কুটি ভাই

কুটি ভাই "সাদিকুল লিমন" পেজে আপনাদের স্বাগতম, আ?

22/01/2024

❤️

25/09/2023

- আমি তোমার আব্বু হবার কথা ছিলো হয়ে গেছি মামা। ❤️💔🥀

21/09/2023

Islamic video ‌‌‍|

I have reached 2.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
05/09/2023

I have reached 2.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

30/06/2023

সৌন্দর্য জিনিসটা আপেক্ষিক! আপনি যাকে সত্যিকার অর্থে ভালোবাসবেন আপনার কাছে সেই মানুষটিই হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ! তাকে দেখার পর আপনার আর অন্য কাউকে মনে ধরবে না! সে যত সুন্দরী নারী কিংবা সুদর্শন পুরুষই হোক না কেন!🌸

https://www.youtube.com/
03/05/2023

https://www.youtube.com/

Welcome to the Md Limon YouTube channel. Interested in , Music’s, Drama, Kids shows, Comedy, documentaries and more? Want to see behind-the-scenes clips an...

10/04/2023
রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত। সার্বিক তদারকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগুন নি...
05/04/2023

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত।
সার্বিক তদারকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল, পুলিশ, আনসার এবং একটি হেলিকপ্টার।

হে আল্লাহ , পবিত্র এই রমজান মাসে আমাদের উপর রহমত নাযিল করুন, আমাদের এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করুন।

মহান আল্লাহ তাআলা যেন সকল ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত ভাইদের সহনশীল করে দেন এবং সকলের জীবনের নিরাপত্তা দান করেন।
(আমিন)

31/03/2023

দরকার টাকার, আশেপাশের মানুষেরা দেয় জ্ঞান….! 🙃

26/03/2023

চরম বেয়াদব - সাদ্দাম মাল

26/03/2023

কিস্তির জালা

বস্তির মেয়ে যখন বিচারক হয়,তার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।বগুড়ার একটি স্কুলে আজ যে ঘটনাটি ঘটে গিয়েছে। ...
23/03/2023

বস্তির মেয়ে যখন বিচারক হয়,তার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।

বগুড়ার একটি স্কুলে আজ যে ঘটনাটি ঘটে গিয়েছে। এরপর ওই বিচারক ভদ্রমহিলা কি করে বিচার কাজ চালাবেন। আমি তো সেটি'ই বুঝে উঠতে পারছি না!

মূল ঘটনা হচ্ছে ওই স্কুলে ছাত্রীদের রোল নাম্বার অনুযায়ী ক্লাস রুম ঝাড়ু দিতে হয়। তো বগুড়ার এক অতিরিক্ত দায়েরা জজের মেয়ের পালা ছিল। ওই মেয়ে কোন ভাবেই ঝাড়ু দিবে না। সে বলেছে

- আমার মা বিচারক। আমি এইসব কাজ করতে পারব না। এইসব আমার কাজ না।

ওর বান্ধবীরা বলেছে- আমরা সবাই মিলেই তো করব। কিন্তু এই মেয়ে কোন ভাবেই পরিস্কার করবে না। অথচ এটি স্কুলেরই নিয়ম। এরপর ক্লাস এইটে পড়া এই মেয়ে বাসায় গিয়ে তার ফেসবুক পেইজে লিখেছে

আমার মা একজন বিচারক। আর তোরা হচ্ছিস বস্তির মেয়ে। আমার সমান হতে হলে তোদের সবার মা'কে আগে বিচারক হতে হবে।

এই স্ট্যাটাস পড়ে ওর ক্লাসের অন্য বান্ধবীরা মন খারাপ করে হয়ত সেখানে কমেন্ট করেছে। তো, কেন তারা কমেন্ট করেছে। এই জন্য ওই মেয়ে এবং তার বিচারক মা স্কুলে এসে ওই ছাত্রীদের মা'কে স্কুলে ডাকিয়েছে। এরপর বলেছে

আমার পা ধরে মাফ না চাইলে তোদের ডিজিটাল আইনে মামলা দিয়ে জেলে ভোরে দেব।

অবাক করা ব্যাপার হচ্ছে স্কুলের হেড মাস্টার ভদ্রমহিলা পর্যন্ত এতে কিছু বলেননি। শেষমেশ মায়েরা ওই বিচারকের পা ধরে মাফ চেয়েছে। এই ঘটনার পর ওই স্কুলের ছাত্রীরা রাস্তায় বের হয়ে বিচারক মহিলা সহ প্রধান শিক্ষকের বিচার দাবি করেছে।

চিন্তা করে দেখুন অবস্থা। যে স্কুলে কিনা শেখানোর কথা শ্রেণী বৈষম্যহীন সমাজের কথা। সেই স্কুলের প্রধান শিক্ষক কিনা উল্টো ভয়ে ওই বিচারকের পক্ষ নিয়েছে! স্কুলে তার পরিচয় কি করে বিচারক হয়? সে যেমন একজন অভিভাবক। অন্য ছাত্রীদের মায়েরাও তো অভিভাবক। এর বাইরে তো আর কোন পরিচয় থাকার কথা নয়।

এই বিচারক কি করে বিচারকের চেয়ারে বসে সঠিক বিচার করছেন। আমার তো মাথায় আসছে না। যিনি তার মেয়েকে এই সামান্য শিক্ষা টুকু দিতে পারেননি। উল্টো স্কুলে এসে মেয়ের হয়ে সাফাই গেয়ে অন্য মায়েদের তার পা ধরে মাফ চাইতে বলেছেন । সেই বিচারক কি করে বিচার কাজ পরিচালনা করছে? এই বিচারক'কে কেন সঙ্গে সঙ্গে তার পদ থেকে সরিয়ে নেয়া হল না?

আর হেড মাস্টার ভদ্রমহিলা! উনি ছাত্রীদের আসলে কি শিক্ষা দেবেন? উনার তো সবারই অভিভাবক হবার কথা ছিল। কিন্তু তিনি সেটা হবেন কেন? তিনি হয়ে গিয়েছে যার অর্থ আর ক্ষমতা আছে; তাদের অভিভাবক। ইনি কি করে এখনো স্কুলের হেড মাস্টার পদে আছেন?
Copied

Address

Narail

Telephone

+971523270096

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুটি ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুটি ভাই:

Videos

Share