Mojlum Voice

Mojlum Voice নগ্নতা বিহীন মজলুমের মুখপাত্র। Educational magazine

   এর বাংলাদেশ নিয়ে স্পেশাল টুইট 🤔 আপনার কী অভিমত? কী বড় সংবাদ আসছে?
31/01/2025

এর বাংলাদেশ নিয়ে স্পেশাল টুইট 🤔 আপনার কী অভিমত?
কী বড় সংবাদ আসছে?

চট্টগ্রাম জিইসিতে ঝটিকা মিছিলে আটক ৫ ছাত্রলীগ কর্মী...
31/01/2025

চট্টগ্রাম জিইসিতে ঝটিকা মিছিলে আটক ৫ ছাত্রলীগ কর্মী...

31/01/2025

ভারত থেকে ২০০ রেল কোচ কিনছে বাংলাদেশ...

খরচ হবে ৯০০ কোটি রুপি

31/01/2025

বাংলাদেশে কোনো সেলিব্রেটি যদি অধার্মিক অবস্থা থেকে দ্বীনের পথে আসে বা অমুসলিম অবস্থা থেকে ইসলাম গ্রহণ করে, সেই সংবাদ ভাইরাল হয়ে যায়। কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, এর চেয়ে আনন্দের সংবাদ আর কী হতে পারে? এই ধরণের ইতিবাচক সংবাদ শেয়ার করার গুরুত্ব নিঃসন্দেহে আছে, এগুলো অবশ্যই শেয়ার করা উচিত। কিন্তু প্রদীপের নিচের কিছু অন্ধকারের সংবাদও আমাদের জানা থাকা দরকার।
আমরা এটা কি জানি - বাংলাদেশে বহু মানুষ নিরবে ইসলাম ত্যাগ করছে? না*স্তিকতা নিয়ে কাজ করার সুবাদে আমরা দেখি প্রতিনিয়ত কত সংশয়ে পড়া মানুষ আমাদের শরণাপন্ন হয় যাদের কেউ কেউ পুরোপুরি ঈমানহারা মুর্তাদ অবস্থায় আছে। আমার প্রতিবেশি এক আঙ্কেল আমাকে একদিন জানালেন তিনি এক ইরানী ধর্মত্যাগীর বই পড়ে ইসলামত্যাগ করেছেন। ওনার পরিবারের সবাই না*স্তিক। তিনি আমার সাথে আসিফ মহিউদ্দিনের অনলাইন বিতর্কের ঘটনা শুনেছেন এবং আমার সাথে যোগাযোগ করেছেন। ওনার আপন বড় ভাই একটি মসজিদের ইমাম, তিনি নিজে মাদ্রাসা বোর্ডে চাকরী করতেন কিন্তু আজ তিনি না*স্তিক। অথচ আশপাশের সবাই কিন্তু ওনাকে 'মুসলিম' বলেই জানে।
এক ছোট ভাই জানালো তার খালুর পুরো পরিবার তাবলিগওয়ালা কিন্তু সেই খালু না*স্তিক। পরিবারের সবাইকে ধোঁকা দিতে তিনি মসজিদে যান, নামাজের অভিনয় করেন। এক বড় ভাই জানালেন তার বয়স্ক বাবা স্মার্টফোনে না*স্তিকদের ভিডিও দেখে ধর্ম ছেড়ে দিয়েছেন। এখন আর নামাজ পড়েন না। এ ছাড়াও এত বিপুল পরিমাণ মানুষ আমাদের সাথে এই ইস্যুতে যোগাযোগ করেন যার বিবরণ শুনলে আপনারা শিউরে উঠবেন।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে খ্রিস্টান মিশনারীরা কাজ করে। বাংলাদেশের একজন এক্টিভ খ্রিস্টান মিশনারী ইসলাম গ্রহণ করার পর আমাদের কাছে তথ্য দিয়েছেন বাংলাদেশে কী বিপুল পরিমাণে মুসলিম ইতিমধ্যেই ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছেন। কিন্তু এই সংবাদগুলো বাইরে আসে না কেননা খ্রিস্টান মিশনারীদের কৌশল হল - তাদের দ্বারা মুসলিমরা ধর্মত্যাগ করে খ্রিস্টান হলেও নিজেদের পরিচয় গোপন রাখবে, নিজেদের খ্রিস্টান না বলে 'মুসলিম' পরিচয় দেবে। আর মনে মনে নিজেদের "ঈসায়ী মুসলিম" বলবে। এভাবে তাকিয়ার দ্বারা নিজেদের আসল পরিচয় আঁড়াল করে বিপুল পরিমাণ ইসলামত্যাগী খ্রিস্টান আমাদের সমাজের মধ্যেই অবস্থান করছে এবং তারা এখন মিশনারী কাজ চালিয়ে যাচ্ছে। সেই সাবেক খ্রিস্টান মিশনারী বিভিন্ন ধর্মীয় ক্লাস নিতেন যে ক্লাসের সব ছাত্র ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়েছেন। তিনি নিজ হাতে বহু খ্রিস্টান হওয়া মুর্তাদকে বসবাসের জন্য জমি কিনে দিয়েছেন। আমি ঢাকার ইস্কাটনে আমেরিকান অর্থায়নে পরিচালিত এক মিশনারী সংস্থার অফিসে দাওয়াতী কাজে গিয়ে ২ জন প্যাস্টরের সাথে আলাপ করেছিলাম। কথাবার্তা শেষে তাদের যখন ইসলামের দাওয়াত দিলে গেলাম, তারা আমাকে জানালেন তারা ২ জনই এক্স-মুসলিম। তারা ইসলামের ব্যাপারে সব কিছুই জানেন। ইসলাম ত্যাগ করে তারা এখন খ্রিস্টান ধর্ম প্রচারের কাজে নিয়োজিত আছেন। আমাদের মাঝে একটা মিথ্যা ধারণা প্রচলিত আছে যে মানুষ বুঝি শুধু টাকার লোভেই খ্রিস্টান হয়। এটা একটা মিথ্যা ধারণা। বাংলাদেশে বহু দরিদ্র মানুষকে যেমন অর্থসাহায্য দিয়ে খ্রিষ্টান বানানো হয়েছে, অনেক অবস্থাসম্পন্ন ব্যক্তি খ্রিস্টান মিশনারীদের প্রচারণা ও যুক্তিতে প্রভাবিত হয়ে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়েছেন বলেও আমাদের কাছে সংবাদ আছে।
আমরা ২-১ জন মানুষের ইসলামে আসার খবরে উল্লসিত হই, সেসব খবর শেয়ার করে তৃপ্তির ঢেঁকুর তুলি আর একে যথেষ্ট মনে করি। এর বাইরে কী ভয়াবহ অন্ধকার এক জগত আমাদের আশপাশে আছে তা নিয়ে আমরা সম্পূর্ণ বেখবর। আর খ্রিস্টান মিশনারীরা হাজার হাজার মুসলিমকে ধর্মান্তরিত করেও উল্লাস না করে নিরবে নিজেদের কাজ চালিয়ে যায়। তারা স্বল্পকালীন সাফল্যে খুশী না, বরং বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশ নিয়ে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা থাকা তো দূরের কথা, নিজেদের ঘর থেকে কতো মানুষ যে মুর্তাদ হচ্ছে সেই খবরও জানি না। ২০ কোটি মানুষের বিশাল জনগোষ্ঠীর একটা দেশে কোনো এক সম্মেলনে হাজার "তৌহিদি জনতা"র ছবি দেখলেই খুশী হয়ে মনে করি এই দেশে বুঝি ইসলামের জাগরণ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা খুব কঠিন।
সময় এসেছে আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে পুনরায় ভাবা। আমরা যদি ফেসবুকের এলগোরিদমের লুপহোলে পড়ে যাই আর ভাইরাল নিউজ, ট্রল, জ্বালাময়ী পোস্ট এসবের মাঝেই বুঁদ হয়ে থাকি আর উম্মত নিয়ে বেখবর থাকি - তাহলে অচিরেই আমাদের জন্য আরো কঠিন পরিস্থিতি সামনে এসে দাঁড়াতে পারে।

©Muhammad M R Minar

31/01/2025

চিন্ময়কে অবৈধ সুবিধা দিতে অস্বীকার করায় চট্টগ্রাম কারাগারের ডিআইজি প্রিজনের বিরুদ্ধে প্রথমআলোর উদ্দেশ্য প্রণণিত রিপোর্ট👇

31/01/2025
29/01/2025

যাদের দুআ কবুল হয় না:

যাদের দুআ কবুল হয় না—এই প্রসঙ্গে পবিত্র কুরআন ও হাদিসে বেশ কিছু কারণ ও শ্রেণির উল্লেখ রয়েছে। নিচে হাদিসের রেফারেন্সসহ বিষয়টি সংক্ষেপে তুলে ধরা হলো:

◈ ১. হারাম সম্পদ ভক্ষণকারী এবং হারাম পোশাক পরিধানকারীর দুআ কবুল হয় না:
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ}، وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ}، ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِّيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لَهُ؟"

“নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। আল্লাহ মুমিনদের প্রতি ঐ একই নির্দেশ দিয়েছেন যা তিনি রসুলদের দিয়েছিলেন। আল্লাহ বলেন, “হে রসুলগণ, পবিত্র জিনিসগুলো খাও এবং সৎকর্ম কর। নিশ্চয়ই তোমরা যা কর, সে বিষয়ে আমি ভালো করেই জানি।” [সূরা মুমিনুন: ৫১]। তিনি আরও বলেন, “হে ঈমানদারগণ, আমি তোমাদের যা রিজিক দিয়েছি, তার পবিত্র অংশ খাও।’” [সূরা বাকারা: ১৭২]

এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যে দীর্ঘ সফর করে, তার চুল এলোমেলো এবং শরীর ধুলায় ধূসরিত। সে আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাকে: ‘হে আমার রব! হে আমার রব!’ অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তার পেট হারাম খাবার দ্বারা পূর্ণ। তাহলে কিভাবে তার দুআ কবুল হতে পারে?” [সহিহ মুসলিম, হাদিস: ১০১৫]

◈ ২. যে ব্যক্তি দুআ কবুলের জন্য তাড়াহুড়া করে:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

"يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي"

“তোমাদের দুআ কবুল করা হবে, যতক্ষণ না কেউ তাড়াহুড়া করে বলে ফেলে: ‘আমি দুআ করলাম, কিন্তু তা কবুল হলো না।’” [সহিহ বুখারি, হাদিস: ৬৩৪০; সহিহ মুসলিম, হাদিস: ২৭৩৫]

সুতরাং দুআ কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না। বরং ধৈর্যের সাথে রবের দরবারে বারবার আকুতি-মিনতি সহকারে চাইতে হবে। দুআ কবুল হয় না এমন হতাশা থেকে দুআ বাদ দেওয়া যাবে না।

◈ ৩. উদাসীনতা ও অবহেলার সাথে দুআ করলে তা কবুল করা হয় না:

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالإِجَابَةِ، وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ."

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত: রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তোমরা আল্লাহর কাছে দুআ করো, আর দুআ করার সময় তোমরা নিশ্চিত থাকো যে, তা কবুল হবে। এবং জেনে রাখো, আল্লাহ এমন দুআ কবুল করেন না, যা উদাসীন এবং অমনোযোগী হৃদয় থেকে আসে।” [তিরমিজি-ইমাম আলবানি এটিকে হাসান বলেছেন]

ব্যাখ্যা:

❂ মুমিনের বিশ্বাস: দুআ করার সময় পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ দুআ কবুল করবেন।
❂ দুআ করতে হবে আন্তরিকভাবে, এমন অবস্থায় যাতে অন্তর সচেতন ও উপস্থিত থাকে।
❂ উদাসীন হৃদয়ের দুআ প্রত্যাখ্যান: যে ব্যক্তি দুআ করে অথচ তার মনোযোগ আল্লাহর প্রতি থাকে না বা দুআর গুরুত্ব উপলব্ধি করে না, তার দুআ আল্লাহ কবুল করেন না।
❂ দুআর শর্তাবলী ও পরিবেশ: তুহফাতুল আহওয়াযি-তে বলা হয়েছে: "দুআ করার সময় এমন অবস্থায় থাকতে হবে যাতে তা কবুল হওয়ার উপযুক্ত হয়। অর্থাৎ ভালো কাজ করা, মন্দ কাজ এড়িয়ে চলা, দুআর শর্তগুলো পূরণ করা, হৃদয়ের উপস্থিতি নিশ্চিত করা এবং বরকতময় সময় ও স্থানের সুযোগ গ্রহণ করা, যেমন সেজদার মুহূর্ত।"

❂ দৃঢ় সংকল্প ও আল্লাহর উদারতা: দুআ করার সময় দৃঢ়তার সাথে চাইতে হবে এবং আল্লাহর প্রতি বড় আশা রাখতে হবে। যেমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"ولكن ليعزم المسألة، وليعظم الرغبة، فإن الله لا يتعاظمه شيء أعطاه"

“তবে দুআ দৃঢ়তার সাথে করো এবং চাওয়ার মধ্যে বড় আশা রাখো। কারণ, আল্লাহর কাছে এমন কিছু নেই যা তিনি দিতে অক্ষম।” [সহিহ মুসলিম: ৬৯৮৮]

এখান থেকে যে সব শিক্ষা পাই সেগুলো হলো—
◆ ক. দুআ করার সময় বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ তা কবুল করবেন।
◆ খ. মনোযোগ ও আন্তরিকতা ছাড়া দুআ কবুল হয় না।
◆ গ. দুআর শর্তগুলো পূরণ করা আবশ্যক।
◆ ঘ. আল্লাহর কাছ থেকে বড় কিছু চাইতেও দ্বিধা করা উচিত নয়।

◈ ৪. নিষিদ্ধ জিনিস বা পাপের জন্য দুআ করলে দুআ প্রত্যাখ্যাত হয়:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

"مَا مِنْ عَبْدٍ يَدْعُو اللَّهَ بِدُعَاءٍ إِلَّا آتَاهُ اللَّهُ إِيَّاهُ، أَوِ ادَّخَرَ لَهُ فِي الآخِرَةِ، مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ"

“কোনও বান্দা আল্লাহর কাছে দুআ করলে আল্লাহ তাকে তিনটি জিনিসের একটিই দান করেন: হয় তার দুআ কবুল করেন, না হয় তা আখিরাতের জন্য সংরক্ষণ করেন, অথবা তার থেকে কোনও বিপদ দূর করেন। তবে শর্ত হলো, সে পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুআ না করবে।” [তিরমিজি, হাদিস: ৩৫৭৩]

◈ ৫. সৎকাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দান ত্যাগ করা দুআ কবুল না হওয়ার অন্যতম কারণ:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
والَّذي نَفسي بيدِهِ لتأمُرُنَّ بالمعروفِ ولتَنهوُنَّ عنِ المنكرِ أو ليوشِكَنَّ اللَّهُ أن يبعثَ عليكُم عقابًا منهُ ثُمَّ تَدْعُونَهُ فَلَا يُسْتَجَابُ لَكُمْ

"ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। অন্যথায়, আল্লাহ তোমাদের ওপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা আল্লাহকে ডাকবে, কিন্তু তোমাদের দুআ কবুল করা হবে না।" [সহিহ তিরমিজি, হা/২১৬৯]

এই হাদিস থেকে বোঝা যায় যে, দুআ কবুল না হওয়ার একটি কারণ হলো, মানুষ যদি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা বন্ধ করে দেয়। যখন মানুষ অন্যায়কে সহ্য করে এবং তা সংশোধনের চেষ্টা করে না, তখন আল্লাহ তাদের ওপর শাস্তি নাজিল করেন এবং তাদের দুআ কবুল হওয়া বন্ধ হয়ে যায়।

◈ ৬. দুআকে শর্তযুক্ত করা:

দুআ করার সময় দুআতে শর্তারোপ করা (যেমন: "হে আল্লাহ, যদি আপনি চান তাহলে আমাকে ক্ষমা করুন") এটি নিষিদ্ধ। বরং আল্লাহর কাছে দৃঢ়তার সাথে চাওয়া এবং আন্তরিকতা ও একাগ্রতার সাথে দুআ করা আবশ্যক।
لَا يَقُولَنَّ أَحَدُكُمْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ، لِيَعْزِمِ الْمَسْأَلَةَ فَإِنَّهُ لَا مُسْتَكْرِهَ لَهُ
"তোমাদের কেউ যেন না বলে: 'হে আল্লাহ, যদি আপনি চান, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, যদি আপনি চান, আমার প্রতি রহম করুন।' বরং দুআতে দৃঢ়ভাবে চাওয়া উচিত, কারণ আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না।" [সহিহ বুখারি, হাদিস: ৬৩৩৯; সহিহ মুসলিম, হাদিস: ২৬৭]

❂ এই হাদিস থেকে শিক্ষা:

ক. দুআতে দৃঢ়তা: দুআ করার সময় আল্লাহর রহমত ও ক্ষমার ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখা উচিত। শর্তযুক্ত শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকা দরকার।
খ. আল্লাহর ক্ষমতার প্রতি আস্থা: আল্লাহ সর্বশক্তিমান এবং কারো দ্বারা প্রভাবিত হন না। তিনি তাঁর বান্দার দুআ কবুল করেন যখন বান্দা আন্তরিকতা ও দৃঢ়তার সাথে তাঁর কাছে প্রার্থনা করে।
গ. আন্তরিক প্রচেষ্টা: দুআ করার সময় একাগ্রতা এবং অবিরাম অনুরোধ করতে হবে।
মোটকথা, দুআর মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাওয়া ইবাদতের অংশ। এটি দৃঢ়তার সঙ্গে এবং আন্তরিকভাবে করতে হবে, যেন আমরা আল্লাহর রহমত ও ক্ষমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারি। আল্লাহ আমাদের দুআ কবুল করুন। আমিন।

◈ ৭. দুআ কবুলের শর্তাবলী অনুপস্থিত থাকা:

যাদের মধ্যে দুআ কবুলের শর্তাবলী অনুপস্থিত থাকবে তাদের দুআ কবুল হবে না। দুআ কবুলের শর্তাবলী হল, ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টির জন্য দুআ করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পদ্ধতি অনুসারে দুআ করা এবং হালাল খাবার গ্রহণ করা।

উপরে বর্ণিত শর্তগুলো যার মধ্যে পাওয়া যাবে না তার দুআ আল্লাহর দরবারে গৃহীত হবে না।

❑ বিশেষ তিন ব্যক্তির দুআ কবুল হবে না:

উপরোল্লিখিত কারণগুলো ছাড়াও আরও তিনজন ব্যক্তির কথা হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে যাদের দুআ কবুল করা হবে না। তারা হল: রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
" ثلاثة يدعون فلا يستجاب لهم : رجل كانت تحته امرأة سيئة الخلق فلم يطلقها , و رجل كان له على رجل مال فلم يشهد عليه ، و رجل آتى سفيها ماله و قد قال الله: وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ
"তিন ব্যক্তি এমন যে তাদের দুআ কবুল করা হয় না। যথা:

— এক. যে ব্যক্তির অধীনে দুশ্চরিত্রা নারী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না।
— দুই. যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি।
— তিন. যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয়। অথচ আল্লাহ বলেন,
وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ
"তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিও না।"

হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাক কিতাবে উল্লেখ করে তাকে ইমাম বুখারি ও মুসলিমের শর্ত মোতাবেক সহিহ বলেছেন, আর ইমাম যাহাবি তাতে ঐকমত্য প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, এটি মাউকুফ বা সাহাবির উক্তি। আর ইমাম আলবানি বলেন, হাদিসটি সহিহ-মারফু বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উক্তি। [সিলসিলা সহীহা ৪/৪২০]

◈ হাদিসটির ব্যাখ্যা:

◆ এই হাদিসের অর্থ হল, কেউ যদি নিজের দুশ্চরিত্রা স্ত্রীর বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুআ করে তাহলে তা গৃহীত হবে না। কারণ তার ক্ষমতা ছিল, তাকে তালাক দেওয়ার কিন্তু সে তা করেনি।

◆ কেউ যদি সাক্ষী এবং প্রমাণ ছাড়া কাউকে ঋণ দেয় এবং সে ঋণগ্রহীতা তা অস্বীকার করে তাহলে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে ঋণদাতা যদি আল্লাহর কাছে বদদুআ করে তাহলে গৃহীত হবে না। কারণ আল্লাহ ঋণ দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু সে তা পালন করেনি।

◆ অনুরূপভাবে, কেউ যদি নির্বোধের হাতে তার অর্থ-সম্পদ তুলে দেয় ফলে সে তা আত্মসাৎ করে বা নষ্ট করে তাহলে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে বদদুআ আল্লাহর কাছে গৃহীত হবে না। কারণ আল্লাহ নির্বোধদের হাতে সম্পদ তুলে দেওয়া বারণ করেছেন।

মোটকথা, এই ব্যক্তি আল্লাহর বিধান উপেক্ষা করে নিজের উপরে নিজেই শাস্তি চাপিয়ে নিয়েছে। যার ফলে এই সকল ক্ষেত্রে তার দুআ আল্লাহর কাছে গৃহীত হবে না। [ইমাম মুনাবি]
এই হাদিস দ্বারা এটা বোঝায় না যে, তার অন্য কোন দুআ কবুল হবে না। তার অন্যান্য দুআর ক্ষেত্রে এই হাদিস প্রয়োগ করা ঠিক নয়।

❑ আল্লাহ কেন দুনিয়াতেই আমাদের সব চাওয়া পূরণ করেন না?

আল্লাহ তাআলা অবশ্যই তার অসীম ভবিষ্যৎ জ্ঞানের আলোকে জানেন, কোথায় আমাদের কল্যাণ আছে। কেননা তিনিই আমাদের তকদির লিপিবদ্ধ করেছেন। তিনি অবশ্যই আমাদের কল্যাণ চান। তিনি তার হেকমত অনুযায়ী আমাদের দুআতে সাড়া দিয়ে থাকেন। তাই কখনো কখনো বান্দার দুনিয়াবি চাওয়া পূরণ না করে এর বিনিময়ে তাকে অনাগত বিপদ থেকে রক্ষা করেন অথবা আখিরাতে তার জন্য অনন্ত পুরস্কার জমা রাখেন যা তার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কখনো কখনো আমরা আল্লাহর প্রতি দৃঢ় ঈমানের অভাবে ও অজ্ঞতা বশত: দুনিয়াতেই সব চাওয়া-পাওয়া পূরণের জন্য অস্থির হয়ে যাই!
সুতরাং দুআতে হতাশ হওয়া যাবে না বা বিরক্ত হয়ে দুআ পরিত্যাগ করা যাবে না। বরং ধৈর্যের সাথে দুআ করে যেতে হবে।
আল্লাহ তওফিক দান করুন। আমিন।

লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

27/01/2025

নতুন পুরাতন মিলে আবার সক্রিয় ঢাকার
আন্ডারগ্রাউন্ড ডন
শুরু করেছে তান্ডব।
👇

26/01/2025

• দেশে সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫ টি।
• সরকারি ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:৬২৮ টি।
• সরকারি দাখিল মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা: ৬৩ টি।
• সরকারি দাখিল অ্যান্ড আলিম মাদ্রাসা: ০০টি।

• সরকারি কলেজের সংখ্যা: ৫৪ টি।
• সরকারি আলিম মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি ডিগ্রি (পাস)+ অনার্স কলেজের সংখ্যা: ৪৪৬ টি।
• সরকারি ফাজিল মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি স্নাতকোত্তর (মাস্টার্স) কলেজের সংখ্যা: ১৯৮ টি।
• সরকারি স্নাতকোত্তর (কামিল) মাদ্রাসার সংখ্যা : ০৩ টি।

অন্যদিকে দেশের ৯০% কর সংগ্রহ করা হয় মুসলিমদের কাছ থেকে...

সবাই শেয়ার করুন...!! (সংগৃহীত)

আসল চিকিৎসক :Ten Unknown Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in ...
26/01/2025

আসল চিকিৎসক :

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi

26/01/2025

রাসূলুল্লাহ (সা.) বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে।

▶️ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় জিম্মি হিসেবে আটক চারজন ইসরায়েলি নারী সৈন্যের মুক্তির পর ইসরায়েল দুশোজন ফিলিস্তিনি বন...
26/01/2025

▶️ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় জিম্মি হিসেবে আটক চারজন ইসরায়েলি নারী সৈন্যের মুক্তির পর ইসরায়েল দুশোজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ায় পশ্চিম তীরের রামাল্লা আনন্দের জোয়ারে ভেসে গেছে। শনিবার, ২৫ জানুয়ারি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ওফার সামরিক কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের নিয়ে বাসগুলি রামাল্লায় পৌঁছেছে।

হামাস কর্তৃক প্রকাশিত একটি তালিকা অনুযায়ী, এদের মধ্যে রয়েছে একাধিক অন্যায়ভাবে দোষী সাব্যস্ত জঙ্গি যারা কয়েক ডজন মানুষের উপর হামলা চালিয়ে হত্যার মিথ্যা অভিযোগে যাবজ্জীবন সাজা ভোগ করছিল।যদিও এরা হল, স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, প্রায় ৭০ জনকে মিশরে পাঠানো হবে, আরও ১৬ জনকে পাঠানো হবে গাজায় এবং বাকি বন্দিদের মুক্তি দেওয়া হবে পশ্চিম তীরেই।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে শনিবার দ্বিতীয়বারের মতো বন্দি-বিনিময় হল এবং এর আগে ৯০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তিনজন বেসামরিক ইসরায়েলি নারী নাগরিককে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। (রয়টার্স)

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর শুক্রবার জানায় চুক্তির শর্তগুলি পূরণ না হওয়ায় অস্ত্রবিরতি চুক্তিতে দেওয়া রবিব.....

25/01/2025

বিডিআর ম্যাসাকার কোন বিদ্রোহ না ছিল না,
ইহা ছিল পরিকল্পিত হত্যা কান্ড।
- বিগ্রেডিয়ার হাসান নাসির

25/01/2025

জাস্ট প্রফেসর ইউনুসের পদত্যাগ শুনেই বিএনপি-জামাতের বাড়িতে হামলা
👇

24/01/2025

৩দিন ধরে কক্সবাজারে ৩জনকে কালিমার পতাকা উড়ানোর অপরাধে গ্রেফতার করে রাখা হয়েছে।নাগরিক সমাজের প্রশ্ন ৯০% মুসলিমের দেশে ইহা কী অপরাধ?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mojlum Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share