14/06/2024
স্পেসএক্স প্রথমবার তাদের স্টারশিপ বুস্টার সফলভাবে মেক্সিকো উপসাগরে নামিয়েছে। ৬ জুনের পরীক্ষামূলক ফ্লাইটে সুপার হেভি বুস্টারটি নরমভাবে জলে পড়ে। পুনরায় ব্যবহারযোগ্য স্টারশিপ তৈরির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা মহাকাশ যাত্রার খরচ কমাতে সাহায্য করবে।