13/11/2024
সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখায় এক বৃদ্ধ ৯৩ হাজার টাকা জমা দেওয়ার জন্য গিয়ে ছিল।পাশ্বে থাকা দুই ব্যক্তি মধ্য এক ব্যক্তি নিজের কিছু টাকা ফেলে দিয়ে বলেন, চাচা আপনার টাকা পড়ছে। বৃদ্ধ ব্যক্তিটি নিচ হয়ে টাকা তুলতেই টেবিলের উপর রাখা টাকা নিয়ে পাশ্বে থাকা চোর পালিয়ে যায়।দ্রূত এই দুই ব্যক্তিকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করছি...
ভিডিও টা শেয়ার করে সবাই কে দেখার সাবধানে লেন দেন করার সুযোগ করে দিন।