Tamim Vlogs

Tamim Vlogs ইসলামিক ওয়াজ, গজল, ভ্রমণ, দেশের দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরা হয় ।

Tamim Vlog একটি ভিডিও ব্লগিং ফেসবুক পেইজ । এখানে বিভিন্ন রকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও, ব্যবসা বানিজ্যের পরিচিতি, দেশের বিভিন্ন জায়গা দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরা ও শিক্ষণীয় ভিডিও নিয়মিত আপলোড করা হয় ।

আমাদের পেইজ এর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেইজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ।

এখানে বাজার, রাস্তাঘাট, স্কুল, ব্রীজ, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে প্রতিবেতন তুলে ধরা হয় ।

Blog

29/10/2024

এদেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয়। আবার সেই টাকা ফেরত চাওয়ার সময় নিজের দুঃখ বর্ণনা করে ফেরত চাওয়া লাগে! 🥲😅😂

02/10/2024

O Negative রক্ত লাগবে কারো থাকলে জানায়েন।01813635655

26/09/2024

স্বামী-স্ত্রী কখনো দীর্ঘদিন দূরে থাকবেন না।
বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিস্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই। দরকার আপনার ভালোবাসার।
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!
এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে।
কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়।
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘস্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না।.
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন। কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন। উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন।
আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে।
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসাই যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে।
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসাই দিয়ে আসুন।
সে আপনার আদর্শে বড় হবে। তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না। বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে।
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময়। এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না।
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে। দেখে না শুধু আপনাকে।
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায়। এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে।
হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা।
আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা। হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো।
হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়। যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন।

#কপি

02/09/2024

সুখবর!
ইন্টারনেটে এসেছে বিশেষ সুবিধা।
ইন্টারনেট এর মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে
১ মাস করা হয়েছে।

29/08/2024
৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
25/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।

ইন্নানিলল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন সে আজকে মারা গেছে ১৬-৮-২০২৪আল্লাহতালা তাকে বে...
16/08/2024

ইন্নানিলল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন
সে আজকে মারা গেছে ১৬-৮-২০২৪
আল্লাহতালা তাকে বেহেস্তো দান করুক
,😥😥😥😥😥😥😥😥😥😥😥

11/08/2024

ছা'ত্রলীগের ভাইয়েরা নিরাপত্তার সংকটে আছেন। আপনারা তাবলীগ জামাতের সাথে চিল্লায় যেতে পারেন,৪ মাসের জন্য। নিজের ঈমান আমল আখলাকে পরিবর্তন হবে সাথে বহুত ফায়দা হবে। ভাগ্য যদি ভালো থাকে তাহলে অন্তরে হিদায়ত নসীব হবে ইনশাআল্লাহ...💐

06/08/2024

তিতা হলেও সত্যি গণভবন থেকে যারা লুটপাট করলেন তারা বুঝাই দিলেন সুযোগ পাইলে আপনারাও ওদের মতোই দেশটাকে খাইতেন।কোনো পার্থক্য নাই!

আর এখন যারা ভাংচুর করতেছেন ভুলে যাইয়েন না এসব আমাদের ট্যাক্সেই গড়ে উঠেছিল। খালি গদি কিন্তু কম ভয়ঙ্কর না! বিজয়ের এক ঘন্টা পার না হতেই দেশের যে পরিমাণ ক্ষতি করলেন, আপনারা কিভাবে দেশ রক্ষা করবেন? আমার তো মনে হয় দেশ স্বাধীন হয়নি আরো ধংস হইছে

গণভবন থেকে যে যা নিয়ে আসলেন, কালকে গিয়ে ফেরত দিয়ে আসেন, পারবেন না???

এটুকু সৎ নিজে না হলে একজন সৎ নেতা পাবেন এমন আশা কইরেন না!!

কপিঃ-মাসুদ সাঈদি

05/08/2024

আলহামদুলিল্লাহ দেশ ২য় বার স্বাধীন??

02/07/2024

যাদের বোন আছে, বিয়ে হয়ে গেছে, বোনের খবর নিয়েন!
মনে রাখবেন বোন হচ্ছে আল্লাহর দেয়া অনেক বড়ো নেয়ামত।

আপনি যখন বেকার ছিলেন তখন আপনার বোন
অপেক্ষায় বসে থাকতো কবে যেন আমার ভাইটা
আমাকে দেখতে আসবে।
আপনি যখন বোনের বাড়িতে আসার কথা শুনাতেন
তখন বোন দুই/ এক দিন আগ থেকেই ব্যস্ত হয়ে পড়তো
কি দিয়ে ভাই কে খাওয়াবে, কি দেবে সাথে করে।

আপনি যখন বোনের বাড়িতে যেতেন তখন বোন টা
কি যে খুশি হতো তা ভাষার প্রকাশ করার মতো নয় 🙂

আপনার দোলাভাই বাজার থেকে এসে অল্প অল্প টাকা
আপনার বোনের হাতে তুলে দিতেন,
অথবা বোন জামাই বিদেশ থেকে টাকা পাঠালে ঐ টাকা
আপনার বোন খরচ না করে ধীরে ধীরে সঞ্চয় করতো
আর আপনি বোনের বাড়িতে যখন যেতেন তখন বোন
ঐ সঞ্চয় কৃত টাকা আপনার হাতে তুলে দিয়ে বলতো
তুই এই টাকা রাখ খরচ করিস 😑
ভালো একটা প্যান্ট / শার্ট কিনিস!

আপনার দোলাভাই যখন টাকার হিসাব চেয়ে বসতো
তখন আপনার বোন বলতো-
সংসারের খুটিনাটি কাজে লাগিয়েছি,
মিথ্যার আশ্রয় নিতো,
মিথ্যার আশ্রয় কার জন্য নিতো?
এই আপনার জন্য-ই।

আজ যখন আপনার বেকারত্ব ঘোচাতে শুর করলো,
আপনি রুজি-রোজগার শুরু করলেন,
টাকা কামাচ্ছেন,
বিয়ে করেছেন?
ঠিক তখন-ই আপনি আপনার বোনের খবর নিতে ভুলে গেলেন।
একটাবারের মতো আপনার সময় হয়ে উঠছে না
আমার বোন কি ভাবে দিন কাটাচ্ছে,
ঘরে খাওয়ার মতো চাল-ডাল বাজার আছে কি না,
পড়ার মতো ভালো কাপর আছে কি না,
বোনদের বাচ্চা-কাচ্ছারা কিভাবে আছে না আছে,
ওরা মামাদের কাছে কিছু আশা করে কি না,
সুস্থ আছে কি না,
কোন কিছু প্রয়োজন কি না 😑
তা খোঁজ নেয়ার 😑

আপনি কি মানুষ?
আপনার এই ব্যস্ততা আজ কাদের জন্য?
আপনার এই ব্যস্ততার পিছনে আপনার পরিবারের
কেউ না কেউ অবদান অবশ্যই রয়েছেন।

অতএব পরিবারের মানুষদের অবদানের কথা ভুলে গিয়ে
আপনি কখনোই সুখে থাকতে পারবেন না।
যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন-
সবসময় পরিবারের খোঁজ নিয়েন,
বোনদের খেয়াল রাখবেন 🙂

আমার বোন রা আমার পৃথিবী ❤️❤️
আল্লাহ যেন আমার বোনদের সুস্থ রেখে নেক হায়াত দেন (আমিন)

18/06/2024

ব্রেকিং নিউজ!

আগামীকাল সকাল থেকে
রাত ১২ টা পর্যন্ত
সারাবিশ্বে ফেসবুক...See more

ঈদ মোবারক
17/06/2024

ঈদ মোবারক

28/05/2024

Address

তবল পাড়া, বার পাড়া, বন্দর
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Tamim Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamim Vlogs:

Videos

Share


Other Digital creator in Narayanganj

Show All