Muhammad Al-amin

Muhammad Al-amin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Al-amin, Digital creator, Dhaka, Narayanganj.

14/08/2024
25/01/2024

পিতার সম্পত্তি ভাগ করার সময় শরিফ জীবনেও শরীফা বলে পরিচয় দিবে না🙂
কারণ: শরিফ পাবে ১০০% আর শরীফা পাবে ৫০%

এই তিনটি সম্পর্ক কখনো পবিত্র হয় না! কিন্তু আমরা এটাকে খুব নরমাল মনে করি 💔~সংগৃহীত
20/01/2024

এই তিনটি সম্পর্ক কখনো পবিত্র হয় না! কিন্তু আমরা এটাকে খুব নরমাল মনে করি 💔

~সংগৃহীত

শয়তান যখন দেখলো বেপর্দা নারী দিয়ে দ্বীনদার ছেলেদেরকে ঘায়েল করা যাচ্ছে না তখন শয়তান তাদেরকে ফেত্নায় ফেলার জন্য দ্বীন...
18/01/2024

শয়তান যখন দেখলো বেপর্দা নারী দিয়ে দ্বীনদার ছেলেদেরকে ঘায়েল করা যাচ্ছে না তখন শয়তান তাদেরকে ফেত্নায় ফেলার জন্য দ্বীনি লেবাসটাকে বেছে নিল! বোরখা পড়ে চোখে কাজল দিয়ে মেকাপ করে নিকাব পড়ে সাথে বিভিন্ন অলংকার/ফুল দিয়ে জেনারেল ব্যাকগ্রাউন্ড সহ মাদ্রাসা পড়া আপুরাও দেখি বিভিন্ন আকর্ষনীয় ভঙ্গিতে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে। ঐ ছবির কমেন্টে আবার দেখি দাড়ি/টুপিওয়ালা হুজুররা মাশাআল্লাহ/প্রশংসাসূচক কমেন্টও করছে! তারা চেহারার উপর খানিকটা কাপড় ঝুলিয়ে ফেত্নার কৌশলটা চেঞ্জ করলেন মাত্র! প্রকৃতপক্ষে তারা হলেন লেবাসধারী দ্বীনদার। বইন তোর বোরকা পড়া ছবিতে মা'শা'আল্লাহ্ বলা হুজুরটাও তোর মতোই ভন্ড!©
আগে কেবল পর্দাশীল নারীরা হিজাব পরতো। এখন কিছু শয়তান ও হিজাব পড়ে। এদের কারও কাছে হিজাব পাপ ঢাকার আবরণ কারও কাছে ফ্যাশান। এদের মাঝে লজ্জিত আর অপমানিত হয় "প্রকৃত হিজাবি নারী!"

~আদিব সালেহ

27/08/2023

সাদাকা করতে কষ্ট লাগার কারণ, নিজেকে সম্পদের মালিক ভাবি। অথচ কুরআনের ভাষ্য মতে আমি সম্পদের মালিক নই, আল্লাহর প্রতিনিধি
(হাদীদ ৭)।

বাবার হোটেল থেকে বের হয়ে দেখলে বোঝা যায় এক মুঠো বাতের মূল্য কত, জীবন সবার জন্য এক না, 😢
26/08/2023

বাবার হোটেল থেকে বের হয়ে দেখলে বোঝা যায় এক মুঠো বাতের মূল্য কত,
জীবন সবার জন্য এক না, 😢

'এই উম্মতের প্রথম যুগের মানুষদের দুপুরের খাবার বা রাতের খাবার বলে কিছু ছিল না। তাঁরা কিছু পেলে খেত, আর না পেলে না খেয়েই ...
12/06/2023

'এই উম্মতের প্রথম যুগের মানুষদের দুপুরের খাবার বা রাতের খাবার বলে কিছু ছিল না। তাঁরা কিছু পেলে খেত, আর না পেলে না খেয়েই সময় পার করে দিত।'
— ইমাম মালেক (রহ.)

(মানাক্বিবু মালেক, ইবনু ফিহর, পৃঃ ১৯৩)

12/06/2023

দুনিয়া পরীক্ষাকেন্দ্র।
যে কোনো মুহূর্তে ঘণ্টা বেজে যাবে।
আমলনামার খাতা কেড়ে নিবে। দ্রুত যা লেখার লিখে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ।

একবার এক বাড়িতে চোর ঢুকে। রাতের আঁধারে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সে অতি সন্তর্পণে বাড়িতে ঢুকে যায়। যে বাড়িকে সেদিন রাত...
11/06/2023

একবার এক বাড়িতে চোর ঢুকে। রাতের আঁধারে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সে অতি সন্তর্পণে বাড়িতে ঢুকে যায়। যে বাড়িকে সেদিন রাতে সে টার্গেট বানিয়েছিল, ভেবেছিল এই বাড়ির মানুষজন রাতে থাকে না। তাই দীর্ঘ সময় নিয়ে সে পুরো বাড়ি তল্লাসি চলায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর নেওয়ার মতো একটি কানাকড়িও পেল না। পুরো বাড়ি খালি!
হঠাৎ একটু দূরে চোখ আটকে গেল চোরের। কিছু একটা বোধহয় অন্ধকারের মধ্যে নড়াচড়া করছে। সামনে আগাতেই দেখল একটা অবয়ব দাঁড়িয়ে আছে জায়নামাজের ওপর! কলিজার পানি যেন শুকিয়ে গেল চোরের! জিন ভূত না তো! নইলে এতক্ষণ ধরে সে যে ঘরে অবস্থান করছে, যদি এটা মানুষ হতো তাহলে তো টের পেয়ে যেত!
কোনো মতে চোর কয়েক কদম সামনে আগায়। দেখে একজন মানুষই নামাজ পড়ছে। কোনো জিন ভূত নয়। যাক বাঁচা গেল! কিন্তু তাও চোরের বিস্ময় কাটল না। কারণ, দীর্ঘক্ষণ ধরে সে ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করছে, শব্দ করেছে, কিন্তু এই নামাজি মানুষটা টেরই পায়নি! এটা ভেবেই চোর হতবাক। সে আরও অবাক হলো এই ঘরে কিছুই নেই দেখে! জীবনে কত মানুষের বাড়িতে চুরি করতে গেছে, কিন্তু এই প্রথম কারও বাড়ি পেল যেখানে কিছুই নেই।
আসলে জায়নামাজে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে চোর চিনতে পারেনি। তিনি ছিলেন দ্বিতীয় হিজরির একজন বিখ্যাত মনিষী, বসরার মালিক বিন দীনার রহ.। অতীতের মনিষীরা এমনই ছিলেন, তাঁরা যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো কোনো খুঁটি গেড়ে দেওয়া হয়েছে মাটিতে, কিংবা কোনো গাছ দাঁড়িয়ে আছে যেখানে পাখিরা অনায়াসে বসতে পারে। এতটা খুশু খুযুর সাথে নামাজ পড়তেন তাঁরা!
যাইহোক, মালিক বিন দীনার নামাজ শেষ করলেন। সালাম ফিরিয়ে দেখলেন পেছনে একজন দাঁড়িয়ে আছে। বাহ্যিক অবয়ব দেখেই তিনি বুঝে গেলেন এটা চোর। তবে মুখের চাহনি বলছে, চোর হতবাক।
মালিক বিন দীনার জিজ্ঞেস করলেন, 'কী ভাই? আমার ঘরে কিছু পাওনি বলে অবাক হয়েছে? আসলে এই ক্ষণিকের দুনিয়ার জীবনে আমি কিছুই জমা রাখিনি। এজন্যই আমার ঘরে কিছু নেই। তবে তুমি চাইলে আমি তোমাকে এমন জিনিসের সন্ধান দিতে পারি, যার মূল্য দুনিয়ার কোনোকিছুর সাথে তুলনা হয় না। যেটা অনন্তকাল তোমার থাকবে। কেউ ছিনিয়ে নেবে না। মৃত্যুর পরও তোমার সঙ্গী হবে।'
চোর অবাক দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে রইল। কথা শুনছে আর ভাবছে, লোকটা বলে কী! মালিক বিন দীনারের হৃদয়গ্রাহী বয়ান শুনে কুখ্যাত চোরের দু‘চোখ বেয়ে অশ্রু পড়তে লাগল। এই দিকে ফজরের আযান পড়ে গেছে মসজিদে। মালিক বিন দীনার তার হাত ধরে মসজিদে নিয়ে গেলেন।
চোরটা বেশ কুখ্যাত ছিল। এলাকার কমবেশি সবাই চিনতো। তাই হঠাৎ মালিক বিন দীনারের সাথে চোরকে দেখে সবার চক্ষু চড়কগাছ। এত বড় হুজুরের সঙ্গে একজন দুর্ধর্ষ চোর! তাও আবার মসজিদে! ও নিশ্চয়ই হুজুরের বাসায় চুরি করতে গিয়েছিল! তাই গণধোলাই দেবার জন্য হুজুর তাকে মসজিদে নিয়ে এসেছেন। কিন্তু মালিক বিন দীনার (রহ.) সবার ভুল ভেঙ্গে দিয়ে বললেন,
"সে আমাদের বাসায় চুরি করতে এসেছিল। আমরাই তাকে চুরি করে ফেলেছি।"
অর্থাৎ সে আমাদের বাড়িতে দুনিয়ার খোঁজে এসেছিল, আমরা তাকে আখিরাত ধরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার!
সূত্র: সিয়ারু আলামিন নুবালা: ৪/১৯০ অবলম্বনে গল্পটি লেখা হয়েছে

11/06/2023

ভালোবাসা যেমন প্রিয়জনের দোষত্রুটির ব্যাপারে চোখকে অন্ধ করে দেয়।
তদ্রূপ বিদ্বেষও অপছন্দের মানুষের গুণ দেখার ব্যাপারে চোখকে অন্ধ করে দেয়।

10/06/2023

মানুষ খালিহাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। তারপর সবকিছু ছেড়ে, খালিহাতে চলে যায়।
তারপর সবকিছুর জন্য হিসেবের মুখোমুখি হয়।

10/06/2023

ভালোবেসে স্ত্রীর মুখে ভাতের যে লোকমাটি স্বামী তুলে দেয়, সেটাকেও ইসলাম সাদাকাহ হিশেবে গন্য করে।

এতো সুন্দর দ্বীন, কিন্তু মানুষ ডুবে থাকে হারাম রিলেশানে!

আমরা মানুষেরা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছি!হারাম রিলেশনে ছ্যাকা খাওয়ার পর কিছু সংখ্যক মানুষজন কুরআনের আয়াত এবং হাদিস গুলো...
09/06/2023

আমরা মানুষেরা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছি!
হারাম রিলেশনে ছ্যাকা খাওয়ার পর কিছু সংখ্যক মানুষজন কুরআনের আয়াত এবং হাদিস গুলোকে এমন ভাবে উপস্থাপন করে, মনে হয় যেন ঐ আয়াত এবং হাদিস গুলো এসবের জন্যই এসেছে নাউজুবিল্লাহ! অজ্ঞতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে!

যেমনঃ
"আর আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়" এসব আয়াতের তিলাওয়াত এবং ডিজাইনে মানুষ তার গফ/বফ কে মেনশন দিয়ে কমেন্ট বক্সেই শুরু করে দেয় প্রেম!

আরো একটি হাদিস আছে, "রাসুলুল্লাহ (সঃ) বলছেন যে - "তুমি যাকে ভালবাসো তার সাথেই হাশরের ময়দানে উপস্থিত থাকবে!"

মেয়েরা ছেলেদের থেকে প্রতারিত হলে, "কোনো নারী যদি কোনো পুরুষের জন্য বীনা কারনে চোখের জল বা দীর্ঘশ্বাস ফেলে, তাহলে ওই পুরুষের জাহান্নামে যাওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট!"

ছেলেরা মেয়েদের থেকে প্রতারিত হলে, "নিশ্চয়ই নারীদের ছলনা মারাত্মক!" (সূরা ইউসূফ, ২৮)

"অন্যকে কষ্ট দিয়ে জায়নামাজে জান্নাত খোঁজা ছেড়ে দাও!"

এরকম আরো অনেক কোরআনের আয়াত এবং হাদিস!!

এই হাদিস এবং কোরআনের আয়াত যে কিসের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে না জেনেই বিভিন্ন ভাবে হারাম রিলেশনশিপের ক্ষেত্রে এগুলোকে কাজে লাগায়!

আল্লাহ আমাদের এসকল বিষয় হতে হেফাজত এবং সঠিক জ্ঞান দান করুক! আমিন!

09/06/2023

সবচেয়ে বড় কবীরা গুনাহ তিনটি-১.আল্লাহর সাথে শিরক করা ২.মাতাপিতার অবাধ্যতা করা। ৩.মিথ্যা সাক্ষ্য দেয়া।
(বুখারী ৬৮৭১)

08/06/2023

পরিচিতদের ফোন করলে বলে, এখনো আম পাকেনি। ব্যাবসায়িক পেজগুলোতে খোঁজ নিলে বলে, আম শেষের পথে। মাবুদ! ফেতনা দেখি ‘আম’ হয়ে গেছে।

আমাদের যুবকরা যদি এভাবে ভাবতে পারত!তাহলে কোনো নারী তাদেরকে ফিতনায় ফেলতে পারত না...আবুল ফারাজসহ আরও অনেকে বর্ণনা করেন, মক...
07/06/2023

আমাদের যুবকরা যদি এভাবে ভাবতে পারত!
তাহলে কোনো নারী তাদেরকে ফিতনায় ফেলতে পারত না...
আবুল ফারাজসহ আরও অনেকে বর্ণনা করেন, মক্কায় এক রূপবতী রমণী ছিল। তার স্বামীও ছিল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, আচ্ছা, তোমার কী মনে হয়, গোটা মক্কা নগরীতে এমন কোনো পুরুষ আছে, যে আমার রূপে পাগল হবে না?

: হ্যাঁ। আছে!

: কে সে!

: উবাইদ ইবনু উমাইর।

: তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি তাকে আপন রূপের ছোঁয়ায় দুর্বল করে দেখাব।

: ঠিক আছে। চেষ্টা করে দেখতে পারো।
বর্ণনাকারী বলেন, এরপর সে মহিলা মাসআলা জানার বাহানায় উবাইদ ইবনু উমাইরের কাছে যায়। তিনি তখন মসজিদুল হারামের এক কোণে বসা ছিলেন। সবাই চলে যাওয়ার পর একটু নির্জনতা তৈরি হলে সে তার কাছে গিয়ে বসে এবং তার চাঁদের মতো ঝলমলে চেহারা থেকে কাপড় সরিয়ে ফেলে। উবাইদ ইবনু উমাইর বলে ওঠেন, হে আল্লাহর বান্দী, পর্দা করো।
: জনাব, আমি তো আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আপনি আমাকে গ্রহণ করুন।

: আমি তোমাকে কিছু বিষয়ে প্রশ্ন করব। যদি তুমি সত্যি সত্যি উত্তর দাও, তবে তোমার প্রস্তাব নিয়ে ভেবে দেখবো!

: জি, জনাব, বলুন, আমি সত্যিটাই বলব।

: আচ্ছা, এই মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা তোমার জান কবজ করতে চলে আসে, আর আমি তোমার প্রস্তাব গ্রহণ করি, তবে কি তুমি এতে আনন্দিত হবে?

: জি না!

: হুম। ঠিক বলেছ। আচ্ছা, ধরো আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। তারপর যদি তোমাকে কবরে শোয়ানো হয়, আর ফেরেশতাগণ জিজ্ঞাসাবাদের জন্য তোমাকে বসায়, তখন কি প্রস্তাব গ্রহণ করার ব্যাপারটা তোমাকে কোনো আনন্দ দেবে?

জি না!

: হুম। ঠিকই বলেছ। আচ্ছা, যদি মানুষের হাতে আমলনামা তুলে দেওয়া হয়; কিন্তু তুমি জানো না, তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে! তখন কি এই প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তোমাকে আনন্দিত করবে?

: জি না!

: হুম। সত্য বলেছ। আচ্ছা, ধরো, যখন পুলসিরাত পাড়ি দেওয়ার সময় হবে; কিন্তু তুমি জানো না, সহজে তা উতরে যেতে পারবে কি না! তখন কি প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তোমার কাছে আনন্দের বিষয় হবে?

: জি না!

: হুম। একদম ঠিক বলেছ। আচ্ছা, আর যদি তুমি বিচারের কাঠগড়ায় আল্লাহ জাল্লা শানুহুর সম্মুখে দণ্ডায়মান হও, তখন কি প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তোমাকে আনন্দিত করবে?

: জি না!

- হুম। একেবারে সত্য বলেছ। এবার উবাইদ ইবনু উমাইর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আল্লাহর বান্দি, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন। তিনি তোমার প্রতি সদয় আচরণ করেছেন।
বর্ণনাকারী বলেন, এরপর সে তার স্বামীর কাছে ফিরে যায়। স্বামী তাকে জিজ্ঞেস করে, কী হলো? কিছু করতে পেরেছ? উত্তরে সে বলল, তুমিও অকর্মা। আমরাও সবাই অকর্মা।
এরপর সে সালাত, সিয়াম ও ইবাদতে মশগুল হয়ে যায়। পরবর্তী সময়ে তার স্বামী বলত, উবাইদ ইবন উমাইর আমার স্ত্রীর ওপর এতটা প্রভাব ফেলেছিল যে, যে-নারী প্রতি রাতে আমার জন্য বাসরশয্যা করত, এখন সে পুরোদস্তুর 'সন্ন্যাসিনী' বনে গেছে।
সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত 'সালাফদের জীবনকথা' বই থেকে।

Address

Dhaka
Narayanganj
1430

Telephone

+8801757635261

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Al-amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Al-amin:

Videos

Share