09/02/2023
ফ্রিল্যান্সিং কেন শিখবো,কেনো করবো এটা আপনার প্রশ্ন🤷♂️🤷♀️
আর আমি প্রশ্ন করবো ফ্রিল্যান্সিং কেন শিখবেন না,কেনো করবেন না💁♀️💁♂️
অনেকের এটা ভাবতে ভাবতেই সময় চলে যায় কেনো শিখবো,কেনো করবো।এই ভাবতে ভাবতেই আর ফ্রিল্যান্সিং করা হয়ে উঠে না।কেনো ফ্রিল্যান্সিং করবো তাদের প্রশ্নের উত্তরেই আমার আজকের এই লিখা।
চাকরি পাওয়ার আশায় কত কত বছর পার করে কত কত সার্টিফিকেট তো অর্জন করলেন তারপর সেই সার্টিফিকেট পরে থাকে ড্রয়ারের কোনো কোণায়,কোনো ফাইলে।সার্টিফিকেট অর্জন করার পর কেউ কি আপনাকে কোনো নিশ্চয়তা দেয় আপনার চাকরি নিশ্চিত,আপনি চাকরি পাবেন ই?
না কেউ নিশ্চয়তা দিতে পারবে না।
কিন্তু আমি যদি বলি ফ্রিল্যান্সিং শিখে আপনার ক্যারিয়ার নিশ্চিত বিশ্বাস করবেন?হুম, বিশ্বাস করতে বাধ্য আপনি।কারন ১২ বছরের একটা ছেলে যখন কোনো সার্টিফিকেট ছাড়ায় ফ্রিল্যান্সিং জগতে নিজের ক্যারিয়ার গঠন করতে পারে তাহলে আপনি আর আমি কেনো পারবো না?🤔🤔
চাকরি তে আপনার অপশন কয়টা থাকে?পারেন আর না পারেন যে কাজে ঢুকেন সেই কাজ ই করতে হবে।
সেখানে ফ্রিল্যান্সিং আপনাকে দিচ্ছে অনেক অপশন।শুধু মাত্র আপনার দক্ষতা অনুযায়ী কাজ টা বেছে নেওয়ার দায়িত্ব টা আপনার।আপনি লোগো করবেন,ওয়েব ডিজাইন করবেন,ডিজিটাল মার্কেটিং করবেন,পেইজ ক্রিয়েট করবেন,পেজ বুস্ট করবেন,কন্টেন্ট রাইটিং করবেন,ভিডিও এডিট করবেন না কি ভিডিও কন্টেন্ট করবেন??
এমন আরও অনেক রাস্তা আপনার জন্য খোলা।শুধু আপনি আপনার বেস্ট টা দিয়ে যায় বাকি টা ফ্রিল্যান্সিং ই আপনাকে দিয়ে দিবে।
চাকরি করেন আর ফ্রিল্যান্সিং করেন পরিশ্রম টা কিন্তু আপনাকেই করতে হবে।তার পরের সফলতা টা আপনার👨🎓👩🎓
আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো কতসময় নষ্ট করেই দিয়েছেন তো চলেন না ঐ মোবাইল দিয়েই আর একটু সময় নষ্ট করি তবে সেটা নিজের ক্যারিয়ারের জন্য,নিজের পায়ের নিচের মাটি টা শক্ত করার জন্য।যখন সত্যি এমন টা হয়ে যাবে তখন আপনি হবেন আপনার রাজ্যের রাজা,রানী🤴👸
এই বিষয়ে কোনো সাহায্য লাগলে আমি আর আমার টিম সবসময় আপনার পাশে আছি।আগ্রহ, ইচ্ছা আর পরিশ্রম টা আপনার সঠিক গাইডলাইন দেওয়ার দায়িত্ব টা আমাদের🫡🫡