হে আল্লাহ তুমি আমাদের কে ক্ষমা করে দাও

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • হে আল্লাহ তুমি আমাদের কে ক্ষমা করে দাও

হে আল্লাহ তুমি আমাদের কে ক্ষমা করে দাও 🍁🍁🍁🌹★★তুমি দুনিয়াতে সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহ কে পাওনি, তাহলে তুমি কিছুই পাওনি ★★★🍁🍁🍁🌹🥀

09/02/2024
23/12/2023

নুরানি তা'লীমুল কোরআন বোর্ড চটট্টগ্রাম হাটহাজারী এর আরবি-বাংলা ট্রেডিং পাপ্ত একজন শিক্ষক প্রয়োজন। আগ্রহী এই নাম্বারে যোগাযোগ করুন
০১৭৪৬৮০১৩৯৭

29/09/2023

কথা গুলো শুনেন কাজে আসবে!

26/09/2023

একটু চেষ্টা করলাম

26/09/2023

কি ওয়াজ রে ভাই😁😁😁

Send a message to learn more

03/09/2023

❤️❤️❤️ভালবাসি হে রাসুল সা :❤️❤️❤️❤️

03/09/2023

❤️❤️ভালোবাসি হে রাসুল সা:❤️❤️

01/09/2023

🤣🤣🤣😀😀😁😁😁

31/08/2023

ভালোবাসি তোমায় বাবা❤️ বুকটা যে যায় ছেড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে ❤️❤️বাবা গো বাবা ❤️❤️

31/08/2023

😢😢আমিহীন দুনিয়া 😢😢
জুলুম কত বড় অপরাধ এখনো বুঝতে পারি নাই 😓 এখন তো এমন যে বাবা ছেলের উপর জুলুম করে, বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করে 😢 এই জুলুমের বিচার তো আল্লাহ তায়ালা নিজেই করবেন 😢😢 তাই আমাদের উচিত কারো উপর কোন জুলুম না করা 😢 আল্লাহ তায়ালা আমাদের কে বুঝার তাওফিক দান করুক!! আমিন🤲🤲🤲😢😢

30/08/2023

মাদ্রাসাতুল মাদীনাহ এর এক ঝাক কুরআনের পাখি
আল্লাহ তায়ালা যেন তাদের কে কুবল করেন!! আমিন

28/08/2023

কোরানের পাখি আজ দিয়ে গেল ফাঁকি ফিরে আর আসবে না যতবার ডাকি

20/08/2023
20/08/2023

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না!!

11/03/2023

হে যুবক গোনাহ ছেড়ে দাও! গোনাহ সুখ দেয় না।

04/03/2023

সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমার ছাত্রদের কে হাফেজ হিসাবে কবুল করেন। আমীন

25/02/2023

আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাদের কে আলেম হিসাবে কুবল করেন। আমিন

শরিয়তের দৃষ্টিতে শবে মিরাজ।========================📗শবে মেরাজ কি?🔲 শরী‘আতের  দৃষ্টিতে শবে মি‘রাজ◼️ মি‘রাজ আরবী উরুজ শব্দ...
19/02/2023

শরিয়তের দৃষ্টিতে শবে মিরাজ।
========================

📗শবে মেরাজ কি?

🔲 শরী‘আতের দৃষ্টিতে শবে মি‘রাজ

◼️ মি‘রাজ আরবী উরুজ শব্দ থেকে নির্গত, যার অর্থ ঊর্ধ্বে গমন করা। আর মি‘রাজ শব্দের অর্থ ঊর্ধ্বে আরোহণের বাহন।

▪️পরিভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণকে ইসরা ও তথা হতে সিদরাতুলমুনতাহা ও তদূর্ধ্ব পর্যন্ত ভ্রমণকে মি‘রাজ বলা হয়।

📗 রজব মাসে যে মেরাজ শরীফ সংঘটিত হয়েছে এটা কি কোনো সহীহ রেওয়ায়ত দ্ধারা প্রমাণিত ❓

✅ মি‘রাজের ঘটনা কখন সংঘটিত হয়েছিলো এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তবে নির্ভর যোগ্য সূত্রে শুধু এতটুকুই পাওয়া যায় যে, মি‘রাজের ঘটনা হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল। কিন্তু মাস, দিন তারিখের ব্যাপারে নির্ভরযোগ্য কোন দলীল নেই। যদিও সাধারণ জনগণের মাঝে প্রসিদ্ধ হলো রজব মাসের ২৭ তম তারিখে সংঘটিত হয়েছিল।
📚-আল মাওয়াহিবুল লাদুন্নিয়াহ ও শরহুল মাওয়াহিবিল লাদুন্নিয়াহ খঃ৮ পৃঃ ১৮/১৯

🍃 ইসরা ও মি‘রাজের ঘটনা সম্পর্কে কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آَيَاتِنَا إِنَّه هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

🌾 (অনুবাদ) পবিত্র ঐ মহান সত্ত্বা যিনি রাত্রি বেলায় তাঁর বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার আশপাশকে আমি বরকতময় করেছি। এটা এজন্য যাতে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি।
📖-সূরা বনী ইসরাইল আয়াত নং-১

◼️হাদীসের আলোকে মি‘রাজের সংক্ষিপ্ত ঘটনা।

▪️একদা রাতে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানী রা. এর ঘরে শুয়েছিলেন। রাসূলের অর্ধনিদ্রা অবস্থায় হযরত জিবরীল আ. অন্যান্য ফেরেশতাসহ অবতরণ করেন এবং হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে হারামে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তখন হাতীমে কা’বায় ঘুমিয়ে পড়েন। হযরত জিবরীল ও মীকাঈল আ. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে জাগিয়ে যমযমের পাশে নিয়ে সীনা মুবারক বিদীর্ণ করে অন্তরাত্মা বের করে যমযমের পানিতে ধুয়ে ইলম ও হিকমতে পরিপূর্ণ করে স্বর্ণের তশতরীতে রাখেন। অতঃপর পুনরায় বক্ষে স্থাপন করে দেন। এরপর বোরাক নামক বাহনে করে হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। অতঃপর সেখান থেকে আসমানে নিয়ে যান। প্রথম আসমানের নিকট গিয়ে জিবরীল আ. দরজা খোলার আবেদন জানান। ফেরেশতাগণ অভিবাদন জানিয়ে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে বরণ করে নেন। এভাবে সপ্তম আসমান অতিক্রম করেন। এসময়ে যথাক্রমে প্রথম আসমানে হযরত আদম আ., দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আ. তৃতীয় আসমানে হযরত ইউসুফ আ. চতুর্থ আসমানে হযরত ইদরীস আ. পঞ্চম আসমানে হযরত হারুন আ. ষষ্ঠ আসমানে হযরত মূসা আ. সপ্তম আসমানে হযরত ইবরাহীম আ. এর সাথে সাক্ষাৎ হয়। সকলেই হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানান। সপ্তমাকাশ থেকে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রফরফ নামক বাহনের মাধ্যমে সিদরাতুলমুনতাহা ও আরশে আযীমে গমন করেন।

▪️সেখানে অনেক আশ্চর্য ও বিস্ময়কর জিনিস প্রত্যক্ষ করেন। জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেন। পরিশেষে আল্লাহর দীদার ও কালাম লাভে ধন্য হন। এবং আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাযের বিধান নিয়ে জমিনের দিকে প্রত্যাবর্তন করেন। পথিমধ্যে হযরত মূসা আ. এর পরামর্শক্রমে কয়েকবার আল্লাহর নিকট গিয়ে নামাযের সংখ্যা কমানোর আবেদন জানান। অবশেষে পাঁচ ওয়াক্ত নামায (যাতে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে।) এর বিধান নিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে মক্কায় ফিরে আসেন।
📚-বুখারী শরীফ হাদীস নং ৩৮৮৭
📚-ফাতহুলবারী ৭/২৫০,২৫৯
📚-শরহে যুরকানী ৮/৪২
📚-সীরাতে ইবনে হিশাম ২/১০
📚-খাসায়েসুল কুবরা ১/১৫২

◼️করনীয় বর্জনীয়।

মি‘রাজের ঘটনা কোন্ বছর কোন্ মাসের কোন্ তারিখে এবং কোন্ রাতে হয়েছিল তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে অনেক মতভেদ রয়েছে এবং এ রাতটি পৃথিবীর ইতিহাসে একবারই এসেছে। কিয়ামত পর্যন্ত আর কখনো মি‘রাজ সংঘটিত হবে না।

▪️সুতরাং কোন একটা তারিখ চূড়ান্ত মনে করা ও অন্যান্যগুলিকে ভুল বলা যাবে না। অর্থাৎ, পরিপূর্ণ নিশ্চয়তার সাথে এ কথা বলা যায় না যে কোন তারিখের কোন্ রাতে মি‘রাজের ঘটনা ঘটেছিল।

▪️ শবে মি‘রাজের ইবাদত বন্দেগীর ব্যাপারে কোন ফযীলত কুরআন হাদীসের মাধ্যমে প্রমাণিত নয়। সুতরাং সম্ভাব্য এই দিনে রোযা রাখা শবে কদরের মত এই রাতকে ফযীলতপূর্ণ মনে করা, রাতে ইবাদত বন্দেগীতে মশগুল হওয়া, দিনে রোযা রাখা, সরকারীভাবে শবে মি‘রাজ পালনের উদ্যোগ নেওয়া, এই রাত্রকে উদ্দেশ্য করে মসজিদে ভীড় জমানো, মসজিদে আলোকসজ্জা করা, রাত্র জাগরণ করা, বাড়ী বাড়ী মীলাদ পড়া, প্রচার মাধ্যমে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা, পত্রপত্রিকায় বিশেষ নিবন্ধন প্রকাশ করা, শবে মি‘রাজ উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করা ইত্যাদি কোনটাই সহীহ নয়।

▪️শবে মি‘রাজ যদি শবে বরাত বা শবে কদরের মত ফযীলতপূর্ণ কোন ইবাদতের রাত হত। তাহলে তার দিন তারিখ সংরক্ষিত থাকতো। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে হাদীস বর্ণিত হতো। সাহাবায়ে কেরাম রা. এর কোন না কোন আমল পাওয়া যেতো। অথচ এ বিষয়ে কুরআন হাদীসে কোন আমলের কথা বর্ণিত নেই। অতএব বৎসরের অন্যান্য দিনের মত স্বাভাবিক ইবাদত বন্দেগী করাই আমাদের এ দিনের কর্তব্য।

📚- বুখারী-হাদীস ২৬৯৭
📚-মুসলিম-হাদীস ৫৯৬

⬜এই সুদীর্ঘ আলোচনার দ্বারা একথা প্রতীয়মান হল যে বর্তমানে আমাদের সমাজের শবে মেরাজ পালনের যে প্রথা প্রচলিত রয়েছে শরীয়তে এর কোন ভিত্তি নেই। এর পরও যারা শবে মেরাজ উপলক্ষে বিভিন্ন আমল পালনার্থে বাড়াবাড়ি করবে তারা সুস্পষ্ট বেদআতে লিপ্ত হবে। কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপর আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণতা দান করেছেন।
এর বাইরে নিজের পক্ষ থেকে কোন বিধানকে শরীয়তের জন্য প্রয়োগ করা এটা সুস্পষ্ট গোমরাহী।

🍃 আল্লাহ তাআলা ইরশাদ করেন,

اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَاَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ

06/02/2023

আল্লাহ তায়ালা বান্দাদেরকে বলেন আমি কি তোমাদের কেমন ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে।
ব্যবসা হল তোমরা আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন কর জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় যুদ্ধ কর এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝ।

03/02/2023

আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব।
যিনি আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন।
গুনাগুলোকে ক্ষমা করে দেন।

01/02/2023

সুরা ফীল
আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন!! আমীন

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when হে আল্লাহ তুমি আমাদের কে ক্ষমা করে দাও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share