
23/01/2025
সবার সাথে ভালো ব্যবহার করাই আমার বিপদের কারণ।।।।।।
সোসাল মিডিয়ায় কখনো ব্যক্তিগত তথ্য পোস্ট করি না অথবা কারো ব্যক্তিগত বিষয়ে ও কথা বলি না। তবে আজকে কিছু না বলে আর থাকতে পারছি না।
আমি সব সময় চেষ্টা করেছি ছোট বড় সবার সাথে সম্মান দিয়ে চলার। কিন্তু এতেই ঘটে যতো গোলমাল।
এই সব লোকের প্রতি দিনের কাজ হলো আমার বিরুদ্ধে আমার পরিবারের সবার মাঝে আগুন লাগানো। আমার পোস্ট তাদের চোখে পড়বে তার পরো ভাষাগতভাবে ভদ্র ভাষায় পোস্ট করলাম। এদের এতো চুলকানি ভাই। আমার মাথায় চুল বড় কেনো? দাড়ি কাটি না কেন❓সবার সাথে কথা বললে দোষ একা থাকলে দোষ, বাজারে গেলে সমস্যা বাড়িতে থাকলেও সমস্যা। আরে টুসমারানি লোকজন তাহলে কি ভাবে একজন মানুষ চলে আমাকে বুঝা। দিনের পর দিন না খেয়ে রাস্তায়, বাজারে, গাছের নিচে বসে বসে দিন পার করেছি তখন তো কেউ আমার পরিবারে বলো নি আমার সাথে অবিচার করা হচ্ছে। আর বাবা কেউ যখন বলে তোমার ছেলের মাথায় বড় চুল কেনো তখন তোমার সম্মান থাকে না যখন তোমার ছেলে দশ টাকার একটা ব্যথার ট্যাবলেট কেনার টাকার অভাবে ব্যথায় দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকে তখন একদিন ও কখনো আমার বাবা খোঁজ নেয়নি আমার কি হয়েছে। মানুষের কথা কানে নিয়ে কখনো সত্য মিথ্যা যাচাই না করা মানুষ টা হলো আমার বাবা। আমার জীবন টা নষ্ট হয়েছে শুধুমাত্র মাত্র আমার পরিবারের কারণে। তারা কখনো আমার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করেনি যা ইচ্ছা তা ব্যবহার করেছে।
আর হ্যাঁ যারা সব সময় মানুষের ব্যক্তিগত বিষয়ে কানপড়া দেন তারা অপেক্ষা করতে থাকেন আপনাদেরও পাকড়াও করা হবে। কারণ আমার সব নালিশ আমার মালিকের কাছে করে গেলাম।
কখনো কারো সঙ্গ ধরে চলিনি তবে সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করেছি তবে এখন থেকে এভাবে আর না। এখন থেকে একাই থাকবো একাই চলবো।