18/06/2022
এখন আর তোমায় ভালোবাসি না
তোমাকে ভেবে কষ্ট পাই না
তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে
তোমায় নিয়ে ভুল করেও এখন স্বপ্ন দেখি না
তোমায় নিয়ে স্বপ্ন দেখার মানুষ অনেক আছে।
এখন আর এমন কোনো কবিতা লিখি না
যে কবিতার সব কথা জুড়ে তুমি থাকো
যে কবিতায় তোমাকে চাওয়া পাওয়ার হাজারো আকুতি মিশে থাকে।
যত্ন করে কবিতার প্রতিটি লাইনে তোমায় ছুঁয়ে
বৃথা মায়া আর বাড়াই না।
তাই তোমায় নিয়ে এখন আর কোনো কবিতা লিখি না।
এখন আর আগের মত তোমার জন্য রাত জাগি না
রাত জেগে না খেয়ে শরীর খারাপ করি না
কান্নায় চিন্তায় চোখের তলায় কালি ফেলি না।
এই আমি অনেকটা বদলে গেছি জানো!
বদলে গেছি বললে ভুল হবে,
আমি আজ বুঝতে শিখে গেছি
যে মানুষের কাছে চোখের জলের কোনো মূল্য নেই
কথার কোনো মর্যাদা নেই
সে মানুষের কাছে নিজের আবেগ অনুভূতির ক্ষয় করা বন্ধ করে দিয়েছি
তার জন্য নিজের ভাবনা চিন্তা গুলোর অপচয় করার কোনো মানেই হয় না।
আজকাল আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি
নিজেই নিজের মায়ায় পড়ি
নিজের প্রেমেই নিজে ডুবে যাই
নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসি
তোমাকে নিয়ে ভাবার হাজার মানুষ থাকলেও
আমাকে নিয়ে ভাবার কোনো মানুষ নেই।
তাই আজকাল নিজেকে নিয়ে নিজেই স্বপ্ন দেখি
নিজেকেই সময় দেই।
নিজেকেই বড্ড ভালোবাসি।