22/01/2025
কথা তিতা হলে ও এটাই সত্যি।
একটা মেয়েকে পুরোপুরি বরবাদ করার পিছনে একটা ছেলের এ হাত থাকে
এখন জানতে চাইবেন কেমনে..?
হা সেটা ও বুঝিয়ে বলছি
ছেলে বেকার কোনো ইনকাম করে না।
সহজ সরল জীবন যাপন করা একটা মেয়েকে প্রথমে ভালোবাসার সপ্ন দেখাবে তারপর বিয়ের সপ্ন দেখাবে,এভাবে চলতে চলতে যখন একসময় গভীরে চলে যায়, তখন মেয়েটা সেই ছেলেকে তার পুরো দুনিয়া মানে,ছোট থেকে আদর যন্ত্র করা মা-বাবার ভালোবাসাটা ও ভুলে যায়,তার জন্য পরিবার পরিজন সমাজ আত্মীয় স্বজন সবার সাথে লড়াই করে, তারপর তারা পালিয়ে কোনো মতো বিয়েটা করে নেই।
তারপর শুরু হয় সবচেয়ে কঠিনতম সময়।
পরিস্থিতির কারণে মেয়েটাকে গার্মেন্টসে চাকরি করতে হয়, হাজার ছেলের আজেবাজে কথা শুনে দিনশেষে বাড়িতে ফিরতে হয়, এতোকিছু ত্যাগ দেওয়ার পর ও ছেলেটা মেয়েটাকে সন্দেহ করে, ঝগড়া মারামারি করে।
এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন শুরুটা কে করেছে?
যদি ভালোবাসার সপ্ন বিয়ের সপ্ন না দেখিয়ে মেয়েটাকে আশা না দিয়ে আগে নিজের পায়ে নিজে দাঁড়নোর চেষ্টা করতো, মেয়েটার ভাগ্য অন্য কিছু হতো।
মেয়েরা অনেক কিছু ত্যাগ দেয় তা পুরুষ কখনো বুঝতে পারে না,তারা ক্ষনিক সুখের জন্য দুনিয়ার সবকিছু কুরবানি দেয়।
Writer :- F a r H A N