SurovyRani Haldar

SurovyRani Haldar SurovyRani Haldar is ready to give you full computer skill and freelancing service

24/03/2023
15/02/2023

কর্ম টা আপনার হাতে কর্মফল না।তাই কর্ম করে যান ফল অবশ্যই পাবেন দুইদিন আগে আর পরে😊😊

11/02/2023

স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু স্বপ্ন পূরণ শুধুমাত্র তাদেরই হয় যারা এই স্বপ্ন পূরণ এর জন্য কঠোর পরিশ্রম করে।

ফ্রিল্যান্সিং কেন শিখবো,কেনো করবো এটা আপনার প্রশ্ন🤷‍♂️🤷‍♀️আর আমি প্রশ্ন করবো ফ্রিল্যান্সিং কেন শিখবেন না,কেনো করবেন না💁‍...
09/02/2023

ফ্রিল্যান্সিং কেন শিখবো,কেনো করবো এটা আপনার প্রশ্ন🤷‍♂️🤷‍♀️

আর আমি প্রশ্ন করবো ফ্রিল্যান্সিং কেন শিখবেন না,কেনো করবেন না💁‍♀️💁‍♂️

অনেকের এটা ভাবতে ভাবতেই সময় চলে যায় কেনো শিখবো,কেনো করবো।এই ভাবতে ভাবতেই আর ফ্রিল্যান্সিং করা হয়ে উঠে না।কেনো ফ্রিল্যান্সিং করবো তাদের প্রশ্নের উত্তরেই আমার আজকের এই লিখা।

চাকরি পাওয়ার আশায় কত কত বছর পার করে কত কত সার্টিফিকেট তো অর্জন করলেন তারপর সেই সার্টিফিকেট পরে থাকে ড্রয়ারের কোনো কোণায়,কোনো ফাইলে।সার্টিফিকেট অর্জন করার পর কেউ কি আপনাকে কোনো নিশ্চয়তা দেয় আপনার চাকরি নিশ্চিত,আপনি চাকরি পাবেন ই?

না কেউ নিশ্চয়তা দিতে পারবে না।

কিন্তু আমি যদি বলি ফ্রিল্যান্সিং শিখে আপনার ক্যারিয়ার নিশ্চিত বিশ্বাস করবেন?হুম, বিশ্বাস করতে বাধ্য আপনি।কারন ১২ বছরের একটা ছেলে যখন কোনো সার্টিফিকেট ছাড়ায় ফ্রিল্যান্সিং জগতে নিজের ক্যারিয়ার গঠন করতে পারে তাহলে আপনি আর আমি কেনো পারবো না?🤔🤔

চাকরি তে আপনার অপশন কয়টা থাকে?পারেন আর না পারেন যে কাজে ঢুকেন সেই কাজ ই করতে হবে।

সেখানে ফ্রিল্যান্সিং আপনাকে দিচ্ছে অনেক অপশন।শুধু মাত্র আপনার দক্ষতা অনুযায়ী কাজ টা বেছে নেওয়ার দায়িত্ব টা আপনার।আপনি লোগো করবেন,ওয়েব ডিজাইন করবেন,ডিজিটাল মার্কেটিং করবেন,পেইজ ক্রিয়েট করবেন,পেজ বুস্ট করবেন,কন্টেন্ট রাইটিং করবেন,ভিডিও এডিট করবেন না কি ভিডিও কন্টেন্ট করবেন??

এমন আরও অনেক রাস্তা আপনার জন্য খোলা।শুধু আপনি আপনার বেস্ট টা দিয়ে যায় বাকি টা ফ্রিল্যান্সিং ই আপনাকে দিয়ে দিবে।

চাকরি করেন আর ফ্রিল্যান্সিং করেন পরিশ্রম টা কিন্তু আপনাকেই করতে হবে।তার পরের সফলতা টা আপনার👨‍🎓👩‍🎓



আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো কতসময় নষ্ট করেই দিয়েছেন তো চলেন না ঐ মোবাইল দিয়েই আর একটু সময় নষ্ট করি তবে সেটা নিজের ক্যারিয়ারের জন্য,নিজের পায়ের নিচের মাটি টা শক্ত করার জন্য।যখন সত্যি এমন টা হয়ে যাবে তখন আপনি হবেন আপনার রাজ্যের রাজা,রানী🤴👸



এই বিষয়ে কোনো সাহায্য লাগলে আমি আর আমার টিম সবসময় আপনার পাশে আছি।আগ্রহ, ইচ্ছা আর পরিশ্রম টা আপনার সঠিক গাইডলাইন দেওয়ার দায়িত্ব টা আমাদের🫡🫡

07/02/2023

ঘুমিয়ে নয় স্বপ্ন দেখতে শিখুন জেগে।
কারন যে স্বপ্ন ঘুমিয়ে দেখবেন তা জেগে উঠার সাথেই শেষ হয়ে যাবে।
কিন্তু যে স্বপ্ন জেগে দেখবেন সেটা পূরণের চাহিদা টা থাকবে অন্যরকম।

25/01/2023

ভুল থেকেই সবসময় সঠিক শিক্ষা টা নেওয়া উচিত।।

📝 Skill Test 📝লেভেল ১ এর বেশ কয়েকটি ক্লাস শেষ হওয়ার পর গত ১৫ জানুয়ারি ২০২৩ এ আমাদের স্কিল টেস্টের প্রিপারেশন ক্লাস নেওয়া...
21/01/2023

📝 Skill Test 📝

লেভেল ১ এর বেশ কয়েকটি ক্লাস শেষ হওয়ার পর গত ১৫ জানুয়ারি ২০২৩ এ আমাদের স্কিল টেস্টের প্রিপারেশন ক্লাস নেওয়া হয়।
ক্লাসটি উপস্থাপন করেছেন Taskia Ara ম্যাম আর পুরো ক্লাসটি নিয়েছেন Rubayet Ul Karim স্যার।

পরপর ৩ টি গোল সেটআপ মিটিং এর পর কিভাবে স্কিল টেস্ট দিতে হবে,এই স্কিল টেস্ট দেওয়ার কারন,ফলাফল প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই স্কিল টেস্ট এর শেষ তারিখ ছিলো ১৯ জানুয়ারি ২০২৩ রাত ১০ টা এর মধ্যে।স্কিল টেস্ট ঠিক ভাবে দিতে পারবো কি না,উত্তীর্ণ হবো কিনা এইসব নিয়ে যেমন ভয় কাজ করছিলো ঠিক তেমনি অনেক বেশি উত্তেজিত ও ছিলাম।

এই স্কিল টেস্ট দিতে গিয়ে নতুন নতুন অনেক কিছু শিখেছি,কত না পারা জিনিস কত সহজ হয়ে গিয়েছে।

শেষ পর্যন্ত সবকিছু গুছিয়ে,যেভাবে স্যার শিখেযে দিয়েছেন সেই ভাবে সব রেডি করে স্কিল টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করলাম।

ধন্যবাদ সাকসেস বিজ ফ্যামেলি কে আমাকে এত সুন্দর একটা প্লাটফর্মে সুযোগ দেওয়ার জন্য।ধন্যবাদ সকল স্যার ম্যামদের যাদের দিক নির্দেশনায় এই পর্যন্ত আসতে পেরেছি।নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন নিজেকে আরও বেশি দক্ষ করে তুলতে পারি,আর এই প্লাটফর্ম থেকে কিছু অর্জন করতে পারি এবং নিজেকে যোগ্য করে তুলতে পারি।

Address

Nawabganj

Telephone

+8801749092047

Website

Alerts

Be the first to know and let us send you an email when SurovyRani Haldar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SurovyRani Haldar:

Videos

Share