Md hanif kotir

Md hanif kotir Digital creator
(1)

আমরা ঠিক এভাবেই কারো সম্পূর্ণ গল্প না শুনেই, সমালোচনা করতে থাকি! আল্লাহ আমাদের অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকার তৌফিক...
22/01/2025

আমরা ঠিক এভাবেই কারো সম্পূর্ণ গল্প না শুনেই, সমালোচনা করতে থাকি!
আল্লাহ আমাদের অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন - আমিন

#বাংলাদেশ #ইসলামিক #প্রবাসজীবন #বাহ্মণবাড়ীয়া #বিশ্বাস

ড.ইউনুস! বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানে...
25/12/2024

ড.ইউনুস! বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন না কে ড.মোহাম্মদ ইউনুস!

পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে,

১.নোবেল
২.আমেরিকার প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড
৩.মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড

পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন!বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,

হ্যা, সেই ১২ জনের একজন প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস 🧡

মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাড়িয়ে ছিলেন প্রফেসর ড.ইউনুসের জন্য,বিশ্বাস হয়,না হলেও সত্য!

'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস💖

বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়া টা খুবি কঠিন,কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ!

১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।
শাকুর মজিদ
নাট্যকার,লেখক,স্থপতি।
সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ঢাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি। ড. মুহাম্মদ ইউনূসের মাইক্রো-ফাইনান্সের ধারণার মূ

#বাংলাদেশ #মীরমুগ্ধ #পানিলাগবেপানি #বিশ্বাস #প্রবাসজীবন

ব্যক্তিগত জীবনে আপনি 'সবার প্রিয়' নাও হতে পারেন। কারো কারো কাছে আপনি বিষের মতন বিরক্তিকর।অন্যদিকে আপনি কারো কাছে একদম 'স...
17/12/2024

ব্যক্তিগত জীবনে আপনি 'সবার প্রিয়' নাও হতে পারেন। কারো কারো কাছে আপনি বিষের মতন বিরক্তিকর।

অন্যদিকে আপনি কারো কাছে একদম 'সহজ সরল'। আবার কারো কাছে আপনি 'মধুর চেয়েও মিষ্টি'।

আপনার সবকিছু সবার কাছে ভালো লাগবে এমন কোন শর্ত নাই! সবার কাছে যে ভালো হতে চায় সে তো ধান্দাবাজ।

আমি বেশিরভাগ মানুষের কাছে চোখের কাঁটা হয়ে থাকতে চাই।তুলে ফেলে দিতে চাইবে সারাক্ষণ, কিন্তু পারবে নাহ্!

তবে, আমি আমার মতন থাকতে পছন্দ করি। যে যা খুশি বলে যাবে, যাই বলে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে নাহ্। আমি আমার কাজ করে যেতে চাই যার পোষাবে সে থাকবে, যার পোষাবে না চলে যাবে।

আপনি কার কথা কিভাবে নিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার! কিন্তু, আমি আমার মনের কথা শুনতে চাই মন কখনো মানুষকে ভুল পথে পরিচালিত করে নাহ্। জীবন সুন্দর।
,,,,,কপি পোষ্ট

#প্রবাসজীবন #বাংলাদেশ #বিবাড়ীয়া #বাহ্মণবাড়ীয়া #সৃতিরপাতা #বিশ্বাস

গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়পার্থক্যটা খাবারের নয়.পার্থক্যটা জাত স্বভাব ওআচরণের!   #বিশ্বাস    #বা...
21/11/2024

গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়
পার্থক্যটা খাবারের নয়.পার্থক্যটা জাত স্বভাব ও
আচরণের!

#বিশ্বাস #বাংলাদেশ #প্রবাসজীবন #বিনোদন

“কিছু মানুষ নিজেকে এত চালাক মনে করে যে তার চালাকি পৃথিবীর কেউ ধরতে পারবে না”🐕‍🦺🐕‍🦺 চালাক হওয়া ভালো কিন্তু অতিরিক্ত না।👍👍...
25/09/2024

“কিছু মানুষ নিজেকে এত চালাক মনে করে যে তার চালাকি পৃথিবীর কেউ ধরতে পারবে না”🐕‍🦺🐕‍🦺 চালাক হওয়া ভালো কিন্তু অতিরিক্ত না।👍👍

#বাংলাদেশ
#গ্রাম
#শেয়াল

নিজেকে কখনও ছোট ভাববেন না। ছোট থেকেই বড় হতে হয়। দরকার শুধু আত্মবিশ্বাস আর আল্লাহর উপর ভরসা।
07/09/2024

নিজেকে কখনও ছোট ভাববেন না। ছোট থেকেই বড় হতে হয়। দরকার শুধু আত্মবিশ্বাস আর আল্লাহর উপর ভরসা।

21/08/2024

প্রাকৃতিক বন্যার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক বন্যা। আল্লাহ সবাইকে
হেফাজত করুন।
"প্রচার না হয়ে "
নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসুন।

ভুলে গেলে চলবে না অহংকার পতনের মূল!!! #বাংলাদেশ  #ইসলামিক
15/08/2024

ভুলে গেলে চলবে না অহংকার পতনের মূল!!!

#বাংলাদেশ
#ইসলামিক

17/07/2024

আবু সাঈদ,
তোমার মতো এমন সাহস কেন আমাদের হয়না ???
যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন .
ছা্ত্রসমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে ,তখন আমাকেও বিজয়ী ঘোষনা করে দাফন করবেন....
একজন আবু সাঈদ
লেখা -মোস্তফা মনন
Ramiz Razu

তোমাকে ভয়ে সম্মান করবে এটা তোমার ব্যক্তিত্ব নয় তোমাকে মন থেকে সম্মান করবে এটাই তোমার ব্যক্তিত্ব।     #ব্যক্তিত
12/07/2024

তোমাকে ভয়ে সম্মান করবে এটা তোমার ব্যক্তিত্ব নয় তোমাকে মন থেকে সম্মান করবে এটাই তোমার ব্যক্তিত্ব।

#ব্যক্তিত

⛔️পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ...
12/07/2024

⛔️পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।

⚠️বলতে গেলে পা চাটাদের একটা কোটা ই থাকে আলাদা। অথচ এরা না কারো বিশ্বস্ত, না কারো নিজস্ব লোক, এরা হলো সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন টাইপের লোক। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই৷

❇️এদের মাঝে নিজস্ব বিবেক, বুদ্ধি, মানবতা বলতে কিছুই নেই, কিন্তু কুবুদ্ধি ভালো থাকে। তবুও এরাই অনেকের কাছে প্রিয় হয়ে থাকে।

সত্যি বলতে মেয়ে আর ছেলে কখনও বন্ধু হতে পারে না ,বর্তমান ইস্কুল কলেজে শিক্ষার নামে অভেদ মিলামিশা আর এরাই উচ্চ শিক্ষিত বলে...
08/07/2024

সত্যি বলতে মেয়ে আর ছেলে কখনও বন্ধু হতে পারে না ,বর্তমান ইস্কুল কলেজে শিক্ষার নামে অভেদ মিলামিশা আর এরাই উচ্চ শিক্ষিত বলে দাবী করে।ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই এটাই সত্য । ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই এবং হারামে নিমজ্জিত হবে আর এটাই স্বাভাবিক ।

゚viralシ #ইসলামিক

23/06/2024

শেষ ঠিকানা

#ইসলামিক ゚viralシ

31/05/2024

সময় কারু জন্য থেমে থাকে না,,,
সময় সময়ের গতিতে চলে,
আলহামদুলিল্লাহ ভালো আছি 🤲👆

প্রতিযোগিতার নাম জীবন নয় 🙂সহযোগিতার নাম হলো জীবন 🥰🥀         #ইসলামিক  #কষ্ট
06/05/2024

প্রতিযোগিতার নাম জীবন নয় 🙂
সহযোগিতার নাম হলো জীবন 🥰🥀

#ইসলামিক #কষ্ট

30/03/2024

""" Sad Life____√√√

#

মানুষ বদলাতে কতক্ষণ?মানুষ হারাইতে কতহ্মণ?বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না। কেন জানেন?আপনার সাথে চ...
29/03/2024

মানুষ বদলাতে কতক্ষণ?
মানুষ হারাইতে কতহ্মণ?

বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না। কেন জানেন?
আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলাবে""" হারিয়ে যাবে আপনি কখনো বুঝতে ও পারবে না। একা আসছেন, একাই যাবেন,
"""""" এটা-ই চিরন্তর সত্য """"""

#বাংলাদেশ

Address

Nabinagar

Alerts

Be the first to know and let us send you an email when Md hanif kotir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share