Yusuf's canvas

Yusuf's canvas Excessive greed for the world makes life chaotic.
(5)

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার হৃদয় 💚💚
15/06/2024

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার হৃদয় 💚💚

14/06/2024

জীবন তো চলমান এক অনুভূতি

কিছু দেখতে পেলে আপনি একজন সত্যিকার প্রকৃতি প্রেমিক🤔
13/06/2024

কিছু দেখতে পেলে আপনি একজন সত্যিকার প্রকৃতি প্রেমিক🤔

12/06/2024

এক চোরকে আমীরুল মুমিনীন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর দরবারে উপস্থিত করা হলো। তিনি যখন চোরের হাত কাটার ফায়ছালা প্রদান করলেন, তখন চোর বলতে লাগল, আপনি কি জানেন না সবকিছুই আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে?

সুতরাং চুরি করা আমার তাকদীরে ছিল বলেই চুরি করেছি। চোর পাপ কাজের উপর তাকদীর দিয়ে দলীল পেশ করল। উমার রাদ্বিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি তাকদীর অনুযায়ী চুরি করেছো আর আমি আল্লাহর তাকদীরের ফায়ছালা অনুযায়ীই তোমার হাত কেটে ফেলবো। সুতরাং চোরের হাত কেটে ফেলা হলো। এতে আমরা জানতে পারলাম যে, আল্লাহ তা‘আলা নির্ধারণ করেছেন যে, চোরের হাত কাটা হবে। তিনি যদি চোরের হাত কাটার ইচ্ছা না করতেন (হাত কাটার আদেশ না দিতেন) তাহলে উমার রাদ্বিয়াল্লাহু আনহু কখনোই চোরের হাত কাটতেন না।

সুতরাং চুরি করা আল্লাহর নির্ধারণ অনুপাতেই হয়। হাত কাটাও তার ইচ্ছাতেই (হুকুমে) হয়। মূলতঃ শরীয়াত ও তাকদীরের মাঝে কোনো পারস্পরিক দ্বন্ধ নেই। শরীয়াতের নির্ধারিত হদ্দ বা শাস্তি কায়েম করা তাকদীদের পরিপন্থী নয়। উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কথা ও কাজের মধ্যে ছাহাবীদের গভীর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। সূরা আনআমের ১৪৮ নং আয়াতে আল্লাহ তা‘আলা এ কথাই ব্যক্ত করেছেন। তিনি বলেন,

كَذَٰلِكَ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ

‘‘এ ধরনের উদ্ভট কথা তৈরী করে এদের পূর্ববর্তী লোকেরাও সত্যকে প্রত্যাখ্যান করেছিল’’। এতে জানা গেল তাদের উদ্দেশ্য ছিল সত্যকে প্রত্যাখ্যান করা। এমনটি নয় যে, তারা তাকদীরের প্রতি ঈমান রাখতো। তাদের এ কথা ও কাজ পূর্বযুগের কাফেরদের কথা ও কাজের মতই।

সুতরাং চোরের হাত কাটাও তাকদীরে নির্ধারিত রয়েছে। চোর যদি বলে চুরি করা নির্ধারিত রয়েছে। হাত কাটার কথা তাকদীরে নেই, তাহলে তাকে বলা হবে, তুমি কিভাবে জানলে উহা তাকদীরে নেই? তুমি কি গায়েব সম্পর্কে অবগত আছো? সুতরাং চুরি করার কারণে যেহেতু চোরের হাত কাটা হয়, তাই বুঝা গেলো ইহাও তাকদীরে নির্ধারিত। কেননা আল্লাহর রাজত্বে আল্লাহর তাকদীর ও ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সংঘটিত হয় না। আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হয় বলে বিশ্বাস করা কুফুরী।

চরম অন্যায় করা হইছে 😥😥😥
11/06/2024

চরম অন্যায় করা হইছে 😥😥😥

09/06/2024

অল্পের জন্য রক্ষা 🤔

08/06/2024

আজকের খেলায় ইব্রাহিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম গাংগেরকুট ফুটবল একাদশের মধ্যকার খেলায় ইব্রাহিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে পরাজয় লাভ করলো।

08/06/2024

যেখানে শুধুই তুমি 💚💚💚

07/06/2024

On the way to comilla 🇧🇩🇧🇩

06/06/2024

দয়া করে সবাই পোস্টটি শেয়ার করে শিশুটিকে তার পিতামাতা ফিরে পেতে সাহায্য করুন। আল্লাহর রহমত বর্ষিত হউক সকল বিপদগ্রস্ত মানুষের উপর আমীন।

Excessive greed for the world makes life chaotic.

01/06/2024

ইব্রাহিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে বাঐখার ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে চলে গেলো। অভিনন্দন ইব্রাহিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ। 💚💚💚

প্রকৃতির এক লীলাভূমি আমাদের এই গ্রাম 💚💚💚
29/05/2024

প্রকৃতির এক লীলাভূমি আমাদের এই গ্রাম 💚💚💚

"...যদি সমগ্র উম্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই উপকার করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার (তাকদীরে)...
25/05/2024

"...যদি সমগ্র উম্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই উপকার করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার (তাকদীরে) লিখে রেখেছেন। আর তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার (তাকদীরে) লিখে রেখেছেন। কলমসমূহ উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতাসমূহ (তাকদীরের লিপি) শুকিয়ে গেছে।"

— তিরমিযী ২৫১৬ (হাসান সহীহ)[২]

হওয়ার কথা ছিল র‍্যাগ ডে, কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে র‍্যাগ ডে-র পরিবর্তে হলো নসীহা প্রোগ্রাম। ব্যতিক্রমী এই উদ্যোগের ক...
19/05/2024

হওয়ার কথা ছিল র‍্যাগ ডে, কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে র‍্যাগ ডে-র পরিবর্তে হলো নসীহা প্রোগ্রাম। ব্যতিক্রমী এই উদ্যোগের কৃতিত্ব ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী শিক্ষার্থীদের।

প্রোগ্রামের দিন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে কলেজ অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং কর্মজীবনে সাফল্য লাভের উপায় সম্পর্কে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনা দেওয়ার সুযোগ ঘটেছে, আলহামদুলিল্লাহ।

র‍্যাগ ডে আর অশ্লীল নাচগান যখন একে অন্যের প্রতিশব্দ হয়ে উঠেছে, তখন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়াবার মতো সাহসী ঘটনা। এই অবক্ষয়ের কালে তাদের এ উদ্যোগ সময়ের গায়ে চিহ্ন রেখে যাওয়ার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে।

18/05/2024
17/05/2024

হাজার হাজার মুনাফেকি কথা বলেও যারা নিজেদের মুসলিম দাবী করে। শান্তির ধর্মকে যারা গান বাজনার ধর্মে পরিণত করতে চায়। যারা উদ্ভট জিকিরের প্রচলন করে। যারা ধর্মকে নাচা-নাচির পর্যায়ে নিয়ে যাচ্ছে। যারা প্রিয় নবীর জন্ম মৃত্যুকে বিশ্বাস করেনা। যারা পছন্দের সাহাবীকে মূল্যায়ন করতে গিয়ে অন্য সাহাবীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে। যারা বিদায়াত বলে কিছু নাই বিশ্বাস করে। যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদেরকে নিজে নিজে অলি দাবী করে। নিজেরা নিজে নিজে বেহেশতি দাবী করে এবং অনুসারীদের বেহেশতের টিকেট দিয়ে দেয়। যারা আল্লাহর ফয়সালা তথা বিচার দিবসের তোয়াক্কা না করে নিজেরাই বেহেশতি দাবী করে। যারা সৃষ্টি হয়ে স্রষ্টার সমকক্ষ মনে করে। তাদের সাথে কোনো বিষয়ে তর্ক না করে একটা ছোট মুচকি হাসি দিয়ে এড়িয়ে চলা মানেই আপনি সুন্দর।

সোনার বাংলা ক্রিকেট টিম😀৫০ টাকায় এক হালি ডিম😀বাংলাদেশের স্কোয়াড যেমনই হোক, আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ! 🙂
15/05/2024

সোনার বাংলা ক্রিকেট টিম😀
৫০ টাকায় এক হালি ডিম😀
বাংলাদেশের স্কোয়াড যেমনই হোক, আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ! 🙂

জীবন কিছুটা বদলে যায়, হয়তো কারো মায়ায়, নয়তো কিছু অবহেলায় 😥
14/05/2024

জীবন কিছুটা বদলে যায়, হয়তো কারো মায়ায়, নয়তো কিছু অবহেলায় 😥

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইনজুরি শঙ্কা থাকলেও যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্...
14/05/2024

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইনজুরি শঙ্কা থাকলেও যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠছেন তাসকিন আহমেদ। অফফর্ম সঙ্গী করেই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাসও। জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-05-14/UVDRXtLG

প্রকৃতি কাছে
13/05/2024

প্রকৃতি কাছে

প্রশান্তি
13/05/2024

প্রশান্তি

Address

Nabinagar
Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when Yusuf's canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like