একজন বাইকার হিসেবে একজন বাইকারের দায়িত্ব অন্য বাইকারকে সাহায্য করা ৷
যে কাজটা আজকে দুইজন ভাই করেছেন, সকাল থেকে সন্ধা পুযন্ত তারা আমাকে অনেক হেল্প করেছেন,
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি Ishtiak Ahmed Chowdhury & RN Khan সারা দিন অক্লান্ত পরিশ্রম করার জন্যে ৷
নারায়নগঞ্জের সকল গ্রুপের বাইকার ভাইদের নিয়ে Falcon Biker Club (FBC) ফটো কনটেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো ০১/০৩/২৪ ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Narayanganj Safe Biker,
☞ YRC Narayanganj,
☞ বন্দর বাইক রাইডার্স নারায়নগঞ্জ,
☞ Bikers Club Narayanganj,
☞ Narayanganj Safe Bikers
☞ Club K19 Bangladesh
☞ Club TIB 9/11 সহ আরো অনেক গ্রুপের সিনিয়র ভাইরা,
খুবি আন্তরিকতার সাথে সম্পর্ণ করা হয়েছে অনুষ্ঠান ৷
সকল বাইকীর ভাইদের অসংখ ধন্যবাদ আর সেই সাথে ধন্যবাদ জীনাই (FBC) কে এতো সুন্দর একটি আয়োজন করার জন্যে ৷
☞ We Are All Of One, We Are BikerS.
স্বপ্ন যাবে বাড়ি আমার ..... :)
সবার মনে এই স্বপ্নটা থাকা সত্ত্বেও সবার স্বপ্ন বাড়ি যেতে পারে না, :(
কারো কারো স্বপ্ন সবার অজান্তে স্বপ্ন থেকে যায় ৷
Dhaka to Padma Setu ...
Coming Soon ....full video ...
#hornda #hornet160r
#bikebd #bcn #BCC
#nishan_vlog
#Hornda #hornet
#Madaripur #shibchor
এমন রাস্তায় কাকে নিয়ে রাইড করতে চান ?
নিজেকে নিজের জন্যে ভালোবাসুন,
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
————————-
কথা ও সুর : মোহাম্মদ ওসমান খান *
শিল্পী : নীনা হামিদ