Udoy Siam-bapo

Udoy Siam-bapo সবকিছুর সুস্থ ও উন্নত সনাধানের জন্য আপনাকেই প্রথমে শুরু করতে হবে!

06/12/2024
01/12/2024

বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক
যা সকল বৈধ সম্পর্কেও হার মানায়

30/11/2024

যাকে আমি ভালোবাসি,সে বুঝল না!

😐
29/11/2024

😐

🙂
29/11/2024

🙂

20/11/2024

জীবনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে! তবে কখনো কারো জন্য- চোখের কোণে অশ্রু জমেনি।

তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোণে অশ্রু জমে! তোমার কথা ভাবতেই যেন বুকটা- ছিঁড়ে যায়।

তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো টলোমলো! আসলে কি জানো?

তুমি অন্যদের মতো ছিলেনা, তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ একজন মানুষ।

দীর্ঘশ্বাস ছেড়ে ঠিকই প্রভুর কাছে বলি, যেন তোমায় ভালো রাখে! চোখের কোণের জমা অশ্রু- অভিশাপ হয়ে তোমায় যেন স্পর্শ না করে।
ভালো থেকো তুমি, নতুন কোন শহরে, নতুন কারো বুকে, নতুন কারো মায়ায়।

20/11/2024

ভাগ্যে ছিলোনা"

ভাগ্যে ছিলোনা" এই কথাটা বলে আমরা নিজেদের 'বোঝানোর চেষ্টা করি! আমরা নিজেদের বোঝাই যা হয়ে গেছে, সেটা ভাগ্যে ছিলো বলেই হয়েছে! কিন্তু আসলে নিজেকে বোঝানো যায়না!
অনেক কষ্ট, অনেক হাহাকার, অনেক অশ্রু বিসর্জন, কতো ঘুম না আসা রাত জানে যেটা হয়েছে, সেটা না হলেও পারতো! মানুষ টা তো আমার ও হতে পারতো! কিছু ব্যাপার থাকে, যা মানা যায়না!
কিছুতেই মানা যায়না! যে যাকে চায়, সে তাকে পায়না! আর এটাই মনে হয় এই দুনিয়ার নিয়ম নীতি.....

ছবিতে আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সাথে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনি টং ওয়েনহং। টং ১৬ বছর আগে যখন রিসিপ্শনিস্ট হি...
18/11/2024

ছবিতে আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সাথে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনি টং ওয়েনহং। টং ১৬ বছর আগে যখন রিসিপ্শনিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন তখন জ্যাক তাঁকে তাঁর কোম্পানীর ০.২% শেয়ার দিয়ে বলেছিলেন যে এর মূল্য ১০০ মিলিয়নের সমতুল্য হবে যখন আলীবাবা ভবিষ্যতে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হবে। । তাই জ্যাক তাঁকে কোম্পানী বদল না করে আলীবাবার সাথে থাকতে বলেছিলেন ।
টং এর বছরের পর বছর অপেক্ষার পরেও আলীবাবা পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলোনা। তখন সে ২০০৪ এ জ্যাক কে জিজ্ঞাসা করলো এ ব্যাপারে এবং জ্যাক উত্তর দিলো "শীঘ্রই হবে"। সে আবারো ২০০৬ এ জিজ্ঞাসা করলো এবং জ্যাক একই উত্তর দিলো "শীঘ্রই হবে"। যাইহোক! টং কখনই এটা হতে দেখলোনা এবং কখনই তার ১০০ মিলিয়ন পাওয়া হবে না ধরে নিলো।
অতপর , সেপ্টেম্বর ২০১৪ তে, দি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যখন আলীবাবা অবশেষে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলো তখন এটার মূল্য ছিলো প্রায় ২৪৫.৭ বিলিয়নের সমতুল্য।
টং তখন ফর্মার সিনিয়র রিসিপ্শনিস্ট ছিলেন ( বর্তমানে আলীবাবার ভাইস প্রেসিডেন্ট) এবং ত॒ৎক্ষণাৎ তার ০.২% শেয়ারের মূল্য হয়ে গেল ৩২০ মিলিয়ন সমতুল্যের।
এখন প্রশ্ন হচ্ছে : আপনি কি একটি কোম্পানীতে ১৪ টি বছর থাকতে পারবেন ? এটা জেনেও যে প্রতিষ্ঠাতা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কোম্পানীটাকে একটা প্লাটফর্মে নেওয়ার জন্য? তখনো কি আপনার অভিযোগ করাটা মানায়? সফল হওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতেই হবে, কখনই স্ব্ল্প সময়ে লাভবান হওয়ার জন্য অধৈর্য হলে চলবেনা।

18/11/2024

স্ত্রীর পা ধরে মাফ চাওয়া, কান ধরে সরি বলা সর্বোচ্চ লেভেলের ব্যক্তিত্বহীনতা। এটাকে ভালোবাসা বলে না, বরং দাসত্ব। পা ধরে মাফ চাইলে যে মেয়ের কাছে আদর্শ স্বামী হওয়া যায়, যে মেয়ে খুশি হয়, সে মেয়ে তো স্ত্রী হওয়ারই যোগ্য না। সে চায় তার স্বামী তার দাসত্ব করুক, সে চায় তার স্বামী মেরুদণ্ডহীন হোক।

অথচ আপনার স্ত্রী যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে কখনোই আপনাকে পা ধরিয়ে, কান ধরিয়ে লাঞ্চিত করবে না।

- Collected

Address

Nabinagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udoy Siam-bapo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share