Kashigonj Bazar

Kashigonj Bazar Kashigonj Bazar Page
(2)

01/12/2023

৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর

16/08/2023

সকল এইচএসসি সমমান পরিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল

#কাশিগঞ্জ_বাজার_পেইজ

সবার সুখে.....– জসীম উদ্‌দীনসবার সুখে হাসব আমি          কাঁদব সবার দুখে,নিজের খাবার বিলিয়ে দেব          অনাহারীর মুখে।আম...
17/06/2023

সবার সুখে.....
– জসীম উদ্‌দীন

সবার সুখে হাসব আমি
কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।

আমার বাড়ির ফুল-বাগিচা,
ফুল সকলের হবে,
আমার ঘরে মাটির প্রদীপ
আলোক দিবে সবে।

আমার বাড়ি বাজবে বাঁশি,
সবার বাড়ির সুর,
আমার বাড়ি সবার বাড়ি
রইবে না ক দুর

17/06/2023

ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে ময়মনসিংহের থ্রি হুইলার চালকরা!

17/06/2023

ভ্যাট কি এবং ভ্যাট কিভাবে দেয়া হয় ⬇️

আমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে ভ্যাট কি? এছাড়া ভ্যাট কেন দেয়া হয় এবং ভ্যাট কিভাবে দেয়া হয়। আজকের এই লিখায় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

ভ্যাট বা মূল্য সংযোজন কর হলো একটি ব্যয় কর যা একটি পণ্যের ওপর অর্পিত হয় যখনই উৎপাদন থেকে বিক্রয় কেন্দ্র পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের প্রতিটি পর্যায়ে মূল্য সংযোজিত হয়। VAT হলো Value Added Tax এর সংক্ষিপ্ত র‌ূপ। এটি এক ধরনের পরোক্ষ কর যা পণ্য বা সেবার উপর আরোপিত হয়।

ভ্যাট কি এবং ভ্যাট কেন দেয়া হয়
এই লিখার বাকি অংশে আমরা আলচনা করবো, ভ্যাট কি জন্য দেওয়া হয়, ভ্যাট কিভাবে বের করতে হয়। চলুন নিচের অংশ থেকে বিস্তারিত জেনে নেই ভ্যাট কি আসলে।

নাগরিকের ভ্যাট কি জন্য দেওয়া হয়
একটি দেশের নাগরিক হিসেবে ভ্যাট দেওয়া তার কর্তব্য। দেশের উন্নয়নে ভ্যাট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্যাট দেওয়ার মাধ্যমে চলুন দেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাই।

সকল প্রতিষ্ঠানকেই ভ্যাট দিতে হয়, যদি প্রতিষ্ঠানটির বাৎসরিক আয় ৩০ লক্ষের নিচে হয় তাহলে সেই প্রতিষ্ঠানকে আর কর প্রদান লাগবে না। আর বাৎসরিক আয় ৩০ লক্ষ ১ টাকা থেকে ৮০ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে প্রতিষ্ঠানটিকে ৩% ভ্যাট দিতে হবে।

আবার ৮০ লক্ষ টাকার উপরে বাৎসরিক আয় হলে ১৫% ভ্যাট দিতে হবে। ব্যবসা চালানো জন্য, টেন্ডারে অংশগ্রহনের জন্য ও আমদানি রপ্তানি থেকে শুরু করে ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য ভ্যাট নিবন্ধন আবশ্যক।

ভ্যাট নিবন্ধন বিনামূল্যেই করা যায়। শুধু মাত্র প্রয়োজনীয় কিছু কাগজ জমা দিয়ে ভ্যাট নিবন্ধনের আবেদন করা যায়।

ভ্যাট কিভাবে বের করতে হয়
বাংলাদেশের সাংবিধানিক আইন অনুসারে ভোগ্য পণ্য ও সেবা ক্রয়ের উপর ১৫% ভ্যাট সরকারকে দিতে আমরা বাধ্য।
হিসাববিজ্ঞানের ভাষায় যদি উদাহরণ দেওয়া হয় তাহলে উদাহরণটি হবে, নগদে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো এবং ১৫% ভ্যাট দেয়া হলো, এখানে ২০,০০০ টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত করা নেই আলাদা ভাবে ভ্যাটের টাকা বের করতে হবে। সুতরাং ২০,০০০ টাকার ভ্যাট হবে

(২০,০০০ × ১৫) ÷ ১০০ = ৩০০০ টাকা।

২৩,০০০ টাকা দিতে হবে যার মধ্যে ৩,০০০ টাকা জমা হবে সরকারি কোষাগারে।

সবকিছুর জন্যই যে ১৫% ভ্যাট তা না এমন অনেক পণ্য বা সেবা রয়েছে যেগুলোর জন্য আরো বেশি কর দিতে হয়।

উপসংহার
আশা করি ভ্যাট কি এই সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আমরা পেয়ে গেলাম। সুনাগরিক হিসেবে ভ্যাট প্রদান করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি কোষাগার জমা করা এই ভ্যাট সরকার দেশের উন্নয়নের কাজে লাগায়। দেশের উন্নয়ন সাধনে সবাইকে এগিয়ে আসতে হবে। আর নয় কর ফাঁকি ভ্যাট দিয়ে দেশকে উন্নয়নের দিকে হাটতে সাহায্য করি। জানার যেন শেষ নেই তাই আসুন সচেতন হই এবং অন্যদেরও সচেতন করতে সহায়তা করি।

#কাশিগঞ্জ_বাজার_পেইজ

17/06/2023

বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় কাশিগঞ্জ বাজার সহ আশেপাশে'র এলাকার রাস্তাঘাট,খাল,ড্রেন সহ কোথায় কি সমস্যা সকল বিষয়ে আলোচনা করেন এলাকার মানুষদের সাথে।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল সহ ৮ কামারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার সরকার এবং ১০ নং বিসকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল আরও উপস্থিত ছিলেন এলাকার সকল শ্রেণির মানুষ।

নাগরিকদের সনদসেবা এখন পাচ্ছেন অনলাইনেই।কাউন্সিলর/ চেয়ারম্যান অফিসের বিবাহিত প্রত্যয়নের জন্য অনলাইনেই আবেদন করুন 'প্রত্যয়...
07/06/2023

নাগরিকদের সনদসেবা এখন পাচ্ছেন অনলাইনেই।

কাউন্সিলর/ চেয়ারম্যান অফিসের বিবাহিত প্রত্যয়নের জন্য অনলাইনেই আবেদন করুন 'প্রত্যয়ন - সকল সনদ এক ঠিকানায়' থেকে।

আবেদন করতে ভিজিট করুন www.prottoyon.gov.bd

#কাশিগঞ্জ_বাজার_পেইজ

07/06/2023

গরমে এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ

সূএ: প্রথম আলো

কাশিগঞ্জ বাজার মেইন রোডে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধনময়মনসিংহের বেলতলীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার...
06/06/2023

কাশিগঞ্জ বাজার মেইন রোডে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহের বেলতলীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহ- নেত্রকোনা আঞ্চ‌লিক মহাসড়কের কাশিগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দোগে ৫ জুন সোমবার সকালে ঘন্টা ব্যাপী মানববন্ধনে
ময়মনসিংহ নেত্রকোনা সড়কে ওভারলোড, ফিটনেস বিহীন গাড়ি বন্ধ করণ, দক্ষ চালক,চার লেন রাস্তা ও ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ সহ বিভিন্ন দাবী নিয়ে শিক্ষক,শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ।

প্রসঙ্গত,গত ২৮ মে ক্রিয়েশন মডেল স্কুল এর এস,এস,সি পরিক্ষার্থী জাকির হোসেন শুভ,নাফিজ শাওন সুমিত ও বন্ধু নাজমুল শ্যামগঞ্জ রেলওয়ে উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যান। পরে নিহত শুভ ও সুমিত তাকে আনতে মোটরসাইকেল নিয়ে শ্যামগঞ্জে যান। পরীক্ষা শেষে শ্যামগঞ্জ থেকে মোটরসাইকেলে ফেরার পথে কাশিগঞ্জের দিকে আসছিলেন । পথিমধ্যে বেলতলী নামক স্থানে আসতেই বিপরিত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি বাস তাদের চাপা দেয় । এতে ঘটনাস্থলেই শুভ মারা যান । গুরুতর আহত অবস্থায় সুমিত ও নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । ঐ‌ দিন বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমিত মারা যায় । নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করে । নাজমুল বর্তমানে ঢাকা এনাম মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে । তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার সহপাঠীরা ।

সড়ক দূর্ঘটনায় নিহত ক্রিয়েশন মডেল স্কুল এর দুই এস,এস,সি পরিক্ষার্থী জাকির হোসেন শুভ,নাফিজ শাওন সুমিত এর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও পরিবহন ব্যবস্থায় অনিয়ম বন্ধে ক্রিয়েশন মডেল স্কুল, সাকসেস মডেল স্কুল, চান্দপুর উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব হাবিবুর রহমান স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুলের ক্রিয়েশান ম‌ডেল স্কুল,সাক‌সেস মর্ডান স্কুল,চান্দুপুর উচ্চ বিদ‌্যালয়,আলহাজ্ব হা‌বিবুর রহমান স্কুল এন্ড ক‌লেজ,আই‌ডিয়াল স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্রিয়েশান মডেল স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম নাদিম, সাকসেস মডেল স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সোহেল সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা ।

#কাশিগঞ্জ_বাজার_পেইজ

আগামী ১২ জুন ময়মনসিংহের সর্বকনিষ্ঠ তারাকান্দা উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রা...
01/06/2023

আগামী ১২ জুন ময়মনসিংহের সর্বকনিষ্ঠ তারাকান্দা উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। প্রার্থীদের কর্মতৎপড়াতার পাশাপাশি ভোটারদের আলাপ আলোচনা হিসেব নিকেশ খোশগল্পে নির্বাচন মূখর হয়ে উঠেছে পুরো উপজেলা।জমে উঠছে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন।

প্রতিক পেলেন যারা......

★চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন এডভোকেট ফজলুর হক (নৌকা), নূরুজ্জামান সরকার বকুল (ঘোড়া),মাসুদ তালুকদার (লাঙ্গল), মাওলানা রফিকুল ইসলাম (হাতপাখা),

★ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, নজরুল ইসলাম নয়ন (তালা), আবু হুরায়রা তালুকদার (চশমা), শামীম চৌধুরী (টিউবওয়েল)

★মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, সালমা আক্তার কাকন (পদ্মফুল), হাসনা আক্তার বেবি (কলসি)

★নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১২ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

★নির্বাচন অফিস জানিয়ে তারাকান্দা উপজেলা মোট ভোটার সংখ্যা- ২৬৫৭৫৩জন। এর মধ্যে পুরুষ ১৩৭৭০১, নারী-১২৮০৫২।

★১২ তারিখ সকাল ৮ হতে বিকেল ৪ পর্যন্ত কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

#কাশিগঞ্জ_বাজার_পেইজ

ব্রেকিং নিউজ এসএসসি পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন। গুরুতর আহত ১ জন। আহত ব্যাক্তি আশংকাজনকভাবে ময়মনসিংহ ...
28/05/2023

ব্রেকিং নিউজ

এসএসসি পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন। গুরুতর আহত ১ জন। আহত ব্যাক্তি আশংকাজনকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। দূর্ঘটনাটি হয় আনুমানিক ১:৩০ মিনিটে নেত্রকোনা -ময়মনসিংহ হাইওয়ের বেলতলী নামক স্থানে

"শুভ নববর্ষ ১৪৩০"সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
13/04/2023

"শুভ নববর্ষ ১৪৩০"
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

বঙ্গবাজার অগ্নিকান্ডে বাংলাদের সকল ব্যবসায়ীরা শোকাহত
05/04/2023

বঙ্গবাজার অগ্নিকান্ডে বাংলাদের সকল ব্যবসায়ীরা শোকাহত

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের "সালেহ আহমাদ তাকরীম" ❤️
05/04/2023

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের "সালেহ আহমাদ তাকরীম" ❤️

05/04/2023

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা।

31/03/2023

সাত আসমান সাত জমিন সম্পর্কে কিছু ধারণা :

২২৮ টি দেশ নিয়ে এই পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস নামে একটি তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11. সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে। মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে, ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা, ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়।
* ১ম আকাশের মহাশুন্য,
তারপর ১ম আকাশ।
*তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
*তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
*তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
*তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
*৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
*৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন। একটি বার চিন্তা করে দেখুন আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবর।

হে প্রভু, আপনার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করুন। আমিন।

#কাশিগঞ্জ_বাজার_পেইজ

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
25/03/2023

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩

আজ রবিবার, ২৬-০৩-২৩৩য় রোজা সেহরির শেষ সময়: ৪:৩৬ মি:        ইফতার সময়: ৬:১৬ মি:
25/03/2023

আজ রবিবার, ২৬-০৩-২৩
৩য় রোজা
সেহরির শেষ সময়: ৪:৩৬ মি:
ইফতার সময়: ৬:১৬ মি:

২০২৩ সালের সবচেয়ে সুন্দর দৃশ্য ❤️
24/03/2023

২০২৩ সালের সবচেয়ে সুন্দর দৃশ্য ❤️

আজ শনিবার, ২৫-০৩-২৩২য় রোজা সেহরির শেষ সময়: ৪:৩৭ মি:        ইফতার সময়: ৬:১৫ মি:
24/03/2023

আজ শনিবার, ২৫-০৩-২৩
২য় রোজা
সেহরির শেষ সময়: ৪:৩৭ মি:
ইফতার সময়: ৬:১৫ মি:

হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।— (...
23/03/2023

হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।
— (আল-বাকারাহ্ঃ ১৮৩)

23/03/2023

আজ শুক্রবার, ২৪-০৩-২৩
১ম রোজা
সেহরির শেষ সময়: ৪:৩৮ মি:
ইফতার সময়: ৬:১৪ মি:

শ্যামগঞ্জ বাজারের আগুনে পুরে যাওয়া কিছু চিত্র।
23/03/2023

শ্যামগঞ্জ বাজারের আগুনে পুরে যাওয়া কিছু চিত্র।

22/03/2023

বেলতলিতে ট্রাক চাপায় সিএনজির ২ যাত্রী নিহত।

22/03/2023

আলহামদুলিল্লাহ
আগামীকাল বৃহস্পতিবার
তারাবির প্রথম নামাজ অনুষ্ঠিত হবে এবং
শুক্রবার থেকে রোজা শুরু।

22/03/2023

শ্যামগঞ্জ বাজারের ভয়াবহ আগুন ফায়ারসার্ভিস এর ১৩টি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে এনেছে।
বি:দ্রঃ এখন পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।

শ্যামগঞ্জ বাজার এর ভয়াবহ আগুনের চিত্র😰আপডেট খবর জানতে আমাদের পেইজে চোখ রাখুন।
22/03/2023

শ্যামগঞ্জ বাজার এর ভয়াবহ আগুনের
চিত্র😰
আপডেট খবর জানতে আমাদের পেইজে চোখ রাখুন।

20/03/2023

ব্রেইন এর কার্যক্ষমতা

20/03/2023

স্মৃতি শক্তি বাড়ানোর উপায় 🙂

22/08/2022

আজ থেকে সরকারি-স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

Address

Kashigonj Bazar, Tharakanda
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Kashigonj Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kashigonj Bazar:

Videos

Share

Category


Other Newspapers in Mymensingh

Show All