Reels Bangla

Reels Bangla Your Depression Partner!!

এই ছবিটার ব্যাখ্যা দিয়ে যাবেন প্লিজচাবি নিতে পারবে শর্তেও রুটি কেনো???
23/01/2024

এই ছবিটার ব্যাখ্যা দিয়ে যাবেন প্লিজ
চাবি নিতে পারবে শর্তেও রুটি কেনো???

I Love You বাবা 🥰ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ❤️
13/01/2024

I Love You বাবা 🥰
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ❤️

সীতাকুণ্ডে বিভিন্ন কল্পনার বাজার
28/12/2023

সীতাকুণ্ডে বিভিন্ন কল্পনার বাজার

28/12/2023

কিচ্ছু হয়নি, কি হবে আমার। শোনার পরেও আরে বল না কি হয়েছে? কিছু তো হয়েছে বুঝতে পারছি...

এখন খুটিয়ে খুটিয়ে কথা বের করে শেষ পর্যন্ত হাসিয়ে ফেলা একটা মানুষ লাইফে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার! ❤️

27/12/2023

I really pray everyone finds the right circle of friends and the right partner. Life is already hard, relationships should be the least of our worries.

লে চট্টগ্রাম সিরিজ𝙵𝚊𝚌𝚝𝚜𝙲𝚃𝙶
27/12/2023

লে চট্টগ্রাম সিরিজ

𝙵𝚊𝚌𝚝𝚜𝙲𝚃𝙶

25/12/2023

"ক্ষুদ্র জীবনটাতে সবচেয়ে বেশি দেখেছি, মানুষের সাথে মানুষের বিশুদ্ধ হিপোক্রিসি। মানুষ অন্যের সাথে যে আচরণ করাকে দিব্যি স্বাভাবিক মনে করে, ঐ একই আচরণ তার সাথে কেউ করে বসলে সে স্রষ্টার দুয়ারে কড়া নেড়ে বিচার চেয়ে বসে৷

দিনশেষে বিচার না পেয়ে মানুষ বলে বসে, পৃথিবীটা আনফেয়ার।

হ্যাঁ, পৃথিবীটা আনফেয়ারই। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা ভীষণ আনফেয়ারই ছিলো। কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে গেছি ঠিক ততক্ষণ, যতক্ষণ না পৃথিবী আমাদের বিরুদ্ধে যায়।

পৃথিবীটা আনফেয়ারই। স্বার্থপর মানুষদের পৃথিবী অমনই হয়।"

Copied

হুহ! নামের সাথে যদি মিল থাকতো!
23/12/2023

হুহ! নামের সাথে যদি মিল থাকতো!

16/12/2023

শিক্ষক কেবল সম্মান চায়..... 🫰

13/12/2023

এবছর চল্লিশ হতে যাচ্ছি।এই চার দশকে শেখা বিশটা "মহাসত্য*" নীচে উল্লেখ করছিঃ

১) টাকাপয়সা প্রচন্ড দরকারী জিনিস। পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার সাথে মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ আচরণ করে।

২) বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ, স্বার্থপর, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী।

৩) অধিকাংশ মানুষ অপরাধ করেনা সাহসের অভাবে। এভরিবডি ইজ আ পটেনশিয়াল ক্রিমিনাল।

৪) মানুষ কাজ থাকলে আপনারে পঞ্চাশ বার কল করবে, কাজ শেষ হবার পর কল করে এটুকুও জানাবেনা যে কাজটা হয়ে গেসে।

৫) কার্মা বলে কিছু নাই, সব বোগাস। সারাজীবন অন্যের হক মেরে, অন্যের উপর অত্যাচার করে বেঁচে থাকা মানুষের ছেলেমেয়েও বড় পজিশনে যায়, ভাল মানুষও হয়, সে নিজেও মরে পরম শান্তিতে, স্বাভাবিকভাবে।

৬) মানুষ প্রচন্ড দুর্বল প্রাণী। সবচেয়ে বড় গাধা সেই ব্যক্তি যে ভাবে লাইফ তার কনট্রোলে আছে, কারণ কনট্রোল পাল্টাইতে এক সেকেন্ডও লাগেনা।

৭) মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নাই আসলে। মৃত্যুকে ভুলে থাকা, দু:খময় এ জীবনকে নানারকম ছলাকলায় সাজিয়ে তোলাই তার উদ্দেশ্য। একেকজন এইটা একেক ভাবে করে।

৮) মানুষ খুবই নিকৃষ্ট প্রাণী। পশুপাখিরা মানুষের চাইতে অনেক বেশি মানবিক।

৯) কোনো কারণ ছাড়াই কিছু মানুষ আপনাকে তার সমস্ত অস্তিত্ব দিয়ে ঘৃণা করবে। আপনি তাদের কোনো ক্ষতি করেন নাই, জানেনও না যে এদের অস্তিত্ব আছে, তাও কোনোভাবে এরা আপনাকে চেনে এবং ঘৃণা করে।

১০) অপরের অপমান দেখে মানুষ যে আনন্দ পায়, শ্রেষ্ঠতম সুন্দরীর সাথে রতিক্রিয়া করেও ওই আনন্দ সে পায়না।

১১) নিজেরটা নিজে করে খাইতে না পারলে কেউ আপনাকে দেখবেনা, পরিবার সবার আগে লাথি মারবে।

১২) বন্ধু বলে কিছু নাই, আপনার বন্ধু আপনি নিজে। পুরাটাই স্বার্থ। অনেক দিনের পুরানো বন্ধু ফোন করে পিরীতের আলাপ শুরু করার মানে ধরে নিবেন একটু পরেই আপনারে কোনো কাজের কথা বলবে।

১৩) শুধুমাত্র একে অপরের ভালো দিক দেখে প্রেম করলে মারা খাবেন। বরং একে অপরের সবচেয়ে খারাপ দিকের সাথে মানায় নিতে পারেন কিনা এইটা দেখে প্রেম করলে ওইটা টিকবে।

১৪) সেক্স প্রচন্ড জরুরি, সেক্স বিশ্বের সবচেয়ে আনন্দের অনুভূতি। সেক্স লাইফ খারাপ হওয়া মানে জীবন বরবাদ। এজন্য সেক্স এডুকেশন জরুরি, এবং তা সব বয়েসে।

১৫) লাইফে দুইটা জায়গায় মারা খাইয়েন না প্লিজ। ১) প্রফেশন চুজ করতে ২) পার্টনার চুজ করতে। এর মধ্যে প্রথমটা ভুল করলে পোষায় হয়ত নেয়া যায়, দ্বিতীয়টায় ভুল করলে লাইফ শেষ।

১৬) পৃথিবীটা একটা খুবই কুৎসিৎ জায়গা, এই কুৎসিৎ জায়গাতে টিকে থাকতে হইলে আপনাকে নিজের একটা সুন্দর জগৎ বানায়ে নিতে হবে। এই জগৎটা দূর্গের মত আপনাকে বাইরের কলুষতা থেকে রক্ষা করবে। আমার ক্ষেত্রে এই জগৎটা হচ্ছে বই।

১৭) বেশিরভাগ সময়ে যেইটা ভাববেন, ওইটা হবেনা। কোনো প্ল্যান কাজ করবেনা। মানে, করলেও যেভাবে চান ওইভাবে হবেনা।

১৮) রাতে শান্তির ঘুম, দুশ্চিন্তাহীন একটা বোরিং দিন- এই দুইটা জিনিস অমূল্য সম্পদ।

১৯) শরীরের এবং মনের যত্ন নিন। এই দুইটা জিনিস ছাড়া আপনার কিছুই নাই।

২০) এই ভয়ঙ্কর পৃথিবীতে কিছুটা শান্তি পাবেন একটা কাজ করলে- আপনার চাইতেও অসহায় কারো সাধ্যমত উপকার করলে। লোকদেখানো, ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে দেয়া উপকার না, কোনো কিছু পাওয়ার আশা না করে সত্যিকারের উপকার। এই অন্ধকার পৃথিবীরে অসহায়ের পাশে একটু দাঁড়ানোর মত শান্তি আর কোথাও নাই।

♦️মাশরুফ হোসেন

12/12/2023

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। 'আমিও করতে পারি', এটা প্রমাণ করার জেদ।

12/12/2023

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা।

আপনি আপনার মাকে কিছু বলতে চান। হয়তো কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল। আপনার বাবার সাথে হয়তো একটা ডিপ কনভার্সেশন হতে গিয়েও হল না।

আপনি যাকে স্পেশাল ফিল করাতে চান হয়তো তাকে সেটা বোঝাতে পারলেন না। কাউকে নিয়ে যা ভাবছেন হয়তো সেই কথাটা কখনোই বলা হল না। অপর পক্ষের মানুষটা আপনার ভেতরের অনুভূতিটা কোনদিন জানলোই না।

হয়তো আপনি যা বলতে চাইলেন সে বুঝলো না। সে আপনাকে ভুল ভাবে পড়ে ফেললো। আপনার কথার মিস ইন্টারপ্রেট করে রাখলো সে। জগতের কোন শক্তিই তাকে সেটা বুঝাতে পারল না।

এই যে ক্ষেত্রবিশেষে আপনি আপনাকে আরেকজনের কাছে ভাঙতে পারেন না, এসবের কোন ব্যাখা হয় না। এক্সট্রোভার্ট, ইনট্রোভার্ট দিয়ে যাচাই করা যায় না।
জগতে যা বলা যায় না, যা প্রকাশ করা যায় না, তার ভার অনেক বেশি।

©Bayezid Hasan Rafi

🌸

আপনার সন্তানকে ডিসিশন মেকার হিসেবে গড়ে তুলুন।ছোটবেলা থেকে খেলার মাঠে পাঠান, খেলার মাঠ থেকে যে লিডিংশিপ, ডিসিশন মেকিং পাও...
11/12/2023

আপনার সন্তানকে ডিসিশন মেকার হিসেবে গড়ে তুলুন।ছোটবেলা থেকে খেলার মাঠে পাঠান, খেলার মাঠ থেকে যে লিডিংশিপ, ডিসিশন মেকিং পাওয়ার আর ইমিউনিটি গেইন করবে, আপনি দুইশ বছর হরলিক্স খাওয়াইলেও তা গেইন করবে না।

কোথায় ভদ্র হতে হবে সেটা যেমন শিক্ষা দিবেন, প্রয়োজনে অনেক জায়গায় অভদ্রও যে হতে হবে এটাও শিক্ষা দিবেন।

ইলেক্ট্রিক ডিভাইসের দাস বানিয়ে 'প্রতিবন্ধী মেধাবী' তৈরী করবেন না।

'বাঁচতে হবে লড়াই করে, মেসের ঢলঢলে ডালের সাথেও মিশে যেতে হবে, ফাইভ স্টারে বসে চামচ ঝনঝনিয়েও নিজের আধিপত্য জানান দিতে হবে।'

শুভকামনা অনাগত অন্ধকারে 🏃

From: Kutub Al-Deen

05/12/2023

যদি বিচ্ছেদের প্রথম রাত নির্ঘুম কাটিয়ে পরের দিন ৯-৫টা অফিস করতে পারেন,
ঈদে নিজের জন্য নতুন কাপড় অপ্রয়োজনীয় যদি মনে হয় আপনার ,
মাছের মাথাটা অন্য কারো জন্য রেখে দেন যদি,
ঘুরতে যাওয়ার টাকা যদি বাবা-মার চিকিৎসার জন্য সঞ্চয় করতে শুরু করেন ,
নিজের চোখের পানি নিজ হাতে মুছে ফেলতে পারেন যদি ,

ধরে নিবেন বড় হয়ে গেছেন আপনি।

Be patient!!
04/12/2023

Be patient!!

Anyone needs?
03/12/2023

Anyone needs?

10/08/2023

দূর থেকে তারে আমি সাধিব

10/08/2023

"তুমি ফিরবে "
—সমরেশ মজুমদার
তুমি ফিরবে কোন একদিন
হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ
বেলায়।
নতুবা কোন এক নবীন হেমন্তে,
এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়।
অথবা কোন এক শ্রাবণের দিনে
অহরহ ঝরা ঘন কাল মেঘ বৃষ্টির
মুহু মুহু নির্ঝর খেলায়।
তুমি ফিরবে কোন এক রাতে
পূর্ণিমার ভরা জোছনায়।
তুমি ফিরবে জানি বহুদিন পরে
হয়তো বা হাজার বছর পরে।
কোন এক নিঃস্ব হৃদয়ে,
লক্ষ্য প্রাণের ভিড়ে, তুমি ফিরবে।
বহুরুপে সেই প্রাণে, অনেক নবীনের ভিড়ে,
তোমার আমার গড়া ভালবাসার নীড়ে।

10/08/2023
মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও - শান্তি মিলে না।
08/08/2023

মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও - শান্তি মিলে না।

19/05/2023

জলের গানকে কপি করে গান করলো কক্সবাজারের বাচ্চারা তাদের নাম শাহজাহান এবং বাদশাহ 🔥❤️

Address

Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reels Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reels Bangla:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Muradpur

Show All

You may also like