Bodmaish pola

Bodmaish pola please support me bro and sister

25/09/2023

একদিন সবাই মারা যাবো। বাবা মেয়ের খুব সুন্দর কথোপকথন। 🥰🥰😍

22/09/2023

Comming soon 😎

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
04/07/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনা দায়ক চিঠি📨 😥😥😒😒মা'রে,!শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না। যে...
22/01/2023

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনা দায়ক চিঠি📨 😥😥
😒😒

মা'রে,!
শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না।
যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যাথাটাই ভুলে গিয়েছিলাম।
তোর মা ও তোকে মা ছাড়া
অন্য নামে কখনো ডাকেনি।

বিদ্যালয়ে প্রথম দিন
শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন।
তোকে মা বলে ডাকতে ডাকতে
তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম।
আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো..

তাই চিঠির উপরে তোর নামের জাগায় মা লিখেছি।

হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুজতেই পারিনি...!

ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল
যে কখন তুই দরজা খুলে
বাইরে বের হয়ে আসবি।
আমি তখন ভেতরে বসে
রবের কাছে প্রার্থনা করছিলাম
আর ভাবছিলাম যে
আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না।
অপরদিকে
তুই ঘরে বসে ভাবছিলি আজ
যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি।
আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতীর কাছে কি করে মুখ দেখাব...!

জানিস মা তুই তোর তিন বছরের ভালবাসা খুজে পেয়েছিস।
কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে..!

মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে..!

তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে!
বাবাদের ভালবাসা শামুকের খোলসের মতো
মা-রে!
বাবাদের ,বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে।

বাবারা সন্তানদের কতটা ভালবাসে তা বুঝাতে পারেনা,
তবে অনেকটা ভালবাসতে পারে।

জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে।

কি করবো বল?
তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস।
কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুজতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি,কোন কিছুর অপেক্ষা না করেই
তোর_প্রেমে_পরেছিলাম
তাই এতকিছু লিখলাম।

আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভাললাগাটাকে সহজে মানতে চায় না।

উত্তর টা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তর টা পেয়ে যাবি..!

তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না।
কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন..!

যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহন করেছিলাম
সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে,
যদি মেয়ে হয় তাহলে,
মেয়েটাকে তার স্বামীর হাতে
নিজের হাতে তুলে দিয়ে
তবে'ই দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো।
তাই তোর প্রতি এত অভিমান।

মারে বাবার উপর রাগ করিসনা..!

তোরা যদি অল্প দিনের ভালবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস,

তবে আমরা বিশ বছরের ভালবাসার জন্য বেপরোয়া হব না কেন??

বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো।

তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোন প্রতারনার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো!
তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারী থাকে।

যদি মন কাঁদে.....
চলে আসিস....!
বুক পেতে দেব........!
ঠিক আগে যেভাবে ভালো বেসেছিলাম.........
সেভাবেই বাসবো........!

অপেক্ষায় """""" থাকলাম '''''''

হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে"'
পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিনা। খুব কস্ট হচ্ছে রে...
খুব কস্ট হচ্ছে.....!😭😭😭😭

ইতি
তোর জন্মদাতা "পিতা"

বিঃদ্রঃ-(এই চিঠিটা পড়ে অন্তত
একটি মেয়ে বা ছেলেও যদি
তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে তবে মন্দ কি?)"""""""":::,,,???

(Collected)

আমি মধ্যবিত্ত...🌸আমার টাকার পরিমাণটা সীমিত, আমার স্টাইল সেন্স নেই। আমি আমার ভালোবাসার মানুষটাকে অন্য সবার মতো হাজার টাকা...
18/01/2023

আমি মধ্যবিত্ত...🌸
আমার টাকার পরিমাণটা সীমিত, আমার স্টাইল সেন্স নেই। আমি আমার ভালোবাসার মানুষটাকে অন্য সবার মতো হাজার টাকার কসমেটিকস কিনে দিতে না পারলেও; পকেট খরচ বাচিয়ে ১০০টাকার কাঁচের চুড়ি কিনে দেয়ার চেষ্টা করবো।

অন্যদের মতো দামী রেস্টুরেন্টে নিয়ে যেতে না পারলেও; বন্ধুদের সাথে কোথাও ঘুরতে না গিয়ে সেই টাকা বাঁচিয়ে তাকে রাস্তার পাশের কোনো ফুচকার দোকান থেকে ফুচকা খাওয়ানোর চেষ্টা করবো।

অন্যদের মতো দামী গিফট দিয়ে ভালোবাসা প্রকাশ করার সাধ্য আমার নেই; হেটে তার সাথে দেখা করতে গিয়ে ভাড়ার টাকাটা বাচিয়ে সেই টাকা দিয়ে একটি গোলাপ কিনে তার হাতে ধরিয়ে 'ভালোবাসি খুব' বলে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করবো।🌸
অন্যদের মতো দামি গাড়িতে তাকে বসিয়ে ঘুরতে যাওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু রিকশায় পাশাপাশি বসে পুরো শহরটা ঘুরবো।

যদি এভাবে আমাকে মেনে নিতে পারো, তাহলে আমার হাতটি শক্ত করে ধরো, কথা দিলাম আজীবন তোমার পাশে ছায়া হয়ে থেকে যাবো.!🖤🌸

তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই ত...
04/01/2023

তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না। – -রবীন্দ্রনাথ ঠাকুর

17/12/2022

১৬ই ডিসেম্বর নবিনগর সৃতি সৌধ এর সামনে 😬😬😬

ভালোকিছুর জন্য অপেক্ষায় আছি
28/11/2022

ভালোকিছুর জন্য অপেক্ষায় আছি

জীবন ও বাস্তবতামেয়েটা আজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট আনতে কলেজে গেছে।রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।ফেরার পথে রিক্স...
29/10/2022

জীবন ও বাস্তবতা

মেয়েটা আজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট আনতে কলেজে গেছে।
রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।

ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো,,, " আজ আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন টা পূরণ হলো! আমিA+ পেলাম।"
দেখা যাক ভবিষ্যত আমায় কোন জায়গায় নিয়ে যায়...!!!

পেছন ফিরে রিক্সা ওয়ালা বললো"Congratulations
আমি রফীক আলী। Golden A+ ২০১৩ batch.
সুতরাং রেজাল্ট কখনও কারো ভবিষ্যত নির্ধারণ করতে পারে না! কারণ এটা বাংলাদেশে! 🙂

ছবি: প্রতীকী

সংগৃহীত

ছোটবেলার রঙ্গিন দিনগুলো স্বপ্নজাল দিয়ে বোনা,মিথ্যে শুধু বড়বেলার দিনগুলোশুধুই রংচং দিয়ে কেনা ...
23/10/2022

ছোটবেলার রঙ্গিন দিনগুলো স্বপ্নজাল দিয়ে বোনা,
মিথ্যে শুধু বড়বেলার দিনগুলো
শুধুই রংচং দিয়ে কেনা ...

“অতীতের চিন্তায় কখনো বন্দী হয়ে থেকো না , বরং ভবিষ্যত গড়ার কারিগর হও”
20/10/2022

“অতীতের চিন্তায় কখনো বন্দী হয়ে থেকো না , বরং ভবিষ্যত গড়ার কারিগর হও”

05/10/2022

😍😍😍😍

Address

Narail
7510

Alerts

Be the first to know and let us send you an email when Bodmaish pola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies