ইচ্ছে ছিল,,,

ইচ্ছে ছিল,,, -We'll come to "ইচ্ছে ছিল,,," page�

-Please like our page and stay with us�

20/01/2025

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায়, তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।

14/12/2024

গোসল করিনা দুইদিন হইলো,আম্মা মাইনষের কাছে বইলা বেড়াইতাছে পনেরো দিন ধইরা নাকি গোসল করিনা 🙂

07/11/2024

পার্টনারকে কখনও "little less than you" ফিল করাবেন না।

হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার কম্পিটিটর না, আপনিও তার কম্পিটিটর না। জগতের সবার যোগ্যতা সমান হবে না।

পার্টনার মানেই দুই এক-এ এক। আপনিই সে, সে-ই আপনি।

দুজনে একসাথে গ্রো করবেন। একে অপরকে জিতায় দিবেন। একে অপরের প্রশংসা করবেন।

এজন্যই আপনারা পার্টনার। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা।

এই সম্পর্কগুলো উদার হতে হয়। নইলে জমে না।

05/11/2024

'কিচ্ছু হবেনা,টেনশন করিস না।আমি আছি।'এইটুকু ভরসা দেয়ার মানুষ যার আছে,সে একা না।কোন কঠিন আঘাতই তাকে ভাঙতে পারেনা।আমাদের জীবনে এমন দু একটা মানুষ থাকা খুবই দরকার!!🌸🖤

09/10/2024

জানিনা এটা ম্যাচুরিটি নাকি শুধুই মনের ধারণা, হয়তো একটু দেরি হয়ে গেলো কিন্তু ধীরে ধীরে লাইফে "প্রাইভেসি'র মানে বুঝতে শিখলাম, বুঝলাম তুমি যতো নিজের পার্সোনাল লাইফটাকে সবার থেকে আড়ালে রাখবে অন্যের থেকে লুকিয়ে রাখবে আর নিজেকে যতো কম প্রকাশ করবে at the end তুমি ততোই ভালো থাকবে!❤️

26/08/2024

আজ আমি একটা পোস্ট দেখলাম সেখানে লিখা ছিলো.."বেঁধে রাখতে পারলে তুমি আজ আমারই হতে। Then একটা Comment দেখলাম বেঁধে রেখে ভালোবাসা হয় না।"
Finally, I Realise That.
আসলেই বেঁধে রেখে তো ভালোবাসা হয় না। যাকে আমার জোর করে বেঁধে রাখতে হবে তার সাথে আমার কিসের সম্পর্ক / কিসের ভালোবাসা? যে আমাকে সত্যিকার এই ভালোবাসবে - সে তো আমাকে ছেড়ে কখনোই যেতে চাইবে না!

26/08/2024

বন্ধুত্ব শব্দ টা অনেক মিনিংফুল! আমাদের জীবনে সবারই কম বেশি বন্ধু আছে কিন্তু তাদের ভেতর ২/১ জন সবসময়ই থাকে যারা আমাদের ভাই/ বোন বা পরিবারের সদস্য। তাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলে ও তারা একেকজন হয় সোলমেট। এসব বন্ধু মানেই তাদের কাছে নিজের কষ্ট কোনোরকম ভয় ছাড়া শেয়ার করা, তারা কখনো বিরক্ত হয় না আমাদের বকবক শুনতে, ভালো ও খারাপ সবসময় পাশে থাকে, যখনই আমাদের দরকার হয় আমরা তাদের পাশে পাই। তারা কখনো আমাদের বিচার করে না,মন খারাপ থাকলে বলে চল ঘুরতে বের হই বা বলে খারাপ লাগলে মেসেজ দিস বা কল দিস, অনেক মেনটাল সাপোর্ট দেয়, কেউ যখন পাশে থাকে না অথচ সে থাকে আামদের পাশে, এরকম বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এমন বন্ধুকে কখনো জীবন থেকে হারাতে দিবেন না সবসময় যত্ন করে রাখবেন। তার যে বিশ্বাসটা আপনার ওপর আছে কখনো ভাংবেন না, নিজের ভালোবাসা, ক্যারিয়ার বা হঠাৎ আগমন এমন ব্যকতির জন্য তার বিশ্বাসটা ভাংবেন না। একটা বিষয় মাথায় রাখবেন দুনিয়ার সব কিছু উল্টো পাল্টা হয়ে গেলেও এইসব বন্ধুরা কিন্তু আপনার পাশে থাকবে, আর তারা যতোটা প্রিয়োরিটি আপনাকে দেয় ততোটা কিন্তু সে ও ডিজার্ভ করে, কাজেই সবসময় সেটা দেওয়ার চেষ্টা করবেন।।

ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত, চিরদিন স্থায়ী হোক সকলের বন্ধুত্ব 🌸✨

17/07/2024

🙂

তোমাকে ভালোবাসার দায়টা আমার,তোমাকে আগলে রাখার দায়টা আমার।কিন্তু, থেকে যাওয়ার জন্য যে ইচ্ছে সেটা একান্তই তোমার। তুমি কালব...
01/07/2024

তোমাকে ভালোবাসার দায়টা আমার,
তোমাকে আগলে রাখার দায়টা আমার।

কিন্তু,
থেকে যাওয়ার জন্য যে ইচ্ছে
সেটা একান্তই তোমার।
তুমি কালবৈশাখী রাতের শেষের স্নিগ্ধ আকাশ দেখেছো,
তুমি সারারাত বৃষ্টিস্নান সেরে ভোরের আলোয় সকাল দেখেছো,
তুমি মহামারী দেখেছো, দেখেছো দূর্ভিক্ষ,
বাস্তুহারা সেই মানুষের হাহাকার দেখেছো।
তুমি ক্ষুধার কান্না দেখেছো,
তুমি বন্ধুত্বের ভাঙন দেখেছো,
দেখেছো সংসারের বিচ্ছেদ।
সব দেখার পরও অনেক অজানা থেকে যায়।
বৃষ্টিস্নাত ভোরের একটা মাদকতা থাকে
আমি তোমার সেই মাদকতায় জড়াতে চাই।
গ্রামের পর গ্রাম উজার হয়ে যাওয়ার পরেও কিছু অবশিষ্ট থাকে
সেটা হলো মৃতদের ঘ্রাণ।
আমি তোমার কাছে সেই ঘ্রাণ হয়ে থাকতে চাই।
দূর্ভিক্ষের শেষে বেঁচে যাওয়া মানুষের মাঝে একটা নতুন জীবনের টান থাকে
আমি তোমার জীবনের সে-ই ভগ্নাবশেষ হয়ে থাকতে চাই।
শুধু তুমি থেকে যাওয়ার বাহানায় হাত বাড়িয়ে দিও
আমি আমৃত্যু তোমার হয়ে থাকতে চাই....💜

19/05/2024

“To my dear father, the only love of my heart, I'm nothing without you.”🤍

21/04/2024

শহর জুড়ে বৃষ্টি নামুক!🌧️

21/04/2024

তিব্র গরমে গাছ লাগানোর জন্য টাকা সঞ্চয়।

🖤
09/04/2024

🖤

08/04/2024

এই রোজা' লাইফে 'ভালো' চেঞ্জ নিয়ে আসুক। 'বাজে অভ্যাস' গুলা যাতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাক৷ অতিরিক্ত রাগ,অতিরিক্ত হিংসা কমে যাক। অল্পতেই বেশি কষ্ট পাওয়া মন টা আরেকটু শক্ত হোক৷ খারাপ পথ থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসুক। মানুষ মন্দ বলুক বা যতো সমালোচনা করুক,নিজের কাছে,আল্লাহর কাছে যাতে 'ভালো' হতে পারি,সেই চেষ্টা অবিরত থাকুক। মন সব সময় 'শান্ত' থাকুক। সব শুভাকাঙ্ক্ষী,আশেপাশের মানুষজন সবাই ভালো থাকুক। সবার সাথে 'ভালো' কিছুই হোক। আমিন ❤️

02/04/2024

যারা আমাকে পছন্দ করেন না, পছন্দ করার দরকারও নাই, সবাই পছন্দ করলে বিষয়টা খারাপ দেখায়!

Address

Narail

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে ছিল,,, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছে ছিল,,,:

Videos

Share