19/08/2023
Reality fact!!!
যারা মাছ কাটে তাদের প্রতিদিন ১৮০০/২০০০ টাকা ইনকাম,, সেই হিসাবে মাসে ৫৪০০০/৬০০০০ টাকা ইনকাম,, তাদের ইনবেস্ট ২০০০/- দামে দা,,
আর একজন মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে ২৫/২৬ বছর পড়াশোনা করে বাবার লাখ টাকা খরচ করে,, ১০০০০ টাকা মাসে বেতনে চাকরি শুরু করে,, এবং তার পরেও কোম্পানির টার্গেট না হলে তাকে বস থেকে তার গালি শুনতে হয় তার নাকি এই চাকরি করার যোগ্যতা নেই।
এবার আসি একজন উদ্যোক্তার কাছে,,,একজন উদ্যোক্তা দিনরাত পরিশ্রম করেন একটা প্রতিষ্ঠান দাঁড়করায় এবং সে প্রতিষ্ঠানে ৫/১০ জনের লোক কাজ করার সুযোগ পায়,, কিন্তু আমাদের এই সমাজ উৎসাহিত না করে বলে সে জীবনে ব্যর্থ তাই সেই কিছু করতে পারে নাই। অথচ সে নিজের ফ্যামিলি ছাড়াও আরো কিছু ফ্যামিলি দায়িত্ব নিয়েছে। আমি এ দেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করার ছাত্রকেও সবচেয়ে নিচের পোস্টের চাকরি জন্য আবেদন করতে দেখেছি 😪।
# #আমাদের এই সমাজ কোন সময় সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারেনি।
Collected from Md Junayed Ashraf Sunny