ইচ্ছেশক্তি

ইচ্ছেশক্তি ❥━༊প্রতিটা স্বঁপ্নই রঙিন হয় বাস্তবতা গুলো সাদা কালো হয় -!��
এখানে লাইক দেন👇 #ইচ্ছেশক্তি

সব মেয়েদে ইমোশন❤️❤️
14/12/2024

সব মেয়েদে ইমোশন❤️❤️

সাহস থাকলে বলে যান....
14/12/2024

সাহস থাকলে বলে যান....

দেহ পাগল ছেলেরাই ভালোবাসায় জিতে যায়, হেরে যায়মায়ায় পড়া মানুষগুলোই😊💔🥀
13/12/2024

দেহ পাগল ছেলেরাই ভালোবাসায় জিতে যায়, হেরে যায়
মায়ায় পড়া মানুষগুলোই😊💔🥀

সত্যি ভালোবেসে থাকলে কেউ না করবে না....❤️🥀
12/12/2024

সত্যি ভালোবেসে থাকলে কেউ না করবে না....❤️🥀

কাকে বিয়ে করবেন??শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না,যারা বাসর রাতে স্বামীর বুকে হাত রেখে, এই কথাটিস্বামীকে সত্যি কর...
12/12/2024

কাকে বিয়ে করবেন??
শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না,
যারা বাসর রাতে স্বামীর বুকে হাত রেখে, এই কথাটি
স্বামীকে সত্যি করে বলতে পারবে, যে আমি তোমাকে
সেই (সতিত্ব) যৌবন আজ উপহার দিলাম।
যেই (সতিত্ব) যৌবনে কলঙ্কের কোনো দাগ লাগে নাই।
আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ আজ উপহার দিলাম।
যেই দেহতে অতীত জীবনে কোনো পর-পুরুষের হাত
লাগে নাই, বলতে পারবে শতকরা ৫ জন মেয়ে,....
খুজে পাবে সমাজে এমন একটি মেয়ে?? তাই তো বলি
বর্তমান যুগে বউ পাওয়া সহজ, কিন্তু সত্যিকারের একজন নারী পাওয়া বড়ই কঠিন...!🙂

08/12/2024

মন এবং শরীর দুইটাই অসুস্থ ছিল এজন্য তিনদিন ধরে কাউকে লাইক কমেন্ট করি নাই। আজ থেকে আবার শুরু করবো নতুন করে।👌✅🥰🦋🖤

কাকে বাঁচাবেন আপনি???
06/12/2024

কাকে বাঁচাবেন আপনি???

05/12/2024

বাবারা কেন পিছিয়ে?? 😴😴

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন,
উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন
না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন
সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও
কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান
তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের
ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন
বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান,
কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই
আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও
খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না?
ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে,
প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক
জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের
প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন
বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই
আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল।
তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর
বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন
নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে,
কেন বাবা পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে,
দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে
অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই
ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের
কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা
বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের
মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই
আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই
কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

সমস্ত বাবাদের-কে উৎসর্গ করছি * স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাকে।

04/12/2024

রাগ করলে..
ভাত খায়না.. 🙃
সেই মানুষটা কি তুমি ..!🫵🥰☺️

03/12/2024

ত্যাগ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়,
শ্বাস গ্রহন করার সময়ও আগে একটা শ্বাস ত্যাগ করতে হয়। 🥀🖤

03/12/2024

" - "মূল্যায়ন তাকে করবেন,
যে আপনাকে সম্মান করে!!
🖤🦋

02/12/2024

সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে।
🥰🥰🥰

01/12/2024

গোপন কথা তোমার গোলাম।
ফাঁস করে দিলে তুমি তার গোলাম।

'পতি''তা'লয়ে গিয়ে ছিলাম নিজের দৈহিক চাহিদা মেটানোর জন‍্যে। সেখানে গিয়ে দেখি মেয়েটি জানালার পাশে বসে কান্না করতেছে।'জিঙ্গ...
30/11/2024

'পতি''তা'লয়ে গিয়ে ছিলাম নিজের দৈহিক চাহিদা মেটানোর জন‍্যে।
সেখানে গিয়ে দেখি মেয়েটি জানালার পাশে বসে কান্না করতেছে।

'জিঙ্গেস করলাম 'কি ব‍্যপার তুমি কান্না,
করতেছো কেনো।

'এমনি কান্না করতেছি।
আচ্ছা ওয়েট করুন আমি পোশাক খুলতেছি।

'কেনো জানি মেয়েটার প্রতি আমার একটু
মহব্বোত হলো। আবার জিঙ্গেস করলাম প্লিজ বলুন
আপনার কি হয়েছে।

'আপনি জেনে কি করবেন।
এর থেকে না জানাই ভালো?

'প্লিজ বলুন।

'বাড়ির কথা অনেক মনে পরতেছে।
খুব ইচ্ছে করতেছে বাড়ি যেতে।

'কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয়।
পরে আবার এসে কাজ করবে।

'সম্ভব হলে সেটাই করতাম।

'কেনো সম্ভব না কেনো?

'আসলে আমার Boyfriend আমাকে এখনে বিক্রি করে দিয়েছে আমি চাইলেও যেতে পারবো না।
এখন এটাই আমার বাড়ি ঘর।

'boyfriend বিক্রি করে দিয়েছে মানে।
কি বলো এই সব।

'হ‍্যাঁ।

'প্লিজ যদি একটু খুলে বলতে আমাকে।

'থাকনা অজানা।

'প্লিজজজজজজজজজ?

'আস থেকে ৯মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। একদিন ছেলেটি আমাকে বললো
জান চলো পালিয়ে বিয়ে করি।
তার কথাতে রাজি হয়ে গেলাম এবং পালিয়ে
আসলাম ঢাকায়।
তো ঢাকায় এসে দুইদিন এক সঙ্গে থাকার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে চলে যায়।

'এই সব কি সত্যি।

'হ‍্যাঁ।

'মেয়েটির কথা শোনার পরে বেশ কিছুক্ষন
নিশ্চুপ থাকলাম।
তখন মেয়েটি আবার বলে উঠলো।

'কি হলো কাজ করবেন না।

'তখন সোজা মেয়েটিকে বললাম।
আমি তোমাকে বিয়ে করে চাই! তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই।

'মানে।

'মানেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করবো।
তোমার সঙ্গে থাকবো।

'আপনার মাথা ঠিক আছে।
আমি একজন পতিতা।

'সমস‍্যা নেই আমি মানিয়ে নিবো।
তুমি নাহয় তোমার অতিত ভুলে গিয়ে নতুন করে বাচবে

'এটা কি সম্ভব।

'তুমি চাইলেই সম্ভব।

'আমি তো আপনাকে চিনিনা জানিনা।
এছাড়া আপনিও আমাকে চিনেন না জানেন না।

'বিয়ের পরে দুজন দুজনকে চিনবো জানবো।

'আপনার পরিবারের লোক মানবে আমাকে।

'আমার পরিবারে কেউ নেই।
আমি একাই।

'ওহ।
কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে।

'সেটা আমার চিন্তা।
তুমি কি আমাকে বিয়ে করবা।

'বুজতছি না কি বলবো।
কারন একজনকে বিশ্বাস করে ঠগেছি।

'প্লিজজ একটা সুযোগ দাও আমাকে।
আমি ঠগাবো না।

'কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেনো।
সেটা আগে বলুন।

'সত‍্যি বলতে তোমার কথা গুলা শোনার পরে তোমার প্রতি অন‍্য রকম একটা অনুভূতি কাজ করতেছে।
মনে হয় এটা ভালোবাসা।

'২মিনেটের পরিচয়ে ভালোবেসে ফেল্লেন।
মনে হচ্ছে এটা আবেগ।

'আবেগ না।
দুই মিনিটের কথায় না এক সেকেন্ডের দেখাতেও
ভালোবাসা যায়।

'হ‍্যাঁ যায়।

'শোন আমি তোমাকে এখান থেকে বের করার
ব‍্যবস্থা করতেছি।
আজকেই আমি তোমাকে বিয়ে করতে চাই।

'ঠিক আছে।

'কতো কথা বললম অথচ কেউ কারো নামেই
জানলাম না আমার নাম হাসিব তোমার।

'আমার নাম আয়েশা।

'ঠিক আছে আয়েশা আমি আসতেছি সব কিছুর
একটা ব‍্যবস্থা করে।

'এর পরে হাসিব পতিতালয়ের লোকদের সঙ্গে কথা বলে ৪লক্ষ টাকার বিনিময়ে আশেয়াকে ওখান থেকে বের করে নিয়ে আসে।

'আয়েশাকে বের করার পরে হাসিব সোজা কাজি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে।

'আজ বিয়ের ১০ বছর পরে আয়েশা একটি
সাক্ষাত কারে বলে 'জানেন আমার স্বামির সঙ্গে এই দশ বছরে তুই কথা হয়নি।
আমি রাগ বা অভিমান করলে সে আমার রাগ ভাঙ্গায় আমি ভূল করলে আমার ভুল বুজিয়ে দেয়।
সে আমাকে কখনো আমার অতিত নিয়ে খোটা দেয়নি।
জানেন এই পৃথিবীতে যদি বতর্মান কোন সুখি নারী থেকে - থাকে তাহলে সেটা হবো আমি।

'সত‍্যি পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে।
সেটা আমার স্বামী হাসিবকে দেখেই বুজেছি।

'সবাই দোয়া করবেন আমি যেনো এভাবে চিরকাল সুখে থাকতে পারি আমি স্বামীর সঙ্গে।

'সত‍্যিই কার কপালে কখন সুখ আসে বোঝা বড় দায়।
আর ভালো লাগা ভালোবাসা,
মন থেকেই হয়।

ইচ্ছেশক্তি👈👈

29/11/2024

একটা ভুল করে দেখেন, আপনি তার জন্য কি করেছেন সে তা ভুলে যাবে।
🥀💔🥀

28/11/2024

স্কুল কলেজের সব অংক মিলিয়েছি
কিন্তু
জীবনের অংকটা এখন পর্যন্ত মিলাতে পারলাম না।
🥀💔🥀

28/11/2024

এই প্লাটফর্মের একজনকে ভালো লাগছিল। মনে মনে অনেক ভালোবেসেছিলাম।
আজ সকালে দেখি সে ম্যারিড😭😭😭

Address

Adamze EPZ, Shiddirgonj, Narayanganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছেশক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies