিটিতে কলেজে ভর্তি হওয়ার পর দুজনের জীবনে অনেক পরিবর্তন হয়ে গেল।

* জিসান এখন বেশিরভাগ সময় পড়াশােনা না‌ করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে এবং টাইম‌ পাস করে অন্যদিকে সায়েম বেশিরভাগ সময় পড়াশােনা করে আর ফ্রী টাইমে বিভিন্ন স্কিল নিয়ে কাজ করে তারপর মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়।

* একদিন সায়েম, জিসানকে বলল তুই কিন্তু পড়াশােনা করছিস না এরকম চললে তুই ফেল করবি। এই শুনে জিসান বললাে আরে এই তাে সময় লাইফ এনজয় করার এখন না করলে কি বুড়াে হলে করবাে নাকি! এই ভাবে দিন কাটতে লাগলাে। সায়েম প্রতিদিন পড়াশােনা প্রজেক্ট এসব নিয়ে সময় কাটাতাে আর জিসান সারাদিন আচ্ছা মুভি,মােবাইল , এসব নিয়ে সময় কাটাতাে। এইভাবে চার বছর কেটে গেল, চার বছর পর তাদের কলেজে বিভিন্ন কোম্পানি আসতে লাগলাে তাদের চাকরি দেওয়ার জন্য।সায়েমের একটা বড় কোম্পানিতে অনেক টাকা বেতনের চাকরি পেল আর জিসান কে কোন বড় কোম্পানিই চাকরি দিল না কারণ তার নাম্বার খুব কম ছিল আর তার কোনো স্কিলও ছিলনা।অবশেষে জিসান একটা ছােট্ট কোম্পানিতে খুব কম বেতনের চাকরি পেল।💯

* এক বছর পর তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল। জিসান এখনােও ভালাে চাকরির সন্ধানে ঘুরছে কিন্তু কোন ভালাে কোম্পানি তাকে চাকরি দিচ্ছে না কারণ তার কোনো স্কিল নেই। টাকার অভাবে সে এখন আর বন্ধুদের সঙ্গে পার্টি করে না, তাকে রােজ বারাে ঘন্টা করে কাজ করতে হয় তাই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ও পায় না।
কলেজ লাইফে সায়ন যতটা খুশির ছিল এখন তার দ্বিগুণ দুঃখে কাটছে আর অন্যদিকে সায়েম বাড়ি গাড়ি সব করেছে উইকেন্ডে বন্ধুদের সঙ্গে পার্টি করে সময় কাটায় এবং মুভি দেখতে যায় এবং খুব খুশিতে দিন কাটছে তার। সময়ের সঠিকভাবে ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন ভােগ করতে হবে যেমন জিসান এখন করছে।❤️💪

* তাই "সময়ের মূল্য দিন কারণ সময়ের মূল্য না দিলে সময়ও আপনাকে মূল্য দেবে না"। সময়কে সঠিক ভাবে ব্যবহার করূন, সময় পেড়িয়ে গেলছ আর কখনো ফিরে আসবে না।💪

🎯বস ভালো নাকি লিডার??🤔🤵 বস.....নামটা চাকরিজীবি ভাই -বোন দের অনেক পরিচিত। কিন্তু বস এর মানে তারা ই জানে যারা চাকরির স্বাদ...
09/12/2023

🎯বস ভালো নাকি লিডার??🤔

🤵 বস.....নামটা চাকরিজীবি ভাই -বোন দের অনেক পরিচিত। কিন্তু বস এর মানে তারা ই জানে যারা চাকরির স্বাদ নিয়েছে।🙆‍♂️🍀 চাকরির ক্ষেত্রে একজন বস তার কর্মীদের দ্বারা নিজের কাজ শেষ করে এবং প্রয়োজন শেষ হলে আবার চাকরি থেকে বের করে দেয়।😶😶

⛔কিন্তু লিডার সম্পুর্ন আলাদা... ♥️ ভালোবাসার আর এক নাম।।।। যে মানুষকে বাঁচতে শিখায়.....ছোট ছোট মানুষকে নিজের হাতে বড় করে তুলে যে তার ই নাম লিডার। একজন মানুষ কিভাবে সফল হবে তা নিয়ে সেই মানুষটির থেকেও বেশি চিন্তিত থাকে যে, তার ই নাম লিডার 🍀🍀

📢হয়তো একদল মানুষ আমাকে এবলবে আপনি কি জানেন চাকরি জীবনের....😒😒 হ্যা আমি খুব বেশি জানি না কিন্তু যতটা জানি যথেষ্ট।।।।।।

🚫আর ফ্রিল্যান্সিং সেক্টর আমাকে শিখিয়েছে....আমাকে স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্নের দিকে ধিরে ধিরে এগিয়ে নিয়ে যাচ্ছে🚶‍♀️🚶‍♀️আর এইখানে কোন বস অর্ডার করে না এমন কি এইখানে কোন বস ই নেই😑

অনেক বেশি গর্বিত এমন একটি সেক্টর এ কাজ করতে পেরে😊😊

09/12/2023

#ফ্রিল্যান্সিং_ক্যারিয়ার_ও_অনলাইনে_আয়_বিষয়ক_ফ্রী_সেমিনার....!!!♥️

💁‍♂️ এই অনলাইন জীবনে মেটা ভার্স এর জগতে স্কিল এর বিকল্প আর কোনো কিছুই নাই।😲

💁‍♂️ ঘরে বসে না থেকে স্কিল ডেভেলপমেন্ট করে বেকারত্ব সমস্যা দূর করুন..!!,🫰

💁‍♂️ আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক তরুণ ফ্রিলান্সিং করে নিজেকে এগিয়ে নিয়েছে ! প্রতিনিয়ত শিখছে ইনকাম করছে।

💁‍♂️ তাই আর দেরি না করে সময়টাকে অযথা নষ্ট না করে ফ্রিল্যান্সিং শিখে স্কিলটাকে ডেভেলপ করুন।

💁‍♂️ ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নির্ভর করে আপনার কাজের উপর ।
ফ্রিল্যান্সিংয়ে যদি সঠিক গাইডলাইন পাই তাহলে আপনি খুব সহজেই সফল হতে পারবেন।
তাই আইটিতে দক্ষ হন ও নিজেকে গড়ে তুলুন।

👉 যারা ফ্রিল্যান্সিং বিষয়ক এই ফ্রি সেমিনারটি করতে চাচ্ছেন, তারা আমাকে ইনবক্স বা কমেন্ট করতে পারেন।

 !😍❤️Those who passed the skill test got the opportunity to work in the local marketplace with success biz family!💪 I am...
15/10/2023

!😍❤️

Those who passed the skill test got the opportunity to work in the local marketplace with success biz family!💪
I am very proud of your activity.🥰

সাকসেস বিজ ফেমিলির সাথে লোকাল মার্কেটপ্লেসে সুন্দর একটা কেরিয়ার হোক সেই দোয়া রইল সবার জন্য!🤲
আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল!❤️


 #গ্রাজুয়েশন_কমপ্লিট  করে_যখন_চাকরির_ক্ষেত্রে_শুনতে_হয়_অভিজ্ঞতা_আছে_কী?তখন আমরা হতাশ হয়ে যাই‌। অনেকেই সরকারকে ২কথা শু...
24/09/2023

#গ্রাজুয়েশন_কমপ্লিট করে_যখন_চাকরির_ক্ষেত্রে_শুনতে_হয়_অভিজ্ঞতা_আছে_কী?

তখন আমরা হতাশ হয়ে যাই‌। অনেকেই সরকারকে ২কথা শুনাতেও দ্বিধাবোধ করি না। কিন্তু আপনার বেকারত্বের জন্য দায়ী কী সরকার? 🤔

আপনি যদি মনে করেন সরকার দায়ী। তাহলে আপনি এখনো প্রাচীন যুগে পরে আছেন। কারন ডিজিটাল যুগে স্কুল,কলেজ, সরকারি - বেসরকারি সব প্রতিষ্ঠানের, অফিসিয়াল কার্যক্রম ইলেকট্রনিক ডিভাইস দ্বারা পরিচালিত। সেখানে অনলাইন ভিত্তিক দক্ষতার প্রাধান্য থাকাটাই স্বাভাবিক। 💯

💁আপনি যদি পড়াশোনার পাশাপাশি অনলাইন দক্ষতা অর্জন করতেন। তাহলে যখন দক্ষতার প্রশ্ন আসতো তখন আপনি আপনার দক্ষতা তুলে ধরতে পারতেন। দক্ষতা কাজে লাগিয়ে নিজের পরিচিতি গড়ে তুলতে পারতেন। বেকারত্বের হতাশায় ভুগতে হতো না।

💁সবাইকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে অনলাইন দক্ষতা অর্জন করা উচিত।



Congratulations!!🌹Irin AkterFor Your Achievement!💪 #মেয়েরাও_চাইলে_পারে_সকল_বাধা_অতিক্রম_করে_নিজের_গন্তব্যে_পৌঁছাতে!💪লোকা...
12/09/2023

Congratulations!!🌹
Irin Akter
For Your Achievement!💪

#মেয়েরাও_চাইলে_পারে_সকল_বাধা_অতিক্রম_করে_নিজের_গন্তব্যে_পৌঁছাতে!💪
লোকাল মার্কেটপ্লেসে 1st Rank Achieved!😱

* ফ্যামিলি প্রবলেম, স্টাডি প্রবলেম আরো নানানরকম প্রবলেম পেস করেও থেমে যাননি।
এমনকি নিজের মোবাইলটা পর্যন্ত হারিয়ে গিয়েছে, তাও তিনি হাল ছাড়েননি। বরং আরো দৃঢ়তার সাথেই কাজ করে গিয়েচে বিধায় আজকের এই অর্জনটি এসেছে।
তাই বলতেই হয় যে, আপনি পেরেছেন শুধু আপনার চেষ্টার কারণে।
আলহামদুলিল্লাহ কোনো বাধায় আপনাকে আটকে রাখতে পারেনি।

* অনেক সময় জীবনে চলার পথে আমরা হতাশ হয়ে পরি, বুজতে পারি না কি করলে এই হতাশা, ব্যার্থতা থেকে । সেই সময় মনে হয় যে, আমার দ্বারা হয়তো হবেনা। কিন্তু বিশ্বাস করেন এসব বাধাগুলোও পার করেও যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাইলে সফলতা একদিন না একদিন আপনার আসবেই।✌️💪
আইরিন আপুর গল্পটাও ঠিক এমনি, হার না মানার ফলেই আজকে আপনার এই অর্জনটি।💪❤️

* আর মানুষ কখনও ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়।কোন অর্জন ই সহজ হয় না। একদিনেই অনেক বড় অর্জন চলে আসে না, ছোট ছোট অর্জনের মধ্য দিয়েই বড় অর্জনের দিকে আমরা আগাই।
একদিনেই অনেককিছু করা সম্ভব না, একটু একটু করেও বিশাল সমুদ্রও পাড়ি দেওয়া যায়।

* আলহামদুলিল্লাহ, আইরিন আপুকে আমি নিজের আরেকটা ছোটবোন মনে করি। আমার বোনটার জন্য অনেক অনেক শুভকামনা for Achieving PFM rank🌹🌹

* দোয়া রইল যাতে এভাবে বাকি পদবী গুলো অর্জন করে দ্রুত গ্লোবাল হিসেবে আপনাকে দেখতে পাই। 😍

Success Biz Family
The Future Begins Here!❤️

 #পরিশ্রম* অনেকেই কখনো চাইনা না যে পরিশ্রম করতে,আর আপনিও যদি পরিশ্রম করতে না চান, তাহলে অযথা আপনার জীবন নিয়ে বড় কোনো স্ব...
31/08/2023

#পরিশ্রম

* অনেকেই কখনো চাইনা না যে পরিশ্রম করতে,
আর আপনিও যদি পরিশ্রম করতে না চান, তাহলে অযথা আপনার জীবন নিয়ে বড় কোনো স্বপ্ন দেখা বাদ দিন। ❌

* তবে এটা সত্য যে, পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই পূরণ হবেনা। পরিশ্রম ছাড়াই আপনার লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। তাই পরিশ্রম না করে কোনো কিছুই অর্জন করার চিন্তা বাদ দিন।
অন্যথায় এটি সমাজে একটি নেগেটিভ উদাহরণ সৃষ্টি করবে যে, "মানুষ তার স্বপ্নের সমান কিছুই অর্জন করতে পারে না"। কিন্তু এটা সত্য নয়।

* Ex: একটি শিক্ষামূলক উদাহরণ দিতে গেলে, একজন ছাত্র A+ পেতে চায়,কিন্তু সে পড়াশোনা করতে চায়না।
কিন্তু তার জন্য প্রয়োজন ভালোভাবে দিনরাত পড়াশোনা করা।
আর তার শিক্ষক বলতো, "তুমি যত পড়াশোনা করবে তত রেসাল্ট ভালো করবে। আর সে হঠাৎ জেদ করেই পড়াশোনা করতে শুরু করে দেয়।
আর সত্যিকারের তার পরিশ্রমের ফলে সে A+ পায়।
তার শ্রম এবং সমর্পণ দেখে তর শিক্ষকও অত্যন্ত আশ্চর্য এবং গর্বিত হন।

* আপনি যখন পরিশ্রম করেন তখন আপনার স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হতে থাকেন, আর তখনই আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। জীবন কোনো লটারি নয় যে,❌ আপনি যেটা চান সেটা কোনো পরিশ্রম চাড়াই অটোমেটিক আপনার কাছে চলে আসবে বরং পরিশ্রমের মাধ্যমেই আপনি আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেন।

* আর তাই আর আপনিও যদি পরিশ্রম করতে না চান, তাহলে অযথা আপনার জীবন নিয়ে বড় কোনো স্বপ্ন দেখা বাদ দিন। ❌

30/08/2023

#মাশাআল্লাহ....!!!😍
...!👇


* অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো,যেনো এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন মতো... 🤲❤️

* আর সবাই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন ফ্রিল্যান্সিং করার পাশাপাশি লোকাল মার্কেটপ্লেস নিজের একটা সুনিশ্চিত ও সুন্দর ক্যারিয়ার গড়তে পারে।

"আপনার মনের ইচ্ছে যেন পূরণ করতে পারেন সেই আশা ব্যক্ত করছি।

We Are Proud Of You.
Go Ahead & May Allah Bless you 🤲


Success biz family

 #কারো সাথে ধাক্কা লাগলে সরি (Sorry)টা আপনি আগে বলে দিয়েছেন, মানে আপনি জিতে গেছেন। Just a single word can change your pe...
29/08/2023

#কারো সাথে ধাক্কা লাগলে সরি (Sorry)টা আপনি আগে বলে দিয়েছেন, মানে আপনি জিতে গেছেন। Just a single word can change your personality.

🔳 কোথাও কোনো ভুল করেছেন? কোনো অহংকার না রেখে দ্রুত ক্ষমা চেয়ে নিতে পেরেছেন, মানে আপনি জিতে গেছেন।

🔳 'আমি এখন ব্যস্ত আছি' বলে ফোনটা রেখে না দিয়ে বরং যদি বলতে পারেন 'ফ্রি হয়ে আমি কল ব্যাক করছি' তার মানে আপনি ভদ্রতা দেখিয়েছেন। একই কাজ একটু ভিন্নভাবে করলেই সেটা সুন্দর হয়ে যায়, পরিস্থিতিও বদলে যায়।

🔳 'দেখা করার সময় নেই' বলে কাউকে বিদায় না দিয়ে বরং যদি বলতে পারতেন, 'একদিন সময় করে আপনার সাথে দেখা করবো' তবে ব্যাপারটা শুনতে কত ভালোই না লাগত! কাজ কিন্তু একই অর্থাৎ এই মুহুর্তে দেখা করতে পারছেন না। কিন্তু বলার ভিন্নতার কারণে ব্যাপারটা কত সুন্দর হয়ে গেল।

🔳 ধরেন কেউ আপনার কাছে এমন কিছু একটা সাহায্য চাইলো যেটা দেয়ার সামর্থ্য আপনার নেই। কী বলবেন তাকে? 'আমি সাহায্য করতে পারব না' - ডাইরেক্ট বলে দিবেন? এভাবে বললে তিনি কষ্ট পাবেন। ব্যাপারটা এভাবেও বলা যায় -'আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারলে আমার ভালো লাগত।' তার মানে তিনি বুঝে নিবেন আপনি সাহায্য করতে পারছেন না এবং তার জন্য দুঃখ প্রকাশ করছেন। একই বিষয় শুধু বলার ভিন্নতার কারণে কত সুন্দর হয়ে উঠে।

🔳 ধার নেয়া জিনিস সময়মত ফেরত দেয়াটা ব্যক্তিত্ব। যদি ফেরত সময়মত দেয়া না যায়, তবে অন্তত ঐদিন ফোন দিয়ে সরি বলাটা ভদ্রতা। তিনি আপনাকে একবার ধার দিয়ে যেন এই সিদ্ধান্ত না নেন, তিনি আর কখনোই আপনাকে কিছু ধার দিবেন না। এমনকি জরুরি প্রয়োজনেও না।

পৃথিবীটা সুন্দর। আসুন ব্যক্তিত্ব আর আচরণ দিয়ে সব সাজিয়ে তুলি। কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে তা দু লাইনে ব্যাখ্যাসহ জানাবেন। আমিও শিখতে চাই আপনার থেকে।
_____________________
সূত্র: Freelancer Rubayet 💝🥰

Congratulations!!🌹For Your Achievement!💪Brand New PFMJunayed Hossen Jitu* Zunayed Hossen Jitu ভাইয়া একজন স্টুডেন্ট। বর্ত...
29/08/2023

Congratulations!!🌹
For Your Achievement!💪
Brand New PFM
Junayed Hossen Jitu

* Zunayed Hossen Jitu ভাইয়া একজন স্টুডেন্ট। বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়া অনেক কঠিন। তাই তিনি লক্ষ্য করেছেন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে অনেকেই সফল। তাই তিনি ফ্রিল্যান্সিং শিখতে শুরু করেন আমাদের প্রতিষ্ঠানের সাথে।
তিনি পরিশ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং সেক্টর এ একটা জায়গা করে নিতে চান। এমনকি স্কিলটেস্ট পাস করে লোকাল মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ পেয়ে সেই সুযোগটাকেও কাজে লাগিয়ে ধর্য দরে কাজ করে যাচ্ছেন।

* আর সেই সাথে এখানে কাজ করতে গিয়ে পড়াশোনা, কলেজের চাপ এরকম আরো অনেক প্রবলেম ফেস করেও তিনি থেমে যাননি। বরং আরো দৃঢ়তার সাথে কাজ করেছেন।
আর আমি মনে করি জিতু ভাইয়ার ধর্য, লেগে থাকা, এমনকি এতবার ব্যার্থ হওয়ার পরও আবার নতুন করে স্বপ্ন দেখা, কনফিডেন্স। এইসব গুণের কারনেই আজকে উনার এই অর্জনটি এসেছে।

* তাই বলতেই হয় যে, আপনি পেরেছেন শুধু আপনার চেষ্টার কারণে।
আলহামদুলিল্লাহ কোনো বাধায় আপনাকে আটকে রাখতে পারেনি।

* অনেক সময় জীবনে চলার পথে আমরা হতাশ হয়ে পরি, বুজতে পারি না কি করলে এই হতাশা, ব্যার্থতা থেকে । সেই সময় মনে হয় যে, আমার দ্বারা হয়তো হবেনা। কিন্তু বিশ্বাস করেন এসব বাধাগুলোও পার করেও যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাইলে সফলতা একদিন না একদিন আপনার আসবেই।✌️💪
জিতু ভাইয়ার গল্পটাও ঠিক এমনি, হার না মানার ফলেই আজকে আপনার এই অর্জনটি।💪❤️

* অনেক অনেক শুভকামনা for achieving PFM rank🌹🌹
দোয়া রইল যাতে এভাবে বাকি পদবী গুলো অর্জন করে দ্রুত গ্লোবাল হিসেবে আপনাকে দেখতে পাই।

Success Biz Family
The Future Begins Here!❤️

 #সম্পন্ন_করার_আগে_সবকিছুই_অসম্ভব_মনে_হয়।Ex: চিন্তা করে দেখেন তো, আপনি যখন ক্লাস ৫ এ ছিলেন, তখন ক্লাস ৫ এর সকল বই আপনার ...
22/08/2023

#সম্পন্ন_করার_আগে_সবকিছুই_অসম্ভব_মনে_হয়।

Ex: চিন্তা করে দেখেন তো, আপনি যখন ক্লাস ৫ এ ছিলেন, তখন ক্লাস ৫ এর সকল বই আপনার কাছে সবচেয়ে অনেক কঠিন বই মনে হতো।
আর যখন ক্লাস ৫

💁‍♂️স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।💯

💁‍♂️আর সেই স্বপ্ন, স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি কারণে - সেটি হচ্ছে
অজুহাত!😣
যে মুহূর্ত থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করে দিবেন সে মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!

💁‍♂️আর "অজুহাতকে" উল্টো আপনি নিজেই কাজের অজুহাত দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

👆আর এই কথাগুলোর জলজ্যান্ত উদাহরণ আমি নিজেও।☺️💪

Congratulations!!🌹Nasima AktherFor Your Achievement!💪 #মেয়েরাও_চাইলে_পারে_সকল_বাধা_অতিক্রম_করে_নিজের_গন্তব্যে_পৌঁছাতে!💪*...
22/08/2023

Congratulations!!🌹
Nasima Akther
For Your Achievement!💪

#মেয়েরাও_চাইলে_পারে_সকল_বাধা_অতিক্রম_করে_নিজের_গন্তব্যে_পৌঁছাতে!💪

*লোকাল মার্কেটপ্লেসে Fouth Rank Achieved!😱

* আমার জীবনে এমন কোনো Successful Person দেখিনি, যে কিনা সফল হওয়ার জন্য তার জীবনে কোনা না কোনো বিষয় Secrifie করিনি।

* ফ্যামিলি প্রবলেম, স্টাডি প্রবলেম আরো নানারকম প্রবলেম ফেস করেও থেমে যাননি।
বরং আরো দৃঢ়তার সাথেই কাজ করে গিয়েছে বিধায় আজকের এই অর্জনটি এসেছে।
তাই বলতেই হয় যে, আপনি পেরেছেন শুধু আপনার চেষ্টার কারণে।
আলহামদুলিল্লাহ কোনো বাধায় আপনাকে আটকে রাখতে পারেনি।

* একদিনেই অনেককিছু করা সম্ভব না, একটু একটু করেও বিশাল সমুদ্রও পাড়ি দেওয়া যায়।
যেমন, আপনি একটি ব্যাংকে দৈনিক ১০০ টাকা করেও সঞ্চয় করলে ৩ বছর পর সেই সঞ্চয়ে টোটাল এমাউন্টা ১০৯,৫০০ টাকায় জমা হয়। যা এক বিশাল এমাউন্টে পরিমাণে পরিণত হয়।
যা একদিনে সম্ভব না হলেও আসলেই ধারাবাহিকভাবে সঞ্চয় করার ফলে সম্ভব।
তাই যেকোনো কাজ ধারাবাহিকভাবে করে গেলে একসময় নিজের গন্তব্যে পৌঁছানো সম্ভব। ✌️

* আজকে Nasima Akther এর যে অর্জন সেটাও ধারাবাহিক কাজের ফলাফল।
লেগে থাকলে ভাগীদার হয়। গন্তব্য আরো অনেক দূরে। আরো অনেক বড় কিছু অর্জন করতে হবে।💪

* ইনশাআল্লাহ আমার বোনটার জন্য দোয়া রইলো, যেনো এইভাবে আরো অনেকদূর এগিয়ে যেতে পারে মতো!🤲
তাই শুবোকামনা রইলো যেনো আপনার আগামীর পথচলা যেনো আরো সুন্দর হয়।❤️

* অনেক অনেক শুভকামনা for achieving JRM Rank
দোয়া রইল যাতে এভাবে বাকি পদবী গুলো অর্জন করে দ্রুত গ্লোবাল হিসেবে আপনাকে দেখতে পাই।

Success Biz Family
The Future Begins Here!❤️

16/08/2023

Name: Md. Mehedi Hasan
Address : Rajshahi
Proffesion: Student

Md. Mehedi Hasan ভাইয়া একজন স্টুডেন্ট। বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়া অনেক কঠিন। তাই তিনি লক্ষ্য করেছেন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে অনেকেই সফল। তাই তিনি ফ্রিল্যান্সিং শিখতে শুরু করেন আমাদের প্রতিষ্ঠানের সাথে।
তিনি পরিশ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং সেক্টর এ একটা জায়গা করে নিতে চান। তিনি স্কিলটেস্ট পাস করে প্রজেক্ট সুপার টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন। আশা করছি নিজেকে স্বাবলম্বী করার স্বপ্ন পূরণ হবে।

সেই সাথে আমাদের সবার প্রিয় মেন্টর রুবায়েত স্যারের নতুন ফ্রিল্যান্সার সুপার ২০ প্রোজেক্টে নিজের জায়গা করে নিয়েছেন।
প্রোজেক্টের মাধ্যমে ইনসাআল্লাহ নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কাজ করে যাবেন।

অনেক বেশি শুভ কামনা ও অভিনন্দন রইলো এসবিএফ ও আমার নিজের পক্ষ থেকে।❤️😍🤲

 #"পাছে_লোকে_কিছু_বলে!"💁‍♂️ আমরা সবাই এই কথাটি সচরাচর উপলব্ধি করে থাকি।। এমনকি "পাছে লোকে কিছু বলে " নিয়ে কবি "কামিনী রা...
15/08/2023

#"পাছে_লোকে_কিছু_বলে!"

💁‍♂️ আমরা সবাই এই কথাটি সচরাচর উপলব্ধি করে থাকি।। এমনকি "পাছে লোকে কিছু বলে " নিয়ে কবি "কামিনী রায়" এর একটি কবিতাও আমরা সকলেই পড়েছি।।

💁‍♂️ মানুষ সৃষ্টির সেরা জীব তাই মানুষের আত্মসম্মানবোধটা অন্যান্য সব প্রাণীর থেকে একটু বেশি।

💁‍♂️ কিছু মানুষ আছে যারা অন্যের সমালচনা করে তৃপ্তি পায়। আপনি কি করলেন,,কীভাবে চলাফেরা করলেন,,কি বললেন,, কখন কোথায় গেলেন,,কি কাজ করতেছেন,,আপনার সবকিছু তারা নোটিশ করে রাখে। আপনার নিন্দা করার জন্যই।

💁‍♂️ তাই বলে আপনি থেমে থাকলে হবে না। আপনার স্বপ্ন পূরণ,,আপনার জীবনে সফলতা অর্জন করা সবটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যপার।

💁‍♂️ সুতরাং কে কী বললো,, কে কী মন্তব্য করলো,,কে কী সমালচোনা করলো সে দিকে কর্ণপাত না করে নিজ উদ্যমে,, নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আপন মনে সামনের দিকে এগিয়ে যেতে হবে।।

💁‍♂️ মানুষ আপনার নিন্দা করবেই।। তাই নিন্দুকদের ভয় না পেয়ে নিজ উদ্যমে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।।
আপনি আপনার কাজে সফল হওয়ার পরি দেখবেন সেই নিন্দুকেরাই আপনার সফলতার গুণগান গাইবে।✌

💁‍♂️ Ex. শচীন টেন্ডুলকা যখন ক্রিকেট খেলা শুরু করেছিলেন তখন অনেকেই তার সমালোচনা করেছে, যারা সমালোচনা করেছিলো তারা যেই অবস্থানেই ছিল।
আজও সেই অবস্থানে রয়ে গেছে, কিন্তু শচীন টেন্ডুলকা তাদের কথায় কান না দিয়েই তার স্বপ্ন পূরণের লক্ষ্যেই কাজ করেই গিয়েছিলেন।
অবহেলা আর অপমান তিনিও কম পাননি কিন্তু আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে। নিন্দুকেরা

★ কবি- রবিন্দ্রনাথ ঠাকুর!
যেখানে ব্যর্থতা আসবে সেখান থেকেই পুনরায় পথ চলা শুরু করতে হবে,,হার মানা যাবে না।।
🌹🌹

 ....!!!👉 এক_গ্রামে_দুই_বন্ধু_ছিল_সায়েম_এবং_জিসান। দুজনে ছােটবেলা থেকে খুব ভালাে বন্ধু এবং পড়াশােনায়ও খুব ভালাে। দুইজন...
07/08/2023

....!!!

👉 এক_গ্রামে_দুই_বন্ধু_ছিল_সায়েম_এবং_জিসান। দুজনে ছােটবেলা থেকে খুব ভালাে বন্ধু এবং পড়াশােনায়ও খুব ভালাে। দুইজনেরই স্বপ্ন বিশ্ব ভ্রমণ করার আর লাইফে একজন সাকসেসফুল মানুষ হওয়ার।‌❤☺️

👉 তারা প্রতিদিনই এই নিয়ে আলােচনা করত কবে তাদের এমন দিন আসবে যবে যখন তারাসাকসেসফুল হয়ে সুখী জীবন-যাপন করবে। এইভাবে সায়েম ও জিসান বড় হতে লাগল। কিছুকাল পর দুজনই একি ভার্সিটিতে ভর্তি হল। এতদিন দুজনের জীবনে একই ভাবে চলছিল কিন্তু ভার্সিটিতে কলেজে ভর্তি হওয়ার পর দুজনের জীবনে অনেক পরিবর্তন হয়ে গেল।

👉 জিসান এখন বেশিরভাগ সময় পড়াশােনা না‌ করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে এবং টাইম‌ পাস করে অন্যদিকে সায়েম বেশিরভাগ সময় পড়াশােনা করে আর ফ্রী টাইমে বিভিন্ন স্কিল নিয়ে কাজ করে তারপর মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়।💯

👉 একদিন সায়েম, জিসানকে বলল তুই কিন্তু পড়াশােনা করছিস না এরকম চললে তুই ফেল করবি। এই শুনে জিসান বললাে আরে এই তাে সময় লাইফ এনজয় করার এখন না করলে কি বুড়াে হলে করবাে নাকি! এই ভাবে দিন কাটতে লাগলাে। সায়েম প্রতিদিন পড়াশােনা প্রজেক্ট এসব নিয়ে সময় কাটাতাে আর জিসান সারাদিন আচ্ছা মুভি,মােবাইল , এসব নিয়ে সময় কাটাতাে। এইভাবে চার বছর কেটে গেল, চার বছর পর তাদের কলেজে বিভিন্ন কোম্পানি আসতে লাগলাে তাদের চাকরি দেওয়ার জন্য।সায়েমের একটা বড় কোম্পানিতে অনেক টাকা বেতনের চাকরি পেল আর জিসান কে কোন বড় কোম্পানিই চাকরি দিল না কারণ তার নাম্বার খুব কম ছিল আর তার কোনো স্কিলও ছিলনা।অবশেষে জিসান একটা ছােট্ট কোম্পানিতে খুব কম বেতনের চাকরি পেল।💯

👉 এক বছর পর তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল। জিসান এখনােও ভালাে চাকরির সন্ধানে ঘুরছে কিন্তু কোন ভালাে কোম্পানি তাকে চাকরি দিচ্ছে না কারণ তার কোনো স্কিল নেই। টাকার অভাবে সে এখন আর বন্ধুদের সঙ্গে পার্টি করে না, তাকে রােজ বারাে ঘন্টা করে কাজ করতে হয় তাই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ও পায় না।
কলেজ লাইফে সায়ন যতটা খুশির ছিল এখন তার দ্বিগুণ দুঃখে কাটছে আর অন্যদিকে সায়েম বাড়ি গাড়ি সব করেছে উইকেন্ডে বন্ধুদের সঙ্গে পার্টি করে সময় কাটায় এবং মুভি দেখতে যায় এবং খুব খুশিতে দিন কাটছে তার। সময়ের সঠিকভাবে ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন ভােগ করতে হবে যেমন জিসান এখন করছে।❤️💪

👉 তাই "সময়ের মূল্য দিন কারণ সময়ের মূল্য না দিলে সময়ও আপনাকে মূল্য দেবে না"। সময়কে সঠিক ভাবে ব্যবহার করূন, সময় পেড়িয়ে গেলছ আর কখনো ফিরে আসবে না।💪

 #আসসালামু_আলাইকুম... সংগ্রাম, পরীক্ষা , পরিশ্রম এবং চোখের জলের মুল্য কয়জন বুঝে⁉️     একটি দৈত্যাকার জাহাজের ইঞ্জিন হঠাৎ...
07/08/2023

#আসসালামু_আলাইকুম...
সংগ্রাম, পরীক্ষা , পরিশ্রম এবং চোখের জলের মুল্য কয়জন বুঝে⁉️
একটি দৈত্যাকার জাহাজের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে যায় এবং কেউ এটি মেরামত করতে পারেনি, তাই ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল।

তিনি উপর থেকে নিচ পর্যন্ত খুব সাবধানে ইঞ্জিনটি পরিদর্শন করলেন। সব কিছু দেখার পর প্রকৌশলী তার ব্যাগ খুলে একটি ছোট হাতুড়ি বের করলেন।

সে মৃদুভাবে হাতুড়ি দিয়ে আঘাত করলেন। শীঘ্রই, ইঞ্জিনটি আবার প্রাণবন্ত হয়ে উঠল। ইঞ্জিনিয়ার বললেন ইঞ্জিন ঠিক করা হয়েছে!

এক সপ্তাহ পরে প্রকৌশলী জাহাজ মালিককে উল্লেখ করেন যে বিশাল জাহাজটি মেরামত করতে মোট খরচ হয়েছে ২০০০০ ডলার

"কি?!" মালিক উত্তর করলেন। তিনি আরো বললেন
"আপনি প্রায় কিছুই করেননি।

একটি হাতুড়ি দিয়ে মৃদু আঘাত করেছেন তার জন্য ২ ডলার ই যথেষ্ট।

ইঞ্জিনিয়ার সাহেব হেসে উত্তর দিলেন কোথায় নক করতে হবে এবং কি পরিমাণ নক করতে হবে তা জানার দাম ১৯৯৯৮ ডলার।

আমি যদি ৩০ মিনিটের মধ্যে একটি কাজ করি তবে এটি ৩০ মিনিটে কীভাবে করতে হয় তা শিখতে আমি ৩০ বছর কাটিয়েছি।

একজনের দক্ষতা এবং অভিজ্ঞতার প্রশংসা করার গুরুত্বপূর্ন কারণ এগুলি সংগ্রাম, পরীক্ষা এবং এমনকি চোখের জলের ফলাফল।

 #হেলো_এসএসসি_পরীক্ষার_ফলাফল_প্রার্থীরা।*কেমন আছি সবাই ?নিশ্চয়ই আপনি ফলাফল পেয়ে ভালো আছেন।  সেই খুশিতে চিন্তা করতেছেন ...
30/07/2023

#হেলো_এসএসসি_পরীক্ষার_ফলাফল_প্রার্থীরা।
*কেমন আছি সবাই ?
নিশ্চয়ই আপনি ফলাফল পেয়ে ভালো আছেন। সেই খুশিতে চিন্তা করতেছেন কোন কলেজে এডমিশন নিবেন? কলেজ শেষ হওয়ার পর আবার চিন্তা করবেন কোন ভার্সিটিতে এডমিশন নিবেন?🤔

* এইভাবেই কি অনার্স মাস্টার্স কমপ্লিট করবেন, চিন্তা করতেছেন। আর আপনার বয়সে আরেকজনকে দেখুন যিনি আপনার মতোই এসএসসি পরীক্ষা দিয়েছে এবং পাশাপাশি নিজের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করতেছে ফ্রিল্যান্সিং করে।💰

* কিন্তু আপনি কি করতেছেন ? শুধুই পড়াশোনা করতেছেন , পড়াশুনা শেষ করার পর দেখবেন চাকরি খুঁজতে খুঁজতে আপনার দিন-মাস-বছর চলে যাবে । আর চাকরি করাও হবে না, ইনকাম করে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করাও হবে না।

* আপনি এসএসসি পরীক্ষা দিয়ে এক টাকাও ইনকাম করেন নাই আর আরেকজন লাখ টাকা ইনকাম করতেছে।

* এতে দোষ আপনাদের না দোষ হচ্ছে আমাদের অভিভাবকদের , আমাদের সমাজ ব্যবস্থার, আমাদের শিক্ষা ব্যবস্থা।💯

* অভিভাবকরা যদি আপনাকে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতো, ইনকাম করার জন্য উৎসাহ প্রদান করতো, তাহলে আজকের দিনে আপনিও ইনকাম করে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারতেন।
কিন্তু না (অভিভাবকদের মতে ) এত ছোট বাচ্চা ইনকাম করে কি করবে?

* কিন্তু যখন আপনি অনার্স-মাস্টার্স কমপ্লিট করে যখন চাকরি খুঁজেও চাকরি পাবেন না , তখন সেই অভিভাবকই বলবে তোমাকে এত বড় করেছি , এত পড়ালেখা করিয়েছি, এত টাকা খরচ করছি, এখনো পর্যন্ত আমাদেরকে দুই টাকা ইনকাম করে খাওয়াতে পারো নাই। পাশের বাড়ির অমুক কে দেখ, আরো কত কি ?
তাহলে এখন আর কি করবেন বলেন ?
তাই আমি সকল অভিভাবকদেরকে বলব - আপনার ছেলে মেয়েকে এখন থেকেই পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করুন আর যারা এখনো ছাত্র অবস্থায় আছেন তাদেরকে বলব আপনারাও কারিগরি শিক্ষা গ্রহণ করার জন্য এগিয়ে আসুন।

* তাহলেই নিজের মঙ্গল ,পরিবারের মঙ্গল, দেশের মঙ্গল , সমাজের মঙ্গল এবং সর্বোপরি দেশের মঙ্গল ।

বি:দ্র:: কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ 🥰

 #গিগ_তৈরী_করার_সময়_এই_বিষয়_খেয়াল_রাখতে_হবে_মাস্টঃ১.গিগ টাইটেলঃ👇আপনার গিগ টাইটেল যেন ছোট এবং এট্রাক্টিভ হয়।আপনি যা পারেন...
26/07/2023

#গিগ_তৈরী_করার_সময়_এই_বিষয়_খেয়াল_রাখতে_হবে_মাস্টঃ

১.গিগ টাইটেলঃ👇

আপনার গিগ টাইটেল যেন ছোট এবং এট্রাক্টিভ হয়।আপনি যা পারেন, তাই অল্প তে ভাল করে বুঝিয়ে লিখেন।

২.সার্চ ট্যাগঃ 👇

সার্চ ট্যাগ যেন গিগ টাইটেলের সাথে পারালাল থাকে।আই মিন টাইটেলের ফোকাস কিওয়ার্ড যেন সার্চ ট্যাগে থাকে।

ফর এক্সাম্পল-

Title:-"I will do guest post on Home Improvement Blog"
Search Tag:-"guest post","home improvement guest post/guest"

৩.ডেস্ক্রিপশনঃ 👇

আপনার ডেস্ক্রিপশন যেন আপনার মত করে লেখা হয়,এদিকে খেয়াল রাখবেন।কোন কপি পেস্ট করবেন না।

আপনি অনেক ভাল ভাল গিগ দেখে আইডিয়া নিতে পারেন, বাট কপি করবেন না।এতে আপনার গিগের স্বকীয়তা হারাবে।

৪.বেশি বেশি অনলাইনে থাকার চেষ্টা করাঃ👇

টাইটেল দেখে ভড়কাবেন না,সলিউশন আছে-

আপনি আপনার এন্ড্রয়েড ফোনে ফাইভার এপ্স নামাবেন এবং এতে ডাটা চালু রেখে অনলাইন মুড দিয়ে রাখবেন।বায়ার আপনাকে মেসেজ দিলে সহজেই আন্স্যার দিতে পারবেন।

এতে করে আপনার গিগ র‍্যাঙ্কেও থাকবে এবং এভারেজ রেসপন্স টাইম ও ভাল থাকবে।আর আপনি আপনার অন্য কাজও সহজে চালিয়ে নিতে পারবেন।

৫.গিগ এডিট করবেন নাঃ 👇

ভুলেও গিগ এডিট করবেন না।এটা মহা পাপ,এটা করলে আপনার গিগ র‍্যাঙ্ক হারাবে ১০০% শিওর।বেটার ওয়ে হচ্ছে-

গিগ বানানোর আগে অনেক টাইম নিয়ে গিগ বানান,যত টাইম লাগে লাগুক।বাট ভাল করে বানান,যাতে এডিট করা না লাগে।

৬.অন টাইম ডেলিভারিঃ 👇

আপনি কাজ নেয়ার পর সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে-
কাজটি যেন অন টাইমে ডেলিভারি দিতে পারেন।

মানেই আপনি ধরা খেয়ে গেলেন,এদিকে ভালভাবে খেয়াল রাখতে হবে।
আর সর্বোপরি কথা হচ্ছে-
আপনার গিগ টা যেন ওভার অল এট্রাক্টিভ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

 #আসসালামু_আলাইকুম...Congratulations...🥳Our brand new MO(Marketing Officer)Freelancer Yasir ভাইয়া ❤️অনেক মানুষ ব্যর্থ হয়...
24/07/2023

#আসসালামু_আলাইকুম...
Congratulations...🥳
Our brand new MO(Marketing Officer)
Freelancer Yasir ভাইয়া ❤️
অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেয়ার দরুণ ।এমন অনেক মানুষ আছে যারা হার মেনে নেওয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয় পতাকার কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

পৃথিবীতে সেইসব মানুষ জীবনে এমন কিছু অর্জন করেছে , যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে গেছে, ব্যর্থতা তাঁদের গতিকে কখনও স্তিমিত করে দেয়নি ।ব্যর্থতা নতুন করে শুরু করার একটা সুবর্ণ সুযোগ, যা পরোক্ষভাবে মানুষকে বলে দেয় যে আগেরবারের থেকে এবারে তাকে কিঞ্চিৎ বেশি বুদ্ধি খাটাতে হবে।

প্রকৃতপক্ষে মানুষ কখনও ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়।

যতক্ষণ না একজন মানুষ হার মানছে সে কখনই ব্যর্থ হতে পারেনা।সাফল্যের অর্থই হল নিজের উ‌ৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করে যাওয়া।

আর এই ব্যর্থতার গন্ডি ডিঙ্গিয়ে সফলতা ছোঁয়া মানুষগুলি আসলেই খুব সুন্দর হয়।

অনেক অনেক শুভকামনা for achieving MO rank Freelancer Yasir ভাইয়া ❤️

আজ এ পর্যায়ে এসে আপনি প্রমান করেছেন
"ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ নির্মান করা যায়"

Best of luck
Again congratulations
Freelancer Yasir Ahmed ❤️
Success Biz Family
Future Begins Here

 #আসসালামু_আলাইকুম...⭕️অন্যদের নয় নিজেকে পড়ুন❌আপনি নিজে একমাত্র ব্যক্তি যাকে আপনার সত্যিকার অর্থে জানতে এবং বুঝতে হবে ...
17/07/2023

#আসসালামু_আলাইকুম...
⭕️অন্যদের নয় নিজেকে পড়ুন❌

আপনি নিজে একমাত্র ব্যক্তি যাকে আপনার সত্যিকার অর্থে জানতে এবং বুঝতে হবে । আপনি যতই ভালো সমঝদার মানুষ অথবা বিশ্লেষক হোন না কেন, আপনি কখনই একজন মানুষকে পুরোপুরি চিনতে পারবেন না।আপনি সাধারনত কোন বইয়ের প্রচ্ছদ অথবা কয়েকটি অধ্যায় পড়ে বইটি সম্পর্কে একটা সাধারণ ধারণা করতে পারেন, কিন্তু সত্যি সত্যি বিচার করা সম্ভব নয় । একটি বইকে সঠিকভাবে জানতে গেলে গভীর মনোনিবেশের সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে বইটি পড়া দরকার। তেমনিভাবে আপনি যদি আপনার জীবনটাকে ঠিকঠাক অনুধাবন করতে পারেন, নিজেকে ঠিকঠাক চিনতে পারেন, পড়তে পারেন তাহলে আপনার জীবনের অনেক গল্পই লেখা হবে।আপনি হয়ে উঠবেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।

-AL Ejo
✍️অশোক পাল

 াত্র_৫০_এ_পা_দিয়েছে_এই_বসয়ে_এসে_সিদ্ধান্ত_নিয়েছে_ফ্রিল্যান্সিং_শিখবো।ফ্রিল্যান্সিং এ নিজের একটা ক্যারিয়ার বিল্ডআপ করবে।...
16/07/2023

াত্র_৫০_এ_পা_দিয়েছে_এই_বসয়ে_এসে_সিদ্ধান্ত_নিয়েছে_ফ্রিল্যান্সিং_শিখবো।
ফ্রিল্যান্সিং এ নিজের একটা ক্যারিয়ার বিল্ডআপ করবে। স্বাগতম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনাকে! 🥰 🫡

* আর আমরা যারা কলেজে লাইফে আছি, তারা এখনো পর্যন্ত পরিবারের উপর নির্ভরশীল হয়ে চলি, নিজের ক্যারিয়ারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা পর্যন্ত যাচাই করতে জানি না, পরিবারের দোহায় দিয়ে বলে কি, আমাকে পরিবারে মানা করছে, পরিবারে করতে দিচ্ছে, আরো নানান কত কি। মানে অযুহাতের শেষ নেই।

* ক্লাস ওয়ান থেকে মাস্টার্স ১৭ বছর তো পড়ালেখা করেছেন, তা ও ১৫/২০ হাজার টাকার চাকরির জন্য,
চাকরি যে পাবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখি সেটার ১% গ্যারান্টি দিতে পারেন কিনা। সেখানে কি মিনিমাম কিছু টাকা খরচ করে ফ্রিল্যান্সিং কোর্স করে পুরো লাইফের জন্য স্ট্রং একটা সিদ্ধান্ত নিতে পারবেন না ?

* পারবেন কোথায় থেকে, আজীবন তো পরিবারের উপর নির্ভরশীল ছিলেন। ইনকাম, ক্যারিয়ার কি সেটা তো বুঝেন না এখনো ছোট।

👉আমার এসবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখীত, যদি আপনার সাথে মিলে যায়, কাউকে আগাত করা আমাদের মুল লক্ষ নয়।

👉 সুতরাং আর দেরি না করে, সময় সুযোগ দুটো কেই সঠিক ভাবে কাজে লাগিয়ে শুরু করুন ফ্রিল্যান্সিং। পরের উপর নির্ভরশীল না হয়ে, হয়ে উঠুন আত্মনির্ভরশীল একজন উদ্দোক্তা।

* ফ্রিল্যান্সিং করতে বয়স, শিক্ষাগত যোগ্যতা কোন পেক্টর না।

* প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, ধৈর্য, শিখা এবং লেগে থাকার মানসিকতা।

বি:দ্র : ফ্রিল্যান্সিং নিয়ে কোনো হেল্প দরকার হলে, ইনবক্স করতে পারেন।
ইনশাআল্লাহ, সহোযোগিতা করার চেষ্টা করবো। 💯

ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা।এটি একটি আন্তর্জাতিক পেশা।ডিজিটাল মার্কেটিং কোর্স করার মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ্য ফ্রিল্...
11/07/2023

ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা।
এটি একটি আন্তর্জাতিক পেশা।
ডিজিটাল মার্কেটিং কোর্স করার মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ্য ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আগামী ১৪.০৭.২০২৩ ইং, মঙ্গলবার, রাত ০৮.০০ টায় Harbour IT & Training Institute এর পক্ষ থেকে Digital Marketing বিষয়ক Special Mega Seminar আয়োজন করা হয়েছে।
উক্ত সেশনে অংশ গ্রহণ করে আপনার অনলাইন ক্যারিয়ার বিষয়ক তথ্য নেওয়ার মাধ্যমে নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলুন।

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা...
11/07/2023

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে, আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা! কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল- মানুষ যখন চলে যায়, তার রিযক্বের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিক্বের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।

#কালেক্টেড

আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার কথা বার্তা, এই সব গুলোই আপনার সৌন্দর্য্যের মাপ কাঠি।সৌন্দর্য্য আপনার চেহারায় নয়,ফু...
10/07/2023

আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার কথা বার্তা, এই সব গুলোই আপনার সৌন্দর্য্যের মাপ কাঠি।সৌন্দর্য্য আপনার চেহারায় নয়,ফুটে ওঠে ব্যক্তিত্বে।সেই ব্যক্তিত্ব তৈরি হয় আপনার আচারে ব্যবহারে,আপনার কথা বার্তায়।যখন এগুলোকে ছাড়িয়ে যাবেন, জানবেন আপনার মধ্যে ঔদ্ধত্য বাসা বেঁধেছে।ব্যবহারে মাধুর্য্য রাখুন,কথায় ধার রাখুন,সম্পর্কে সততা রাখুন,বিশ্বাসের বাঁধ বাঁধুন।এমন ব্যবহার সামনের মানুষটার কাছে রাখুন,যেটা পেয়ে সে মানুষটা যেন তৃপ্তির হাসি হাসে,মানসিক শান্তি আসে।এ জীবনে আপনার নিজের বলতে ওই আপনার ব্যবহারটুকুই,বাদ বাকি যা দেবেন,সেটা আপনার নিজের নয়,সেটা আপনি নিয়েও আসেন নি,নিয়ে যেতেও পারবেন না।

 #আসসালামু_আলাইকুম...ফ্রিল্যান্সিং মার্কেট এর ৯০ শতাংশ কাজই যেহেতু উন্নতদেশগুলোর উপর নির্ভর, তাই কাজ কাজের স্কিল যদি ভাল...
10/07/2023

#আসসালামু_আলাইকুম...
ফ্রিল্যান্সিং মার্কেট এর ৯০ শতাংশ কাজই যেহেতু উন্নতদেশগুলোর উপর নির্ভর, তাই কাজ কাজের স্কিল যদি ভালো থাকে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেশের ভিতরে যতোই গন্ডগোল আর গোলযোগ থাকুক না কেনো, ফ্রিল্যান্সিং এর কাজ করতে কোনো সমস্যা নেই। শুধু আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।



 #আসসালামু_আলাইকুম... "Freelancer project super20" এর ওরিয়েন্টেশন ক্লাস।আলহামদুলিল্লাহ। উক্ত প্রজেক্ট এর মাধ্যমে অনেকগুল...
05/07/2023

#আসসালামু_আলাইকুম...
"Freelancer project super20" এর ওরিয়েন্টেশন ক্লাস।
আলহামদুলিল্লাহ।

উক্ত প্রজেক্ট এর মাধ্যমে অনেকগুলো ভাই-বোনদের ক্যারিয়ার নিশ্চিত হবে,
ইন শা আল্লাহ 🤲🤲

সবার জন্য শুভকামনা ও দোয়া রইল।

03/07/2023

মাশাআল্লাহ 😍
অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো। 🤲❤️
I'm proud of you Really‼️ 🥰. May Allah Bless you. 🤲

সবাই দোয়া করবেন যেন এই ভাবে তার সফলতার দিকে এগিয়ে যেতে পারে এবং ক্যারিয়ারের কর্মসংস্থানের করতে পারে ।👍

আর সবাই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন ফ্রিল্যান্সিং করার পাশাপাশি লোকাল মার্কেটপ্লেস নিজের একটা সু নিশ্চিত ও সুন্দর ক্যারিয়ার গড়তে পারে।
আপনার মনের ইচ্ছে যেন পূরণ করতে পারেন সেই আশা ব্যক্ত করছি।
Foysal Mehedi Hasan
Success Biz Family

28/06/2023

#পবিত্র_ঈদুল_আজহা_উপলক্ষে_সাকসেস_বিজ_ফ্যামেলির_পক্ষ_থেকে_জানাই_ঈদের_শুভেচ্ছা_ও_ঈদ_মোবারক।

Happy Freelancing Life
Success biz family
The Future begins Here.

✅ডিজিটাল মার্কেটিং কি?গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন ডিজিটাল চ্যানেল গুলো ব্যবহার করে পণ্য ও পরিষেবা গুলোকে প...
28/06/2023

✅ডিজিটাল মার্কেটিং কি?

গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন ডিজিটাল চ্যানেল গুলো ব্যবহার করে পণ্য ও পরিষেবা গুলোকে প্রচার (market) করার প্রক্রিয়াটি হলো ডিজিটাল মার্কেটিং।

এই ধরণের মার্কেটিং এর প্রক্রিয়াতে জড়িত থাকছে, websites, mobile devices, social media, search engines, email এবং আরো অন্যান্য চ্যানেল গুলো।

তাহলে যদি সোজা ভাবে বুঝার চেষ্টা করা হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং মানে হলো এমন এক আধুনিক মার্কেটিং কৌশল যেখানে মূলত ইলেকট্রনিক প্রযুক্তি জড়িত থাকছে।

এই মার্কেটিং এর মূল উদ্দেশ্য থাকছে, Email, Social Media, Mobile Marketing, Online Customer Communities, Webinars এবং অন্যান্য Video-Based Content গুলোর দ্বারা লক্ষ্যবস্তু গ্রাহকদের কাছে ব্যবসা, পণ্য বা পরিষেবা গুলোকে প্রচার করে সেগুলো বিক্রি করার চেষ্টা করা।

Personal branding ও business branding এর ক্ষেত্রেও এই আধুনিক মার্কেটিং প্রক্রিয়া প্রচুর ব্যবহার করা হচ্ছে।

 #আসসালামু_আলাইকুম...ফ্রিল্যান্সিং জগ‌তে নতুন হি‌সে‌বে প্রবেশ কর‌তে চা‌চ্ছেন কিন্তু বুঝ‌তে পার‌ছেন না কিভা‌বে শুরু কর‌বে...
27/06/2023

#আসসালামু_আলাইকুম...

ফ্রিল্যান্সিং জগ‌তে নতুন হি‌সে‌বে প্রবেশ কর‌তে চা‌চ্ছেন কিন্তু বুঝ‌তে পার‌ছেন না কিভা‌বে শুরু কর‌বেন? তাই আজ আমরা নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করার কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি। তাহ‌লে এক নজ‌রে দে‌খে নিন নতুনরা কিভা‌বে ফ্রিল্যান্সিং শুরু কর‌তে পা‌রেন৷

বাংলাদেশী ফ্রিল্যান্সারদের সংখ্যা দিন‌ দিন বে‌ড়ে চ‌লে‌ছে৷ সেই সা‌থে প্রতিটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নতুনরা নি‌জে‌দের জায়গা তৈরি করে নি‌চ্ছে তাদের দক্ষতা অনুযায়ী৷ ত‌বে নতুন হি‌সে‌বে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রয়োজন স‌ঠিক গাইডলাইন৷

প্রাথ‌মিকভা‌বে ফ্রিল্যান্সিং কি বা কে‌নো সে‌সব বিষ‌য়ে নতুনরা জান‌লেও কিভা‌বে আস‌লে যাত্রা শুরু কর‌বে তার প্রতিটি বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
সবোচ্চ সাপোর্ট পাবেন।

ধন্যবাদ💝



🔮গুগল ড্রাইভের সুবিধা এবং লাভ: যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন তারা ভালো করেই এর লাভ এবং সুবিধার ব্যাপারে জানেন। এমনিতে, s...
27/06/2023

🔮গুগল ড্রাইভের সুবিধা এবং লাভ:

যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন তারা ভালো করেই এর লাভ এবং সুবিধার ব্যাপারে জানেন। এমনিতে, smartphone-এর মাধ্যমে এর ব্যবহার অধিক বেশি হয়ে থাকে এবং মোবাইল ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল ড্রাইভের সুবিধা সবথেকে বেশি।

🔮গুগল ড্রাইভের সেরা ১০ টি সুবিধা বা লাভ –

# আপনি যেগুলি ছবি বা ফাইল ড্রাইভে আপলোড করেছেন সেগুলি যেকোনো smartphone বা computer এবং Google ড্রাইভের ওয়েবসাইট ব্যবহার করে আবার ডাউনলোড করা যাবে।

# আপনি যতদিন না ফাইল গুলি নিজের গুগল ড্রাইভ একাউন্ট থেকে ডিলিট করবেন, সেগুলি আপনার গুগল একাউন্টে স্টোর হয়েই থাকবে। আপনার মোবাইল চুরি হয়ে গেলে বা খারাপ হয়ে গেলেও ছবি বা ফাইল গুলি ড্রাইভে নিরাপদ থাকবে।

# ১৫ জিবি (GB) পর্যন্ত free storage space দেওয়া হবে। ১৫ জিবি, ছবি এবং ফাইলস রাখার জন্য অনেক বেশি।

# যেকোনো ছবি বা ফাইল আপনি নিজের একাউন্ট থেকেই সরাসরি বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন। শেয়ার করা লিংক দিয়েই ফাইল গুলো সরাসরি ডাউনলোড করা যাবে।

# Google drive এর app যেকোনো ডিভাইস যেমন, mobile, computer বা laptop এর জন্য ফ্রীতেই উপলব্ধ রয়েছে।

# গুগল ড্রাইভ অনলাইন এবং অফলাইন দুই ধরণের ব্যবহার করতে পারবেন।

# এখানে বিভিন্ন রকমের presentation file, document files, excel sheet files ইত্যাদি বানানো যাবে।

# যদি আপনি একজন blogger তাহলে নিজের ব্লগের full automatic backup এখানে নিতে পারবেন।

# নিজের ড্রাইভের ড্যাশবোর্ডে ফোল্ডার বানানো যাবে এবং ফোল্ডারের ভেতরে যেকোনো ফাইলস বা ছবি আপলোড করতে পারবেন।

# Google এর অনলাইন ক্লাউড ডাটাবেসে ফাইল গুলো স্টোর হওয়ার কারণে, আপনি নিজের স্মার্টফোনের অনেক জায়গা সেভ করে নিতে পারবেন।

Address

Nawabganj
6300

Alerts

Be the first to know and let us send you an email when Faysal Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faysal Ahmed:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Nawabganj

Show All