dailybarlekha.com

dailybarlekha.com সংবাদ পত্র

বড়লেখার রাজনীতি :;  মানসিক ভারসাম্য হীন লোকে পরিপুর্ন।নির্বাচনের আগে হাটে গাটে মাটে যারা আজির  উদ্দিন কে একজন ধর্ষক চরিত...
10/05/2024

বড়লেখার রাজনীতি :; মানসিক ভারসাম্য হীন লোকে পরিপুর্ন।নির্বাচনের আগে হাটে গাটে মাটে যারা আজির উদ্দিন কে একজন ধর্ষক চরিত্র হীন লম্পট প্রমান করলো তারাই প্রথম মিষ্টি মুখ করাতে ব‍্যাস্ত।

বড়লেখা দাসের বাজারের মাদক ব্যবসায়ি সেই শংকর দাস এখন কারাগারে
16/10/2023

বড়লেখা দাসের বাজারের মাদক ব্যবসায়ি সেই শংকর দাস এখন কারাগারে

তিন নদীর মোহনা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিন নদীর সংযোগ ঘটেছে চাঁদুপুরের মোলহেড এলাকায়। নদীগুলো তিনদিক থেকে প্রবাহিত হয়...
26/01/2023

তিন নদীর মোহনা
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিন নদীর সংযোগ ঘটেছে চাঁদুপুরের মোলহেড এলাকায়। নদীগুলো তিনদিক থেকে প্রবাহিত হয়ে মিশে যাওয়ায় সেখানে সৃষ্টি হয় তীব্র স্রোত ও ভয়ংকর ঘূর্ণিপাক। আর চাঁদপুরের নদীপথের এই ট্রায়াঙ্গেলে পড়েই নিখোঁজ হয়েছে শত শত মানুষ, যাত্রীবাহী লঞ্চসহ মালবাহী কার্গো কিংবা ট্রলার। হারিয়ে যাওয়া এসব নৌযানের কোনটির সন্ধান পাওয়া যায়নি আজও। তিন নদীর এ সঙ্গমস্থলটি যেন এক রহস্যময় মৃত্যুকূপ।

চাঁদপুরের তিন নদীর এই সঙ্গমস্থলটি স্থানীয়ভাবে কোরাইল্লার মুখ নামেও পরিচিত। এখানকার ভয়ংকর ঘূর্ণিপাকে তলিয়ে গেছে বড় বড় যাত্রীবাহী লঞ্চ। বর্ষা মৌসুমে অনেক মালবাহী কার্গো ডুবে গেছে তীব্র স্রোতে। যার ফলে সরকারিভাবেও এই জায়গাটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

চাঁদপুরের সেই মোহনাটি একেবারে নদীর তীরে অবস্থিত। সাধারণত নদীর তীর অগভীর থাকে। কিন্তু নদীর তীরে হওয়া স্বত্ত্বেও এই মোহনাটি অনেক গভীর। বর্ষাকালে এটি রূপান্তরিত হয় রহস্যময় মৃত্যুকূপে। পানির ভয়ঙ্কর ঘূর্ণি দেখে মানুষের মনে শিহরণ জাগে। এই মোহনা নিয়ে লোকমুখে অনেক গল্প রয়েছে।

বলা হয়ে থাকে, এই মোহনা এক ছেলের অভিশাপে সৃষ্টি হয়েছে। সে হয়তো শত বছর আগের কথা। তখন মোহনাস্থলে কোনো নদী ছিল না। ছিল ছোটখাটো বাজার, হোটেল আর দোকানপাট। নদী ছিল কয়েক কিলোমিটার দূরে। একদিন বিকেলে ছোট এক দ্ররিদ্র ছেলে শিশু একটি হোটেলে গিয়ে খাবার চায়। হোটেলের মালিক তাকে তাড়িয়ে দেয়। ছেলেটি পুনরায় খাবার চাইতে গেলে হোটেলের মালিক রেগেমেগে তার গায়ে গরম তেল ছুড়ে মারে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কাদঁতে কাঁদতে ছেলেটি চলে যায়। ওই রাতেই হোটেলসহ কয়েক কিলোমিটার জায়গা নদীর ভাঙনে পানির অতলে হারিয়ে যায়। বলা হয় এই ছেলের অভিশাপেই নাকি তৈরি হয় এই মোহনা।

ওই ঘটনার বহু বছর পর ওই ঘূর্ণিপাকে পড়ে একটি লঞ্চ ডুবে যায়। তখন ডুবুরিরা লঞ্চের সন্ধানে নদীর তলদেশে গিয়ে দেখে একটি ছোট ছেলে চেয়ারে বসে আছে। ঘটনাগুলো আদৌ সত্যি কি-না তা বলা কঠিন।

তিন নদীর এই মোহনায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তীব্র স্রোত বইতে থাকে। যার ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে এই স্থানে। স্থানীয়রা জানান, মোহনার তীব্র স্রোতের কারণে এখানে বহু যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এমভি শাহজালাল, মদিনা, দিনার ও নাসরিন-১ লঞ্চ ডুবে যায়। সবগুলো লঞ্চেই প্রচুর যাত্রী ছিল। তীব্র স্রোতের কারণে অধিকাংশ যাত্রীই বেঁচে ফিরতে পারেননি। ২০০৩ সালের ৮ জুলাই এমভি নাসরিন-১ লঞ্চ ডুবিতে মারা যান ১১০ জন, নিখোঁজ হন ১৯৯ জন। এখন পর্যন্ত এখানে ডুবে যাওয়া কোনো লঞ্চ ও ট্রলারের সন্ধান পায়নি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

চাঁদপুর জেলার প্রায় ৪০টি চরাঞ্চল রয়েছে। এসব এলাকার যোগাযোগের একমাত্র বাহন ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার। জীবনের ঝুঁকি নিয়ে শিশু, নারী ও পুরুষ সবাই এসব ট্রলারে করে নিয়মিত জেলা সদরে যাতায়াত করেন। ফলে দুর্ঘটনার কবলে পড়ে নিয়মিতই প্রাণহানির ঘটনা ঘটে।

এই ট্রায়াঙ্গেলে ২৪ ঘণ্টাই প্রবল ঘূর্ণিস্রোত বইতে থাকে। গত ৩০ সেপ্টেম্বরেও মেঘনা-পদ্মা-ডাকাতিয়া নদীর স্রোতের কবলে পড়ে জেলেদের নৌকা উল্টে ভেসে যান পাঁচ জেলে।

সংশ্লিষ্টরা জানায়, দিন দিন তীব্রতা বাড়ার মূল কারণ স্রোতের বিপরীত পাশে চর জেগে উঠা। স্রোতের গতিপথ পরিবর্তন করতে পারলেই দুর্ঘটনা কমানো সম্ভব।

এই মোহনার পাশ দিয়েই বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ চলাচল করে। তিন নদীর এ সঙ্গমস্থল চাঁদপুর জেলা সদরের অন্যতম একটি পর্যটন স্পট। প্রতিদিনই এখানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

এই মোহনার পাশ দিয়ে ফিটনেসবিহীন লঞ্চ ও নৌ চলাচল করতে নিষেধ করা হয়েছে।

25/01/2023
বড়লেখায় নির্মাণ ত্রুটিতে ভাঙ্গল আশ্রয়নের ঘর, মামলা হলো ভাংচুর-চুরির! বিব্রত এলাকা বাসী।
04/01/2023

বড়লেখায় নির্মাণ ত্রুটিতে ভাঙ্গল আশ্রয়নের ঘর, মামলা হলো ভাংচুর-চুরির! বিব্রত এলাকা বাসী।

বছরের শেষ সকাল
31/12/2022

বছরের শেষ সকাল

29/12/2022

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বনের কালো সোনা খ্যাত আগ....

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সফররত বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ কে শুভেচ্ছা জানান আরব আমিরাতের  দুবাইতে অবস্থি...
29/12/2022

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সফররত বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ কে শুভেচ্ছা জানান আরব আমিরাতের দুবাইতে অবস্থিত বড়লেখা সমিতি:
ফুল দিয়ে শুভেচ্ছা জানান বড়লেখা সমিতির সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইয়াহইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক কবির আহমদ, যুগ্ন সম্পাদক জনাব মুজিবুর রহমান, এবং বড়লেখার প্রবাসী বৃন্দ

29/12/2022

দেশের প্রথম মেট্রো রেল জনসাধারণের জন‍্য আজ খুলে দেওয়া হলো।

29/12/2022

অবশেষে বৈদ্যুতিক ট্রেন অর্থাৎ মেট্রোরেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ। উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকেই টিকিট কেটে উ...

28/12/2022

আজ ২৫/১২/২০২২ ইংরেজী তারিখে পাকশাইল আইডিয়াল হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এর বার্ষিক পর.....

কাতারে বড়লেখা  উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ সংবর্ধধিত কাতার সফররত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদকে...
28/12/2022

কাতারে বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ সংবর্ধধিত

কাতার সফররত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন কাতার। রবিবার কাতারের রাজধানী দোহার সালিমার ইস্তাম্বুল রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং আহমদ মালেক ও সিরাজুল ইসলাম শাহিনের যৌথ সঞ্চালনয় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বোরহান উদ্দিন শরীফ। উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, এনামুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সহ-সভাপতি মখলেছুর রহমান, মোঃ খছরু মিয়া পংকি, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, মোঃ শাহাজান মিয়া।

বক্তব্য রাখেন, বৃহত্তর ঢাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী বাসার সরকার, বদরুল ইসলাম, জুবের খান, আবুল হাসান, আব্বাস উদ্দিন, রেজাউল করিম রেজু, তাজুল ওয়াহিদ, সাইদুল ইসলাম, ফখরুল ইসলাম, সাংবাদিক এম এ সালাম সহ আরও অনেকে।

সংবর্ধিত অতিথি সোয়েব আহমদকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে মুসলিম উম্মাহের সুখশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন ক্বারী ইব্রাহিম খান।

ঢাকা  মেট্রো রেলের ভাড়ার তালিকা।
28/12/2022

ঢাকা মেট্রো রেলের ভাড়ার তালিকা।

আজ বড়লেখা আসছেন পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।         গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন পরিবেশ ও জলবায়ু...
28/12/2022

আজ বড়লেখা আসছেন পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মান্ত্রী -মৌলভীবাজার ১. বড়লেখা ও জুড়ি উপজেলার সাংসদ আলহাজ মোহাম্মদ শাহাব উদ্দিন আগমনী কাল ২৮ ডিসেম্বর ২০২২ রোজ বুধবার ৪ দিনের সফরে বড়লেখায় ও জুড়ি উপজেলায় আসছেন।

তিনি ২৮ ডিসেম্বর ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হইতে ইউএস বাংলার একটি ফ্লাইটে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছবেন ও সেখান থেকে সড়কপথে গোলাফগঞ্জ বিয়ানীবাজার হয়ে বড়লেখায় তার বাসভবনে পৌছবেন।

সফর কালীন সময়ে তিনি বড়লেখা ও জুড়ি উপজেলার নির্ধারিত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সরকারি কর্মসুচিতে প্রধান অথিতি হিসাবে যোগদান করবেন ও বিভিন্ন উন্নয়ন মুলক কর্মসুচি পরিদর্শন, ভিত্তিপ্রস্তর স্থাফন ও উদ্ভোধন করবেন। এবং বড়লেখা ও জুড়ি উপজেলার সাধারণ জনগনের সাথে গন সাক্ষাৎ করবেন।

১ জানুয়ারি ২০২৩ রোজ রবিবার বিভিন্ন অনুষ্টানে যোগাদান শেষে বিকালে সড়কপথে বিয়ানীবাজার গোলাপঞ্জ হয়ে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছবেন ও সেখান থেকে আকাশপথে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢার উদ‍্যেশে সিলেট ত‍্যাগ করবেন।

28/12/2022

মেট্রো রেল ঢাকা

22/12/2022

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের বৃদ্ধ আমিন আলী (৮০) তিনি ১২ বছর থেকে পাচ্ছেন বয়স্.....

বড়লেখার বর্নিতে ইউনিয়নের তৃনমুল আ:লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহিতের মতবিনিময় সভা---------------------------------...
08/10/2021

বড়লেখার বর্নিতে ইউনিয়নের তৃনমুল আ:লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহিতের মতবিনিময় সভা
------------------------------------------------------------
মৌলভীবাজার জেলার, বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামীলীগ নেতা এম এ মুহিত আজ তার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগন ও ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ সব অঙ্গ সংগটনের নেতা কর্মী ও সমর্থক দের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন।
হাফিজ আতাউর রহমান সৈয়দী সাহেবের সভাপতিত্বে উক্ত
সভায় ৯ নং ওয়ার্ভ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ সাধারণ ভোটারদের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্নি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নিয়ে মতামত প্রাকাশের জন‍্য আলোচনা হয়। উক্ত আলোচনায় উপস্থিত সকলের সম্মতি প্রদান করেন। সর্ব সম্মতি ক্রমে বর্নি ইউনিয়নের জন‍্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে সকল দিক বিবেচনায় এম এ মুহিতকে মনোনীত করা হয়।
উল্লেখ্য এর আগে ও তিনি বর্নী ইউনিয়নের ১ নং পাকশাইল ওয়ার্ড, ২ নং মনারাই, মনাদি রংপুর ওয়ার্ভ, ৮ নং মিহারী ওয়ার্ড, ৭ নং নোয়াগ্রাম, বারহাল, চক, উত্তরবর্নি ওয়ার্ডে পৃথক পৃথক মতবিনিময় সভা করেন দলীয় নেতা কর্মী ও সাধারণ জনসাধারন কে নিয়ে। সভায় সর্বসম্মতি ক্রমে বর্নি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনীত করার পক্ষে মত দেন।

08/10/2021

মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে র‌্যাব ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ অ.....

08/10/2021

পরিবারের বড় সন্তান হিসেবে জীবন-জীবিকার তাগিদে পাহাড়সম দায়িত্বের বোঁঝা কাধে নিয়ে তরুণ বয়সে প্রবাসে পাড়ি জ.....

03/10/2021

জাল কাবিন তৈরি করে এক নারীকে বিয়ে করে ৫ বছর একসঙ্গে করেছেন সংসার। তবে কোনোদিন দেননি স্ত্রী’র ম’র্যাদা। নষ্ট করেছ.....

30/09/2021

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি। রাকিব-তামিমার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথিতে...

28/09/2021

হবিগঞ্জ জেলা কারাগারের সুপার জাকের হোসেনকে জালিয়াতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০০৪ সালে তিনি যশ.....

Address

বড়লেখা
Maulvi Bazar
3250

Alerts

Be the first to know and let us send you an email when dailybarlekha.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to dailybarlekha.com:

Videos

Share



You may also like