মান্দা উপজেলা নওগাঁ।
=============
পাঁজর ভাংঙ্গা স্ক্রিমের জটিলতা নিরসনে,মান্দা থানা র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে দীর্ঘদিনের জটিলতার সমাধান হয়েছে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ তোফাজ্জল হোসেন টুকু। #hashtags
প্রকৃতির মাঝে প্রীতির বন্ধন,নাতির জন্য দোয়া কামনা করছি।
ভালোবাসা অবিরাম সকলের জন্য
মান্দা উপজেলায় ১৩ নং কশব ইউনিয়নে ১৭ দিনের ব্যবধানে ৩ ভাইয়ের মৃত্যু,চকসিদ্ধেশ্বরী গ্রামের, মোঃ আঃ রহমান,মোঃ কফিল,মোঃ তয়েজ উদ্দিন, পিতা মৃত ফয়েজ উদ্দিন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,দ্বাফন সম্পন্ন,মহান আল্লাহ পাক যেন তাঁদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন, তাঁদের সকল প্রকার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দিবেন।
প্রকৃতি,মন ছুয়ে যায়। মান্দা উপজেলা নওগাঁ।#Bangladesh
মান্দা উপজেলা নওগাঁ।
===============
আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট শ্রীরামপুর বিল বাড়িয়া মাঠে অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক,জনাব মোঃশফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
#শহীদ #প্রেসিডেন্ট_জিয়াউর_রহমানের ৮৯ তম জম্ম বার্ষিকী ও দেশনেত্রী #বেগম_খালেদা_জিয়ার আশু-রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, নগর ছাত্রদলের সাবেক সভাপতি #গাজী_মোহাম্মদ_সিরাজ_উল্লাহ নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমদের মাঝে তবাররক বিতরন করা হয়,উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দগন। ১৯-০১-২০২৫
দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের আহ্বান/প্রত্যাশা করছি। বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।
দাম বেশি হলে ভাইরাল আর দাম ......?
খুচরা/ছোট মাছ নিতে আগ্রহী ? চলে আসুন পাঁজর ভাঙ্গা বাজারে,মান্দা উপজেলা নওগাঁ।