Enigma TV

Enigma TV Enigma is a service provider in digital media marketing through socially committed opportunities.
(1)

"১৯৮৬ সাল থেকে কবিতা ও গান লেখালেখির সাথে সম্পৃক্ত হন কবির বকুল। পাঁচ হাজারেরও বেশি গান লিখেছেন তিনি, যা বাংলাদেশ ও ভারত...
21/11/2023

"১৯৮৬ সাল থেকে কবিতা ও গান লেখালেখির সাথে সম্পৃক্ত হন কবির বকুল। পাঁচ হাজারেরও বেশি গান লিখেছেন তিনি, যা বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা সব শিল্পীর কণ্ঠে উঠে জয় করেছে হাজারও শ্রোতার হৃদয়। গীতিকার হিসেবে অর্জন করেছেন চারটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার'।
আগামীর অগ্রযাত্রায় শুভ কামনা।"

"বিশ্ব টেলিভিশন দিবস ২০২৩ এর প্রতিপাদ্য ""টেলিভিশনের জন্য একটি উন্নত ভবিষ্যৎ: নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন চ্যালেঞ্জ।""তথ্য...
21/11/2023

"বিশ্ব টেলিভিশন দিবস ২০২৩ এর প্রতিপাদ্য ""টেলিভিশনের জন্য একটি উন্নত ভবিষ্যৎ: নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন চ্যালেঞ্জ।""
তথ্য এবং বিনোদনের একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য উৎস টেলিভিশন, তাই এটির ক্রমবর্ধমানভাবে ডিজিটাল এবং মিথস্ক্রিয় হওয়া নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সেই সাথে আসন্ন চ্যালেঞ্জগুলোকে সম্মিলিতভাবে মোকাবিলা করাই হোক আমাদের প্রত্যয়।
"

মুক্তিযুদ্ধসহ বাঙালির সমস্ত প্রগতিশীল আন্দেলনে ভূমিকা পালনকারী, নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব কবি বেগম সুফিয়া কামাল-এর...
20/11/2023

মুক্তিযুদ্ধসহ বাঙালির সমস্ত প্রগতিশীল আন্দেলনে ভূমিকা পালনকারী, নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব কবি বেগম সুফিয়া কামাল-এর আজ মৃত্যুবার্ষিকী। চিরশান্তি লাভ করুন বাঙালির সমাজে শান্তি প্রতিষ্ঠাকারী সাহসী এ নারী, মৃত্যুবার্ষিকীতে এই কামনায়।

সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী, পুরো নাম সাদাত জামান চৌধুরী। তিনি একাধারে একজন সঙ্গীতশিল্পী, পরিচালক ও শিক্ষক। বর্তমান সময়ের...
20/11/2023

সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী, পুরো নাম সাদাত জামান চৌধুরী। তিনি একাধারে একজন সঙ্গীতশিল্পী, পরিচালক ও শিক্ষক। বর্তমান সময়ের সঙ্গীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন সুচারুরূপে।

বন্ধুরা তোমরা কি জানো, তোমাদের জীবনের নানা চাহিদা প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে রয়েছে একটি সনদ। যা আন্তর্জাতিক শিশু সনদ হিস...
19/11/2023

বন্ধুরা
তোমরা কি জানো, তোমাদের জীবনের নানা চাহিদা প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে রয়েছে একটি সনদ। যা আন্তর্জাতিক শিশু সনদ হিসেবে বিবেচিত।

জাতিসংঘের এই সনদকে বলা হয় - “জাতিসংঘ শিশু অধিকার সনদ”।

১৯৮৯ সালে নভেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে সবার মতামত নিয়ে এই সনদটি পাশ হয়। এরপর ১৯৯০ সালের সেপ্টেম্বর এ আন্তর্জাতিক আইনের একটি অংশে পরিনত হয়।

ইতিহাসের এটি হচ্ছে সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে বাংলাদেশসহ ১৯১টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে।

19/11/2023
19/11/2023

এই শিল্পীর গানের জীবন শুরু যখন তিনি ২য় শ্রেণীর ছাত্রী। প্রথম শিক্ষাগুরু মা কনা দাস। নাচ দিয়ে শুরু হলেও ছায়ানটে শিখেছেন নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত। বর্তমানে তিনি মিউজিক ভিডিও ও স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান করে ব্যাস্ত সময় পার করছেন।"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় সংগীত শিল্পী রত্না দাস।

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, শ্রোতাপ্রিয় নজরুল সংগীত শিল্পী রত্না দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত...
19/11/2023

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, শ্রোতাপ্রিয় নজরুল সংগীত শিল্পী রত্না দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। এই শিল্পীর দাম্পত্য সঙ্গী পীযুষ কুমার বিশ্বাস। তাদের একমাত্র সন্তান দিব্য জ্যোতি দ্বীপ।

19/11/2023

সুকণ্ঠী রত্না দাসের প্রথম গান “ধানে ভরা, গানে ভরা আমারি দেশ ভাই”। তার প্রথম এ্যালবাম লেজার ভিশন থেকে প্রকাশিত “কি ব্যাথা প্রাণে বাজে” এবং এরপর "আমি বাঁধিনু তোমার তীরে”। এ পর্যন্ত ৩০ টি নজরুলের গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি।

"উপমহাদেশের শক্তিশালী রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী-র জন্মদিন আজ। পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। রাজনীতির ক্ষেত্রে ত...
19/11/2023

"উপমহাদেশের শক্তিশালী রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী-র জন্মদিন আজ। পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। রাজনীতির ক্ষেত্রে তাঁর আপোসহীন মনোভাব এবং ক্ষমতার অভূতপূর্ব কেন্দ্রীকরণের জন্য তিনি ব্যাপক ভাবে সমাদৃত নেতা হয়ে ওঠেন। ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী তিনি। তাঁর বাবা জওহরলাল নেহরু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
অনুপ্রেরণাময়ী নেত্রীর জন্মতিথিতে শ্রদ্ধা অর্পণ।"

"আজ গানের দিন" সিজন-২ এ ১৯ নভেম্বরের অতিথি কণ্ঠশিল্পী রত্না দাস। বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ সকল স্যাটেলাইট টেলিভিশনে তি...
18/11/2023

"আজ গানের দিন" সিজন-২ এ ১৯ নভেম্বরের অতিথি কণ্ঠশিল্পী রত্না দাস। বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ সকল স্যাটেলাইট টেলিভিশনে তিনি নজরুল সংগীত নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। দেশের বাইরে ভারত, নেপালে তিনি আমন্ত্রিত শিল্পী হিসেবে অনুষ্ঠান করেছেন।

18/11/2023

শ্রোতাপ্রিয় নজরুল সংগীত শিল্পী রত্না দাস। গানের জগতে শিক্ষক হিসেবে পেয়েছেন সুধীন দাস, মানস কুমার দাস, নীলুফার ইয়াসমিন, খায়রুল আনাম শাকিলকে। পরবর্তীতে ভারতের শ্রীমতী সর্বানী হোমের কাছে তালিম নিয়েছেন তিনি।

"চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ, পুরো নাম মিজানুর রহমান। নেতিবাচক চরিত্রের কারণেই ভক্তদের কাছে তিনি বে...
17/11/2023

"চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ, পুরো নাম মিজানুর রহমান। নেতিবাচক চরিত্রের কারণেই ভক্তদের কাছে তিনি বেশি পরিচিত ছিলেন।
১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন এ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতিও ছিলেন তিনি। মিজু আহমেদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'পাষাণ'। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
জন্মদিবসে তাঁর স্মরণে শ্রদ্ধা নিবেদন।"

"বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের অন্যতম অগ্রনায়ক, দক্ষিণ এশিয়ার গজল গানের খ্যাতিমান কণ্ঠশিল্পী, জীবন্ত কিংবদন্...
17/11/2023

"বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের অন্যতম অগ্রনায়ক, দক্ষিণ এশিয়ার গজল গানের খ্যাতিমান কণ্ঠশিল্পী, জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা।
বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন এ সংগীত গুণী।

গানের কিংবদন্তীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। শুভক্ষণে শুভ প্রার্থনায় দীর্ঘায়ু কামনা করি।"

16/11/2023

গাজায় গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে সংহতি প্রকাশে দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুন প্রদর্শনী।

বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরির যৌথ-উদ্যোগে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ও বাংলাদেশের জ্যেষ্ঠ কার্টুনিস্ট আহসান হাবীব।

"দেশের প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ'-এর পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন, 'মাটির পাহাড়' চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের ...
16/11/2023

"দেশের প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ'-এর পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন, 'মাটির পাহাড়' চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের মধ্য দিয়ে পরিচালনা জীবন শুরু হয়। তিনি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত।
পরবর্তীতে তিনি এহতেশাম পরিচালিত 'এ দেশ তোমার আমার' ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র 'সুতরাং' (১৯৬৪)।

মৃত্যুদিবসে স্মরণ করি এ কীর্তিমান গুণীকে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে রবেন আপনি।"

"‘সজনী গো ভালোবেসে এত জ্বালা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা’, ‘কিছু বলো, কিছু বলো’, ‘য...
16/11/2023

"‘সজনী গো ভালোবেসে এত জ্বালা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা’, ‘কিছু বলো, কিছু বলো’, ‘যখন থামবে কোলাহল’, ‘শিল্পী আমি তোমাদের গান শোনাব’ এসব হৃদয়ছোঁয়া গানের স্রষ্টা গীতিকার মাসুদ করিম। ষাট, সত্তর ও আশির দশকে তিনি চলচ্চিত্রের জন্য বহু গান লিখেছেন, রচনা করেছেন অনেক গীতি নকশা, যার মধ্যে অন্যতম স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে গানের অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান ইত্যাদি। সঙ্গীতে অবদানের জন্য দুইবার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। চলচ্চিত্র প্রযোজনাও করেন তিনি।
স্মরণীয় হয়ে আছেন, থাকবেন বাংলা গানের ভুবনে..মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন।"

"সংগীত পরিচালক, গায়ক, সুরকার ও খ্যাতিমান কিবোর্ডশিল্পী মানাম আহমেদ।বাংলা রক ও সিনেমার বহু জনপ্রিয় গানের সুর ও সংগীতের কৃ...
15/11/2023

"সংগীত পরিচালক, গায়ক, সুরকার ও খ্যাতিমান কিবোর্ডশিল্পী মানাম আহমেদ।
বাংলা রক ও সিনেমার বহু জনপ্রিয় গানের সুর ও সংগীতের কৃতিত্ব রয়েছে তাঁর কর্মের ঝুলিতে।
শুভদিনে উত্তরোত্তর মঙ্গল প্রার্থনায়.. শুভ জন্মদিন ! "

"মানবতাধর্মী কাজে সম্পৃক্ত থাকায় তৎকালীন ব্রিটিশ প্রখ্যাত সমাজসেবক, জমিদার ও দানবীর রণদাপ্রসাদ সাহা, যিনি আরপি সাহা নাম...
15/11/2023

"মানবতাধর্মী কাজে সম্পৃক্ত থাকায় তৎকালীন ব্রিটিশ প্রখ্যাত সমাজসেবক, জমিদার ও দানবীর রণদাপ্রসাদ সাহা, যিনি আরপি সাহা নামেই তিনি সমধিক পরিচিত। মানবতাধর্মী কাজে সম্পৃক্ত থাকায় তৎকালীন ব্রিটিশ সরকার রণদাপ্রসাদ সাহাকে 'রায় বাহাদুর' খেতাব প্রদান করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার মানবসেবায় অসামান্য অবদান রাখায় ও তার কাজের যথাযথ স্বীকৃতিস্বরূপ তাঁকে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) প্রদান করেন।
জন্মতিথিতে স্মরণ করি অনুকরণীয় এই ব্যক্তিত্বকে।"

"বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক হাসান আজিজুল হক। তাঁর রচিত জনপ্রিয় গল্পগ্রন্থের মধ্যে রয়েছে- '...
15/11/2023

"বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক হাসান আজিজুল হক। তাঁর রচিত জনপ্রিয় গল্পগ্রন্থের মধ্যে রয়েছে- 'সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য', 'আত্মজা ও একটি করবী গাছ', 'নামহীন গোত্রহীন', 'পাতালে হাসপাতালে', 'আমরা অপেক্ষা করছি', 'রোদে যাব', 'রাঢ়বঙ্গের গল্প' ইত্যাদি। 'আগুনপাখি' ও 'শামুক' যথাক্রমে তাঁর রচিত প্রথম ও শেষ উপন্যাস।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি ।"

15/11/2023

বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রত্না দাস। গানের জীবন শুরু যখন তিনি ২য় শ্রেণীর ছাত্রী। প্রথম শিক্ষাগুরু মা কনা দাস। নাচ দিয়ে শুরু হলেও ছায়ানটে শিখেছেন নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত।

"খ্যাতনামা সঙ্গীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী-র ৬৯তম জন্মবার্ষিকী আজ।জন্মজয়ন্তীতে স্মরণীয় বরণীয় এ সংগীতজ্ঞ"
15/11/2023

"খ্যাতনামা সঙ্গীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী-র ৬৯তম জন্মবার্ষিকী আজ।
জন্মজয়ন্তীতে স্মরণীয় বরণীয় এ সংগীতজ্ঞ"

"বাংলা সাহিত্যের ধ্রুবতারা ও নির্মাতা হুমায়ূন আহমেদ ( ১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০১২ )। কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান ন...
13/11/2023

"বাংলা সাহিত্যের ধ্রুবতারা ও নির্মাতা হুমায়ূন আহমেদ ( ১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০১২ )। কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। নাটক, শিশুসাহিত্য, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনি, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।

নন্দিত এ ব্যক্তিত্ব স্মৃতিতে অম্লান রবেন চিরকাল। "

"কালজয়ী কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক সৈয়দ মীর মশাররফ হোসেন ( ১৩ নভেম্বর ১৮৪৭ - ১৯ ডিসেম্বর ১৯১১)। বাং...
13/11/2023

"কালজয়ী কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক সৈয়দ মীর মশাররফ হোসেন ( ১৩ নভেম্বর ১৮৪৭ - ১৯ ডিসেম্বর ১৯১১)। বাংলা ভাষার একজন অন্যতম প্রধান গদ্যশিল্পী তিনি। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত 'বিষাদ সিন্ধু' তাঁর সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। এছাড়াও তাঁর বইয়ের সংখ্যা প্রায় ৩৭টি, যার মধ্যে উল্লেখযোগ্য 'জমীদার দর্পণ', 'বসন্তকুমারী নাটক', 'গাজী মিয়াঁর বস্তানী', 'রত্নবতী' ইত্যাদি।
জন্মদিবসে স্মৃতিতে স্মরণীয় খ্যাতিমান এ সাহিত্যস্রষ্টা।"

রত্না দাস, শ্রোতাপ্রিয় নজরুল সংগীত শিল্পী। ২৯ জুলাই নরসিংদীতে জন্ম রত্না দাসের। বাবা রনজিৎ কুমার দাস ও মা কনা দাস। ২ বোন...
13/11/2023

রত্না দাস, শ্রোতাপ্রিয় নজরুল সংগীত শিল্পী। ২৯ জুলাই নরসিংদীতে জন্ম রত্না দাসের। বাবা রনজিৎ কুমার দাস ও মা কনা দাস। ২ বোন ১ ভাইয়ের মধ্যে রত্না বড়। একমাত্র বোন ড. সম্পা দাসও নজরুল সঙ্গীতশিল্পী।

12/11/2023

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি বর্তমান সময়ের কণ্ঠশিল্পী পাগড়ী সাকিব। মূলত লোক ধারার গান করেন তিনি। ইদানীং বিভিন্ন টেলিভিশন ও স্টেজে পারফর্ম করার পাশাপাশি নাটকের কাজেও ব্যাস্ত সময় পার করছেন এই শিল্পী।

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি পাগড়ী সাকিব, পুরো নাম মোঃ নুরুল আমিন, গানের জগতে তিনি পাগড়ী সাকিব হিসেবে পরিচিত। ১...
12/11/2023

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি পাগড়ী সাকিব, পুরো নাম মোঃ নুরুল আমিন, গানের জগতে তিনি পাগড়ী সাকিব হিসেবে পরিচিত। ১৯৮৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারী বরিশালে জন্ম নেয়া সাকিবের গানের জীবন শুরু ছোটবেলা থেকেই। ওস্তাদ নুর মোহাম্মদ গাজী সাকিবের প্রথম সঙ্গীত গুরু।

"আধুনিক বাঙালি কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক বেলাল চৌধুরী। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত হওয়া এ লেখকের উল্লেখযোগ্য র...
12/11/2023

"আধুনিক বাঙালি কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক বেলাল চৌধুরী। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত হওয়া এ লেখকের উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে 'বত্রিশ নম্বর', 'মৃত্যুর কড়ানাড়া', 'আমার কলকাতা', 'জীবনের আশ্চর্য ফাল্গুন', 'যাওয়ার আগে আরেক চুমুক', 'সেলাই করা ছায়া', 'যে ধ্বনি চৈত্রে', 'শিমুলে' ইত্যাদি।
জন্মদিবসে অভ্যর্থনা জানাই তাঁর স্মৃতির প্রতি।"

12/11/2023

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, কণ্ঠশিল্পী পাগড়ী সাকিব । তার প্রথম গান “বানিজ্যের নামে আমি এলাম এ কোন হাটে” শিখেছিলেন মায়ের কাছে। সাকিব সঙ্গীতে আদর্শ হিসেবে মানেন লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার খ্যাতিমান সংগীত শিল্পী বারী সিদ্দিকীকে।

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, কণ্ঠশিল্পী পাগড়ী সাকিব । তার প্রথম গান “বানিজ্যের নামে আমি এলাম এ কোন হাটে” শিখেছ...
11/11/2023

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, কণ্ঠশিল্পী পাগড়ী সাকিব । তার প্রথম গান “বানিজ্যের নামে আমি এলাম এ কোন হাটে” শিখেছিলেন মায়ের কাছে। সাকিব সঙ্গীতে আদর্শ হিসেবে মানেন লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার খ্যাতিমান সংগীত শিল্পী বারী সিদ্দিকীকে।

11/11/2023

শখের বশে গান গাওয়া শুরু করলেও গানের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি শাখায় সমানভাবে বিচরণ সাকিবের। গান গাওয়ার পাশাপাশি গান লেখেন এবং সুরও করেন। এই শিল্পী অভিনয়েও পারদর্শী, বেশ কিছু টেলিফিল্ম ও নাটকে কাজ করেছেন তিনি।

08/11/2023

উদীয়মান কণ্ঠশিল্পী পাগড়ী সাকিব। ১৯৮৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারী বরিশালে জন্ম নেয়া সাকিবের গানের জীবন শুরু ছোটবেলা থেকেই। ওস্তাদ নুর মোহাম্মদ গাজী সাকিবের প্রথম সঙ্গীত গুরু।

"বাংলাদেশি মুক্তিযোদ্ধা আবু তাহের মোহাম্মদ হায়দার (এ.টি.এম. হায়দার), যিনি প্রথমে দুই নং সেক্টরের সহ-অধিনায়ক ও পরে সেক...
07/11/2023

"বাংলাদেশি মুক্তিযোদ্ধা আবু তাহের মোহাম্মদ হায়দার (এ.টি.এম. হায়দার), যিনি প্রথমে দুই নং সেক্টরের সহ-অধিনায়ক ও পরে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।গেরিলা কমান্ডার হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অভূতপূর্ব অবদান রাখার জন্য 'বীর উত্তম' খেতাবে ভূষিত হন এ সাহসী যোদ্ধা।
প্রয়াণদিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাঁকে।"

06/11/2023
"টিভি নাটকে তার ভিন্ন ধারার অভিনয় আলাদা এক দর্শকশ্রেণী সৃষ্টি করেছে। শুধু টিভি পর্দাতেই নয়, তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রে...
06/11/2023

"টিভি নাটকে তার ভিন্ন ধারার অভিনয় আলাদা এক দর্শকশ্রেণী সৃষ্টি করেছে। শুধু টিভি পর্দাতেই নয়, তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। বলছি দর্শকপ্রিয় অভিনেতা ইরেশ যাকের এর কথা। বাবা নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও তাঁর জন্মদিন একই দিনে।
আজ ৬ নভেম্বর, জন্মদিনে রইলো শুভেচ্ছা।"

"সত্তরের দশকে মঞ্চ কাঁপানো নূরলদীন কিংবা নব্বই দশকে টিভি নাটকের 'বড় চাচা'- নানান রকম চরিত্রের মধ্য দিয়ে দর্শকের মন জয় কর...
06/11/2023

"সত্তরের দশকে মঞ্চ কাঁপানো নূরলদীন কিংবা নব্বই দশকে টিভি নাটকের 'বড় চাচা'- নানান রকম চরিত্রের মধ্য দিয়ে দর্শকের মন জয় করা এক মানুষ আলী যাকের। শোবিজের উজ্জ্বল এ নক্ষত্র বিভিন্ন চরিত্রে শক্তিমান অভিনয়ের জন্য দর্শক মনে চিরঞ্জীব হয়ে থাকবেন।
জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা অবিরাম।"

"ঢাকাই চলচ্চিত্রের 'মুকুটহীন নবাব' খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন এর ৯২তম জন্মদিন আজ। অসংখ্য ছবিতে নানামুখী চরিত্রে তাঁর অভ...
06/11/2023

"ঢাকাই চলচ্চিত্রের 'মুকুটহীন নবাব' খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন এর ৯২তম জন্মদিন আজ। অসংখ্য ছবিতে নানামুখী চরিত্রে তাঁর অভিনয় সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্রকে। বাংলা সিনেমার নন্দিত এ অভিনেতা 'গোলাপী এখন ট্রেনে', 'জীবন থেকে নেয়া', 'নবাব সিরাজউদ্দৌলা', 'নয়নমনি', 'লাঠিয়াল' ইত্যাদি সহ অভিনয় জীবনের ৫১ বছরে প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
জন্মদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি গুণী অভিনেতা আনোয়ার হোসেনকে।"

মোঃ নুরুল আমিন, গানের জগতে যিনি পাগড়ী সাকিব হিসেবে পরিচিত। বাবা মোঃ আলী খান এবং মায়ের নাম আলেয়া বেগম। দুই ভাই, দুই বোনে...
06/11/2023

মোঃ নুরুল আমিন, গানের জগতে যিনি পাগড়ী সাকিব হিসেবে পরিচিত। বাবা মোঃ আলী খান এবং মায়ের নাম আলেয়া বেগম। দুই ভাই, দুই বোনের মধ্যে সাকিব দ্বিতীয়। সাকিবের দাম্পত্যসঙ্গী জেসমিন আক্তার, এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বনিক। গুনি এই শিল্পীর আদর্শ মানুষ তার মা। রান্না করা...
05/11/2023

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি, শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বনিক। গুনি এই শিল্পীর আদর্শ মানুষ তার মা। রান্না করা তার শখ হলেও, সামান্য অবসর পেলেই ঘুমাতে পছন্দ করেন। তবে সবচেয়ে ভালোবাসেন গান শুনতে। চম্পা বনিকের দাম্পত্যসঙ্গী ড.সঞ্জিত কুমার পাল। ২ মেয়ে, শ্রেয়ন্তী পাল ও শাশ্বতী পাল।

Address

Police Plaza Concord Tower-1 (5th Floor), Plot-02, Road/144, Gulshan-1
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+880255045400

Alerts

Be the first to know and let us send you an email when Enigma TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enigma TV:

Videos

Share

Nearby media companies