Ehtesham Creation

Ehtesham Creation Welcome to Ehtesham Creation page, it's an interesting English vocabulary, word collection platform
(5)

27/01/2024

27/01/2024

কানাডা বিষয়ক আলাপ আছে, যারা ইচ্ছুক তারা আজকের লাইভেটা মিস করবেননা, thanks in advance😇😇 time 11:PM

26/01/2024

26/01/2024

Today is special live about English presentation, at 10:30 pm

24/01/2024
24/01/2024

come on all 10:30 live time

24/01/2024

Shop and Buy এর মধ্যে পার্থক্য কি ।। জেনে নিন

23/01/2024

tonight coming live just at 10:30 pm, so please do come all, till then stay tuned :) যারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারা অবশ্যই আজ থাকবেন, তাদের জন্য ভালো তথ্য আছে, কানাডায় স্থায়ী বসবাস, চাকুরি, এ সবকিছু নিয়েই আলচোনা হবে এবং যাদেরকে আমি আমার বাক্তিগত নাম্বার দিয়েছি তারা whatsapp এ যোগাযোগ করবেন এবং যেকোনো সময় আমাদের রাজশাহী অফিসে চলে আসতে পারেন, সকলকে ধন্যবাদ :)

21/01/2024

Coming live 10:30 pm

21/01/2024

পার্কে বসে কিছু মজার ইংরেজি আপনাদেরকে আজকে শেখাবো ।।

20/01/2024

Everyone যারা কানাডা যেতে চাচ্ছেন তাদের নিন্মলিখিত কাগজ (pdf) আকারে আমাকে মেইল করতে পারেন, মেইলঃ [email protected]
কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ
১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ। যেখান থেকে তুলবেন সেখান থেকে জাস্ট আপনার মেইল এ নিয়ে নিবেন ঐ খান থেকে আমরা মেইল এ নিয়ে নিবো।
১৪. পাসপোর্ট বা পি আর কার্ড, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।
(এসব ডকুমেন্টস নিকটবর্তী কম্পিউটার এর দোকানে গিয়ে সিরিয়াল করে পিডিএফ করে আমাকে ইমেইল করতে পারেন বা পেনড্রাইভে নিয়ে আসতে পারেন)
ধন্যবাদ

20/01/2024

live started again, sorry for the electricity disturbance

20/01/2024

আজকে লাইভে আড্ডা দিব আপনাদের সাথে।

20/01/2024

19/01/2024

Everyone আজকের live topic, বিদেশে চাকুরি বা permanently থাকার জন্য কে কি ভাবছেন? বা থাকতে চাচ্ছেন কিনা, জানাবেন অবশ্যই, বিস্তারিত থাকছে আজকের live session-এ :) অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য, তৈরী হোন একটি সুন্দর জীবনের জন্য 😍😍😍

19/01/2024

প্রয়োজনিয় কিছু বাক্য যা যেনে রাখা জরুরী
𝟏.নিজে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐢𝐭 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟.
𝟐.চিন্তা করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐰𝐨𝐫𝐫𝐲.
𝟑.প্রশ্নই ওঠে না - 𝐔𝐧𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐚𝐛𝐥𝐞.
𝟒.একটু বুঝতে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐭𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝.
𝟓.কথাটা মন্দ না - 𝐓𝐡𝐚𝐭’𝐬 𝐧𝐨𝐭 𝐚 𝐛𝐚𝐝 𝐢𝐝𝐞𝐚.
𝟔.বিশেষ কিছুই না - 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥.
𝟕.আদৌ নয় - 𝐍𝐨𝐭 𝐚𝐭 𝐚𝐥𝐥.
𝟖.হতাশ হবেন না – 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐝𝐢𝐬𝐚𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐞𝐝.
𝟗.হাল ছেড়ে দেবেন না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐢𝐯𝐞 𝐮𝐩.
𝟏𝟎.সংকোচ করবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐡𝐞𝐬𝐢𝐭𝐚𝐭𝐞.
𝟏𝟏.ঠিক ঠিক উত্তর দাও - 𝐀𝐧𝐬𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
𝟏𝟐.মূল বিষয়ে আসো - 𝐂𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
𝟏𝟑.ব্যাপারটা দারুন হবে - 𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭.
𝟏𝟒.ওটা হলে খুব ভালোহয়-𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐧𝐢𝐜𝐞
𝟏𝟓.মাথা গরম করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐥𝐨𝐬𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐞𝐦𝐩𝐞𝐫.
𝟏𝟔.আর কিছুই বলবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞.
𝟏𝟕.বাজে কথা বলো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐭𝐚𝐥𝐤 𝐧𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐞.
𝟏𝟖.আপনি যেতে পারেন - 𝐘𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐠𝐨.
𝟏𝟗.পরে দেখা হবে - 𝐒𝐞𝐞 𝐲𝐨𝐮 𝐚𝐠𝐚𝐢𝐧
𝟐𝟎.পরে কথা হবে - 𝐓𝐚𝐥𝐤 𝐭𝐨 𝐲𝐨𝐮 𝐥𝐚𝐭𝐞𝐫.
𝟐𝟏.বকবক কর না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐚𝐛.
𝟐𝟐.পাগলামি করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐞𝐭 𝐦𝐚𝐝.
𝟐𝟑 ভয় পেয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐚𝐟𝐫𝐚𝐢𝐝.
𝟐𝟒.সন্তোষজনক নয় - 𝐍𝐨𝐭 𝐬𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐨𝐫𝐲.
𝟐𝟓.এদিকে এসো - 𝐂𝐨𝐦𝐞 𝐡𝐞𝐫𝐞.
𝟐𝟔.শান্ত হও - 𝐊𝐞𝐞𝐩 𝐪𝐮𝐢𝐭𝐞.
𝟐𝟕.দয়া করে বসুন - 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐬𝐞𝐚𝐭.
𝟐𝟖.বোকামী করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐢𝐥𝐥𝐲.
𝟐𝟗.এতো অধৈর্য হয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐨 𝐢𝐦𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭
𝟑𝟎.চলো শুরু করি - 𝐋𝐞𝐭’𝐬 𝐠𝐞𝐭 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝

19/01/2024

মৎস্য কন্যার ইংরেজি শব্দ কি চলুন জেনে আসি।।

18/01/2024

Everyone চলে আসুন সকলে

18/01/2024

Insha Allah coming live 10:30

18/01/2024

পৃথিবীর গ্রহ গুলোর ইংরেজি নাম জেনে নিন।।

16/01/2024

I'm a little bit busy due to business, to night Insha Allah I'm coming live, see you 10:30 Insha Allah

13/01/2024

Everyone coming live

12/01/2024

সংগৃহীতঃ যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি ৩টি জাহাজ ছিল।একটির নাম ছিল "স্যাম্পসন"। মাত্র ৭ মাইল দূরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। যদি ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন।
এটির সাথে দেখবেন আমাদের অনেকের মিল আছে। আমরা যারা শুধু নিজেদের কথায় ভাবি। অন্যের জীবন কি আসলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই। তারাই ছিলেন ঐ জাহাজটিতে।
দ্বিতীয় জাহাজটির নাম "ক্যালিফোর্নিয়ান"। মাত্র ১৪ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল।
ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশে। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রু মেম্বারগুলো নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে।
আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর, যে ঠিক সেই মুহুর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়বো। তারাই হচ্ছি এই জাহাজ।
শেষ জাহাজটির নাম ছিল "কারপাথিয়ান্স"।এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে। ছিল প্রায় ৫৮ মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে।ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের ৭০৫ জন যাত্রী প্রাণে বেঁচে যান।
তাই আমাদের উচিত “কারপাথিয়া” জাহাজের মত আচারণ করা তাছাড়া পৃথিবী যে দিকে যাচ্ছে সময়ের সাথে আমরাও একদিন টাইটানিক হয়ে ডুবে যাবো।

Address

Mirpur
Ramna
1216

Alerts

Be the first to know and let us send you an email when Ehtesham Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ehtesham Creation:

Videos

Share

Category

Music Channel

Welcome to music paper world, the home of the world’s best relaxing and party and funky music here. mood swing music , I’m prince olick, and our purpose and passion is to help you relax, chill, and entertainment unwind and rejuvenate through better sleep, reduced stress, greater concentration and improved mental wellness.This is just for music variation channel. music swing mood channel just entertainment purpose.

Nearby media companies