সি ফা ত

সি ফা ত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সি ফা ত, Digital creator, Narail.
(12)

Men on shopping:
29/03/2024

Men on shopping:

29/03/2024

- ছাড়বেও না আবার রাখবেও না! কিন্তু এমন ব্যবহার করবে.!🎭

- আপনি নিজেই তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন.!💔🥀

ইশ বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই...
19/03/2024

ইশ বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️

ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।

বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসাই থাকবে।

আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।

সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে হবে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে বাট কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।

দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলু মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।

তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি-বাকরি, অথবা ব্যাবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসাই তার বউকে নিয়ে আসবে।

এতে করে বাঁচবে সমাজ, হবেনা ধর্ষণ, হবেনা কোনো যিনা, হবেনা কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বুঝা উচিত।❤️

Aamiin Yaa Allāh Yaa Rabbal'alAmiin 🤲🏻🕋
19/03/2024

Aamiin Yaa Allāh Yaa Rabbal'alAmiin 🤲🏻🕋

19/03/2024

~সৃষ্টিকর্তার কাছে চাইতে থাকেন, হঠাৎ করেই আপনার সব দোয়া কবুল হয়ে যাবে!
ইন শা আল্লাহ! ♥

ফুলবানু!
19/03/2024

ফুলবানু!

Dream corner! Peace. ❤️😇(
18/03/2024

Dream corner! Peace. ❤️😇(

Only Muslim can understand 😊
18/03/2024

Only Muslim can understand 😊

- Life With Ramadan 💯🌻🤍
18/03/2024

- Life With Ramadan 💯🌻🤍

18/03/2024

- এমন একটা ধর্ম পেয়েছি, মুচকি হাসলে নেকি, আর কান্না করলে ক্ষমা.!

- আলহামদুলিল্লাহ.!🌼🌻

18/03/2024

আয়াতটা কতটা ভয়ংকর!

আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে আমি নিশ্চই জ্বিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব!
[সূরা আস সাজদাহ্, আায়াত - ১৩]💕

অনেক গুলো ফুলের মাঝে একটা ভিন্ন ফুল 🌸
17/03/2024

অনেক গুলো ফুলের মাঝে একটা ভিন্ন ফুল 🌸

Maa ❤️
17/03/2024

Maa ❤️

Life with Allah is beautiful 🖤✨
17/03/2024

Life with Allah is beautiful 🖤✨

Ya Allah It hurts, it hurts a lot. But I know You are testing me. I know you see me struggle day in day out. No love is ...
17/03/2024

Ya Allah It hurts, it hurts a lot. But I know You are testing me. I know you see me struggle day in day out. No love is greater than your love. I shall be patient for Your sake. Fix my heart, comfort my soul Ya Rabb🤲

-Jahannam is not a joke😭💔  Jahannam be afraid🙂
17/03/2024

-Jahannam is not a joke😭💔
Jahannam be afraid🙂

যখন দুনিয়ার হুর আর কথা শোনে না !😊
17/03/2024

যখন দুনিয়ার হুর আর কথা শোনে না !😊

17/03/2024

প্রশান্তির দরুদ...

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ {ﷺ}

এ প্রজন্মে পরিবর্তন আসবে আর সে'কুলার গুলো জ্বলেপুড়ে খাক হয়ে যাবে! ♥️ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে।🌻✨
17/03/2024

এ প্রজন্মে পরিবর্তন আসবে আর সে'কুলার গুলো জ্বলেপুড়ে খাক হয়ে যাবে! ♥️

ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে।🌻✨

আলহামদুলিল্লাহ 🌸
16/03/2024

আলহামদুলিল্লাহ 🌸

জবি ছাত্রীর সুই*সাইড নোট
15/03/2024

জবি ছাত্রীর সুই*সাইড নোট

আপনার সেসব বন্ধুদের ম্যানশন দিন যাদের সাথে এক দিন সমুদ্রের পাড়ে ইফতার করতে চান।
15/03/2024

আপনার সেসব বন্ধুদের ম্যানশন দিন যাদের সাথে এক দিন সমুদ্রের পাড়ে ইফতার করতে চান।

মিসরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ছাত্রদের ইফতার।ছবি: আল-জাজিরা
15/03/2024

মিসরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ছাত্রদের ইফতার।

ছবি: আল-জাজিরা

কী চমৎকার বাংলাদেশ!ইফতারির আগমুহূর্তে বাসে ছিলাম, একজন সাধারণ ঝুলে থাকা যাত্রী হিসেবে। এক লোক হঠাৎ বাসে উঠল অনেকগুলো ইফত...
15/03/2024

কী চমৎকার বাংলাদেশ!

ইফতারির আগমুহূর্তে বাসে ছিলাম, একজন সাধারণ ঝুলে থাকা যাত্রী হিসেবে। এক লোক হঠাৎ বাসে উঠল অনেকগুলো ইফতারির প্যাকেট হাতে। ঘোষিত হলো বাসের সবাই ইফতারি পাবে। বললাম, আমি হিন্দু; আপনারা রোজা রেখেছেন, আপনারাই না হয়...

আমার কথা ততটা রইলো না। আমিও একগুচ্ছ খাদ্য-উপহার পেলাম। খেয়েদেয়ে তৃপ্তি করে ছুটলাম সামনের পথে। আসাদগেটের মোড়ে দাঁড়িয়ে লাল সূর্যটাকে দেখছিলাম আর ভাবছিলাম ডুবে যাওয়ার আগমুহূর্তেও সে কী রক্তিম!

কী চমৎকার বাংলাদেশ!

-নিলয় দেবনাথ

তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, "লাল-নীল-সাদা" বাসের পেছনের কোন সিটের জানালার পাশে বসে আছ, বাসটা তখন ব্যস্তময় রাস্তায় এ...
15/03/2024

তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, "লাল-নীল-
সাদা" বাসের পেছনের কোন সিটের জানালার পাশে বসে আছ, বাসটা তখন ব্যস্তময় রাস্তায় এসে থামলো।অনেক লম্বা জ্যাম !সারি হয়ে দাড়িয়ে আছে প্রাইভেট কার,রিক্সা,পাবলিক বাস। হাসপাশ করছে গরমে,এই জ্যাম ছাড়ার লক্ষন দেখা যাচ্ছে না।তখন একটা সময় দেখতে পাবা অচিরেই তোমার বিশ্ববিদ্যালয়ের লেখা বাসটা সব গুলো গাড়িকে
বুড়ো আঙুল দেখিয়ে সাই সাই করে টান দেবে। অসাধারণ শীতল একটা বাতাস এসে তোমার গায়ে পরশ দিয়ে যাবে। তুমি জানালা দিয়ে একটু মাথা বের করে দেখতে পাবা গাড়ি গুলো সসম্মানে তোমাকে সাইড দিয়ে দিচ্ছে, পাশের লাইনের প্রাইভেট কার থেকে কেউ কেউ গলা বের করে একবার দেখে নেবে তোমার বাসটা।

এই বাসেই হয়তোবা বসে আছে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, অধ্যাপক, ব্যাংকার,লেখক সহ দেশের শ্রেষ্ঠ সন্তান গুলো।

তুমি ফুটপাতের দিকে তাকিয়ে দেখবে একজন বাবা
তার ছোট্ট শিশুটার হাত ধরে হাটছে, আর সন্তানকে
ইশারায় তোমার বাস দেখিয়ে দিচ্ছে। তুমি বুঝতে পারবে বাবা বলছে এই বাসে দেশসেরা ছাত্র গুলো যাচ্ছে, তোমার চোখ ভিজে যাবে যখন তুমি মনে করবা সেই দিন টার কথা যেদিন এমন একটা গাড়ি দেখে তোমার বাবাও স্বপ্ন দেখেছিলেন। তোমাকে ঠিক এভাবেই চিনিয়ে দিয়েছিলেন।এটাইতো সেরা পাওয়া ভাইয়া! এটাই হলো অর্জন।

তখন তুমি ভুলেই যাবে যে কত রাত না
ঘুমিয়ে তুমি আজ বাসে একটা সিট পেয়েছো,সবগুলো কষ্ট ধুয়ে দেবে সে মৃদু হাওয়া।

Beauty of Ramadan ❣️
14/03/2024

Beauty of Ramadan ❣️

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথি...
14/03/2024

মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন।

আজ বলবো তেমন একটা ঘটনা। একজন মায়ের গল্প -তিনি হলেন মেরি অ্যান বেভান যিনি "পৃথিবীর সবচেয়ে কুশ্রী মহিলা" হিসাবে পরিচিত ছিলেন কিন্তু আপনি তার সমন্ধে জানবেন, তখন আপনি তাকে "পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি" এবং সুন্দরী মা বলে ডাকবেন।"(প্রজাপতি)

ম্যারি অ্যান অ্যাক্রোমেগালিতে ভুগছিলেন যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি ছিল এবং মুখ ছিল লম্বা আকৃতির

তার স্বামীর মৃত্যুর পর, ঘরে কোন উপার্জনকারী না থাকায়, ঋণ জমা এবং তার চার সন্তানের আর্থিক চাহিদার কারণে, তিনি অপমানজনক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং "বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলা" এর আপত্তিকর খেতাব জিতেছিলেন।

পরে তাকে একটি সার্কাস পার্টিতে নিয়োগ দেওয়া হয়েছিল।, যেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন এবং লোকেরা তাকে হাসতে এবং অপমান করতো তাকে দেখলেই। মানুষ সন্তানদের জন্য কিনা করতে পারে ভাবুন তো।

তিনি তার সন্তানদের লালন-পালন করতে এবং তাদের একটি উন্নতমানের জীবন দেওয়ার জন্য অন্যদের উপহাস, অপমান রোজ সহ্য করেছিলেন। তিনি 1933 সালে মারা যান। .."(প্রজাপতি)

আজ অবধি, সমাজ মানুষকে তাদের শারীরিক গঠনের উপর বিচার করে, আমাদের চোখ যদি দেহের অসুন্দর চেহারার পরিবর্তে তার আত্মা সৌন্দর্য দেখতে পেত, তবে মেরি অ্যান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন। আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর মানুষ এবং মা। মায়েরা কখনও অসুন্দর হয়না....

মাঠেই ইফতার সারলেন মুশফিক-মাহমুদউল্লাহ📷Daily Cricket Photos
13/03/2024

মাঠেই ইফতার সারলেন মুশফিক-মাহমুদউল্লাহ

📷Daily Cricket Photos

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when সি ফা ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like