Naogaon Binodon Midia

Naogaon Binodon Midia পথ অনেক, আমরা সত্যের পথে

সবার সাথে ভালো ব্যবহার করাই আমার বিপদের কারণ।।।।।। সোসাল মিডিয়ায় কখনো ব্যক্তিগত তথ্য পোস্ট করি না অথবা কারো ব্যক্তিগত ...
23/01/2025

সবার সাথে ভালো ব্যবহার করাই আমার বিপদের কারণ।।।।।।

সোসাল মিডিয়ায় কখনো ব্যক্তিগত তথ্য পোস্ট করি না অথবা কারো ব্যক্তিগত বিষয়ে ও কথা বলি না। তবে আজকে কিছু না বলে আর থাকতে পারছি না।
আমি সব সময় চেষ্টা করেছি ছোট বড় সবার সাথে সম্মান দিয়ে চলার। কিন্তু এতেই ঘটে যতো গোলমাল।
এই সব লোকের প্রতি দিনের কাজ হলো আমার বিরুদ্ধে আমার পরিবারের সবার মাঝে আগুন লাগানো। আমার পোস্ট তাদের চোখে পড়বে তার পরো ভাষাগতভাবে ভদ্র ভাষায় পোস্ট করলাম। এদের এতো চুলকানি ভাই। আমার মাথায় চুল বড় কেনো? দাড়ি কাটি না কেন❓সবার সাথে কথা বললে দোষ একা থাকলে দোষ, বাজারে গেলে সমস্যা বাড়িতে থাকলেও সমস্যা। আরে টুসমারানি লোকজন তাহলে কি ভাবে একজন মানুষ চলে আমাকে বুঝা। দিনের পর দিন না খেয়ে রাস্তায়, বাজারে, গাছের নিচে বসে বসে দিন পার করেছি তখন তো কেউ আমার পরিবারে বলো নি আমার সাথে অবিচার করা হচ্ছে। আর বাবা কেউ যখন বলে তোমার ছেলের মাথায় বড় চুল কেনো তখন তোমার সম্মান থাকে না যখন তোমার ছেলে দশ টাকার একটা ব্যথার ট্যাবলেট কেনার টাকার অভাবে ব্যথায় দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকে তখন একদিন ও কখনো আমার বাবা খোঁজ নেয়নি আমার কি হয়েছে। মানুষের কথা কানে নিয়ে কখনো সত্য মিথ্যা যাচাই না করা মানুষ টা হলো আমার বাবা। আমার জীবন টা নষ্ট হয়েছে শুধুমাত্র মাত্র আমার পরিবারের কারণে। তারা কখনো আমার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করেনি যা ইচ্ছা তা ব্যবহার করেছে।
আর হ্যাঁ যারা সব সময় মানুষের ব্যক্তিগত বিষয়ে কানপড়া দেন তারা অপেক্ষা করতে থাকেন আপনাদেরও পাকড়াও করা হবে। কারণ আমার সব নালিশ আমার মালিকের কাছে করে গেলাম।
কখনো কারো সঙ্গ ধরে চলিনি তবে সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করেছি তবে এখন থেকে এভাবে আর না। এখন থেকে একাই থাকবো একাই চলবো।

19/01/2025

এদেশের মানুষ যতই হানাহানি মারামারি করুক না কেনো যখনই দেশের জন্য জনশক্তির প্রয়োজন হয় তখন সবাই শত্রুতা ভুলে কাধে কাধ মিলিয়ে দেশের জন্য লড়াই করতে ময়দানে নামে। এমন দৃশ্য বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান।

19/01/2025

চাপাই নবাব গঞ্জ ভারতীয়রা ঢুকে গাছপালা কেটে ফেলে এবং বোমা হামলা চালায়।

Welcome to মুদির বাপ। মুদিকে কেউ প্যামপাস পড়ায় দাও
16/01/2025

Welcome to মুদির বাপ। মুদিকে কেউ প্যামপাস পড়ায় দাও

দিল্লি থেকে কান্নার শব্দ না আসা পযন্ত গরু খাওয়া চালিয়ে যেতে হবে😘
15/01/2025

দিল্লি থেকে কান্নার শব্দ না আসা পযন্ত গরু খাওয়া চালিয়ে যেতে হবে😘

09/01/2025

একজন ইলিয়াস পুরো বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস উল্টাপাল্টা করে ফেলছে।

09/01/2025

সত্যিই গর্ব করার মতো আমার এই দেশ । আমরা যেমনই হই না কেন দেশ, ধর্ম, আর জাতি সত্তার অস্তিত্ব নিয়ে কথা উঠলে সবাই ঐক্যবদ্ধ।

এক দালাল বলেছিলো ১০ জন জান্নাতির মধ্যে হাসিনা একজন। এদিকে আরেক জন বলছে তাদের নেতার নাম নিয়মিত মুখে নিলে জান্নাত নিশ্চিত...
04/01/2025

এক দালাল বলেছিলো ১০ জন জান্নাতির মধ্যে হাসিনা একজন। এদিকে আরেক জন বলছে তাদের নেতার নাম নিয়মিত মুখে নিলে জান্নাত নিশ্চিত। গত ১৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে ফযরের আযান মাইকে দিতে দেয়নি বে জন্মা ছাত্র লীগ। অপর দিকে গণঅভ্যুত্থানের ৪ মাস দুরে দাড়িয়ে আরেক দল তাদের সমাবেশের কারণে মসজিদে মাইকে আযান দিতে দেয়নি।
তারা হয়তো ভুলে গেছে যে জাতি একটা চলমান সরকার কে খেয়ে ফেলতে পারে সেই জাতির কাছে তারা শিমুলের তুলা মাত্র। যেকোনো সময় ফু দিয়ে উড়িয়ে দিতে দ্বিতীয় বার চিন্তা করবে না।

অতীতের স্বৈরাচার শাসকদের আমলনামা লারাচারা দিলে যে ইতিহাস পাওয়া যায় যে পরবর্তীতে তারা (স্বৈরাচার) আর কখনো নিজের দল নিয়...
24/12/2024

অতীতের স্বৈরাচার শাসকদের আমলনামা লারাচারা দিলে যে ইতিহাস পাওয়া যায় যে পরবর্তীতে তারা (স্বৈরাচার)
আর কখনো নিজের দল নিয়ে আর কখনই সরকার গঠন করতে পারেনি। সুতরাং আম্লীগ ধর্মের যে সব সাহাবী আছে তারা কান খুলে শুনে রাখুন আপনাদের ডেডির মেয়ে আপার দলও আর কোনো দিন সরকার গঠন করতে পারবে না। জেনারেল এরশাদের কথা মনে করেন তাহলে ই আর কোনো উদাহরণ দিতে হবে না। আওয়ামী লীগের ফুটফুটে সুন্দরেরা এই কমেন্ট স্কীনশর্ট দিয়ে রাখতে পারেন।

13/12/2024
অভিনন্দন team tiger🐅
09/12/2024

অভিনন্দন team tiger🐅

আওয়ামী লীগ আর কোনো দিন সরকার গঠন করতে পারবে না। বিশ্বাস না হলে স্কীনশর্ট নিয়ে রাখতে পারেন। আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ স...
06/12/2024

আওয়ামী লীগ আর কোনো দিন সরকার গঠন করতে পারবে না। বিশ্বাস না হলে স্কীনশর্ট নিয়ে রাখতে পারেন। আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ সংগঠন স্বৈরাচারী এরশাদের মত বিলুপ্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ। মাঝখানে শুধু সিঙ্গরা খাওয়া কুত্তার দল
তারিখে তারিখে তাদের নেত্রী আসার গুজব ছড়াবে সোসাল মিডিয়ায়। কখনও স্বশরীরে মাঠে মানবে না।
তবে এরা দেশে ঝামেলা করার জন্য বিভিন্ন রুপে ফিরে আসবে বার বার এমন কি কখনো পতিতা হয়ে ও ফিরে আসবে।
কিন্তু কিছু করতে পারবে না। বাঙালি আর কারো উস্কানিতে মাথা গরম করে না।
এমনকি কি তাদের জানাজা টা ও দেশের মাটিতে হবে না 95 % নিশ্চিত।

02/11/2024

একজন মুসলিম হয়ে কথা টা শেয়ার করতে লজ্জা লাগছে। মাগরিব এবং এশা আযানের ৫ মিনিট আগে টিভি বন্ধ রাখতে রলাই এভাবে নির্যাতন করতে পারে আমি কখনো ভাবতে পারিনি। তারা আবার সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ও পড়ে। কোন দুনিয়ায় এসে পড়ছি আল্লাহ।

16/09/2024

৪০ দিনেই তাদের পিঠ নাকি দেয়ালে ঠেকে গেছে
কি এক্টা অবস্থা

30/08/2024

শুনলাম তাদের জাতির ডেডি নাকি দেবদাস হয়ে গেছে। অপর দিকে যে নথি পাওয়া গেছে সেখানে স্পষ্ট করে লেখা আছে জাতির ডেডির নাকি কোনো মেয়েই নাই। এখন প্রশ্ন হলো পিতার কন্যা বোন না হয়ে মা হলো কোন বিজ্ঞানীর কত নম্বর সূত্র প্রয়োগ করে।

30/08/2024

শিক্ষক অপসারণের জন্য যাদের ফাইটা যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই।
মানুষ গড়ার কারিগর যদি মানুষ গড়ার কারখানা টা লুটপাট করে তাহলে তার পক্ষে কি যুক্তি দিবেন? অনেক উদাহরণ, অনেক যুক্তি দিতে পারবো কিন্তু আর ইচ্ছা হচ্ছে না লুটপাট চলছে শুধু কৌশল পরিবর্তন করা হয়েছে। কারণ রাঘব বোয়ালরা দেশ ছাড়ছে কিন্তু যাদের পদ পদবী কিছুই ছিলো না ছিল শুধু প্রিয় অভিভাবকদের দুই পা। যা চেটে জীবন চলতো তারা তো আর দেশ ছেড়ে পালাতে পারবে না। বর্তমানে এরা আগের থেকে অনেক বেশি ভয়ংকর ও কৌশলী।

29/08/2024

Breaking News
এই মূহুর্তে ভারতীয় সেনাবাহিনী ও বি এস এফ বাংলাদেশের কয়েক টা সীমান্তে হামলা চালিয়ে গুলি করে কিছু সংখ্যক মানুষ কে মেরে ফেলছে। ঐসব এলাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
সবাই আমার বাংলাদেশের সেই সব ভাইদের জন্য দোয়া করুন।
ভিডিও ফুটেজ সকালে পোস্ট করবো ইনশাআল্লাহ।

Address

Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Binodon Midia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naogaon Binodon Midia:

Videos

Share