AJ Singer ARIF

AJ Singer  ARIF Digital creators Video gamers and personal blogs
so plz support me digital creators
(1)

আমরা কিছু বললেই দোষ🤣 এদিকে খেলাযোগ ইজ্জত নিলামে তুলে বিক্রিও করে দিছে🤣🤣🤣🤣🤣
19/11/2023

আমরা কিছু বললেই দোষ🤣 এদিকে খেলাযোগ ইজ্জত নিলামে তুলে বিক্রিও করে দিছে🤣🤣🤣🤣🤣

⛔. যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছব...
02/08/2023

⛔. যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা দল কে জানান, তারা কেইস করে দিলে তাৎক্ষণিক ব্যবস্হা নিতে পারবে।

ধন্যবাদ.

দোয়া গুলো সবার কাজে দিবে🥰🥰
10/05/2023

দোয়া গুলো সবার কাজে দিবে🥰🥰

দুইটা নোটের অনেক পার্থক্য।বাম পাশের টা দিয়ে ১ টা পরিবারের ১ সপ্তাহের খরচ চলে যেত।ডান পাশের টা দিয়ে সেই সাইজের পরিবার ১ দ...
05/04/2023

দুইটা নোটের অনেক পার্থক্য।
বাম পাশের টা দিয়ে ১ টা পরিবারের ১ সপ্তাহের খরচ চলে যেত।
ডান পাশের টা দিয়ে সেই সাইজের পরিবার ১ দিন পার করা কঠিন।

মেসি মানেই লিজেন্ড 😍😍
28/03/2023

মেসি মানেই লিজেন্ড 😍😍

অনেকবার আমি কল্পনা করেছি যে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আমার দেশে ফিরে আসাটা কেমন হতে পারে কিন্তু এখন আমি কী অনুভব করছি তা বোঝ...
24/03/2023

অনেকবার আমি কল্পনা করেছি যে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আমার দেশে ফিরে আসাটা কেমন হতে পারে কিন্তু এখন আমি কী অনুভব করছি তা বোঝানোর জন্য আমার কাছে কোন শব্দ নেই, তাদের ভালবাসার জন্য আমি সমস্ত মানুষের কাছে কতটা কৃতজ্ঞ... এগুলো খুব, খুব বিশেষ দিন এবং আমি শুধু আপনাকে বলতে পারি যে আর্জেন্টিনার সমস্ত লোককে উপভোগ করতে এবং উদযাপন করতে দেখে আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যেকের জন্য আরেকটি সাফল্য ছিল। ধন্যবাদ!!!

আকাশে চাঁদ-শুকতারার বিরল দৃশ্য, মুহূর্তে ভাইরাল ছবিচাঁদের নিচে যে উজ্জ্বল শুকতারা দেখা গেছে, তা হলো শুক্রগ্রহ। একে সন্ধ্...
24/03/2023

আকাশে চাঁদ-শুকতারার বিরল দৃশ্য, মুহূর্তে ভাইরাল ছবি

চাঁদের নিচে যে উজ্জ্বল শুকতারা দেখা গেছে, তা হলো শুক্রগ্রহ। একে সন্ধ্যাতারাও বলা হয়। বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গা থেকেই চাঁদ-শুকতারার বিরল এই দৃশ্য দেখা গেছে।

কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন, নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়।

- আর্জেন্টিনা বনাম পানামা'র ম্যাচটি ২৪ তারিখ বাংলাদেশ সময় ভোর ৬ টার পরিবর্তে ভোর ৫.৩০ মিনিট থেকে শুরু হবে। রাত ২ টা থেকে...
23/03/2023

- আর্জেন্টিনা বনাম পানামা'র ম্যাচটি ২৪ তারিখ বাংলাদেশ সময় ভোর ৬ টার পরিবর্তে ভোর ৫.৩০ মিনিট থেকে শুরু হবে।
রাত ২ টা থেকে সেলিব্রেশন চলবে। ১ ঘন্টা মুভি দেখানো হবে (বিশ্বকাপ নিয়ে বানানো)।

মোট ৪ জন অভিনেত্রী পারফর্ম করবে। ম্যাচ শেষেও সেলিব্রেশন চলবে।l

রেকর্ডের বরপুত্র লিও মেসি'র,আবারো নতুন রেকর্ড..🫢🔥😎ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে  ক্লাব গোলে রোনালদো কে টপকে শীর্ষে লিও মেসি......
06/02/2023

রেকর্ডের বরপুত্র লিও মেসি'র,
আবারো নতুন রেকর্ড..🫢🔥😎

ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে ক্লাব গোলে রোনালদো কে টপকে শীর্ষে লিও মেসি...👑

মেসি ৮৫ টি ম্যাচ কম খেলেও ক্রিশ্চিয়ানোকে রোনালদো ছাড়িয়ে গেছেন 🐐

🇦🇷leo massi : 6️⃣9️⃣7️⃣
🇵🇹 Cristiano Ronaldo : 6️⃣9️⃣6️⃣

অভিনন্দন লিও মেসি 🌻

19/01/2023

19/01/2023

বন্ধুদের সাথে নাচানাচি

১৯৫৬ সালে মক্কায় প্রথমবারের মতো ইলেক্ট্রিসিটি সংযোগ দেয়া হয়। ছবিতে সৌভাগ্যবান শ্রমিকদের একজন যার হাত ধরে মক্কায় প্রথ...
17/01/2023

১৯৫৬ সালে মক্কায় প্রথমবারের মতো ইলেক্ট্রিসিটি সংযোগ দেয়া হয়। ছবিতে সৌভাগ্যবান শ্রমিকদের একজন যার হাত ধরে মক্কায় প্রথমবার ইলেক্ট্রিসিটি পৌছেছিলো। স্মৃতি হিসেবে ছবিটি মক্কায় আর্কাইভে রাখা হয়েছে।

কথা গুলোসব সময় মাথায় রাখার চেষ্টা করুন 😁
16/01/2023

কথা গুলোসব সময় মাথায় রাখার চেষ্টা করুন 😁

কাতার বিশ্বকাপের আগে ও পরে ফুটবল বিশ্বকাপের কিছু ব্যাক্তিগত রেকর্ডঃকাতার বিশ্বকাপের আগে        কাতার বিশ্বকাপের পরেসর্বো...
03/01/2023

কাতার বিশ্বকাপের আগে ও পরে ফুটবল বিশ্বকাপের কিছু ব্যাক্তিগত রেকর্ডঃ

কাতার বিশ্বকাপের আগে কাতার বিশ্বকাপের পরে

সর্বোচ্চ গোলে অবদান সর্বোচ্চ গোলে অবদান
পেলে🇧🇷 ২০ মেসি🇦🇷 ২১

সর্বোচ্চ এসিস্ট সর্বোচ্চ এসিস্ট
ম্যারাডোনা🇦🇷 ০৮ মেসি🇦🇷০৮

সর্বোচ্চ ম্যাচে গোল সর্বোচ্চ ম্যাচে গোল
ক্লোসা🇩🇪 ১১ মেসি🇦🇷 ১১

সর্বোচ্চ গোলের সুযোগ তৈরী সর্বোচ্চ গোলের সুযোগ তৈরী
ম্যারাডোনা🇦🇷 ৬৭ মেসি🇦🇷 ৭৫

সর্বোচ্চ ড্রিবল সম্পন্ন সর্বোচ্চ ড্রিবল সম্পন্ন
মেসি🇦🇷 ১১০ মেসি🇦🇷 ১২৫

সর্বোচ্চ ম্যাচসেরা পুরষ্কার সর্বোচ্চ ম্যাচসেরা পুরষ্কার
রোনালদো🇵🇹 ০৬ মেসি🇦🇷১১

এক বিশ্বকাপে ম্যাচসেরা এক বিশ্বকাপে ম্যাচসেরা
স্নাইডার🇳🇱 ০৪ (২০১০) মেসি🇦🇷 ০৫ (২০২২)

বিশ্বকাপের সব রাউন্ডে গোল বিশ্বকাপের সব রাউন্ডে গোল
কেউ করতে পারে নি মেসি🇦🇷 ২০২২

সব রাউন্ডে ম্যাচসেরা সব রাউন্ডে ম্যাচসেরা
কেউ নাই মেসি🇦🇷 ২০২২

দুইটা বিশ্বকাপের গেল্ডেন বল( সেরা খেলোয়াড় )

একমাত্র মেসি🇦🇷 ২০১৪/২০২২

মেসি প্রমান করে দিছে সেই সর্বকালের সেরা খেলোয়াড়🐐

💞💞💯💯💥💥💥💥🇦🇷🇦🇷🇦🇷

#অনুভূতি

২০২৬ FIFA বিশ্বকাপ মাঠের ডিজাইন, কানাডা,  যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে🥰
25/12/2022

২০২৬ FIFA বিশ্বকাপ মাঠের ডিজাইন,

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে🥰

_  ❌সম্পূর্ণটা পড়ার অনুরোধ রইল⭕ব্রাজিলের পাঁচবার কাপ জয়ের আদ্যপান্ত এবং জুলেরিমে  কাপ ও বিশ্বকাপ -----আগামি কালকের ফাই...
20/12/2022

_ ❌সম্পূর্ণটা পড়ার অনুরোধ রইল⭕
ব্রাজিলের পাঁচবার কাপ জয়ের আদ্যপান্ত এবং জুলেরিমে কাপ ও বিশ্বকাপ -----

আগামি কালকের ফাইনালের পর ব্রাজিল সাপোর্টাররা পেলের ৩ টি বিশ্বকাপের ছবি দিয়ে বলছেন আর্জেন্টিনা পেলের সমান হলো।

তাদেরকে বলবো,ভাই গতকালকের আগে অনেক অনেক ট্রোল করতেন� যেমন জন্মের পরে দেখেছো আর্জেন্টিনাকে কাপ জিততে�
৩৬ বছরে একটাও কাপ জিতছো�

কিন্তু আজ যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো তাহলে এখন ৬০ বছর আগের পেলের কাপ জয়ের কথা টেনে আনেন কেন..?

আপনারা তো ৩৬ বছরকেও অবহেলা করেন কিন্তু আজ ৬০ বছর আগের রেকর্ড তুলে ধরতে দিদাবোদ করেন না।

কিন্তু কেন..? কই গেলো আপনাদের ৩৬ বছরের ডায়লক..?
কই গেলো আপনাদের "মেসি কাপ জিতেনা" ডায়গল..? লাস্ট ৩ টা আসরের ২ টাতেই তো ফাইনাল খেললাম বাট আপনারা��

আর ছবিতে দেখলাম পেলের হাতে ৩ টা বিশ্বকাপের ছবি���

কেন ভাই তখন তো বিশ্বকাপ ট্রফির জন্মই হয়নি ওটা ছিলো জুলেরিমে কাপ।
তাহলে পেলে আবার কোনদিন বিশ্বকাপ জয় করলো..?

হ্যা,জুলেরিমে কাপকে আমরা বিশ্বকাপের মতোই রেস্পেক্ট করি।

বাট যদি বলেন কোন প্রতিযোগিতা কঠিন তাহলে ১০০% বলবো বিশ্বকাপ প্রতিযোগিতা কঠিন।

১৯৩০ থেকে ১৯৭০ পর্যন্ত বিশ্বকাপে যে,ট্রফিটি দেওয়া হতো ওটা ছিলো জুলেরিমে। আর ১৯৭৪ থেকে বর্তমানে যে ট্রফিটি দেওয়া হয় ওটা হলো বিশ্বকাপ।

জুলেরিমে আর বিশ্বকাপের মধ্যে তফাৎ আছে-- এখানে বুঝা যাবে মেসি কি জিতলো? আর পেলে কি জিতলো..?

জুলেরিমে কাপ আর বিশ্বকাপ।

বিশ্বকাপে ৩২ টা দল অংশগ্রহণ করে।

জুলেরিমায় ১৬ টা দল অংশগ্রহণ করতো।

বিশ্বকাপ সরাসরি টিভিতে সম্প্রচার করা হয়।

জুলেরিমে প্রায় সবকটিই টিভিতে সম্প্রচার করা হয়নি।

বিশ্বকাপে VAR আছে।

জুলেরিমায় VAR এর কোন অস্তিত্ব ই ছিলোনা।

বিশ্বকাপে মোট ১১ জন খেলে।

অনেক জুলেরিমায় ৬ ম্যান খেলতো।

বিশ্বকাপে কোয়ালিফাই হয়।

অনেক জুলেরিমেয় কোয়ালিফাই হয়নি।

বর্তমান বিশ্বকাপ যেই সেই দল অংশগ্রহণ করতে পারেনা,বাট জুলেরিমায় ভারতও খেলার সুযোগ পেয়েছিলো।

যাই হউক।এখন দেখবো ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ পরিসংখ্যান যা ১৯৭৪ থেকে শুরু হয়েছে।

মোট আসর হয়েছে ১৩ টি।

আর্জেন্টিনা ফাইনাল খেলেছে

৫ টিতে (১৯৭৮,১৯৮৬,১৯৯০,২০১৪,২০২২)

ব্রাজিল ফাইনাল খেলেছে ৩ টিতে (১৯৯৪,১৯৯৮,২০০২)

আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে

৩টি (১৯৭৮,১৯৮৬,২০২২)

ব্রাজিল বিশ্বকাপ জয় করেছে ২টি (১৯৯৪,২০০২)

আর্জেন্টিনা রানার্সআপ হয়েছে ২টিতে (১৯৯০,২০১৪)

ব্রাজিল রানার্সআপ হয়েছে ১ টিতে (১৯৯৮)

আর্জেন্টিনার ফাইনালে হার সর্বোচ্চ ১-০ গোলে (১৯৯০,২০১৪)

ব্রাজিলের ফাইনালে হার সর্বোচ্চ ৩-০ গোলে (১৯৯৮)

কিছুদিন আগে নিজের মাঠে সেমিফাইনালে ৭টা গোল খেয়েছে।

তো সব শেষে একটাই কথা বলবো জুলেরিমে কাপ জয় করা আর বিশ্বকাপ জয় করা কোনদিনই এক নয়।

আমরা গর্ব করে বলতে পারবো আমরা মেসিকে বিশ্বকাপ জিততে দেখেছি।

আমাদের বাবা চাচারাও গর্ব করে বলতে পারেন তারাও ম্যারাডোনাকে বিশ্বকাপ জিততে দেখেছেন।

বাট আপনারা কি বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন? পেলেকে আপনারা কাপ নিতে দেখেছেন..?

আপনাদের বাপ দাদারাও বলতে পারবেনা যে তারা পেলেকে বিশ্বকাপ নিতে দেখেছেন। কারন তখন বাংলাদেশে বিশ্বকাপ দেখার কোন সুযোগ ছিলোনা।

বিঃ দ্রঃ : তথ্যসূত্র উইকিপিডিয়া।

So Leo Messi is a greatest player of all time 💝 ( G.O.A.T )
And
🇦🇷 Argentina is a best team in the world 🌎

We are living in the time of one of the best World Cup Finals ever. I remember watching WC with my mom on a small tv….no...
18/12/2022

We are living in the time of one of the best World Cup Finals ever. I remember watching WC with my mom on a small tv….now the same excitement with my kids!! And thank u Leo Messi for making us all believe in talent, hard work & dreams!!

-মেসি মানেই অনেক মানুষের ভালোবাসার নাম - আজকের ম্যাচটি ছিল বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত শেষ ম্যাচ । এবং মেসির জন্য এই ম্যাচ...
18/12/2022

-মেসি মানেই অনেক মানুষের ভালোবাসার নাম - আজকের ম্যাচটি ছিল বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত শেষ ম্যাচ । এবং মেসির জন্য এই ম্যাচটি ছিল শেষ ম্যাচ । আজকের বিজয় ছিল সমগ্র পৃথিবীতে বাস করা মেসি ভক্তদের জন্য অপেক্ষার শেষ সময় । মেসিও তার ভক্তদের নিরাশ করেনি ।আমরা জিতে গেছি✌️🏆🏆Congratulations Leo Messi & Argentina 🇦🇷😘

13/12/2022

Leo Messi boss is boss🥰🥰🇦🇷

22/11/2022

Address

Chittagong
Muradpur
4211

Alerts

Be the first to know and let us send you an email when AJ Singer ARIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AJ Singer ARIF:

Videos

Share


Other Digital creator in Muradpur

Show All

You may also like