Daily Life with Habiba

Daily Life with Habiba আস সালামুয়ালাইকুম অ রহমাতুল্লাহি অবারাকাতুহ।সবাই আমাকে আপনাদের দোয়াতে রাখবেন,পাশে থাকবেন।
(4)

বিয়ের রাতে হাসবেন্ডের কাছ থেকে সব মেয়েরাই কম বেশি উপহার পেয়ে থাকে। কেউ টাকা-পয়সা পায় আবার কেউ স্বর্নালংকার পায়। তবে আমি ...
13/12/2023

বিয়ের রাতে হাসবেন্ডের কাছ থেকে সব মেয়েরাই কম বেশি উপহার পেয়ে থাকে। কেউ টাকা-পয়সা পায় আবার কেউ স্বর্নালংকার পায়। তবে আমি পেয়েছিলাম এক বাটি বিরিয়ানি।

হ্যাঁ সত্যি সত্যিই ইফতি আমাকে সেদিন রাতে উপহার দেয়ার আগে এক বাটি বিরিয়ানি দিয়েছিলো।

আমি তখন প্রচন্ড অবাক হয়ে বললাম, বিরিয়ানি! বিরিয়ানি কেন?

ইফতি বলল, চেঞ্জ করে খেয়ে নাও।

খাওয়া দাওয়া তো করলাম তখন৷ এখন আবার.....!

বিয়ের দিন যে মেয়েরা ঠিক মতো খেতে পারে না সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি কতটুকু কী খেয়েছো সবটাই দেখেছি আমি।

আচ্ছা! তুমি কী করে জানলে মেয়েরা বিয়ের দিন খেতে পারে না?

ইফতি বলল, আপুকে দেখেছিলাম। মা কত বার খাওয়ানোর চেষ্টা করেছে। টেনশনে খাওয়া দাওয়া সব উড়ে গিয়েছিলো আপুর। আর বিদায়ের সময় সে কী কান্না। সব মেকআপ একদম ধুয়েমুছে একাকার৷ তবে তুমি আপুর থেকেও এক কাঠি উপরে। গাড়িতে উঠে কাঁদার পর নাকের পানি চোখের পানি সব আমার পাঞ্জাবিতে মুছেছো।

আমি কিছু বললাম না। শুধু হাসলাম।

ইফতি বলল, ওই যে ওখানে সব বই রাখা আছে।

বই! কিসের বই?

ভুলে গেছো! বিয়ের আগে তুমি বলেছিলে না বিয়ের দিন তুমি আমার কাছে উপহার হিসেবে বই চাও। এগুলো সেই বই। তোমার উপহার।

আমি সেদিন মুগ্ধ হয়ে শুধু ইফতিকে দেখছিলাম। এই মানুষটা আমাকে কতটা বোঝে। পৃথিবীর সব স্বামী-স্ত্রীর মধ্যে এমন বোঝাপড়া থাকা উচিত।

বিয়ের এক বছর কেটে যাওয়ার পরেও ইফতি যখন আমাদের বাসায় যায় তখন যাওয়ার আগে আমাকে পইপই করে বলে, কাল যখন তোমাদের বাড়িতে যাবো তখন প্লিজ শাশুড়ি মাকে বলবে, আমার জন্য আলাদা করে যেন কিছু রান্না না করে। জামাই গেলেই যে পুরো বাজার কিনে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই৷ সবাই যা খায় আমিও তাই খাবো।

ইফতিকে যত দেখি ততই মুগ্ধ হই। অথচ বড় দুলাভাইকে দেখেছি রান্না পছন্দ না হলে খাবারে পানি ঢেলে উঠে পড়তে। আপাকে কত কথা শুনিয়ে দিতো পান থেকে চুন খসলেই। বাবা সবসময় ভয়ে ভয়ে থাকতেন তার বড় জামাইকে নিয়ে। আপা দুলাভাই আসবে শুনলেই বাজারের সবচেয়ে দামি মাছটা কিনে আনতেন। তাতেও দুলাভাইয়ের মন ভরতো না। খাবার এমন হয়েছে ওমন হয়েছে৷ তাকে জামাই আদর করা হয় নি। এই হয় নি সেই হয় নি, কত কথা শুনিয়ে দিতো। অথচ ইফতি এমন ভাবে আমাদের বাসার সবার সাথে মিশে যাতে সবার মনে হয় এ জামাই নয়। একদম ঘরের ছেলে। এখন বেশ বুঝতে পারছি, বাবা-মা কে সহজ করার জন্যই বোধহয় ইফতি এমনটা করতো।

এই মানুষটাকে নিয়ে আমার ভীষণ গর্ব করে বলতে ইচ্ছ করে, You're the best gift from Allah....

10/12/2023

লড়াইটা শিখতে হয় বাবার কাছ থেকে। আর সংসারটা শিখতে হয় মায়ের কাছ থেকে। বাকী শিক্ষাটা পৃথিবীই আপনাকে শিখিয়ে দিবে !
©

—হুজুর! আপনি বলেছিলেন আল্লাহর কাছে দু‘আ করলে তিনি শোনেন। —ঠিকই তো বলেছি। —কই, আমি তো দিনরাত ইয়া লম্বা লম্বা দু‘আ করছি। ক...
04/12/2023

—হুজুর! আপনি বলেছিলেন আল্লাহর কাছে দু‘আ করলে তিনি শোনেন।
—ঠিকই তো বলেছি।

—কই, আমি তো দিনরাত ইয়া লম্বা লম্বা দু‘আ করছি। কিছুই তো হচ্ছে না।
—কবুল হওয়ার জন্যে লম্বা দু‘আ লাগবে এটা তোমাকে কে বললো? নূহ (আঃ) তার দু‘আয় মাত্র চারটা শব্দ উচ্চারণ করেছেন, "আন্নী মাগলুবুন ফানতাসির। আমি অসহায়, সাহায্য করুন!"
এই দু‘আর ফলে কী হলো? আল্লাহ দুনিয়াটাকে ডুবিয়ে দিলেন। আরও দেখো সুলাইমান (আঃ) তার দু‘আয় মাত্র তিনটা শব্দ উচ্চারণ করেছেন, "হাব্ লী মুলকান। আমাকে রাজত্ব দান করুন।"
কী হলো? পুরো বিশ্বের তো বটেই, পশু-পাখিরও রাজত্ব দিয়ে দিলেন।
শব্দ সংখ্যা নয় রে; ইখলাস, আন্তরিকতা আর আত্মনিবেদনই দু‘আর প্রাণশক্তি!
:
সংগৃহীত. ©

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে। ★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍 √ নামঃ কক্সব...
04/12/2023

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে।

★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍

√ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ রেক৷
√ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩ কক্সবাজার থেকে মঙ্গলবার/ ৮১৪ ঢাকা থেকে সোমবার।

√ সময়সূচিঃ

> ৮১৩ কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১২.৩০ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিট ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ০৮.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

> ৮১৪ ঢাকা থেকে ছাড়বে রাত ১০.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ১০.৫৩ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ১০.৫৮ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে সকাল ০৭.২০ মিনিটে।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫; স্নিগ্ধা- ১৩২৫; এসি সিট- ১৫৯০; এসি বার্থ- ২৩৮০।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০; স্নিগ্ধা- ৪৭০; এসি সিট- ৫৬৫; এসি বার্থ- ৮৪৫।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

> ৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন না থাকার কারণে এই ট্রেনে আপাততঃ কোনো কেবিন সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

√ যেহেতু পর্যটন মৌসুম চলমান এবং মাত্র একটি ট্রেন চালু হয়েছে, তাই ভাড়া নিয়ে যতই আলোচনা/সমালোচনা থাকুক তবুও টিকেট পাওয়া যাচ্ছে না সহজে। তাই আপনাদের প্রতি অনুরোধ টিকেট কাটার সময় অবশ্যই একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই কাউন্টার পরিহার করার চেষ্টা করবেন। কারণ ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত, তাই, সকাল আটটার সময় একজন বুকিং সহকারীর কম্পিউটার এর মাউস আর আপনার মোবাইল স্ক্রিনের ক্ষমতা সমান। তবে টিকেট কাটার সময় অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।

ধন্যবাদ সকলকে।
©

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা।আপনি আপনার মাকে কিছু বলতে চান। হয়তো...
02/12/2023

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা।

আপনি আপনার মাকে কিছু বলতে চান। হয়তো কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল। আপনার বাবার সাথে হয়তো একটা ডিপ কনভার্সেশন হতে গিয়েও হল না।

আপনি যাকে স্পেশাল ফিল করাতে চান হয়তো তাকে সেটা বোঝাতে পারলেন না। কাউকে নিয়ে যা ভাবছেন হয়তো সেই কথাটা কখনোই বলা হল না। অপর পক্ষের মানুষটা আপনার ভেতরের অনুভূতিটা কোনদিন জানলোই না।

হয়তো আপনি যা বলতে চাইলেন সে বুঝলো না। সে আপনাকে ভুল ভাবে পড়ে ফেললো। আপনার কথার মিস ইন্টারপ্রেট করে রাখলো সে। জগতের কোন শক্তিই তাকে সেটা বুঝাতে পারল না।

এই যে ক্ষেত্রবিশেষে আপনি আপনাকে আরেকজনের কাছে ভাঙতে পারেন না, এসবের কোন ব্যাখা হয় না। এক্সট্রোভার্ট, ইনট্রোভার্ট দিয়ে যাচাই করা যায় না।
জগতে যা বলা যায় না, যা প্রকাশ করা যায় না, তার ভার অনেক বেশি।

©

Vitamin D3 is getting time 10am to 2 pm .Get sunlight at least 20 min each day for activating calcium in your body prope...
02/12/2023

Vitamin D3 is getting time 10am to 2 pm .
Get sunlight at least 20 min each day for activating calcium in your body properly.

01/12/2023

জীবনে সব স্মুদলি চলতে থাকবে, তারপর একদিন ফাইনালি একটা পোলার লগে পরিচয় হবে যার নাম "S" দিয়া শুরু।

after that, life won't be the same again.
©😌

" Life doesn’t bless you with good woman twice. so if you have a woman in your life like Paro who loves you endlessly, v...
28/11/2023

" Life doesn’t bless you with good woman twice. so if you have a woman in your life like Paro who loves you endlessly, value her before it's too late and you’ll end up regretting like Devdaas".

©

🚫শীতের সকালে, আপনার দূয়োরে, ঘুমিয়ে থাকা কুকুরটি,গায়ে পানি মেরে, নিজেকে অন্য পারার কুকুর প্রমাণ করবেন না 😊😊
27/11/2023

🚫শীতের সকালে, আপনার দূয়োরে, ঘুমিয়ে থাকা
কুকুরটি,গায়ে পানি মেরে,
নিজেকে অন্য পারার কুকুর প্রমাণ করবেন না 😊😊

27/11/2023

চলুন সিলেট ঘুরে আসি

প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান !!তাকে মন ও মননে বড়ো হতে শেখান ..তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,...
27/11/2023

প্লিজ,আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান !!
তাকে মন ও মননে বড়ো হতে শেখান ..

তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন, দামী জিনিসপত্র কিনে দেন .. এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন ..

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন ..
'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন ..

তাকে বলেন, যেকোন কাজ সম্মানের .. শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয় .. চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই ..
নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন ..

তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না .. পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে ..
প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন .. দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয় ..

প্লিজ, বাচ্চাদের অভাব শিখাবেন না ..
অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না ..
এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে ..
খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না ..
টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না ..
অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা ..

যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক ..
এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন ..

গরম সিঙ্গাড়ায় কা'ম'ড় দিয়ে পাত্রের মা বললো, তো আপনাদের মাত্র এই দুটোই ঘর? জামাই এসে থাকবে কোই? আমার বাবা বললো, মানে ওপরে ...
26/11/2023

গরম সিঙ্গাড়ায় কা'ম'ড় দিয়ে পাত্রের মা বললো,
তো আপনাদের মাত্র এই দুটোই ঘর? জামাই এসে থাকবে কোই?
আমার বাবা বললো, মানে ওপরে বানানোর ইচ্ছে আছে...
পাত্রের মা বললো, আমাদের আবার বিশাল বাড়ি। চারতলা। অনেক ঘর...
আমি দেখলাম বাবাকে। খুশি হলো না দুঃখ পেলো বোঝা গেলোনা। তবে মুখে হাসি ভাবটা রাখার চেষ্টা করছে।

পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছে। বললো, তো আপনাদের বাথরুম ওই একটাই? ইন্ডিয়ান?
বাবা বললো, হুম, ইয়ে মানে ছাদে একটা বানিয়েছিলাম। কমপ্লিট করা হয়নি।
পাত্রের মা কচুরিটা শেষ করে বললো, আমার ছেলের কিন্তু ক*মো*ড লাগে।
বাবা বললো, ও আচ্ছা... সে বানিয়ে নেব।

এবার প্রশ্ন এলো আমার দিকে,
তা তুমি রুটি বেলতে পারো?
বললাম, হ্যাঁ।
ভদ্রমহিলা রসগোল্লা মুখে পুরে বললো,
বাহ্, তা তুমি তো এম.এ পাশ। চাকরি করবে না?
বললাম, হুম ইচ্ছে তো আছে।
পাত্রের মা বললো, আমার ছেলের লাখ টাকা মাইনে। তোমার চাকরি করার দরকার নেই।
আমার মা বললো, হ্যাঁ কিন্তু পড়াশোনায় ও কিন্তু ভালোই... একটু চেষ্টা...
পাত্রের বাবা চিকেন প্যাটিস চি'বো'তে চি'বো'তে শোনালো, আমাদের বাড়ির বৌয়েরা চাকরি করেনা। তা তুমি গান জানো তো?
বললাম, না।
বাবা বললো, ও ভালো নাচতে পারে। কতো পুরস্কার...ওই যে দেখুন...
পাত্রের মা চিকেন স্প্রিং রোলটা শেষ করে বললো,
বাড়ির বৌ ধেই ধেই করে নাচানাচি করবে, সে চলবেনা। বরং তুমি একটা গান গাও...
আমি মা-বাবার মুখের দিকে তাকালাম। মা বললো,
ওই যে "পুরানো সেই দিনের কথা"টা গেয়ে শোনা।

গাইলাম।

পাত্রের মা সীতাভোগটা এক চামচ মুখে নিয়ে বললো, মেয়ে আমাদের পছন্দ। তা বিয়েতে আপনারা কী কী দিতে পারবেন?
বাবা হাত কচলাতে কচলাতে বললো, ওই...
আমি বললাম, কিছু মনে যদি না করেন বলছি যে, আপনার ছেলে কী নিয়ে পড়েছে?
উত্তর এলো, ইঞ্জিনিয়ারিং
বললাম, ওহ। গান জানে না?
না
আর নাচ?
পাত্রের বাবা, না।
রুটি বেলতেও জানেনা নিশ্চই। তাহলে ওই চারতলা বাড়িতে শুধু ক*মো*ডে*র ব্যবহার ছাড়া আর কিছুই জানে না? তাহলে প্রতি রবিবার ছেলেকে আমাদের বাড়ি পাঠিয়ে দিন। ঐদিন আমি নাচ শেখাই। ফ্রীতে ধেই ধেই করা শিখিয়ে দেবো। এর বেশী আমরা আর কিছু দিতে পারবোনা। সরি।
বাবা বললো, আচ্ছা, এবার আসুন।
ওরা দুজন গজরাতে গজরাতে বিদায় নিলো।

বোন বললো, বললিই যখন একটু আগে বলবি তো দিদি। খাবারগুলো বেঁচে যেত তাহলে। 🙄
✍️ 🦜🦜
(বিশেষ জনসচেতনমূলক পোস্ট)
©




𝐇𝐎𝐖 𝐓𝐎 𝐌𝐀𝐊𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐇𝐔𝐒𝐁𝐀𝐍𝐃 𝐇𝐀𝐏𝐏𝐘:1. Feed him2. Sleep with him3. Leave him in peace4. Don't check his phone (Msgs)5. Don't ...
25/11/2023

𝐇𝐎𝐖 𝐓𝐎 𝐌𝐀𝐊𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐇𝐔𝐒𝐁𝐀𝐍𝐃 𝐇𝐀𝐏𝐏𝐘:

1. Feed him
2. Sleep with him
3. Leave him in peace
4. Don't check his phone (Msgs)
5. Don't bother him with his movements
6. Clean the house
7. Wash his clothes
8. Always pray for him.

So what's so hard about that?

𝐇𝐎𝐖 𝐓𝐎 𝐌𝐀𝐊𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐖𝐈𝐅𝐄 𝐇𝐀𝐏𝐏𝐘:

It's really not too difficult but... To make a wife happy, a husband only needs to be:

1. a friend
2. a companion
3. a lover
4. a brother
5. a father
6. a master
7. a chef
8. an electrician
9. a plumber
10. a mechanic
11. a carpenter
12. a decorator
13. a stylist
14. a sexologist
15. a gynecologist
16. a psychologist
17. a pest exterminator
18. a psychiatrist
19. a healer/prayer
20. a good listener
21. an organizer
22. a good father
23. very clean
24. sympathetic
25. athletic
26. warm
27. attentive
28. gallant
29. intelligent
30. funny
31. creative
32. tender
33. strong
34. understanding
35. tolerant
36. prudent
37. ambitious
38. capable
39. courageous
40. determined
41. true
42. dependable
43. passionate

𝐖𝐈𝐓𝐇𝐎𝐔𝐓 𝐅𝐎𝐑𝐆𝐄𝐓𝐓𝐈𝐍𝐆 𝐓𝐎:

44. give her compliments regularly
45. go shopping with her
46. be honest
47. not stress her out
48. not look at other girls

𝐀𝐍𝐃 𝐀𝐓 𝐓𝐇𝐄 𝐒𝐀𝐌𝐄 𝐓𝐈𝐌𝐄, 𝐘𝐎𝐔 𝐌𝐔𝐒𝐓 𝐀𝐋𝐒𝐎:

49. give her lots of attention
50. give her lots of time, especially time for herself
51. give her lots of space, allow to visit her family members and your relatives.

𝐁𝐔𝐓 𝐌𝐎𝐒𝐓 𝐎𝐅 𝐀𝐋𝐋 𝐈𝐓 𝐈𝐒 𝐕𝐄𝐑𝐘 𝐈𝐌𝐏𝐎𝐑𝐓𝐀𝐍𝐓:

52. To learn not to ask for change when u give money for shopping. Whatever u give out becomes rightly hers no matter how big the note is.........
𝐓𝐎 𝐌𝐀𝐊𝐄 𝐀 𝐖𝐎𝐌𝐀𝐍 𝐇𝐀𝐏𝐏𝐘 𝐈𝐒 𝐀 𝐒𝐄𝐑𝐈𝐎𝐔𝐒 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 😄😀😃😜🌹 Send this to everyone on your list. Make a happy home. Wishing you all a 𝐇𝐀𝐏𝐏𝐘 𝐅𝐀𝐌𝐈𝐋𝐘.

ctto
©

মায়ের বদ-নজর…………   একটু পরেই বরযাত্রীরা এসে পড়বে। কনে সাজানোর সব কাজ প্রায় শেষ।  কনের মা একটু আগে এসে মেয়েকে দেখে গেছ...
24/11/2023

মায়ের বদ-নজর…………

একটু পরেই বরযাত্রীরা এসে পড়বে।
কনে সাজানোর সব কাজ প্রায় শেষ।
কনের মা একটু আগে এসে মেয়েকে দেখে গেছেন।
বারবার দেখে যাচ্ছেন, তবুও আশ মিটছে না।
গর্বে বুক ফুলে উঠছে।
এমন একটা সুন্দর মেয়েও তার আছে?

হঠাৎ হাঁকডাক বেড়ে গেল।
বরযাত্রী এসে গেছে।
মা ওপরতলায় এলেন, মেয়েকে নিচে নামিয়ে নিতে।
মেয়ে ব্যাকুল হয়ে মাকে কাছে ডেকে বললো,
--আম্মু, একটু আমার কাছে এসে বসো। আমার কেমন যেন লাগছে।
-কেন কী হয়েছে মা?
--কেন যেন আমি আশেপাশের কিছুই দেখতে পাচ্ছি না।

--ঘাবড়াবার কিছু নেই, ঠিক হয়ে যাবে। বিয়ের দিনের উত্তেজনা-দুশ্চিন্তায় সাময়িক এসব দেখা দেয়।
চল, নিচে যাই। ওখানে সবাই বসে আছে।
--না আম্মু, ব্যাপারটা তেমন নয় মোটেও। অনেকক্ষণ ধরেই এমনটা হয়েছে।

মা থমকে গেলেন।
একজন বয়স্কা মহিলা বললেন,
--আমরা যারা এতক্ষন এই ঘরে ছিলাম, সবাই অজু করে আসি।
আমার মনে হচ্ছে, তার উপর কারো বদনজর পড়েছে।
আমরা তার জন্য ইস্তেগফার পড়ে দোয়া করবো।
তাতে আশা করি ঠিক তার দৃষ্টিশক্তি ঠিক হয়ে যাবে।

মা ছাড়া বাকি সবাই অজু করে এলো।
দু'আ করলো, কিন্তু কোনও সমাধান হলো না।
খবরটা ভেতরবাড়ি ছাড়িয়ে বাহির বাড়িতে গিয়ে পৌঁছালো।
পাত্রপক্ষ এমতাবস্থায় বিয়েতে বেঁকে বসলো।
তাদের মুরব্বিরা বিয়েটা স্থগিত করে দিতে বলল।
এমন সময় পাত্র শক্ত অবস্থান নিয়ে বলল,
--বিয়ে এখানে হবেই।
একটা মেয়েকে এমন অসহায় অবস্থায় ফেলে রেখে যেতে চাই না।
আমরা তো আগেই পাত্রী দেখে দিয়েছি।
তখন তো ভালো ছিল।
আর এই সমস্যা তো বিয়ের পরেও হতে পারত, তখন?

বিয়ে হয়ে গেল।
স্বামী অনেক ডাক্তার কবিরাজ দেখাল। কিছুতেই কিছু হলো না।
কোনও রোগ ধরা পড়ল না।
স্বামী খোঁজ করতে করতে এক বৃদ্ধ আলিমের সন্ধান পেল।
স্ত্রীকে নিয়ে তার কাছে গেল।
জ্ঞানবৃদ্ধ আলিম বললেন,
--আমার যতদূর মনে হয়, তোমার স্ত্রী বদ-নজরের শিকার হয়েছে।
নজরটা এত বেশি গভীর যে, যার দৃষ্টি পড়েছে, সে মারা যাওয়া ছাড়া এই রোগ সারার নয়।

এভাবেই চলছিল দিন।
একদিন সকালে স্ত্রী ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল।
আশেপাশের দৃশ্যটা এখন আর আগের মতো অন্ধকার লাগছে না।
চারপাশের সবকিছুকে দৃশ্যমান লাগছে। তাড়াতাড়ি ফোনের কাছে গেল।
বাড়ির নাম্বারে ডায়াল করলো।
রিসিভার ওঠাল বড় ভাই;
--আমিই তোকে ফোন করতে যাচ্ছিলাম।

--এই সাত সকালে আমাকে ফোন কেন? আম্মু কোথায়? তার সাথে কথা বলতে চাই। তাকে একটা খুশির খবর দিতে চাই!
--কি খবর?
-আম্মুকেই সবার আগে খবরটা দিবো।
--শোন, মন খারাপ করিস না।
আম্মু আজ ফজরের নামাজের পর, ইন্তেকাল করেছেন!

মেয়ের হাত থেকে রিসিভারটা খসে পড়ল। এক সাথে নানা বিপরীতমুখী অনুভূতি ও চিন্তা মাথায় এসে ভর করল।
চোখের জলে ভাসতে ভাসতে একটা কথা মনে এল।
বৃদ্ধ হুজুর বলেছিলেন,
“অনেক সময় অতি আপনজন থেকেও বদ নজর লাগতে পারে।
অতি মুগ্ধতা থেকেই মাঝে মধ্যে নজর লেগে যায়।”

আরও মনে পড়লো, সবাই অজু করতে গেলেও আম্মু সেদিন অজু করতে যাননি।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কারো যদি নিজের প্রতি, সম্পদের প্রতি, আপন ভাইয়ের প্রতি মুগ্ধতা জাগে, তাহলে বরকতের জন্য দু'আ করো।
কেননা চোখের দৃষ্টি (বদনজর) সত্য।”

বদ নজরে আক্রান্ত হলে তার চিকিৎসা হলো,

১- কোন ব্যক্তির নজর লেগেছে তা যদি জানা যায়, তবে তাকে ওযু করতে বলতে হবে।
অতঃপর উক্ত অযুর পানি দ্বারা বদ নজরে আক্রান্ত ব্যক্তিকে গোসল করাতে হবে।

আয়শা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, كَانَ يُؤْمَرُ الْعَائِنُ فَيَتَوَضَّأُ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ الْمَعِينُ যে ব্যক্তির বদ নজর অন্যের উপর লাগতো, তাকে অযু করার জন্য নির্দেশ দেওয়া হতো।
এরপর ঐ পানি দিয়ে তাকে গোসল করানো হতো, যার উপর বদ নজর লাগতো।
(আবু দাউদ ৩৮৪০)
লেখাঃ- সংগৃহীত

Happy Friday with foreign client .Another day with Nutrition camping with Grameen Danone - Shokti
24/11/2023

Happy Friday with foreign client .
Another day with Nutrition camping with Grameen Danone - Shokti

19/11/2023

🖤নিচের ১১ টি জিনিস সংসারের ভিত্তি

✅তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত

(১) বয়স (২) জ্ঞ্যান (৩) অর্থ

✅পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত

(১) ধৈর্য (২) ভালোবাসা (৩) পরিচ্ছন্নতা

(৪) পরিকল্পনা জ্ঞ্যান (৫) শুদ্ধ জীবন যাপন

✅তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত

(১) একে অপরকে বুঝতে পারা

(২) একে অপরের প্রতি সহনশীলতা

(৩) একে অপরের প্রতি সম্মান ও শুদ্ধা

19/11/2023

Earning small salary is better than waiting for someone to give you money.
©

18/11/2023

আগামী ১-লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ।

ঢাকা কক্সবাজার আন্তঃনগর ট্রেনের কোড, ভাড়া,টাইম টেবিলগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে 🙂

🌳ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার দূরত্ব ৫৫১ কিলোমিটার।

🌻১.শোভন চেয়ার ৫২৫৳ (ভ্যাট ছাড়া)
🌻২.এসি চেয়ার ১১৩২৳ (ভ্যাটসহ)
🌻৩.এসি কেবিন ১৩৬৩৳ (ভ্যাটসহ)
🌻৪.এসি বার্থ ২০৩৬৳ (ভ্যাটসহ)
--------------------------------------------------

👉ট্রেনের কোড নং ৮১০
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
👉কক্সবাজার পৌঁছাবে রাত ৯.১০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৪
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে রাত ১০.৩০ টায়
👉কক্সবাজার পৌঁছাবে ভোর ৬.৪০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৫
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮.৩০ টায়
👉ঢাকা পৌঁছাবে ভোর ৪.৩০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৬
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে সকাল ৬.১৫ টায়
👉কক্সবাজার পৌঁছাবে দুপুর ২.২০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০৫ ঘন্টা

📌কপি_পোস্ট

বিয়ে করলেন, বউ আপনার ঘরে আসলো। তার জন্মেরও আগে মহান আল্লাহ তার রিযিক লিখেছেন। বিয়ের মাধ্যমে আপনি তার রিযিকের যিম্মাদার...
18/11/2023

বিয়ে করলেন, বউ আপনার ঘরে আসলো। তার জন্মেরও আগে মহান আল্লাহ তার রিযিক লিখেছেন। বিয়ের মাধ্যমে আপনি তার রিযিকের যিম্মাদারী নিয়েছেন! তার রিযিক আপনার হাত দিয়ে আসবে।

অটোমেটিক আপনার ইনকাম বাড়বে। ইনকামে বরকত হবে। কেননা আপনার স্ত্রীর রিযিক আপনার হাতে আল্লাহ দিবেনই দিবেন। আর স্ত্রী যদি সৌভাগ্যবতী হয় তাহলে তো কথাই নাই। তার ভাগ্যের সাথে সাথে আপনার জীবনও বদলে যাবে! ইনশাআল্লাহ।❤️..
©

17/11/2023

রাসূল সাঃ বলেছেন, মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়েই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন।এমনকি একটি কাঁটা ফুটলেও।
-সহীহ আল বুখারী

16/11/2023

প্রিয়জনের মৃত্যু হল সবচেয়ে ভয়ানক শোক যা একজন ব্যক্তির হতে পারে।

আপনি যাদের ভালবাসেন তাদের যত্ন নিন !!! একসাথে কাটানো মুহূর্তগুলির প্রশংসা করুন! ক্ষমা করুন নির্দ্বিধায় ! যাতে পরবর্তীতে অব্যক্ত কথার জন্য, নিখুঁত কাজের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক না হয়!

16/11/2023

সন্তান ঘুমালে মাথায় হাত রেখে

আল্লাহ্ হুম্মাহ্ ফাককি হু ফিদ্দীন পড়ে সন্তানের মাথায় ফু দিলে সন্তান হবে মেধাবী ও নেককার

ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের ছাড়া ও  ওজন কমানো যায়।✅প্রতিদিন ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।✅সম্ভব হলে ফ্রী হ্যান্ড এক্...
16/11/2023

ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের ছাড়া ও ওজন কমানো যায়।

✅প্রতিদিন ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।

✅সম্ভব হলে ফ্রী হ্যান্ড এক্সারসাইজ করুন।

✅পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস করুন।
✅সময়মত খাবার গ্রহণ করুন।

✅টেনশন,স্ট্রেস,দুশ্চিন্তা পরিহার করুন।

✅বাড়িতে তৈরি খাবার গ্রহন করুন।

✅ক্যাফে,রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড বর্জন করুন
রাত জাগার অভ্যাস পরিহার করুন।
✅তাড়াহুড়ো করে খাবার গ্রহণ না করে ধীরে ধীরে চিবিয়ে খাবার খান।

✅খাওয়ার ১৫-২০ মিনিট আগে অন্তত ১গ্লাস পানি পান করে নিন।এতে আপনার ক্ষুধা খাবার গ্রহণের আগেই কিছুটা কমে যাবে।

ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন।
Nutritionist Umma Habiba Sultana

15/11/2023

"নারী যখন কন্যা -তখন সে রহমত,
"নারী যখন বোন -তখন সে আমানত,
"নারী যখন স্ত্রী -তখন সে নেয়ামত,
*নারী যখন মা -তখন সে জান্নাত।

15/11/2023

Hello Barishal 😍
Share positive vibes with your characteristics of your family education.

আসল পুরুষ তার নারীকে রাজকন্যার মতো করে আগলে রাখে❤️
15/11/2023

আসল পুরুষ তার নারীকে রাজকন্যার মতো করে আগলে রাখে❤️

15/11/2023

❝ বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি।
মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম ❞

14/11/2023

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস এ বিষয়টিকে সামনে রেখে ডায়াবেটিস রোগীদের যে সকল বিষয় মেনে চললে শরীর সুস্থ রাখতে এবং স্বাস্থ্যকর জীবন যাপন মেনে চলতে করণীয়।

14/11/2023

বিশ্ব ডায়বেটিস দিবস ডায়াবেটিক রোগীদের জন্য নতুন ভিডিও আসছে✅

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।  বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের...
13/11/2023

স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন।

বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম। বন্ধুদের সাথে আড্ডায় এক বন্ধু সেটা দেখলো।
তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বললো,"রিফাতের মোবাইল দেখ। বউয়ের ছবি দিয়ে রেখেছে। ব্যাটা বউ পা'গ'ল।"
সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধুম পড়ে গেলো।

এমন বি'ব্র'ত হয়ে পড়লাম যে, বলার মতো নয়।
বি'ব্র'ত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম,"তোরা যা ভাবছিস তা না। আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভু'লে এই ছবিটা পোস্ট হয়ে গেছে। আমি নিজেও খেয়াল করি নি। এই দেখ ছবিটা এখনই ডি'লি'ট করে দিচ্ছি।"

তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটা বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের ওয়ালপেপারে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
স্ত্রীর পরি'শ্রম যেনো কম হয় এজন্য মাছ মুরগী কিনলে বাজার থেকে কু'টি'য়ে আনতাম। স্ত্রীকে রান্নায় সাহায্য করতাম। ছাদে শুকাতে দেয়া কাপড় নিয়ে আসতাম।

মা এসব দেখতেন। এবং মা'র চোখ দেখে বুঝতে পারতাম তিনি এসব পছন্দ করছেন না। তবে তিনি কিছু বলতেন না। কিন্তু যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চু'প থাকতে পারলেন না।

কা'টা কা'টা উচ্চারণে বললেন,"বিয়ে করতে না করতেই বউ পা'গ'ল হয়ে গেছিস! বউয়ের ক'ষ্ট স'হ্য হচ্ছে না, তাই না? ঘরের এসব কাজ আমরা সারা জীবন করি নি?"

এমন নয় যে, আমি শুধু স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করি, মাকেও সাহায্য করি। কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেনো যেনো নিতে পারতেন না।

আমি 'বউ পা'গ'ল', মায়ের কাছ থেকে এই কথাটা গেলো খালাদের কাছে। আর খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে র'টে গেলো।

তারপর থেকে আমার আড়ালে এবং সামনে, ঘরে কিংবা বাইরে, হয় রেগে নয়তো কটাক্ষ করে, আত্মীয়দের মধ্যে কেউ না কেউ বলতো,"রিফাত বউয়ের আঁচল ধরে ঘোরে। ও বউ পা'গ'ল হয়েছে। পুরুষ হতে পারে নি।"

যখন তারা এসব বলতো, তখন ল'জ্জা'য় অপ'মানে শে'ষ হয়ে যেতাম। এই ল'জ্জা এবং অপ'মান থেকে মু'ক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা ব'ন্ধ করে দিলাম।

আরেকটা ঘটনা বলি।
বিয়ের শুরুর দিকে প্রতিদিন অফিসের লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম। সে খেয়েছে কিনা জানতে চাইতাম। সেও আমাকে ফোন দিতো। ফোনের এই কথপোকথন কলিগদের এড়িয়ে করতাম। তবু কী করে যেনো এক কলিগ ব্যাপারটা বুঝতে পারলো। আর তারপরই পুরো অফিসে ছড়িয়ে পড়লো, রিফাত সাহেব বউ পা'গ'ল।

এরপর থেকে আমাকে দেখলে অফিসের সবাই ঠোঁট টি'পে হাসতো। কী যে জ্বা'লা'ময়ী সে হাসি! সেই হাসির য'ন্ত্র'ণা থেকে র'ক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করা ব'ন্ধ করে দিলাম। আর সে ফোন করলে সবাইকে শুনিয়ে রূঢ় ভাষায় বলতাম,"প্রয়োজন ছাড়া ফোন দেবে না। অফিস কাজ করার জায়গা। ডেটিং করার জায়গা না।"

তাই বলছিলাম, স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম, আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো। মা, বাবা, ভাই, বোন, সন্তান, বন্ধু, আত্মীয়, পশু পাখি, এমন কি জড় পদার্থকেও। এবং এসবের জন্য কেউ আমাকে ব্য'ঙ্গ করবে না, আমার ওপর ক্ষি'প্ত'ও হবে না। কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে স'র্ব'না'শ! শা'স্তি হিসেবে জুটবে 'বউ পা'গ'ল' উপাধি। আর একজন পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভ'য়া'ব'হ আর কিছু নেই।

যাই হোক, গল্পে ফিরে আসি।

এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অ'ব'হে'লা করতে করতে ওর জীবনটাকে দু'র্বি'ষ'হ করে তুললাম। ওর জীবন থেকে হাসি হারিয়ে গেলো।

একদিন মাঝ রাতে ঘুম ভে'ঙে দেখলাম, স্ত্রী পাশ ফিরে শুয়ে ফুঁ'পিয়ে ফুঁ'পিয়ে কাঁ'দ'ছে।
জানতে চাইলাম,"কী হয়েছে?"
সে অদ্ভুত বি'ষ'ণ্ণ গলায় বললো,"আমার কী হয়েছে, আমি কেমন আছি, এসব কখনো জানতে চেয়ো না। মনে রেখো, দেয়ালেরও কান আছে। শে'ষে সবাই জেনে যাবে, তুমি বউ পাগল।"

ওর কথা শুনে এতো খা'রা'প লাগলো বলার মতো নয়। বু'ক চি'রে একটা গভীর দীর্ঘ'শ্বাস পড়লো। সেদিন রাতে আর ঘুম এলো না।

পরদিন ভোরে আমার নি'র্ঘুম স্ত্রী শোয়া থেকে উঠলে ওকে বললাম,"এতোকাল পুরুষ হতে গিয়ে আসলে কা'পুরুষের মতো আচরণ করেছি। এবার সত্যিকারের পুরুষ হবো। কারণ এবার পৃথিবীর সবচেয়ে ক'ঠি'ন কাজটা করবো।"
স্ত্রী বললো,"কী সেটা?"
ওর ম'লি'ন দু গালে আলতো হাত রেখে বললাম,"বউ পা'গ'ল হবো।"

"একজন যুবকের কথা"
- রুদ্র আজাদ
©

12/11/2023

When Allah doesn't answer your dua, it means that Allah has a better plan for you.❤️
Which is more than your request.✨
Don’t be hopeless! “Wait for your Turn.”

12/11/2023

জীবন খুবই ছোট চেষ্টা করুন সব সময় পজিটিভ ভাইব নিজের মধ্যে রাখতে নেগেটিভিটি গুলোকে দূর করতে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

09/11/2023

হঠাৎ একদিন মৃত্যুর ফেরেশতা এসে বলবে, ফেরার সময় তো হয়ে এলো। চলো এবার যাওয়া যাক!

কুল্লু নাফছিন যা-ইকাতুল মাউত

[প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে]
(সুরা আল ইমরান,১৮৫) ❤️🌸

09/11/2023

ভরপেট খাবেন তারপরও ওজন কমবে



08/11/2023

পেট ভরে খাবেন কিন্তু
ওজন বাড়বে না 😍
কি মজা তাই না
আগামীকাল ভিডিও আসছে ❤️

08/11/2023

জীবন সঙ্গীর মেজাজ হতে হবে শান্তশিষ্ট কারন আমার মেজাজ তেলের পানি পড়ার মতো 😌🖤

06/11/2023

সিজদার সবচেয়ে সুন্দর বিষয়'টি হচ্ছে, আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন। আর আরশে আজিম থেকে স্বয়ং 'আল্লাহ' তা শুনছেন! সুবহানআল্লাহ!'🖤

Start a day full of energy ☺️Ensure breakfast with healthy diets.
06/11/2023

Start a day full of energy ☺️
Ensure breakfast with healthy diets.

Address

Dhaka
Narayanganj

Telephone

+8801794511511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Life with Habiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Life with Habiba:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Narayanganj

Show All