SRL TV

SRL TV SRL TV

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক: মোঃ সাহেব আলী।
পরিচালক ও সম্পাদক: মোঃ রাকিব হোসেন। Saheb Ali
Director: Md. Rakib Hossain
(1)

TV Channel
সত্যের সঙ্গে সর্বসময়।
দেশ ও মানুষের কথা বলি।

SRL TV

Chairman and Managing Director: Md.

27/03/2024

চিত্রনায়ক অমিত হাসান ও নায়িকা বৃষ্টির অসাধারণ অভিনয়

27/03/2024

চিত্রনায়ক অমিত হাসান ও নায়িকা বৃষ্টির অসাধারণ ড্যান্স

27/03/2024

স্থানীয় সরকার কি? আমাদের সবারই অজানা।

27/03/2024

করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" পতিপাদ্যে কুমারখালীতে জাতীয় বীমা দিবস উদযাপন

সেবা, স্বচ্ছতা      জবাবদিহিতাই...                 আপনার জমি আপনার সম্পদ                      নিশ্চিন্তে থাকুন নিরাপদকুষ...
11/01/2024

সেবা, স্বচ্ছতা
জবাবদিহিতাই...
আপনার জমি আপনার সম্পদ
নিশ্চিন্তে থাকুন নিরাপদ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সরকারি কমিশনার (ভূমি) আমিনুল আরাফাতের একটি আধুনিক, ঘুষ মুক্ত, দালাল মুক্ত, ভূমি অফিস গড়তে নানান উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে সকলের জানা-অজানা চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সংবলিত একটি ওয়াল ক্যালেন্ডারের মাধ্যমে উপস্থাপন করেছেন।

∆জমি ক্রয়ের ক্ষেত্রে যে সকল বিষয় অবশ্যই চেক করে নিতে হবে।
∆যে সকল কারণে আপনার নামজারির আবেদন প্রাথমিকভাবে নামঞ্জুর হতে পারে।
∆মুসলিম ফারায়েজ এর গুরুত্বপূর্ণ বিধানসমূহ।
∆হিন্দু উত্তরাধিকার আইন এর গুরুত্বপূর্ণ বিধানসমূহ।

ধন্যবাদ SRL TV পরিবারের পক্ষ থেকে আমিনুল আরাফাতকে এমন উদ্যোগ নেয়ার জন্য💝

AcLand Kumarkhali

কি বলার আছে? একটু বেশি বেশি হয়ে গেল না? ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়ে গেল না?
03/01/2024

কি বলার আছে?
একটু বেশি বেশি হয়ে গেল না?
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়ে গেল না?

কুমারখালীর একজন বিখ্যাত কৃতি সন্তান জলধর সেন।জলধর সেন (১৩ মার্চ ১৮৬০ - ১৫ মার্চ ১৯৩৯) বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপ...
22/12/2023

কুমারখালীর একজন বিখ্যাত কৃতি সন্তান জলধর সেন।

জলধর সেন (১৩ মার্চ ১৮৬০ - ১৫ মার্চ ১৯৩৯) বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক । তৎকালীন নদিয়া জেলার কুমারখালিতে (বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়) তার নিবাস ছিল । তবে তার আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসাতের নিকট অবস্থিত দেগঙ্গা (বা দেগঙ্গ)৷ তার প্রপিতামহ কুমারখালির ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশম-কুঠির দেওয়ানীর কাজ পেয়ে কুমারখালিতে যান এবং সেই থেকে তারা সেখানে বাস করেন৷ তারা দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ এবং "দেগঙ্গের সেন" নামে পরিচিত ছিলেন৷

পদ্মা সেতু হয়ে ঢাকাগামী চলাচল কারী আন্তঃনগর  সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দু'টির যাত্রাবিরতির দাবিতে মা...
20/12/2023

পদ্মা সেতু হয়ে ঢাকাগামী চলাচল কারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দু'টির যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন।

কুমারখালীতে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষ রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে পাখি ভ্যান ও মোটরসাইকেল সংঘর্...
20/12/2023

কুমারখালীতে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষ

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে পাখি ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সোহানুর রহমান (২৫) নামের যুবক আহত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান (২৫) কুমারখালী পৌরসভার এলঙ্গী ৩ নং ওয়ার্ডের মেজবাউরের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জানান, সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ভ্যানচালক কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মোটরসাইকেল চালকে তাৎক্ষণিক কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানেন, আহত গুরুতর অবস্থার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিগুরুর নির্দেশম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।ম্যাজিস্ট্রেট: তা...
19/12/2023

কবিগুরুর নির্দেশ

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??

চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।

ম্যাজিস্ট্রেট: তার মানে??

চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো,"*আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে*।"

ভাবলাম আমিই বা বসে থাকি কেনো?? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: তারপর??

চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- *এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে*। সাথে সাথে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!!

চোর: ঘরে ঢুকেই শুনলাম- *ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে*। বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- *এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল*।

কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- *আজি দখিন দুয়ার খোলা*।

পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!!

ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন??

চোর: ❝এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও।❞

ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে??

চোর: *ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ?

বিঃ তথ্য সংগ্রহ - সোহেল রানা ফেসবুক প্রোফাইল।

09/12/2023
কুষ্টিয়া কুমারখালী পৌরসভাধীন সরকারি কলেজের পশ্চিমে  সাগর (২২), পিতা-মনোরঞ্জন, অ্যাডভোকেট জয় দেব কুমার বিশ্বাসের বাসার ভা...
08/12/2023

কুষ্টিয়া কুমারখালী পৌরসভাধীন সরকারি কলেজের পশ্চিমে সাগর (২২), পিতা-মনোরঞ্জন, অ্যাডভোকেট জয় দেব কুমার বিশ্বাসের বাসার ভাড়াটিয়া নিজ শয়নকক্ষে সকলের অজান্তে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার স্থায়ী ঠিকানা কুমারখালীর মালিয়াট গ্রামে।

বিদায়,মানবিক ইউএনও কুমারখালী বাসীর ভালোবাসার সাংস্কৃতিক ব্যক্তি, সমাজ দুঃখিনির, সৎ নিষ্ঠা ন্যায়পরায়ণ কর্মকর্তা বিতান ক...
04/12/2023

বিদায়,
মানবিক ইউএনও কুমারখালী বাসীর ভালোবাসার সাংস্কৃতিক ব্যক্তি, সমাজ দুঃখিনির, সৎ নিষ্ঠা ন্যায়পরায়ণ কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

কুমারখালীবাসী হয়তো আপনাকে ইউএনও হিসেবে আর পাবে না তবুও তাদের মনে গানের সুরে আপনাকে গেঁথে রাখবে।

িবারের_পক্ষথেকে_আপনার_জন্য__শুভকামনা_রইল

কুষ্টিয়ার খোকসায়  বাইবেল পাঠ, প্রাথর্না ও কেক কেটে  যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। রোববার ...
03/12/2023

কুষ্টিয়ার খোকসায় বাইবেল পাঠ, প্রাথর্না ও কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রুপান্তর চার্চের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সবাইকে ফুল দিয়ে বড়দিন এর শুভেচ্ছা জানান। এ সময় যীশু খ্রীষ্টের জন্ম ও বাল্যকাল বিষয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড বিশপ জাকের আলী শুভ। প্রার্থনা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও রূপান্তর চার্চের পাষ্টর এ্যান্টনি এল রহমান। প্রার্থনা শেষে কেক কেটে যীশু খ্রীষ্টের জম্মদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যর মধ্যে খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও রূপান্তর চার্চের ইভানজেলিষ্ট মাইকেল আজাদ ও বুলবুলি পারভীন উপস্থিত ছিলেন।

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
14/08/2023

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুমানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ কর...
14/08/2023

হাসপাতালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা জামান বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর আবারও 'কার্ডিয়াক অ্যারেস্ট' হয়।
৭টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
কাশিমপুর কারাগারে দেলাওয়ার হোসাইন সাঈদী রবিবার (১৩ আগস্ট) বিকেলে হার্টে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮৪ বছর বয়সী সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছিল।
২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন জামায়াতে ইসলামীর এই সাবেক নায়েবে আমির।

কুমারখালীতে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু'র ম্যুরাল উদ্বোধন করলেন আব্দুল মান্নান খানস্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শ...
14/08/2023

কুমারখালীতে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু'র ম্যুরাল উদ্বোধন করলেন আব্দুল মান্নান খান

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃষ্টিনন্দন ম্যূরাল উদ্ধোধন করা হয়। ১০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের অর্থায়নে এই কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় কুমারখালী উপজেলা চত্বরে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু'র ম্যূরাল উদ্ধোধন করেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান, সেসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য সেলিম হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, কুমারখালী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জাকারিয়া খান জেমস, মিজানুর রহমান জুয়েল,জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ খান, সাবেক ছাত্রনেতা মোঃ আকাশ রেজা, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হোসেন সোহেল সহ অনেকে।

মুক্তিযোদ্ধাদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩  পালন উপলক...
13/08/2023

মুক্তিযোদ্ধাদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে আগামী ১৭ ই আগষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের গড়াই মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।আজ সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এটি এম আবুল মনসুর মজনু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সদস্য ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য এম এ ওহাব প্রমুখ।

" নিউজ " -বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখা আয়োজিত শনিবার ১১ টায় স্বেচ্ছাসেবক লীগ ভেড়ামারা পৌরসভার আহ্ব...
13/08/2023

" নিউজ " -
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখা আয়োজিত শনিবার ১১ টায় স্বেচ্ছাসেবক লীগ ভেড়ামারা পৌরসভার আহ্বায়ক তরুণ নেতা সঞ্জয় কুমার প্রামাণিকের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ভেড়ামারা প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান হাজী মিঠু সাহেব, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সামিউল হক সানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস সহসভাপতি কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ, দুলাল দেবনাথ সহ-সভাপতি কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ, নিলয় সরকার যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ, শিশির কুমার বিশ্বাস সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ, নব দত্ত সভাপতি কুমারখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ, শক্তি সঞ্চয় পাল সভাপতি মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, কাঞ্চন হালদার সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, অর্জন কর্মকার অর্থ সম্পাদক মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, পবিত্র দত্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, অসিত সিংহ রায় যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদসহ ভেড়ামারা পুজাউদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সঞ্জয় প্রামাণিকের ভাই সম্পদ প্রামানিক ও সঞ্জয়ের সহধর্মিনী।
সভায় পরিকল্পিত হত্যার চিহ্নিত সন্ত্রাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় এবং জামিন প্রাপ্ত আসামিদের অবিলম্বে জামিন বাতিলের আহ্বান করা হয়। পুলিশ প্রশাসনকে আরো সক্রিয়ভাবে কাজ করার জোর দাবি জানানো হয়। সভাপতিত্ব করেন অমর কুমার কুন্ডু সভাপতি ভেড়ামারা পূজা উদযাপন পরিষদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সঞ্জয় কুমার শ্রীপদ বিপুল বিশ্বাস মহাদেব কুণ্ডু সহ প্রমূখ।

কুমারখালীতে বিদ্যুৎ স্পর্শে ওয়ার্কশপ মালিক নিহতকুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাহাবুল নামের একজন  ওয়ার্কশপ মা...
12/08/2023

কুমারখালীতে বিদ্যুৎ স্পর্শে ওয়ার্কশপ মালিক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাহাবুল নামের একজন ওয়ার্কশপ মালিক নিহত হয়েছেন। শনিবার বেলা ২ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে নিজ দোকানে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে সাহাবুল (৩০)।
নিহতের চাচাতো ভাই তারিকুল ইসলাম শিপন জানান, বেলা ৩ টার দিকে নিজ ওয়ার্কশপে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় সাহাবুল হটাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। এসময় স্থানীয় দোকানীরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের চাহিদা পূরণে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনকুষ্টিয়ার কুমারখালীতে 'বিশেষ চাহিদা সম্পন্ন ...
12/08/2023

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের চাহিদা পূরণে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন

কুষ্টিয়ার কুমারখালীতে 'বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের (প্রতিবন্ধী) সাথে পিকনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ আগস্ট সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র নামক একটি সংস্থার আয়োজনে কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র সভাপতি মোঃ নওশের আলীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সোলেমান জোয়ার্দারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার ৫ নং নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন।
সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়নের সকল সদস্য সাইদুল ইসলাম, শরীফুল ইসলাম, নয়ন হোসেন, সাবুল হোসেন, আফজাল হোসেন, আবু শাহীন, শিউলী মেম্বারসহ কুমারখালী উপজেলার কয়েকশত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নওশের আলী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা তাদের শিক্ষা, কর্মসংস্থান, আবাসিক ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিরসহ বিভিন্ন দাবি জানান । সেসময় প্রধান অতিথি জিয়াউর রহমান খোকন তাদের সকল দাবি শোনেন ও দাবি পূরণের প্রতিশ্রুতি দেন এবং তিনি আরো বলেন, সরকারি দপ্তরের যে সকল সাহায্য সহযোগিতা আছে তা প্রতিবন্ধীদের দেওয়ার জন্য তিনি সার্বিক সুপারিশ করবেন এবংনিজ উদ্যোগেও তাদের পাশে থাকবেন বলেও জানান তিনিু। মতবিনিময় সভা শেষে জিয়াউর রহমান খোকনের পক্ষ থেকে পিকনিকে মধ্যপন ভোজের আয়োজন করা হয় ও আলাউদ্দিন পার্কের রাইডে প্রতিবন্ধীদের ওঠার সুযোগ করে দেয়া হয়।

উল্লেখ্য,১৯৯৫ সাল থেকে বাংলাদেশ প্রতিবন্দী উন্নয়ন কেন্দ্র কুমারখালীব্যাপী কাজ করে যাচ্ছে । সংগঠনটির নির্বাহী ও সাধারন পরিষদ প্রতিবন্ধীদের নিয়ে সাজানো।

জীবন ও বাস্তবতাছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।ফেরার পথে রিক্সা...
12/08/2023

জীবন ও বাস্তবতা

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।
রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।
ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো,,, " আজ আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন টা পূরণ হলো! আমিA+ পেলাম।"
দেখা যাক ভবিষ্যত আমায় কোন জায়গায় নিয়ে যায়...!!!
!পেছন ফিরে রিক্সা ওয়ালা বললো"Congratulations
আমি রফীক আলী। Golden A+ ২০১৩ batch.
সুতরাং রেজাল্ট কখনও কারো ভবিষ্যত নির্ধারণ করতে পারে না! 🙂
ছবি: প্রতীকী

এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন– 'আমাদের আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী আর প্রিয়জনদের ভোজের জন্য ডেকে নিয়...
12/08/2023

এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন– 'আমাদের আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী আর প্রিয়জনদের ভোজের জন্য ডেকে নিয়ে এসো'।

মেয়ে রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো– 'আমাদের বাসায় আগুন লেগেছে। আপনারা আগুন নিভাতে সাহায্য করুন'।

কিছুক্ষণ পরে অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো যেনো তারা কিছু শুনতেই পায়নি! যারা আসলেন তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।

মেয়েটির বাবা খুব আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন– 'এই যে অল্প সংখ্যক মানুষ যারা এসেছেন তাদেরকে প্রায় কাউকেই আমি চিনিনা এবং অনেককেই কখনোও দেখিনি। আমাদের আপনজনরা সব কোথায়?'।

মেয়েটি উত্তর দিলো– 'এই যে যারা এসেছেন, তারা কিন্তু খাবার খেতে আসেননি। বরং এসেছেন আমাদের বাসায় আগুন নিভানোর কাজে সাহায্য করতে। তারাই আসলে আমাদের আতিথেয়তার যোগ্য'।

নীতিবাক্যঃ যারা তোমার বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখেনা।

(সংগৃহীত)

আলহামদুলিল্লাহকুষ্টিয়া দৌলতপুরে একই পরিবারের সকল সদস্য সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন।
09/08/2023

আলহামদুলিল্লাহ

কুষ্টিয়া দৌলতপুরে একই পরিবারের সকল সদস্য সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন।

কোরআনের ভাষায় পথভ্রষ্ট যারাকোরআনে আল্লাহ তাআলা কিছু মানুষকে পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের গুমরাহ বলেছেন। তারা য...
09/08/2023

কোরআনের ভাষায় পথভ্রষ্ট যারা

কোরআনে আল্লাহ তাআলা কিছু মানুষকে পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের গুমরাহ বলেছেন। তারা যে পথে চলে সে পথ ভ্রান্ত। আমরা যেন তাদের পথে না চলি সে জন্য আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করে আমাদের সতর্ক করেছেন। সেসব ব্যক্তির আলোচনা আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত উল্লেখ করেছেন।
যারা আল্লাহর সঙ্গে শিরক করে

শিরক সবচেয়ে মহাপাপ। তাদের আল্লাহ তাআলা পথহারা পথভ্রষ্ট বলেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না।
এ ছাড়া অন্য যেকোনো গুনাহ যার ক্ষেত্রে চান ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে (কাউকে) শরিক করে, সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।’ (সুরা : নিসা, আয়াত : ১১৬)
আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী

যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে, তাদেরও আল্লাহ তাআলা পথভ্রষ্ট বলেছেন। ইরশাদ হয়েছে, ‘(পক্ষান্তরে) যারা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে, তারপর কুফরিতে অগ্রগামী হতে থেকেছে, তাদের তাওবা কিছুতেই কবুল হবে না।
এবং এরূপ লোকই বিপথগামী।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯০)

যারা আল্লাহর পথে বাধা দেয়

ইসলামের বিভিন্ন কাজে যারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তাদের আল্লাহ তাআলা পথভ্রষ্ট বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘যারা আখিরাতের বিপরীতে দুনিয়ার জীবনকেই পছন্দ করে, অন্যদের আল্লাহর পথে আসতে বাধা দেয় এবং সে পথে বক্রতা সন্ধান করে, তারা চরম বিভ্রান্তিতে লিপ্ত।’ (সুরা : ইবরাাহিম, আয়াত : ৩)

আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য

যারা আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য, বিভিন্ন কাজে-কর্মে নিজের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে, তাদেরও আল্লাহ তাআলা পথভ্রষ্ট হিসেবে ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ও তাঁর রাসুল যখন কোনো বিষয়ে চূড়ান্ত ফায়সালা দান করেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর নিজেদের বিষয়ে কোনো এখতিয়ার বাকি থাকে না। কেউ আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতা করলে সে তো সুস্পষ্ট গোমরাহীতে পতিত হলো।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৬)

প্রবৃত্তির অনুসরণকারী

প্রবৃত্তির অনুসরণ মাত্রই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই প্রবৃত্তির অনুসরণ তাকে একসময় পথহারা করে তোলে। এ জন্য যারা প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের পথভ্রষ্ট হিসেবে ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে, ‘তারা যদি তোমার ফরমায়েশমতো কাজ না করে, তবে বুঝবে, তারা মূলত তাদের খেয়াল-খুশিরই অনুসরণ করে। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আগত হিদায়াত ছাড়া শুধু নিজ খেয়াল-খুশির অনুসরণ করে, তার চেয়ে বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে? নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।’ (সুরা : কাসাস, আয়াত : ৫০)

যারা জুলুম করে

যারা অন্যায়ভাবে অন্যের ওপর জুলুম-অত্যাচার করে, তারাও পথভ্রষ্ট। ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান এনেছে আল্লাহ তাদের এ সুদৃঢ় কথার ওপর স্থিতি দান করেন দুনিয়ার জীবনে এবং আখিরাতেও। আর আল্লাহ জালিমদের করেন বিভ্রান্ত। আল্লাহ (নিজ হিকমত অনুযায়ী) যা চান, তাই করেন।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ২৭)

অপচয়কারী

যারা অপচয় করে, সীমা লঙ্ঘন করে তারাও পথভ্রষ্ট। আল্লাহ বলেন, ‘বস্তুত এর আগে ইউসুফ (আ.) তোমাদের কাছে এসেছিলেন উজ্জ্বল নিদর্শনাবলি নিয়ে। তখনো তোমরা তার নিয়ে আসা বিষয়ে সন্দেহে পতিত ছিলে। তারপর যখন তাঁর ওফাত হয়ে গেল, তখন তোমরা বললে, তারপর আর আল্লাহ কোনো রাসুল পাঠাবেন না। এভাবেই আল্লাহ প্রত্যেক এমন ব্যক্তিকে পথভ্রষ্টতায় ফেলে রাখেন, যে হয় সীমা লঙ্ঘনকারী, সন্দিহান।’ (সুরা : আল-মুমিন, আয়াত : ৩৪)

যারা নিরাশায় থাকে

আল্লাহর প্রতি নিরাশা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এ জন্য যারা আল্লাহর থেকে নিরাশ হয়ে যায় কিংবা হতাশ হয়ে যায়, তাদের আল্লাহ তাআলা পথভ্রষ্ট হিসেবে ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে, ‘ইবরাহিম বলল, পথভ্রষ্টরা ছাড়া আর কে নিজ প্রতিপালকের রহমত থেকে নিরাশ হয়?’ (সুরা : হিজর, আয়াত : ৫৬)

কঠোর হৃদয়ের অধিকারী

যারা দাম্ভিক, অহংকারী, পাষাণ ও নির্দয় অন্তরের অধিকারী, তাদের আল্লাহ তাআলা পথভ্রষ্ট বলেছেন। আল্লাহ বলেন, ‘আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার প্রতিপালকের দেওয়া আলোতে এসে গেছে (সে কি কঠোর হৃদয় ব্যক্তিদের সমতুল্য হতে পারে?) সুতরাং ধ্বংস সেই কঠোরপ্রাণদের জন্য, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ। তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।’ (সুরা : জুমার, আয়াত : ২২)

পাপাচারে অভ্যস্ত

যারা পাপ করতে অভ্যস্ত আল্লাহর আনুগত্য করতে চায় না, আল্লাহর আনুগত্য থেকে বিরত থাকে তারাও পথভ্রষ্ট। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ (কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য) কোনো রকমের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা মশা (এর মতো তুচ্ছ জিনিস) হোক বা তারও ওপরে (অধিকতর তুচ্ছ) হোক। তবে যারা মুমিন তারা জানে, এ উদাহরণ সত্য, যা তাদের প্রতিপালকের নিকট থেকে আগত। কিন্তু যারা কাফির তারা বলে, এই (তুচ্ছ) উদাহরণ দ্বারা আল্লাহর উদ্দেশ্য কী? (এভাবে) আল্লাহ এ উদাহরণ দ্বারা বহু মানুষকে গোমরাহিতে লিপ্ত করেন এবং বহুজনকে হিদায়াত দান করেন। বস্তুত তিনি পাপাচারীদের ছাড়া আর কাউকেও বিভ্রান্ত করেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬)

অনর্থক ঝগড়া

যারা অহেতুক, অনর্থক ঝগড়া করে তারাও পথভ্রষ্ট। আবু উমামা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হিদায়াতের পর কোনো জাতি গুমরাহ হয় না—যতক্ষণ না তারা বাক-বিতণ্ডায় লিপ্ত হয়। এরপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করেন, ‘এরা তো শুধু বাক-বিতণ্ডার উদ্দেশ্যেই আপনাকে এই কথা বলে, বস্তুত এরা এক বিতণ্ডাকারী সম্প্রদায়।’ (সুরা : জুখরুফ)। (জামে তিরমিজি, হাদিস : ৩২৫৩)

Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when SRL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SRL TV:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in Meradia

Show All