28/01/2025
আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন।পেজটি ইনএকটিব ছিল দীর্ঘ কয়েক বছর। এবং সাইবার জগৎ থেকে সরে গিয়েছিলাম।এখন ব্যাক করেছি,তবে পুরোপুরি নয়। ইন শা আল্লাহ কিছুমাস পরে সম্পূর্ণ ব্যাক হব আপনাদের সেবা দিতে।আপাতত ব্যক্তিগত জিবনে কিছুটা ব্যস্ত থাকাতে শুধুমাত্র রিকোভারি সেবা আপনারা পেতে পারেন।
তবে বাস্তবে এটিই অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ,কারণ একজন মানুষের ফেসবুক আইডি নষ্ট হয়েযাওয়া অথবা এক্সেস হারিয়ে ফেলা কতটা দুঃখজনক সেটা আমরা বুঝি।আমরা সবার উদ্দেশ্যে একটি প্রস্তাবনা রাখতে চাই। আমাদের উপজেলাধীন অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের হ্যারেজমেন্টের শিকার হন এবং রিকোভারি সম্পর্কিত সমস্যায় পড়েন। বিশেষত, সম্প্রতি ফেসবুক সিকিউরিটিতে একটি আপডেট আসার কারণে অনেকের ফেসবুক আইডি অযথা লক হয়ে যাচ্ছে।
এছাড়া, কিছু মানুষ শত্রুতামি করে কারোর ব্যক্তিগত ফেসবুক একাউন্ট নষ্ট বা ডিজেবল করিয়ে দিচ্ছে, আবার কিছু লোক স্ক্যামারদের শিকার হয়ে তাদের ফেসবুক একাউন্ট হারাচ্ছে।
এমন পরিস্থিতিতে অনেকেই দিশাহারা হয়ে পড়েন এবং জানেন না কী করবেন, কোথায় যোগাযোগ করবেন বা কার কাছে সাহায্য চাইবেন। অনেক সময় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধান করতে গিয়ে অর্থনৈতিক বাধার সম্মুখীন হন। তবে আমরা চেষ্টা করবো তাদের সাহায্য করতে, যাদের জন্য এই সমস্যাটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।
*বিশেষ বার্তা:* আমরা কোনও ধরনের হ্যাকিং বা অনৈতিক কাজকে সমর্থন করি না। এই অফারটি শুধুমাত্র ফেসবুক একাউন্ট রিকোভারি সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য।
ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, নিরাপদ থাকুন। 🖤